টাকা ইনকাম করার অ্যাপ বিকাশে ২০২২

ডিজিটাল এই দুনিয়ায় অবশ্য কিছু টাকা ইনকাম করার অ্যাপ বিকাশে পেমেন্ট দেয়। যেখান থেকে আসলেই নগদ অর্থ উপার্জনের সুযোগ আছে। 

এবং তবে খাঁটি অ্যাপ গুলোকে সমাপ্ত করতে আমাদের সকলের উচিত স্মার্ট এবং সতর্ক হওয়া। কেননা অনলাইনে প্রতারকদের অভাব নেই। আপনার মূল্যবান সময় নষ্ট করতে সক্ষম এমন অনেক ব্যক্তি ও তাদের স্ক্যাম অ্যাপ আছে।

{tocify} $title={Table of Contents}

টাকা ইনকাম করার অ্যাপ পেমেন্ট নিন বিকাশে।

অনলাইনে অর্থ উপার্জন বর্তমানে বাস্তবিকই সম্ভব। কিন্তু অনলাইনে উপার্জন করা যতটা সহজ দেখাচ্ছে, আদতে ততটা সহজ নয়। বাস্তব দুনিয়ায় ইনকাম করা যতটা কঠিন, ঠিক ততটাই কঠিন অনলাইনে আয় করা। 

আপনি হয়তো কিছু অ্যাড অথবা বিজ্ঞাপনে দেখেছেন যে অল্প সময়ে কোনো একটি সাইটে বা অ্যাপে কাজ করে ধনী হয়ে যেতে পারবেন, এরা আসলে ভুয়া।

তো আজকে বাংলাদেশ থেকে বিকাশে ইনকাম করা যাবে এরকম পাঁচটি টাকা ইনকাম করার অ্যাপ বিকাশে নিয়ে আলোচনা করব। নিচে এর তালিকা উল্লেখ করা হলোঃ
 
                                           টাকা ইনকাম করার অ্যাপ বিকাশে

১। কর্ম জবস। Kormo Jobs

কর্ম জবস একটি ক্যারিয়ার ভিত্তিক অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার। এখানে যারা চাকরি করতে ইচ্ছুক, অথবা কোন একটি জব করতে চাইছে, তাদেরকে কোনো কোম্পানি বা যারা চাকরিতে নিয়োগ করে তাদের সাথে সংযুক্ত করে দেয়। এ

টি একটি আপডেট প্লাটফর্ম এবং সব সময় আপডেট তথ্য দিয়ে তার ইউজারদেরকে সহযোগিতা করে। এ সাইটে কাজ করতে আপটুডেট তথ্য দিতে হবে। এ টাকা ইনকাম করার অ্যাপটি বিকাশে পেমেন্ট দিবে।

তাছাড়া বাস্তবে কোন নিয়োগকর্তার সাথে সাক্ষাৎকারের জন্য আপনি চাইলে নিজস্ব সিভি ডাউনলোড করতে পারবেন। 

আপনি যে ফিল্ডে জব চাইছেন বা কাজ করতে চাচ্ছেন, সে ফিল্ডের কোনো নিয়োগকর্তা যদি চাকরির কোনো খবর পোস্ট করে, তাহলে এই অ্যাপসের মাধ্যমে ব্যবহারকারীদেরকে অবহিত করা হয়।

এছাড়া উপযুক্ত চাকরির জন্য আপনি এখানে আবেদন করতে পারবেন। এই অ্যাপটি নিয়োগ কর্তাদেরকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য সময়সূচী ঠিক করিয়ে দিবে। 

এবং সময়ে সময়ে আপনার সম্ভাব্য চাকরির পরিস্থিতির আপডেট করা হবে। কর্ম এপটির সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলোঃ এটি শুধুমাত্র একটি ওয়েবসাইট নয় যেখানে মানুষ চাকরি খোঁজে। 

তাছাড়া এখানে কেউ চাইলে ভালো কাজের জন্য ভালো কাজ পাওয়ার জন্য নিজের দক্ষতাকে আরো বেশি উন্নত করতে পারে।

এখানে বিভিন্ন ইন্টারভিউ প্রস্তুতির জন্য ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায়। তাছাড়া চাকরি প্রার্থীকে তার যোগ্যতা প্রমাণ করার জন্য বিভিন্ন ক্যারিয়ার সার্টিফিকেট তৈরি করাতে সাহায্য করে। 

