বাংলাদেশ থেকে কিভাবে এম আই টি (MIT) তে ভর্তি হবেন?

আজকের এ ব্লগ বাংলাদেশ থেকে এমআইটিতে এডমিশন থেকে শুরু করে যাবার সকল প্রসেস নিয়ে। সম্পুর্ণ ব্লগ পড়লে নিঃসন্দেহে উপকৃত হবেন, পর্যাপ্ত গাইডলাইনও পাবেন। 

কোনো বিষয়ে দ্বিধান্বিত হলে অথবা কোনো তথ্য ভুল মনে হলে অবশ্যই প্রথমে ক্ষমা করবেন। এবং পরবর্তীতে কমেন্ট করে জানাবেন।

আমরা যারা বাংলাদেশি, আমাদের সবার মাঝেই  বড় বড় বিশ্ববিদ্যালয়, যেমনঃ MIT, হার্ভাড, অক্সফোর্ডে পড়ার আলাদা একপ্রকারের গুপ্ত আগ্রহ কাজ করে।

অথচ এ নিয়ে কোনো ডিটেইল কন্টেন্ট বা আর্টিকেল নেই, যাতে করে এ ব্যাপারে আমরা আরো জানতে বা বুঝতে পারি। 

{tocify} $title={Table of Contents}


বাংলাদেশ থেকে কিভাবে এমআইটি (MIT) তে যাবেন


এমআইটি কি? এমআইটি সম্পর্কেঃ

এম আই টি পুরো পৃথিবী জুড়ে সর্বসেরা ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পড়ে। এ বিশ্ববিদ্যালয়ে খুবই কম পরিমাণে শিক্ষার্থী বিশ্বব্যাপী চান্স পায়। 

হ্যাঁ, পুরো পৃথিবী থেকেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসে। তো যদি তাদের মধ্যে আপনিও একজন হতে চান, তাহলে এটি নিশ্চিত করতে হবে যে আপনার এপ্লাই করা অ্যাপ্লিকেশনটি খুব বেশি ইউনিক।

ম্যাসাচুসেট্স ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স অঙ্গরাজ্যের কেমব্রিজে অবস্থিত একটি বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়, যেটাকে পৃথিবীর সবথেকে মর্যাদাপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান শিল্পায়ন প্রতিক্রিয়ার ফলশ্রুতিতে ১৮৬১ সালে প্রতিষ্ঠিত, এমআইটি ইউরোপীয় পলিটেকনিক বিশ্ববিদ্যালয় মডেল গ্রহণ করে এবং ফলিত বিজ্ঞান ও প্রকৌশলে পরীক্ষাগার কর্মসূচীর উপর জোর দেয়। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময় গবেষকরা কম্পিউটার, রাডার এবং [নিষ্ক্রিয় নির্দেশিকা ব্যবস্থার উপর কাজ করেন। জেমস কিলান-এর অধীনে যুদ্ধোত্তর প্রতিরক্ষা গবেষণা এর আওতায় অনুষদ এবং ক্যাম্পাস দ্রুত সম্প্রসারণে অবদান রাখে।

এমআইটিতে উত্তীর্ণ হওয়া কতটা কঠিন?

এমআইটি পুরো পৃথিবীর মধ্যে ন্যূনতম সিলেক্টেড বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে পড়ে। বর্তমানে পুরো পৃথিবী জুড়ে শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৪.১ শতাংশ অর্থাৎ যারা application জমা দেয় বা এপ্লাই করে তাদের মধ্যে কেবল ৪ ভাগ শিক্ষার্থী এমআইটিতে চান্স পায়।
 
অ্যাপ্লাই করার জন্য আরো রিকোয়ারমেন্ট এর প্রয়োজন হয়। সেগুলো পূরণ করে যারা এপ্লাই করে, তার মধ্যে ৪.১ ভাগই কেবল চান্স পায়। মানে ধরতে পারেন ১০০ জন শিক্ষার্থী যদি সকল রিকোয়ারমেন্ট ফিল আপ করে এডমিশনের জন্য আবেদন করে, তাহলে চারজন সেখান থেকে চান্স পাবে।

৪.১% রেট এর মানে হলো এটি খুব বেশি প্রতিযোগিতা পূর্ণ ভর্তি পরীক্ষা। তাই আপনার অসাধারণ গ্রেড, পরীক্ষায় ভালো স্কোর, একটি ইউনিক ইজে এবং সুপারিশপত্র থাকা চাই-ই চাই।


এমআইটি আবেদনকারীদের মধ্যে কি খুঁজে?

এমাইটি তার আবেদনকারীদের মধ্যে কি খুঁজে বা কি জানতে চায় সেটি সম্পর্কে তাদের ওয়েবসাইট থেকে ধারণা নিয়ে নিতে পারেন। তাদের ওয়েবসাইট থেকে একটি অনুচ্ছেদ তুলে ধরছি।

"এম আই টি সম্প্রদায় বিচিত্র সব মূল্যবোধ দ্বারা অনুপ্রাণিত। আমাদের লক্ষ্য হলো শিক্ষা, গবেষণা এবং আবিষ্কারের মাধ্যমে জগৎকে আরো সহজ করা। আমরা খুবই মজার এবং হয়তো কিছুটা উদ্ভট, অভিজাত কিন্তু বিলাসী নই, উদ্ভাবক এবং শৈল্পিক। আমরা সর্বদাই প্রতিভাবান ব্যক্তিদের স্বাগত জানাই, এখন তারা যেখান থেকেই আসুক না কেন।"

এই বিবৃতিটি যদিও MIT-এর আনুষ্ঠানিক কোনো বিবৃতি নয় (যা পড়ার যোগ্য), এমআইটি তার আবেদনকারীদের মধ্যে কী খুঁজছে সে সম্পর্কে কিন্তু অনেক কিছুই বলা আছে।

এমআইটি এমন সব ছাত্র চায়, যারা অবিশ্বাস্য মেধাবি ও বুদ্ধিমান, এবং বাক্সের বাইরেও চিন্তা করে। আপনি যদি MIT-তে যেতে চান, তবে কখনোই অন্য সবার পথ অনুসরণ করবেন না। আপনার নিজের পথ তৈরি করুন, স্বকীয়তা বজায় রাখুন।

এমআইটির শিক্ষার্থীরা শিখতে এবং নতুন কিছু উদ্ভাবনের ক্ষেত্রে সত্যিকার অর্থে উত্তেজিত থাকে। তারা প্রশংসায় আগ্রহী নয় (যদিও তারা অবশ্যই প্রশংসা অর্জন করে) - তারা স্বীকৃতির চেয়ে বেশি পছন্দ করে আবিষ্কার করার স্পৃহাকে। এমআইটির শিক্ষার্থীরা কোনো নির্দিষ্ট প্রোফাইলের মাঝে ফিট থাকে না, তাদেরকে মাপার প্যারামিটার পরিবর্তনশীল।

আপনি কি তাড়াতাড়ি অর্থাৎ নিয়মিত সময়ের আগে এমআইটিতে আবেদন করতে পারবেন?
"এমআইটি" শিক্ষার্থীদের আর্লি একশন প্রয়োগ করার অনুমতি দেয়। এর মানে হল যে আপনি MIT-তে সাধারণ ভাবেই আবেদন করতে পারবেন। 

এমনকি অন্যান্য ছাত্রদের চেয়ে কয়েক মাস আগেই আপনার গ্রহণযোগ্যতার বিজ্ঞপ্তিও পেতে পারেন। কিন্তু আপনি যদি উত্তীর্ণ হন, তবে আপনাকে MIT-তে প্রতিশ্রুতি দিতে হবে না যে এখানেই পড়তে হবে। দেখুন ভর্তিকে ২ ভাবে ভাগ করা যায়।

১। আর্লি একশন। ২। নর্মাল ভর্তি।

MIT এর জন্য আর্লি একশন আবেদনের সময়সীমা 1 নভেম্বর। এবং ছাত্রদেরকে এপ্রুভালের বার্তা ডিসেম্বরের মাঝামাঝিতে অবহিত করা হয়।

2025 সালে যাদের শেষ বর্ষ, তাদের ক্লাসের জন্য এমআইটি ভর্তির পরিসংখ্যান অনুসারে, যে সমস্ত আবেদনকারীরা প্রাথমিক অ্যাকশন প্রয়োগ করেছেন তাদের নিয়মিত সময়সীমাতে আবেদন করা ছাত্রদের তুলনায় মোটামুটি উল্লেখযোগ্য সুবিধা ছিল। 