এছাড়া অ্যাপটি ব্যবহার করা অনেক সহজ। যে কোন বিভাগের বা ক্যাটাগরির লোকেরাই এই অ্যাপটি চালাতে পারবে। এবং নিজের উপযুক্ত চাকরিও খুজে পাবে।

এই অ্যাপে যারা লোক নিয়োগ করতে নিয়োজিত আছে, তারা যে চাকরির প্রার্থীর জন্য পোস্ট করে সেটি গুগল দ্বারা যাচাই করা হয়। যাতে কোন ভুয়া চাকরি বা কেউ প্রতারণা করতে না পারে। 

এখানে যে কোন চাকরির প্রার্থীর ক্ষেত্রে কাজের সুযোগ আছে তাদের নির্দিষ্ট আগ্রহ এবং পছন্দ অনুযায়ী।

কর্ম জবস বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া জুড়ে চাকরি প্রার্থী ও নিয়োগ কর্তাদের জন্য আশীর্বাদস্বরূপ হয়ে উঠেছে। 

যদি আপনি নিজের কর্ম জীবনে পরিবর্তন আনতে চান, তাহলে কর্ম জবস ব্যবহার করে দেখুন। অল্প সময়ের মধ্যে উপার্জন করার ভালো সুযোগ পাবেন।

২। সেবা বন্ধু। Sheba Bondhu reffer and earn

সেবা বন্ধু হল sheba.xyz এর একটি উদ্যোগ। এই ওয়েবসাইট সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্রতিদিনের সেবা প্রদানকারী হলো সেবা। সেবা বন্ধু টাকা ইনকাম করার অ্যাপ থেকে বিকাশে পেমেন্ট পাবেন।

এই অ্যাপে সেবার পরিষেবা গুলো উল্লেখ থাকে। এবং সেখান থেকে যে কেউ চাইলে নিজে কাজ করে অর্থ উপার্জন করতে পারবে।

এই অ্যাপটি কিভাবে কাজ করে?টাকা ইনকাম করার অ্যাপ বিকাশে ২০২২

প্রথমে আপনাকে সেবা বন্ধু অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ইন্সটল করে নেওয়ার পরেই আপনি চাইলে নিবন্ধন করতে পারবেন। 

আপনার নাম, বৈধ ফোন নাম্বার, আপনি বন্ধুদের কাছে কোন ধরনের পৌরসভা দিতে চান তা সবকিছু পূরণ করে একাউন্ট রেজিষ্ট্রেশন করতে হয়।

তাছাড়া এই অ্যাপটিতে আপনি বন্ধুদের কাছে রেফার করতে পারেন। তার জন্য প্রোফাইল তৈরির সময় কোন একজন বন্ধুর নাম টাইপ করতে হবে। তার নম্বর লিখতে হবে, যাতে রেফার সম্পন্ন হয়। 

এবং আপনি যে পরিষেবাটি এখান থেকে নিবেন, সেটা নির্বাচন করতে পারবেন। আপনি নিজের বন্ধুকে রেফার করলে, আপনার বন্ধু সেই রেফারটি খুঁজে পাবে।

আপনি যাকে রেফার করবেন, সে যদি এখানে সাইনআপ করে কোন সার্ভিস গ্রহণ করে, তাহলে তার পরিষেবা অর্থাৎ আপনার বন্ধু কোন পরিষেবা নিচ্ছে তার ওপর নির্ভর করে ১০ থেকে ১০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

সেবা বন্ধু অ্যাপ এ আয় করা টাকা বিকাশের মাধ্যমে নিতে পারবেন। প্রতি সপ্তাহে এখানে আপনি পুরস্কার বা টাকা পাবেন। এবং বিকাশ একাউন্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সে টাকা তুলতে পারবেন।

৩। সি ওয়ার্ক। C Work টাকা ইনকাম করার অ্যাপ বিকাশে পেমেন্ট দেয়।

এটি একটি বাংলাদেশি মাইক্রোজব সাইট। এটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। এবং দ্রুত বিকাশ হচ্ছে। এ সাইটে আপনি কাজ করতে পারেন। অথবা অর্থ প্রদান করতে পারেন। এই অ্যাপটিতে যে কেউ চাইলে যোগদান করে মাইক্রো জব করার মাধ্যমে ইনকাম করতে পারে।

২০১৮ সালে জিপি এক্সিলেটর এর প্রোগ্রাম দ্বারা বাংলাদেশের সেরা ৫ টি স্টার্টআপের মধ্যে গণ্য হয়েছে এই অ্যাপ।