(আর্লি একশন পদক্ষেপের আবেদনকারীদের জন্য 5% গ্রহণযোগ্যতা হার বনাম নিয়মিত অ্যাকশন আবেদনকারীদের জন্য 2.1% গ্রহণযোগ্যতার হার) + যাদের প্রাথমিক অ্যাকশনের আবেদন স্থগিত করা হয়েছে)।


এমআইটিতে ভর্তি আবেদনের সময়সীমা এবং রিকোয়ারমেন্ট

MIT এর নিজস্ব আবেদন সিস্টেম আছে। এটি কমন অ্যাপ্লিকেশন, কোয়ালিশন অ্যাপ্লিকেশন বা ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন গ্রহণ করে না। মানে সকল বিশ্ববিদ্যালয়ের এপ্লিকেশন সিস্টেমের সাথে এটার মিল করা যাবে না।

এপ্লিকেশন করার জন্য সকল রিকোয়ারমেন্টই পূরণ আবশ্যক। এখানে এমআইটি তে আবেদন করার রিকোয়ারমেন্ট নিচে দেয়া হলোঃ

১। MIT-রিকোয়ার করে যে, সকল শিক্ষার্থীকেই SAT, ACT, বা TOEFL এর স্কোর জমা দিতে হবে।

২। MIT-তে ভর্তির জন্য সকল ছাত্রদের তাদের আবেদনের অংশ হিসাবে পাঁচটি ছোট প্রবন্ধ জমা দিতে হবে।MIT-এর জন্য সকল ছাত্রদের সুপারিশ করার জন্য দুটি চিঠি জমা দিতে হবে। MIT আবেদনকারীদের জন্য কোনো নির্দিষ্ট কোর্সওয়ার্কেরও প্রয়োজনীয়তা নেই। মানে বাধ্যতামূলক কোনো কোর্স করতে হবে না।
 
৩। কিছু মেজরদেরও কাজের পোর্টফোলিও জমা দিতে হয়। আপনি এখানে সেই প্রধান এবং প্রয়োজনীয়তার একটি তালিকা পেতে পারেন।

৪। এমআইটি আর্লি অ্যাকশনের সময়সীমা 1 নভেম্বর। আবেদনকারীদের তাদের অবস্থা সম্পর্কে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অবহিত করা হয়। বিশ্ববিদ্যালয়গুলো দু ভাবে ভর্তি হওয়া যায়, ১। আর্লি একশন বা তাড়াতাড়ি ভর্তি। ২। নরমাল ভর্তি।

৫। তাড়াতাড়ি ভর্তির ক্ষেত্রে এপ্লিকেশন সাধারণ সময়ের আগেই জমা দিতে হয়। এমআইটিতে আর্লি একশনে ভর্তি হওয়া যায়।MIT নিয়মিত ভর্তির সময়সীমা 5 জানুয়ারী। আবেদনকারীদের মার্চের মাঝামাঝি তাদের অবস্থা সম্পর্কে অবহিত করা হয়। ভাই, দাড়ান। পুরো আর্টিকেল পড়লে সব ক্লিয়ার হয়ে যাবে।

১. জিপিএ (GPA)

এমআইটি তে ভর্তির জন্য জিপিএ খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ছাত্রছাত্রীরা যারা এমআইটি তে ভর্তি হতে চায় তাদের উচিত অন্তত বিজ্ঞানের বিষয়গুলোতে ৯০+ মার্কস রাখা। সবমিলিয়ে গোল্ডেন পেলে নিজেকে অনেক এগিয়ে রাখতে পারবে। এজন্য বছরের প্রথম থেকেই নিয়মিত পড়াশোনা করার অভ্যাস করতে হবে।

এমআইটিতে ভর্তি হতে আপনার কত জিপিএ লাগবে?

MIT-তে ভর্তির গ্রহণযোগ্যতার হার খুবই কম, তাই আপনার আবেদন করার স্ট্রাটেজি যতটা সম্ভব শক্তিশালী হওয়া যায় ততই ভালো। আপনার এমআইটি অ্যাপ্লিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে একটি হলো আপনার হাই স্কুল কোর্সওয়ার্ক, আমাদের ক্ষেত্রে কলেজের কোর্সওয়ার্ক। মানে কলেজে বিজ্ঞানের বিষয়ে আপনার মার্ক গুরুত্বপূর্ণ।

MIT একটি ন্যূনতম GPA এর রিকোয়ারমেন্ট নির্দিষ্ট করে দেয় না। এবং ভর্তিকৃত আবেদনকারীদেরও গড় GPA প্রকাশ করে না। (তবে তারা অন্যান্য ভর্তির পরিসংখ্যান প্রদান করে, যেমন গড় পরীক্ষার স্কোর।) বলা হচ্ছে, এমআইটিতে গৃহীত শিক্ষার্থীদের অসাধারণ যোগ্যতার কারণে, আমরা ধরে নিতে পারি যে গড় জিপিএ খুব বেশি।

এমআইটি আপনার কোর্স লোডের দিকেও মনোযোগ দেবে—আপনি কি নিজেকে চ্যালেঞ্জ করছেন, নাকি সহজভাবে কেবল স্কুলের ক্লাস করে যাচ্ছেন?


২. এসএটি (SAT)

এমআইটি তে মিনিমাম এসএটি রিকোয়ারমেন্ট হলো ১৫১০, যেখানে রিডিং ও রাইটিং পার্টে ৭৩০ এবং ম্যাথ পার্টে ৭৮০। তবে মনে রাখতে হবে এমআইটি তে ভর্তি নিশ্চিত করার জন্য ১৫১০ পাওয়াই যথেষ্ট নয়, আমি মনে করি কমপক্ষে ১৫৭০ পেলে সম্ভাবনা অনেক বেড়ে যায়। 

আবার অনেকে এসএটির বদলে এসিটি দিয়ে থাকে। আপনি চাইলে সেটাও চেষ্টা করতে পারেন। এসএসসির পর থেকে কিছু বই কিনে এসএটির জন্য প্রস্তুতি শুরু করুন। আর এসএটি তে কিভাবে ভালো করা যায় তা আমার এই উত্তর পড়লে বুঝবেন আশা করি:

SAT কি? মন দিয়ে বুঝুন।

এসএটি (SAT) নিয়ে কথা বলি আজ।

SAT বা Scholastic Aptitude Test হলো মূলত নর্থ আমেরিকা ভিত্তিক ইউনিভার্সিটি গুলোতে আন্ডারগ্রেজুয়েটে ভর্তি হওয়ার জন্য একটি স্ট্যান্ডারাইজড টেস্ট। এই টেস্টটি মূলত ১৬০০ নম্বরে হয়ে থাকে। ভার্বালে ৮০০, আর কোয়ান্টে ৮০০।

এই পরীক্ষাটির ভার্বাল পার্ট আমাদের রিজনিং স্কিল, রাইটিং স্কিল এবং রেটোরিক (Rhetoric) স্কিল যাচাই করে যা আপনার কলেজ এবং ক্যারিয়ারে কাজে আসবে। আর কোয়ান্ট পার্ট আমাদের হাই স্কুলের বেসিক ম্যাথ এর স্কিল যাচাই করে, যা কিনা একজন কলেজ ছাত্র বা ছাত্রীর জন্য ফান্ডামেন্টাল স্কিল।

এসএটি তে ভালো স্কোর পেলে যুক্তরাষ্ট্র এবং কানাডার টপ ইউনিভার্সিটি তে আন্ডারগ্রেজুয়েট লেভেলে স্কলারশিপ নিয়ে পড়া সম্ভব হবে। আর সময় ব্যয় না করে চলুন জেনে নিই কিভাবে এসএটি তে ভালো করা সম্ভব।

কোয়ান্ট বা ম্যাথ পার্টের জন্য প্রস্তুতি
আপনার হাইস্কুলের ম্যাথের বেসিক এলজেব্রা ও জিওমিট্রি ভালো হলে আপনি খুব সহজেই কোয়ান্ট পার্টে ভালো করতে পারবেন। এরপরও আপনাকে প্রস্তুতি নিতে হবে। কোয়ান্ট পার্টের প্রস্তুতি নেয়া অনেক সহজ।