এই অ্যান্ড্রয়েড অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে লেখার জন্য অর্থ প্রদান করা হয়। 

এই অ্যাপের হোমপেজে বিভিন্ন চাকরির তালিকা পেয়ে যাবেন। তার মধ্যে যে চাকরিটি আপনি আবেদন করতে পছন্দ করবেন, সেখানে প্রবেশ করতে পারবেন। এ  টাকা ইনকাম করার অ্যাপ বিকাশে পেমেন্ট দেয়।

এছাড়া কোনো সংবাদ এবং ব্লগ লিখে আয় করতে পারবেন। জরিপ করতে পারবেন। অন্যান্য সাধারণ মাইক্রোজবের কাজগুলো সম্পন্ন করতে পারবেন।

সিওয়ার্কে কাজ করে আপনি বিভিন্ন সাইট এবং অনলাইন নিউজ পোর্টালগুলোতে লেখার সুবিধা পাবেন। আপনার কাজগুলো যদি বিভিন্ন সাইটে প্রকাশিত হয়, তাহলে সেখান থেকে অনুদান পাবেন। 

একজন ওয়েবসাইট কন্ট্রিবিউটর হিসেবে এই সাইটে আয় করতে পারবেন। সাইটটি তার নিজস্ব বিষয় বস্তুর উপর ব্যাপক জোর দেয়। কপি-পেস্ট কোন কিছুই এখানে গ্রহণযোগ্য নয়। এবং তা প্রত্যাখ্যান করে দেয়।

আপনার লেখা অনুমোদন হয়ে গেলে আপনি তাৎক্ষণিক অর্থ পাবেন এবং যেকোনো সময় বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন। 

এই অ্যাপটি তাদের জন্যই যারা দৈনন্দিন কাজের পাশাপাশি বাড়তি কিছু আয় করতে চাইছেন। এটি একটি জনপ্রিয় টাকা ইনকাম করার অ্যাপ ২০২২।

৪। দারাজ | Daraz

দারাজ বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন শপিং সাইট। আপনি চাইলে দারাজ থেকে যা দরকার তাই কিনতে পারবেন। এমনকি দারাজ থেকে টাকা আয় করতে পারবেন। দারাজ থেকে টাকা আয় করে দুটি উপায় আছে।

১) পণ্য বিক্রি করে। এবং
২) তাদের অনুমোদিত যে কোন প্রোগ্রামে যোগদান করে।

আপনি চাইলে একজন ব্যবসায়ী হিসেবে দারাজে যোগ দিতে পারবেন। সারা বাংলাদেশে প্রায় ৭০ লাখ গ্রাহকদের কাছে নিজের পণ্য বিক্রি করতে পারবেন। এর জন্য শুধুমাত্র নিবন্ধন করতে হবে। নিজের কাজ তালিকাভুক্ত করতে হবে।

দারাজ থেকে এফিলেট প্রোগ্রাম এর মাধ্যমেও ইনকাম করা যায়। তবে এই প্রোগ্রামে জয়েন করার জন্য নিজস্ব ইউটিউব চ্যানেল অথবা ব্লগ সাইট অথবা ওয়েবসাইট থাকতে হবে। যেখানে দৈনিক দুই থেকে তিন হাজার ট্রাফিক আসতে হবে।

আপনি নিজের ব্লগ কনটেন্টের পাশাপাশি বিভিন্ন পণ্যের এফিলিয়েট লিংকিং করার মাধ্যমে বাড়তি মুনাফা আয় করতে পারবেন।তারা প্রতিটি সফল রেফারের জন্য ৭ থেকে ১০% কমিশন দেয়।

৫। বিকাশ | Bkash

বিকাশ বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল ওয়ালেট। যারা ইন্টারনেটে আছেন, তারা সবাই বিকাশ সম্পর্কে জানেন। কিন্তু আপনি কি জানেন বিকাশে থেকে অর্থ উপার্জন করা যায়? 