মাইক মেক্লেনাথান এর লেখা এই বইটি শেষ করে ফেলুন। এই বইয়ে প্রথমে হাইস্কুল ম্যাথের বেসিক সংক্ষেপে ব্যাখ্যা করা আছে, পরে অনেকগুলো প্র্যাক্টিস কোয়েশ্চেন দেয়া আছে। 

আপনি যদি বুঝে বুঝে নিজের চেষ্টায় সব সমস্যা সমাধান করতে পারেন, তাহলে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ম্যাথ পার্টে ৭৫০+ আপনার খুব সহজেই উঠে যাবে।
আমি বলেছি উপরের বইটিই আপনার জন্য যথেষ্ট। 

কিন্তু আপনার যদি টার্গেট হয় এমআইটি বা স্ট্যানফোর্ড, তাহলে তো আপনাকে ম্যাথে ৮০০ তে ৮০০ পেতে হবে। আপনাকে সেজন্য আরও ভিন্ন ধরনের ম্যাথ সলভ করতে হবে। আর সেজন্যই আপনি যদি আরও ভিন্ন ধরনের ম্যাথের সমস্যা সমাধান করতে চান তাহলে নিচের বইটিও সলভ করতে পারেন। 

এই বইয়ে অনেকগুলো প্র্যাক্টিস কোয়েশ্চেন দেয়া আছে, যেগুলো সলভ করলে আর এমন কোনো প্রশ্ন থাকবেনা যেটা আপনার কাছে অপরিচিত থাকবে।

ভার্বাল পার্টের উপর প্রস্তুতি

ভার্বাল পার্টের প্রস্তুতি তিন ভাগে বিভক্ত।
(১) ভোকাবুলারি
(২) এসএটি রিডিং
(৩) এসএটি রাইটিং

ভোকাবুলারি
ভার্বাল পার্টে মূলত অনেকগুলো প্যাসেজ দেয়া থাকবে। সেগুলো পড়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। তাই ভোকাবুলারির উপর দখল থাকা গুরুত্বপূর্ণ। ভোকাবুলারির জন্য বাজারে অনেক বই আছে। কিন্তু ভোকাবুলারির জন্য সেরা দুইটি বই হলো:

১. Word Power Made Easy
২. Word Smart এই বইটিকে এসএটি এর জন্য ভোকাবুলারি বাইবেল হিসেবে পরিচিত

প্রথমে Word Power Made Easy বইটি পড়ে শেষ করে, এরপর Word Smart বইটি ধরতে হবে। কেউ যদি শুধু একটি বই পড়তে চায় তাহলে Word Smart বইটি পড়তে পারে।ভোকাবুলারির পাঠ চুকে গেলে এবার আপনাকে মূল প্রস্তুতিতে আসতে হবে। 

ভার্বাল পার্টের দুটি সাবপার্ট আছেঃ
(১) রিডিং
(২) রাইটিং

এসএটি রিডিং (SAT Reading)
রিডিং পার্ট যাচাই করে আপনি কোনো টেক্সট পড়ে সেটা ইন্টারপ্রেট করতে পারছেন কিনা যা আপনার কলেজে এবং ক্যারিয়ারে কাজে আসবে। 

আর এই পার্টের প্রস্তুতির জন্য নিচের বইটি পড়লে আর কিছু লাগবে বলে আমি মনে করিনা। আমেরিকান লেখিকা এরিকা মেল্টজারের লেখা এসএটি রিডিং (SAT READING), রিডিং পার্টের জন্য আমার পড়া সেরা এবং স্বয়ংসম্পূর্ণ বই।

এসএটি রাইটিং
রাইটিং পার্টে আপনার রাইটিং স্কিল ও গ্রামাটিক্যাল একুরেসির পরীক্ষা নিবে। এই পার্টে ভালো করার জন্যও এরিকা মেল্টজারের লেখা এসএটি গ্রামার (SAT GRAMMAR) বইটির থেকে ভালো বই আমার জানামতে এখনো আসেনি। এই বই শেষ করে টেস্ট সেন্টারে গেলে আপনার জন্য কোনো প্রশ্নই চ্যালেঞ্জিং মনে হবে না।

খান একাডেমী (Khan Academy)
বাংলাদেশি বংশোদ্ভূত মি. সালমান খান এর সৃষ্টি এই খান একাডেমী মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের জন্য স্বপ্নের মত। খান একাডেমী তে এসএটি এর জন্য ফ্রী প্র্যাক্টিস টেস্ট এবং অনেক ম্যাটেরিয়াল দেয়া আছে। এটা একজন ছাত্রের জন্য সুবর্ণ সুযোগ। এই সুযোগ কে কাজে লাগিয়ে এসএটি এর প্রস্তুতি অনেক ভালোভাবে নেয়া সম্ভব।


এমআইটিতে ভর্তির জন্য আমার কি SAT টেস্ট স্কোর দরকার?

MIT আবেদনকারীদের মধ্য 50% শিক্ষার্থী মোট 1600 নম্বরের SAT টেস্টে গড় স্কেলে 1510 থেকে 1580 এর মধ্যে অর্জন করে। অন্য কথায়, ভর্তি হওয়া শিক্ষার্থীদের 75% SAT-তে 1510-এর উপরে স্কোর করে। 

আপনি যে নিজেকে একটি ভালো অবস্থানে রাখছেন তা নিশ্চিত করার জন্য আপনাকে যথাসম্ভব নিখুঁত স্কোরের কাছাকাছি যেতে হবে। (যদি আপনি ভালো পরীক্ষার স্কোর জমা দিতে চান)

আপনি যদি পরীক্ষার স্কোর জমা দিতে উদ্যত হোন, তাহলে এমআইটিতে ভর্তি হওয়ার জন্য অত্যন্ত উচ্চ SAT স্কোর থাকতে হবে। সৌভাগ্যবশত, এমআইটি এর "সর্বোচ্চ বিভাগ" স্কোরিং ("সুপারস্কোরিং" নামেও পরিচিত) ব্যবহার করে। 

মূলত, সুপারস্কোরিংয়ের অর্থ হল MIT এডমিশনে আপনার জমা দেওয়া সকল SAT পরীক্ষার তারিখ দেখে (যদি এক্সামটি ভালো স্কোরের জন্য একাধিক বার দেন) আপনার "সর্বোচ্চ স্কোরকে বিবেচনা করবে।

MIT-এর এই সুপারস্কোরিং নীতি আবেদনকারীদের জন্য আসলে একটি সুসংবাদ। এজন্য যে আপনি আপনার আগের করা খারাপ স্কোর এর বিষয়ে চিন্তা না করে, নতুন স্কোর তৈরি করতে এবং পুনরায় টেস্ট দিতে পারেন। 

যদি ভাবছেন যে আপনি কতবার SAT দিতে পারেন (বা নেয়া উচিত!) তবে আমি বলব এটা জ্ঞাতব্যের বিষয় নয়। আপনি একাধিক বার দিতে পারবেন।

৩. আইইএলটিএস (IEELTS)

ল্যাঙ্গুয়েজ টেস্ট এর জন্য এমআইটি আইইএলটিএস আর টোয়েফেল দুটোই গ্রহণ করলেও, আইইএলটিএস কেই অগ্রাধিকার দিয়ে থাকে। মিনিমাম স্কোর ৭ হলেও, ৭.৫ হলেই বেশি ভালো হয়। চাইলে এসএসসির পর থেকেই একটু একটু করে আইইএলটিএস এর প্রিপারেশন নিতে পারেন।

৪. এসিটি (ACT)

এমআইটিতে ভর্তি হওয়ার জন্য আমার কি ACT পরীক্ষার স্কোর দরকার?

এতে আশ্চর্যের কিছু নেই যে ভর্তিকৃত শিক্ষার্থীদের সকলেরই উচ্চ ACT স্কোরও রয়েছে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে শীর্ষ 75% ACT এ 34 বা তার বেশি স্কোর করে। অনেক আবেদনকারীর স্কোর 34 এবং তার উপরে, কম স্কোর পাওয়া খুব চিত্তাকর্ষক হবে না।

সৌভাগ্যবশত, এমআইটি তার আবেদনকারীদের জন্য ACT স্কোরও সুপারস্কোর করে। এর মানে হলো, আপনি যদি একাধিকবার ACT এক্সাম দেন, তাহলে MIT আপনার অর্জিত সর্বোচ্চ স্কোরকেই বিবেচনা করবে।
 

৫. এক্সট্রা কারিকুলারস

হাইস্কুল থেকেই খেলাধুলায় অংশগ্রহণ করে ভালো করার চেষ্টা করুন, কিংবা কোনো ভলেন্টিয়ার কাজে নিজেকে জড়িত করুন। তবে যে কাজই করুন কিছু সনদ লাভের চেষ্টা করুন। 

যেমন অলিম্পিয়াডে অংশ গ্রহণ করে যদি আন্তর্জাতিক একটা মেডেল পেতে পারেন, আপনি অনেকের থেকে এগিয়ে থাকবেন ভর্তির দৌড়ে।


৬। এমআইটি অ্যাপ্লিকেশন প্রবন্ধ/ MIT Application Essay :)

এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি কেন এমআইটি তে পড়তে চান, আপনাকে কেন এডমিশন দেয়া উচিত, এসব কিছু নিয়ে একটা রচনা লিখতে হবে। আর রচনা লেখাটা একটা স্কিলের মত। এটাকে প্র্যাক্টিস করে উন্নত করা যায়। তাই আমি বলবো নিচের বইটি পড়ে ফেলুন। আশা করি একটা ভালো Essay লিখতে পারবেন।

এমআইটি আপনাকে একটি প্রবন্ধ আকারে লিখতে দিতে অর্থাৎ essay। এজন্য পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। আপনার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আপনাকে পাঁচটি সংক্ষিপ্ত প্রম্পট (250 শব্দের বেশি নয়) উত্তর দিতে হবে।

আপনার নিজ জীবনের পটভূমির একটি বিবরণ থাকবে, আপনি এমআইটিতে কোন বিভাগে ভর্তি হতে আগ্রহী? আপনি মজা বা Fun করার জন্য কী করেন? আপনার সম্প্রদায়ে বা কমিউনিটিতে যেভাবে অবদান রাখেন, এবং একটি বিশেষ চ্যালেঞ্জ যা আপনি আপনার জীবনে সম্মুখীন হয়েছেন এবং পার করতে সক্ষমও হয়েছেন। যারা আন্তর্জাতিক পর্যায়ে কোনো প্রতিযোগিতা করে এসেছে তারা নিজ জীবনের চ্যালেঞ্জে ঐটাই উল্লেখ করে দেয়।

মনে রাখবেন, এমআইটি এমন সব আবেদনকারীদের চায় যারা মানুষ হিসেবে বেশ আকর্ষণীয়। এমআইটি শুধুমাত্র উচ্চ পরীক্ষার স্কোর নয়, অদ্ভুত এবং অনন্য ছাত্রদের সর্বোচ্চ মূল্য দেয়।

এখানে 2021-2022 MIT ভর্তির রচনা প্রম্পট রয়েছে:
1/ Describe the world you come from; for example, your family, clubs, school, community, city, or town. How has that world shaped your dreams and aspirations? (200-250 words)

2/ Pick what field of study at MIT appeals to you the most right now, and tell us more about why this field of study appeals to you. (100 words or fewer)

3. We know you lead a busy life, full of activities, many of which are required of you. Tell us about something you do simply for the pleasure of it. (200-250 words)

4. At MIT, we bring people together to better the lives of others. MIT students work to improve their communities in different ways, from tackling the world's biggest challenges to being a good friend. Describe one way in which you have contributed to your community, whether in your family, the classroom, your neighborhood, etc. (200-250 words)

5. Tell us about the most significant challenge you've faced or something important that didn't go according to plan. How did you manage the situation? (200-250 words)


এমআইটি এডমিশনে ট্রামহ কার্ড কি?

এপ্লিকেশন সরঞ্জাম যেমনঃ essay, recommendation letter এর মাধ্যমে যদি এটা প্রমাণ করে দেখাতে পারেন যে, আপনি সবচেয়ে ভালো প্রার্থী, এই জন্য কারণ কোনো একটি নির্দিষ্ট রিসার্চ প্রজেক্টে আপনি সবচেয়ে ভালো অবদান রাখতে পারবেন যেকোনো নির্দিষ্ট প্রফেসর অন্তর্গত থেকে।

এটা স্বাভাবিক যে, যারা অ্যাপ্লাই করবে তাদের সকলেরই একাডেমিক রেজাল্ট, জিপিএ, তাছাড়া অন্যান্য স্কোর খুব ভালো থাকবে। কিন্তু এদের মধ্যে যাদের সুপারিশপত্র এবং অ্যাপ্লিকেশন সরঞ্জাম এর মধ্যে কিছুটা ব্যবধান থাকবে, সেই জন হবে পুরো খেলাটির সিকান্দার।


এমআইটিতে ভর্তি হওয়ার জন্য আমার কোন কোন টেস্টে কত স্কোর দরকার?

দ্রষ্টব্য: 2020-2021 এবং 2021-2022 চক্রের সময় আবেদনকারী শিক্ষার্থীদের জন্য, MIT পরীক্ষা-ঐচ্ছিকভাবে সম্পন্ন হয়। যাইহোক, নীচের পরামর্শটি এখনও সেই ছাত্রদের জন্য প্রযোজ্য, যারা ইতিমধ্যেই SAT/ACT নিয়েছে এবং তাদের স্কোর জমা দেওয়ার কথা বিবেচনা করছে। সেইসাথে এটি 2021-2022 স্কুল বছরের পরে আবেদন করা ছাত্রদের জন্য প্রযোজ্য।

এমআইটি-তে প্রবেশের জন্য আপনার কেবল দুর্দান্ত যে গ্রেডের প্রয়োজন তা কিন্ত না - আপনার দুর্দান্ত পরীক্ষার স্কোর থাকাও সমানভাবে দরকার।

এবার আমি, এমআইটির অফিসিয়াল ওয়েবসাইট হতে গুরুত্ব পূর্ণ তথ্যাদি তুলে ধরছি। মন দিয়ে আরেকবার পড়ুন।


প্রথম বর্ষের জন্য আবেদনকারীদের জন্য: পরীক্ষা এবং স্কোর এর রিকোয়ারমেন্ট।

এমআইটি 2022-23 অ্যাপ্লিকেশন এর জন্য পরীক্ষার রিকোয়ারমেন্টকে আপডেট করেছে। নিচের রিকোয়ারমেন্টগুলো 2023 এবং তার পরেও MIT-তে প্রবেশ করতে চাওয়া সমস্ত আবেদনকারীদের জন্য সঠিক। এমআইটিতে প্রথম বর্ষ এবং স্থানান্তরিত হওয়া ছাত্রদের উভয়ের জন্য SAT বা ACT বাধ্যতামূলক প্রয়োজন।
 
যদিও MIT-এর জন্য ACT লেখার বিভাগ বা SAT ঐচ্ছিক প্রবন্ধের প্রয়োজন হয় না, MIT লেখার এবং যোগাযোগের ক্ষেত্রে বেশি মূল্য দেয়। তারা বিশ্বাস করে যে কোনো কোনো ক্ষেত্রে ছাত্রদের গদ্য লিখতে শেখা উচিত যা স্পষ্ট, সংগঠিত এবং বিশ্বাসযোগ্যভাবে তথ্য, ধারণাকে উপস্থাপন করায়। 

এইভাবে, সমস্ত MIT আন্ডারগ্রাজুয়েটদের অবশ্যই একটি যোগাযোগের রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে, যা চার বছর এবং MIT-এর স্নাতক প্রোগ্রামের সমস্ত অংশে লিখিত এবং কথা বলার ক্ষেত্রে নির্দেশনা এবং অনুশীলনকে একীভূত করবে।

বিনামূল্যে SAT পরীক্ষার প্রস্তুতির জন্য

খান একাডেমি আছে। তারা SAT পরীক্ষার প্রস্তুতির অফার করে৷ এমআইটি অ্যালুম, সাল খান দ্বারা প্রতিষ্ঠিত, খান একাডেমি অনলাইনে বিনামূল্যে যে কাউকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করে। তারা আপনাকে অনুশীলন পরীক্ষা দিতে এবং পরীক্ষা দেওয়ার জন্য টিপস দেবে। তারা AP প্রিপারেশনও অফার করে।

schoolhouse.world একটি বিনামূল্যের পিয়ার টিউটরিং প্ল্যাটফর্ম, যা অনলাইনে SAT টিউটরিং এবং SAT প্রিপ ক্লাস অফার করে। - প্রাক-বীজগণিত থেকে ক্যালকুলাস পর্যন্ত-সবকিছুই বিনা খরচে তাদের কাছে লাইভ ক্লাস থেকে দেখে নেয়া যায়।