বিকাশ অ্যাপ দিয়ে আপনি চাইলে ক্ষুদ্র ব্যবসা এর কাজ করতে পারেন। তাছাড়া বিকাশ রেফারেল প্রোগ্রাম প্রায় সময় লঞ্চ হয়। কিছু দিন আগেও বিকাশের রেফারেল প্রোগ্রাম ছিল। এ প্রোগ্রাম ব্যবহার করে অনেকেই মাসে ৫০০০০ টাকা ইনকাম করেছে।

৬) আই ফার্মার। বিনিয়োগ করে আয় করুন

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এ দেশে অর্থনীতিতে উল্লেখযোগ্য অংশই আসে কৃষি খাত থেকে। বাংলাদেশের প্রযুক্তি ও সম্পদের অভাবের কারণে কৃষকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এ দেশে অর্থনীতিকে সচল রেখেছে। 

তারপরেও কৃষকেরা নিজস্ব পরিশ্রমের পর্যাপ্ত অর্থ স্বীকৃতি পায় না। আর এর জন্য ভালো উদ্যোগ হল আই ফার্মার।

কৃষক ও খুচরা বিক্রেতা এবং ব্যবসার জন্য যারা আছেন তাদের দৃষ্টিভঙ্গি থেকেই এই অ্যাপটির তৈরি।

তারা কৃষক এবং ভোক্তার মধ্যে মধ্যম মানুষের প্রয়োজন কমিয়ে কৃষকদের যথাযথ মূল্য গ্রহণ করতে অফার দেয়। এরা তাজা পণ্যের জন্য সবচেয়ে ভালো বাজার খুজে পেতে কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করে। কৃষি পণ্যের ভালো বাজার খুঁজতে প্রযুক্তিগত সাহায্য দেয়। 

তারা শুধুমাত্র পণ্যের জন্য উপযুক্ত বাজার খুঁজে দেয় না, তারা কৃষকদেরকে গুণগত পণ্যের গুণমান উন্নত করতে সাহায্য করে।

পড়ুনঃ
তাপমাত্রা পরিমাপ করতে, কিংবা গবাদি পশুর খামারগুলোতে গরুর কার্যকলাপ পর্যবেক্ষণ করতে সহযোগিতা করা হয়। তাছাড়া গরুর অসুস্থতা বা গর্ভধারণ হলে খামারীদের কাছে বিজ্ঞপ্তি পাঠায়।

কিভাবে আপনি Ifarmer উপার্জন করতে পারবেন?

এখান থেকে উপার্জন করা খুবই সহজ। এর জন্য আপনাকে প্রথমে লগইন করতে হবে। আপনি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করে লগইন করতে পারবেন। তাদের রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন। তাদের নিজস্ব কিছু সরিয়া বা অভিযোগ সংস্থা আছে, সেখান থেকে ভালো সাপোর্ট পাবেন।

আপনি তাদের উদ্যোগে ইনভেস্ট করতে পারেন। এর জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। যখন তারা পণ্য বিক্রি করবে, তারা লাভের একটা নির্দিষ্ট শতাংশ আপনাকে প্রদান করবে। 

আপনি এই অ্যাপের মাধ্যমে নিজের ভার্চুয়াল খামারকে দূর থেকে পর্যবেক্ষণ করতে পারবেন। তাছাড়া কৃষকদেরকে পরামর্শ দিতে পারবেন। আপনার বিনিয়োগ করা টাকার মুনাফা থেকে সঞ্চয় করে আবার পুনরায় বিনিয়োগ করতে পারবেন।

আই ফার্মার এই প্লাটফর্মে বাংলাদেশের ৫০০০ এরও বেশি কৃষক নিবন্ধিত আছে। এটাই আপনার জন্য চমৎকার টাকা ইনকাম করার অ্যাপ বিকাশে ২০২২ হবে।

৭। পাঠাও ড্রাইভ | Pathao Drive

পাঠাও ২০১৫ সালে চালু হয়েছিল। এবং তাৎক্ষণিকভাবে এটি উৎকর্ষ সাধন করে। এটি তরুণদের মধ্যে এক ধরনের বিপ্লব এনে দিয়েছে। 

যারা অতিরিক্ত কিছু অর্থ উপার্জন করতে চায় তাদের জন্য আছে পাঠাও ড্রাইভ। আপনার যদি একটি বাইক বা গাড়ি থাকে, শুধুমাত্র একটি সাইকেলও থাকলে আপনি পাঠাও ড্রাইভ এ সাইন আপ করে এখন থেকে উপার্জন শুরু করতে পারবেন।

এটি আপনার নিজস্ব বীমা কভার করবে। সব সময় সময় মতো পেমেন্ট নিতে পারবেন। এবং বোনাস থেকে উপকৃত হতে পারবেন। এখানে কাজ করার জন্য দরকার হলো একটি এন্ড্রয়েড ফোন। 

আপনি যদি একটি গাড়ি বা বাইক আগে থেকে নিবন্ধন করিয়ে রাখেন, তখন ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি নিবন্ধন পত্র দেখাতে হবে। আপনাকে আপডেট করা ফিটনেস পেপার, ট্যাক্স টোকেন গাড়ির জন্য বীমা কাগজপত্র সব জমা দিতে হবে।

পাঠাও গাড়ি আপনাকে একজন রাইডার হতে দিবে। মাসে প্রায় ৬৫ হাজার টাকা উপার্জন করতে পারবেন। 

আপনি একজন ফুড ডেলিভারি ম্যান অথবা পার্সোনাল ডেলিভারি ম্যান কিংবা একজন বাইক রাইডার হতে পারবেন। পাঠাও বাইক রাইড করে আপনি মাসে ৩৫ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।

তাছাড়া একজন ডেলিভারি বা পার্সেল ডেলিভারি ম্যান হিসেবে ২৫ হাজার টাকা মাসে আয় করতে পারবেন। 

প্লে স্টোর থেকে পাঠাও ড্রাইভ এপটি সহজে ইন্সটল করে নেওয়া যায়। তারপর নিশ্চিত করুন যে, আপনার জিপিএস ট্র্যাক ঠিক আছে কিনা। এবং একটি রাইড অনুরোধের জন্য অপেক্ষা করুন।


৮। উবার ড্রাইভার | Uber Drive

অর্থ উপার্জনের জন্য আরেকটি সেরা অ্যান্ড্রয়েড হলো উবার। উবার এ ড্রাইভার হিসেবে সাইন আপ করে নিন। এই uber driver অ্যাপের মাধ্যমে আপনার অতিরিক্ত সময়কে উপার্জন করার জন্য সক্ষম করতে পারবেন। 

উবার অ্যাপ থেকে উপার্জন করার একটি স্মার্ট উপায় হল রাইড করা। এতে করে মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা উপার্জন করতে পারেন। তাছাড়া এখানে অতিরিক্ত সময়ে গাড়ি চালিয়ে আরো বেশি আয় করা যায়।

৯। ফুড পান্ডা রাইডার | Food Panda Rider

অর্থ উপার্জনের জন্য সেরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ফুড পান্ডা। এখান থেকে খাবার সরবরাহ করার জন্য সর্বদাই ক্ষুধার্ত গ্রাহকেরা অপেক্ষায় থাকে। 

ফুডপান্ডা রাইডারা প্রতিদিন লক্ষ লক্ষ গ্রাহকের কাছে খাবার পৌঁছিয়ে দেয়। এখানে নিবন্ধন করে গিয়ার নিন এবং রাস্তায় রাইড করে খাবার পৌঁছে দেয়ার কাজ শুরু করুন। 

আপনি একজন ড্রাইভার হিসেবে যোগ দিতে পারবেন। এই অ্যাপটি সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

এ প্রক্রিয়া অনুসরণ করে অর্থ উপার্জন শুরু করুন। বেশি বেশি ডেলিভারি করুন, যাতে উপার্জন বেশি হয়। এখানে যত বেশি অর্ডার দেয়া হবে, তত বেশি টাকা উপার্জন করা যাবে। 

আপনার যখনই ভালো লাগে তখন এই কাজটি করতে পারেন। তাছাড়া এখানে লোভনীয় গিফট কিংবা স্বচ্ছ উপার্জন পাওয়া যায়। সাথে সাথে পেমেন্ট নেওয়ার সুযোগ থাকে।

উপসংহার

আজকাল মানুষের মাঝে একটি সুপ্রতিষ্ঠিত ধারণা চলে এসেছে যে, ইন্টারনেট থেকে অর্ধ উপার্জন করা আসলেই সহজ। কিন্তু বিষয়টা সেরকম নয়। প্রতারকের সম্মুখীন হলে, বিভিন্ন স্ক্যামের সম্মুখীন হলে টাকা হারানোর ভয় থাকে।

আপনাকে হয়তো এমন অনেকেই বিজ্ঞাপন দেখিয়ে বিভিন্ন সাইটে ইনভেস্ট করার জন্য প্রলোভন দেখাবে। সেসব সেসব ফাঁদে পা দেয়া যাবে না। ভালো এবং অথরিটি ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে ইনকাম করতে হবে।

তো আজকের ব্লগে টাকা ইনকাম করার 7 টি বাংলাদেশি অ্যাপ সম্পর্কে জানলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।

আরও পড়ুনঃ
Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post