ভিন্নভাষীদের ইংরেজি বিষয়ে জ্ঞাতব্যঃ

অ-নেটিভ ইংরেজি স্পিকারদের জন্য, এমআইটি দৃঢ়ভাবে নির্দেশ করে যে, আপনি যদি 5 বছরেরও কম সময় ধরে ইংরেজি ব্যবহার করে থাকেন বা বাড়িতে বা স্কুলে ইংরেজি বলতে না পারেন, তাহলে সেটিও তারা বিবেচনায় আনবে। মানে বুঝতেই পারছেন নিশ্চয়ই। 

তারা নিম্নলিখিত ইংরেজি দক্ষতার জন্য পরীক্ষা গ্রহণ করেঃ
1/ Cambridge English Qualifications (C1 Advanced or C2 Proficiency)
2/ Duolingo English Test (DET)

3/ IELTS (International English Language Testing System)
4/ Pearson Test of English (PTE) Academic
5/ TOEFL (Test of English as a Foreign Language)

প্রতিযোগিতামূলক স্কোর

এমআইটি ACT বা SAT-এর এক্সামের মার্ক নিজ থেকে কাটে না। কারণ স্কোরগুলি একজন আবেদনকারীর মধ্যে মূল্যায়ন করা হয়।

এমআইটি কতৃপক্ষের ইংরেজি ভাষায় পরীক্ষার জন্য ন্যূনতম এবং প্রস্তাবিত স্কোর আছে। আপনার ইংরেজি দক্ষতার স্তর কদ্দুর তা নিশ্চিত করার জন্য এই ন্যূনতম রিকোয়ারমেন্ট রয়েছে। যেহেতু ইংরেজি হল MIT-তে শিক্ষার ভাষা, সকল ছাত্রদের অবশ্যই দেখাতে হবে যে তারা এমআইটিতে শিক্ষা গ্রহণে পারগ হবে।

TOEFL
Minimum: 90
Recommended: 100
IELTS
Minimum: 7
Recommended: 7.5

Pearson Test of English (PTE) Academic
Minimum: 65
Recommended: 70

Cambridge English Qualifications (C1 Advanced or C2 Proficiency)
Minimum: 185
Recommended: 190

Duolingo English Test (DET)
Minimum: 120
Recommended: 125


Superscores আছে। এ ব্যাপারে আগে বলেছি।

আপনি যদি একই পরীক্ষা (SAT বা ACT) একাধিকবার দেন, আমরা প্রতিটি বিভাগে অর্জিত সর্বোচ্চ স্কোরকেই বিবেচনা করা হবে। সকল আবেদনকারীদের তাদের সেরা ফর্মে বিবেচনা করার জন্য তারা এটি করে।


স্ব-প্রতিবেদিত স্কোরঃ

এমআইটি তাদের আবেদনকারীদের জন্য তাদের আবেদনের অংশ হিসাবে আনুষ্ঠানিকভাবে তাদের SAT, ACT বা ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর বা মার্ক কাটতে চায় না। এর পরিবর্তে, আবেদনকারী অ্যাপ্লিকেশনটিতে নিজের প্রাপ্ত স্কোরগুলি স্ব-প্রতিবেদন করবে। এবং এমআইটি তালিকাভুক্তির পরে ঐ স্কোরগুলি যাচাই করবে।
 
এক্ষেত্রে আবেদনকারীর আবেদন জমা দেওয়ার পরে, যে কোনও পরীক্ষার ফলাফলকে চাইলে এমআইটি কর্তৃপক্ষ আপডেট করতে পারবে। (বিঃদ্রঃ এ ব্যাপারটি আমারো বুঝে আসে নি)


এমআইটি এডমিশনের সময়সীমাঃ

Deadline

What's Due

November 1

Application parts 1 and 2
Two letters of recommendation
Secondary school report, including high school (College) transcript

November testing date

Standardized Test Scores
(optional for 2021-2022 applicants) 

February 15

February Updates & Notes Form

February 15

Financial Aid Materials (optional)

 

Regular Action

Deadline

What's Due

January 5

Application parts 1 and 2
Two letters of recommendation
Secondary school report, including high school transcript

December testing date

Standardized Test Scores
(optional for 2021-2022 applicants)

February 15

February Updates & Notes Form

February 15

Financial Aid Materials (optional


প্রথম বর্ষে ভর্তির আবেদন করার জন্য, আপনাকে অবশ্যই 30 নভেম্বরের আগে আরলি অ্যাকশনের (আগে একবার আলোচনা করেছি) জন্য এবং নিয়মিত অ্যাকশনের জন্য 31 ডিসেম্বরের আগে প্রয়োজনীয় পরীক্ষা দিতে হবে। এমআইটি জানুয়ারীতে পরীক্ষার তারিখের মাধ্যমে RA আবেদনকারীদের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা পরীক্ষার স্কোরও গ্রহণ করব।

এমআইটি বা ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়। এটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য "নিড ব্লাইন্ড" এবং "ফুল নিড" এডমিশন পলিসি মেনে চলে। নিড ব্লাইন্ড হলো এডমিশন ক্রাইটেরিয়ায় আপনার অর্থনৈতিক সক্ষমতাকে ধরা হবেনা। 

অর্থাৎ, আপনার ফ্যামিলির বাৎসরিক ইনকাম আপনার এমআইটি তে পড়ার ক্ষেত্রে বাধা হবে না। শুধু তাই নয়, "ফুল নিড" পলিসিতে এমআইটি তে ভর্তি হওয়ার পর আপনার ফ্যামিলি যদি আপনার পড়াশোনার ভারবহন করতে না পারে, সেটার ভার বহন করবে এমআইটি।


স্থানান্তরিত হয়ে MIT তে ভর্তিঃ

এমআইটিতে স্থানান্তর হয়ে ভর্তি হওয়া যায়। ধরুন আপনি দেশের কোনো ভার্সিটিতে পড়ছেন। সেখান থেকে স্থানান্তর হয়ে এমআইটিতে ভর্তি হলেন। এক্ষেত্রেও নিয়মাবলী আছে।।

১। আবেদনকারীদের স্থানান্তর: সময়সীমা এবং রিকোয়ারমেন্ট। 

সময়সীমা।

১) এমেরিকারনদের বসন্তে প্রবেশের জন্য (ফেব্রুয়ারি), তারা অবশ্যই 15 অক্টোবর এর মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি সহ আপনার চূড়ান্ত আবেদন গ্রহণ করবে। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, তবে আপনি প্রবেশের জন্য শুধুমাত্র সেপ্টেম্বরে আবেদন করতে পারবেন।
 
এটাকে বলে ফল এন্ট্রি (সেপ্টেম্বর)। দেখুন, এক্ষেত্রে সময়সীমা ওয়েবসাইট থেকে দেখে নেয়া উচিত। আমি লিংক দিয়ে দিচ্ছি।


২। ট্রান্সফার হওয়া ছাত্রদের জন্য মূল্যায়নঃ

এমআইটি এর অধ্যাপক বা প্রশিক্ষকদের থেকে দুটি একাডেমিক মূল্যায়ন করা প্রয়োজন। এমআইটি কতৃপক্ষ চায় যে একটি মূল্যায়ন একজন গণিত বা বিজ্ঞান প্রশিক্ষক/ প্রফেসরের কাছ থেকে করা হোক।

পরিসংখ্যান অনুযায়ী, সেরা সুপারিশগুলি এমন প্রফেসরদের দ্বারা লেখা হয়, যারা একজন আবেদনকারীকে একজন ছাত্র এবং একজন মানুষ হিসেবে ভালোভাবেই জানেন। কলেজ শিক্ষক, নিয়োগকর্তা, ইত্যাদির কাছ থেকে সুপারিশের দুটি সম্পূরক চিঠি জমা দেওয়ার জন্য বলা হয়ে থাকে।

অফিসিয়াল রিপোর্টঃ স্কুলের উপদেষ্টা, রেজিস্ট্রার বা অন্য স্কুল কর্মকর্তার কাছ থেকে একটি স্কুল অফিসিয়াল রিপোর্টও প্রয়োজন আছে। admissions@mit.edu-এখানে ফ্যাক্স করতে হবে। 6176879174 নম্বরে, অথবা MIT Admissions-এ ডাকযোগে পাঠাতে হবে।

প্রতিলিপিঃ স্থানান্তর আবেদনকারীদের প্রত্যেককে প্রতিষ্ঠান থেকে MIT স্থানান্তর আবেদনের নথিপত্র হিসেবে তাদের রেজাল্ট ট্রান্সক্রিপ্টের একটি অনুলিপি আপলোড করতে হবে। - সকল মাধ্যমিক/হাই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সহ। অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট শুধুমাত্র ট্রান্সফার ছাত্রদের জন্য প্রয়োজন।

মানসম্মত পরীক্ষা
এখানে এমআইটি রিকোয়ারমেন্টগুলো আপডেট করা হয়েছে। 2023 এবং তার পরেও MIT-তে প্রবেশ করতে চাওয়া সমস্ত আবেদনকারীদের জন্য এগুলো আবশ্যক। প্রথম বর্ষ এবং স্থানান্তরে আবেদনকারী উভয়ের জন্য SAT বা ACT প্রয়োজন।

এটা মনে রাখবেন যে, তাদের অফিসিয়ালরা সকল ছাত্রদের জন্য স্কোর যাচাই করবে। অফিসিয়াল এবং স্ব-প্রতিবেদিত মানে Self-made স্কোরের মধ্যে কোনো অসঙ্গতি থাকলে তো বুঝলেনই কি হতে পারে! বলার তো আর দরকার নাই।
 
টার্ম যোগ্যতা
যেহেতু আমরা ট্রান্সফারার স্ট্যডেন্টদের এমআইটিতে ভর্তি হওয়া নিয়ে আলোচনা করছি তাই এতটুকু জানা দরকার যে, ভার্সিটিতে টার্ম থাকে। হিসেব টা ভালো জানি না, হয়ত ২ টার্মে ১ বছর হতে পারে।

যে সকল ছাত্রছাত্রীরা কোনো স্বীকৃত কলেজ, বিশ্ববিদ্যালয়, কারিগরি ইনস্টিটিউট, বা কমিউনিটি কলেজে অধ্যয়নের কমপক্ষে দুইটি টার্ম পূর্ণ করেছে, তারা কেবল স্থানান্তরিত ভর্তির জন্য আবেদন করতে পারবে।

এমআইটি এমন ছাত্রদের থেকে স্থানান্তরের আবেদন গ্রহণ করতে পারে না, যারা MIT-তে প্রবেশের সময় কলেজ/ ভার্সিটিতে এক বছরের কম বা আড়াই বছরের বেশি (অর্থাৎ পাঁচটি টার্ম) শেষ করেছে।

 

এমআইটির জন্য কিভাবে আবেদন করবেন? (Step by step)

MIT আবেদন জমা দেওয়ার জন্য আপনাকে মোট ছয়টি প্রধান ধাপ অনুসরণ করতে হবে। নিচের ধাপগুলি, মোটামুটি ক্রমে সংখ্যাযুক্ত আপনার সেগুলি একে একে সম্পূর্ণ করা উচিত৷

ধাপ ১: একটি My MIT অ্যাকাউন্ট তৈরি করুন এবং আপনার আবেদন শুরু করুন।

এমআইটিতে আবেদন করার প্রথম ধাপটি সহজ; আপনাকে MIT অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে একটি MyMIT অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 

একটি অ্যাকাউন্ট তৈরি করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে, এবং আপনি এটি করার পরে একটি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারবেন, আপনার জমা দেওয়া আবেদন ট্র্যাক করতে, MIT মেলিং তালিকায় যোগদান করতে এবং আপনার ইন্টারভিউয়ারের নাম এবং যোগাযোগের তথ্য পাবেন। 

আবেদন করতে এখানে ক্লিক করুন https://apply.mitadmissions.org/apply/

একটি অ্যাকাউন্ট তৈরি করতে আপনাকে কিছু মৌলিক তথ্য যেমনঃ আপনার জন্ম তারিখ, কলেজের নাম এবং বাড়ির ঠিকানা পূরণ করতে হবে।

ধাপ 2: অনলাইন আবেদন সম্পূর্ণ করুন।

এটি এমআইটি অ্যাপ্লিকেশনের বেশিরভাগ অংশ জুড়ে। অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে আপনি আপনার তৈরি করা MIT অ্যাকাউন্টে লগ ইন করবেন। এবং একাউন্টের সমস্ত তথ্য পূরণ করবেন। 

আর অনলাইন অ্যাপ্লিকেশনটি আপনার জীবনী সংক্রান্ত তথ্য, আপনার বেছে নেওয়া আবেদনের সময়সীমা এবং আপনার একাডেমিক ইতিহাস এবং পরীক্ষার স্কোর দিয়ে শুরু করতে হয়। 

আপনি আপনার ক্রিয়াকলাপ, কর্মসংস্থান এবং পুরষ্কার সম্পর্কে তথ্য প্রদান করে, এবং তিনটি সংক্ষিপ্ত প্রবন্ধ উত্তরস্বরুপ লিখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নিবেন।

অ্যাপ্লিকেশনটির প্রাথমিক অংশগুলি পূরণ করতে আপনার প্রায় 30 মিনিট সময় নেওয়া উচিত, একটু তো ভেবে লেখা উচিতই। 

আপনি আর্লি অ্যাকশন বা নিয়মিত অ্যাকশনের আবেদন করছেন কিনা, আপনার বাবা-মায়ের চাকরি এবং শিক্ষার সর্বোচ্চ স্তর কী, আপনার ভাইবোন থাকলে এবং কোথায় কলেজে যায় (যদি প্রযোজ্য হয়), এবং আপনার কলেজ বিষয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করবেন।

মনে রাখবেন যে, কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরও রয়েছে। উদাহরণস্বরূপ, আপনার নান সাংস্কৃতিক অভিজ্ঞতা/ ইন্টারেস্ট কীভাবে আপনার আকাঙ্ক্ষাকে আকার দিয়েছে এবং কেন নির্দিষ্ট অধ্যয়নের ক্ষেত্রটি আপনাকে আবেদন করে সে সম্পর্কে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে।

এখন আপনি অ্যাপ্লিকেশনটির সেই অংশে চলে যাবেন যেখানে আপনি সত্যিই বেশিই এক্সাইটেড হয়ে উঠবেন। আপনি পড়েছেন কিংবা অংশগ্রহণ করেছেন এমন সকল পাঠ্যক্রম এবং চাকরি, আপনার নেওয়া ক্লাস, জিতা পুরস্কার এবং আপনার পরীক্ষার স্কোর সম্পর্কে তথ্য লিখতে হবে। 

(মনে রাখবেন: এগুলি 2021-2022 এর জন্য ঐচ্ছিক ছিল,কারণ তখন করোনা প্যান্ডামিক ছিল। কিন্তু যদি আপনি সেগুলি এখন জমা দেওয়ার সিদ্ধান্ত নেন,তবে আপনাকে অফিসিয়া্ল স্কোর রিপোর্টও পাঠাতে হবে। আশাকরি বুঝেছেন)

আপনি যে সকল ক্লাস করেছেন এবং সেগুলিতে আপনি যে গ্রেড পেয়েছেন সেগুলি আবেদনে নিজে নিজে রিপোর্ট করবেন যদিও। আবার, আপনাকে আপনার অফিসিয়াল ট্রান্সক্রিপ্টও কিন্তু জমা দিতে হবে।

এবার আপনি আপনার একাডেমিক এবং এক্সট্রা কারিকুলার সম্পর্কে তথ্য প্রবেশ করান, আপনি MIT-একাউন্টে প্রশ্নের উত্তর দিতে হবে। 

অন্য অনেক প্রতিষ্ঠানের মতন, এমআইটি-তে একটি কোনো প্রশ্নের জন্য দীর্ঘ প্রবন্ধের প্রয়োজন হয় না;এর পরিবর্তে, আপনি তিনটি ছোট প্রম্পটের উত্তর দেবেন কেবল। শব্দ গণনার প্রয়োজনীয়তা সহ এখানে প্রবন্ধ প্রম্পট রয়েছে:

উদাহরণ সহ তুলে ধরলাম।

• We know you lead a busy life, full of activities, many of which are required of you. Tell us about something you do for the pleasure of it. (200-250 words)
• At MIT, we bring people together to better the lives of others. MIT students work to improve their communities in different ways, from tackling the world's biggest challenges to being a good friend. Describe one way in which you have contributed to your community, whether in your family, the classroom, your neighborhood, etc. (200-250 words)
• Tell us about a significant challenge you've faced or something that didn't go according to plan that you feel comfortable sharing. How did you manage the situation?* (200-250 words)

অবশেষে, আপনি দুইজন শিক্ষক সম্পর্কে তথ্য লিখবেন, যারা আপনার জন্য সুপারিশ পত্র লিখেছেন।

এবার এই বিভাগগুলি প্রতিটি শেষ করার পরে এবং সেগুলি পর্যালোচনা করার পরে, সেগুলি জমা দিতে পারেন৷ আবেদন জমা দেওয়ার পরে, আপনাকে $75 MIT আবেদন ফি দিতে বলা হবে।ফি টা কি বেশি মনে হয়? কমেন্ট করে জানিয়েন।


ধাপ 3: আপনার সেকেন্ডারি স্কুল রিপোর্ট এবং স্ট্যান্ডার্ডাইজড টেস্ট স্কোর জমা দিতে হবে।

আপনাকে MIT-তে আপনার অফিসিয়াল হাইয়ার সেকেন্ডারি ট্রান্সক্রিপ্ট পাঠাতে হবে। এছাড়াও, 2021-2022 ভর্তি চক্রের জন্য, SAT/ACT স্কোর MIT আবেদনকারীদের জন্য ঐচ্ছিক ছিল। আপনি যদি SAT/ACT নিয়ে থাকেন এবং আপনার স্কোর জমা দিতে চান, তাহলে আপনাকে আপনার অফিসিয়াল স্কোর রিপোর্টও MIT-তে পাঠাতে হবে।

মনে রাখবেন যে, সাধারণ, অতিমহামারী পরিস্থিতিতে, MIT-এর জন্য আবেদনকারীদের SAT বা ACT স্কোর জমা দিতে হবে।

ধাপ 4: আপনাকে মূল্যায়ণ করতে দুইজন শিক্ষককে বলুন।

আপনার MIT-এর জন্য সুপারিশ করতে দুটি চিঠির প্রয়োজন হবে। একটি গণিত/বিজ্ঞান বিভাগের শিক্ষকের কাছ থেকে এবং একটি মানবিক/ভাষা বিভাগের শিক্ষকের কাছ থেকে। 

আপনার এমআইটি অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টে, আপনার সুপারিশকারীর নাম এবং ইমেল ঠিকানাগুলি পূরণ করবেন। যাতে ফর্মটি তাদের কাছে পাঠানো যেতে পারে। 

আপনার সুপারিশ আপনার আবেদনের বাকি অংশের মতো একই দিনে দিতে হবে।

ধাপ 5: সবকিছু সেট আপ করুন এবং একটি সাক্ষাত্কার সম্পূর্ণ করুন।

সাক্ষাত্কারের খুব প্রয়োজন হয় না। একবার আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে জমা দিলে, আপনার সাথে একজন এডুকেশনাল কাউন্সেলর (EC) যোগাযোগ করবেন, যিনি আপনার সাক্ষাতকারটি করবেন। EC হল MIT-এর প্রাক্তন ছাত্র এর সংঘ যারা সাক্ষাত্কার পরিচালনা করে। এবং সারা বিশ্বে তাদের সংখ্যা 5,000 এরও বেশি৷

আপনি এবং আপনার ইসি আপনার কাছাকাছি একটি জায়গায় একটি ইন্টারভিউ সেট আপ করবে। বেশিরভাগ আর্লি অ্যাকশন ইন্টারভিউ নভেম্বর মাসে হয়। এবং বেশিরভাগ নিয়মিত অ্যাকশন ইন্টারভিউ জানুয়ারিতে হয়।

সাক্ষাত্কারটি সাধারণত এক ঘন্টা স্থায়ী হয় এবং প্রায়শই একটি কফি শপ, রেস্তোরাঁ বা লাইব্রেরির মতো জায়গায় নেয়া হয়। এখন ফরেনারদের ক্ষেত্রে মানে বাংলাদেশিদের ক্ষেত্রেও একি হতে পারে।

কারণ সারা বিশ্বে তাদের সংখ্যা 5,000 । এমআইটি সাক্ষাত্কারের আগে আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে এমন প্রশ্নগুলি সম্পর্কে আগাম চিন্তা করার পরামর্শ দেয়। এবং এখানে 14টি সাধারণ কলেজ ইন্টারভিউ প্রশ্ন রয়েছে৷এখানে যান 14 টি প্রশ্ন পড়তে।

https://blog.prepscholar.com/college-interview-questions-you-should-prepare-for

ধাপ 6: ঐচ্ছিক উপকরণ জমা দিন। ঐচ্ছিক মানে আবশ্যক।

আপনার কাছে সম্পূরক উপকরণ বা অতিরিক্ত উপকরণ জমা দেওয়ার বিকল্পও রয়েছে। এটি একটি সম্পূর্ণ ঐচ্ছিক পদক্ষেপ এবং সাধারণত ফাইন আর্টস বা মিউজিক পোর্টফোলিও সহ শিক্ষার্থীদের দ্বারা করা হয়, যাদের গবেষণার অভিজ্ঞতা রয়েছে এবং/অথবা যারা MIT-এর জন্য একটি ভার্সিটি খেলা খেলতে চান। আপনি পাঠাতে পারেন এরকম বিভিন্ন ধরনের উপকরণ আছে।

  • Maker Portfolio
  • Music & Theater Arts Portfolio
  • Research Portfolio
  • Supplemental Recommendations
  • Varsity Sports Interest

ধাপ 7: আপনার ফেব্রুয়ারির আপডেট এবং নোট ফর্ম জমা দিন।

আপনি যদি আর্লি অ্যাকশনে এপ্লাই করেন কিংবা নিয়মিত অ্যাকশন গ্রহণ করেন (এখঙ্গি আপনার ভর্তির সিদ্ধান্ত নিয়ে নিই, কি বলেন?), আপনাকে 15 ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির আপডেট এবং নোট ফর্ম জমা দিতে হবে। এই ফর্মটি সম্পর্কে আপনাকে ইমেল করা হবে। যার মধ্যে বেশিরভাগই MIT কে জানানো হবে যে, আপনার পতনের সেমিস্টারের গ্রেডগুলি কী ছিল এবং আপনি আপনার বসন্ত সেমিস্টারের জন্য কোন কোন ক্লাস গ্রহণ করতে যাচ্ছেন।


এম আই টি তে ভর্তির যোগ্যতা

এবার আসি এমআইটি তে ভর্তির যোগ্যতা নিয়ে। এমআইটি একটা ছাত্রের প্রোফাইল খুব যত্ন নিয়ে দেখে। এবং বেছে বেছে সবচেয়ে যোগ্য প্রার্থীদের বেছে নেয়।

এখন আপনাকে বুঝতে হবে এমআইটি যেনতেন ছাত্রদের নিবেনা। বেছে বেছে রত্নগুলোকেই নিবে। এখন কথা হচ্ছে এই রত্ন চেনা উপায় কি? কি যোগ্যতাসম্পন্ন হলে একজন ছাত্রকে রত্ন বলা যাবে। আমিও কি নিজেকে রত্ন বানাতে পারি? হ্যা অবশ্যই পারেন। কিভাবে? চলুন জেনে নিই

রত্ন হলো তারা যারা খুব ছোট বেলাতেই জেনে যায় তাদের হিডেন ট্যালেন্ট কি? তাদেরকে স্রষ্টা কি উদ্দেশ্যে মর্ত্যে প্রেরণ করেছেন। যেমন ধরুন: মার্ক জুকারবার্গ খুব ছোট বেলায় বুঝেছিল তার ট্যালেন্ট হলো কম্পিউটার কে ঘিরে।

নিজের ট্যালেন্ট টা শুধু জানলেই হবেনা। সেটার উপর কাজ ও করতে হবে। যেমন ধরুন, আপনার যদি ম্যাথ করতে খুব ভালো লাগে তাহলে এডভ্যান্সড লেভেলের ম্যাথ করুন, অলিম্পিয়াডে যান।

আমি এমআইটির গত ৯-১০ বছরের এডমিশন স্ট্যাটিকস থেকে যা জানতে পেরেছি, সব মিলিয়ে এমআইটি প্রতি বছর ১৬-১৭ জন বাংলাদেশি ছাত্রছাত্রীকে এডমিশন দিয়ে থাকে। তাই আপনার ও সুযোগ আছে সেই ১৬-১৭ জনের একজন হওয়া। তাই এসএসসির পর থেকেই ধীরে ধীরে নিজেকে এমআইটির জন্য প্রস্তুত করুন।


  • ক্লাস ৯-১২ এই চার বছরের ট্রান্সক্রিপ্ট/ মার্কশীট। অবশ্যই ভাল মার্ক পেতে হবে।
  • SAT/ ACT score
  • IELTS / TOEFL
  • Statement of purpose/ admission essay
  • achievement ( international/ national Olympiad or others competition in international leve) its not mandatory
  • Co curricular / social work
  • Recommendation


৫ আর ৬ নাম্বার পয়েন্ট আবশ্যক নয় তবে এই দুটি জিনিসই অন্যদের থেকে আপনাকে আলাদা করবে। তাই কো কারিকুলার, বা অলিম্পিয়াড এ কোন অর্জন থাকলে এমআইটিতে আপনার ভর্তি সহজতর হবে।

দ্বিতীয়ত আপনার সকল কিছু একাদশ শ্রেণীতে থাকতেই গুছিয়ে ফেলতে হবে(যদি না ইয়ার গ্যাপ চান), এবং আবেদন করতে হবে। ভাগ্য ভাল হলে এইচএসসির আগেই আপনার এডমিশন হয় যাবে।

এই পদ্ধতি শুধু এমআইটি নয় আমেরিকার সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য। যদি ইন্টারন্যাশনাল কোন অলিম্পিয়াডে আপনার কোন অর্জন থাকে তবে এমআইটিতে সরাসরি এডমিশন পাবেন। স্পেশাল কেসের ক্ষেত্রে। ভারতের একজন যার কোন একাডেমিক পড়ালেখা ছিল না। কিন্তু অলিম্পিয়াডে ভাল করার জন্য তার এডমিশন হয়।

তবে ইন জেনারেল যার যেই অর্জনই থাকুক উপরোক্ত সকল শর্ত তার পূরণ করতে হবে। এরপর এডমিশন, এডমিশন কমিটির হাতে।

আমি কিভাবে বাংলাদেশ থেকে MIT এর জন্য স্কলারশিপ পাবো?

আপনাকে যা করতে হবে তা হল: MIT এর ওয়েবসাইটে যান, আবেদন করার জন্য তাদের প্রয়োজনীয়তা এবং ন্যূনতম অর্জনগুলি দেখুন। এটি করার পরে বাংলাদেশে বিভিন্ন অলাভজনক সংস্থায় স্বেচ্ছাসেবী কাজ করা শুরু করুন। আপনার একাডেমিক রেজাল্টের পরে এটি সম্ভবত সবচেয়ে মূল্যবান জিনিস। 

তারপরে একটু ইংরেজি বলার অভ্যাস করুন, আপনাকে পারফেকশনিস্ট হতে হবে না। এটি করার সর্বোত্তম উপায় হল বন্ধুত্বপূর্ণ ইংরেজি টিভি সিরিজ দেখা যা আপনার শব্দভাণ্ডারকে উন্নত করবে

দেখুন, বাংলাদেশে আমাদের মূল্যবোধ যা ছিল তা খুবই রক্ষণশীল এবং সব বর্ণ বা ধর্মের (যেমন; সমকামী, ট্রান্সজেন্ডার ইত্যাদির প্রতি শত্রুতা) কথা বলে না। 

আরও সাবলীল মানসিকতার জন্য খোলা মনের অধিকারি হওয়ার জন্য প্রস্তুত হন। আপনার স্পিকিং পাওয়ার উন্নত করতে হলে আয়নার সামনে বা জনসমক্ষে কথা বলার অনুশীলন করুন। এটি আপনার সাক্ষাত্কারের সময় অমূল্য হয়ে দাঁড়াবে হবে।



FAQ ( Frequently Asked Questions)


Q. 1:  আমি বাংলাদেশের একজন আন্ডারগ্রাজুয়েট ছাত্র। কি ধরনের পদ্ধতি অনুসরণ করলে এমআইটি তে চান্স পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে?

প্রথমত স্কুলের পড়াশোনা দিকে মন বসাতে হবে। যদি সকল বিষয়ে এ অথবা এ প্লাস কিংবা এস এ টি তে ২৪০০ মার্ক তুলা না যায়, তাহলে যে চান্স পাওয়ার সম্ভাবনা শূন্য হয়ে দাঁড়াবে তা কিন্তু না। এটি আসলে একটি ভুল ধারণা।

এমআইটিতে চান্স পাওয়ার জন্য প্রাথমিক শর্ত বা রিকোয়ারমেন্ট পূরণ করার পরবর্তীতে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো নিজের প্যাশন। প্যাশন মানে কোন বিষয়ের উপর আপনার তীব্র আগ্রহ রয়েছে। এ প্রতিষ্ঠানটি এমন সব শিক্ষার্থী বাছাই করে নিতে চায়, যাদের নিজস্ব প্যাশন আছে। সেটা হতে পারে চিত্রকলা, বিতর্ক, রাজনীতি যেকোনো বিষয়ের উপর।
 
যাইহোক, আপনাকে এটা প্রদর্শন করাতে হবে যে, ওই বিষয়বস্তুতে (প্যাশনে) আপনি সক্রিয় রয়েছেন এবং সেটাকে যথেষ্ট পছন্দ করেন। উদাহরণস্বরূপঃ আপনি কারাতে খেলতে পছন্দ করেন বা কারাতে ভালো পারেন। এতে আপনার নিজস্ব ভালো লাগা কাজ করে। এক্ষেত্রে ঐ প্যাশন কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

যখন এপ্লিকেশন করার জন্য নিজস্ব essay জমা করবেন, সেখানে এটা যাতে না লেখা থাকে যে কিভাবে আপনি নিজের পিএইচডি সম্পন্ন করতে চান। বরঞ্চ এটা গুরুত্বপূর্ণ যে, আপনার জীবনে নিজস্ব প্যাশন কিরূপ প্রভাব ফেলেছে সেটা গুছিয়ে লেখা।

এরকম ভাবে কারো প্যাশন এম আই টি এতে চান্স পাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারে। এমনকি এ প্রতিষ্ঠান আপনার প্যাশনকে গুরুত্ব প্রদান করে। তাহলে যে কোন একটি প্যাশন কে বেছে নিয়ে নিজস্ব কমফোর্ট জনের বাইরে গিয়ে বিশ্বব্যাপী আন্দোলন সঞ্চার করুন।

সমাজে যারা অবদান রাখে তারাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যে সকল মানুষ নিজের সমাজকে আরো স্বাভাবিক ও সমৃদ্ধ করার চেষ্টা করেছে বা করছে তাদেরকেও এ প্রতিষ্ঠানটি গুরুত্ব প্রদান করে। আপনি চাইলে সামাজিকভাবে সচেতনতামূলক কাজ করতে পারেন। সমাজের সমৃদ্ধিতে অবদান রাখতে পারেন। মূল কথা একজন সমাজকর্মী হিসাবে আত্মনিয়োগ করতে পারেন।

আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হল শিক্ষকের রিকমান্ডেশন লেটার। এর বাংলা অর্থ সুপারিশ পত্র। এই পত্রটি শব্দ হীন হলে, তা কোন মূল্য প্রদান করবে না।

এটিতে আপনার জীবনের গল্প রূপায়িত থাকতে হবে। আপনার প্যাশন এবং জীবনের কিছু মূল্যবোধ কিভাবে আপনাকে স্পেশাল বা বিশেষ হিসাবে প্রকাশ করে সেটা দেখাতে হবে।


Q.2: আমি বাংলাদেশ থেকে একজন স্নাতক বা গ্রাজুয়েট শিক্ষার্থী। এমআইটি-তে ভর্তি হওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য আমি কোন কৌশলটি ব্যবহার করতে পারি?


আপনার প্রথম পদক্ষেপ কি?

একটি নির্দিষ্ট গবেষণা ল্যাবের সাথে আপনি কতটুকু উপযুক্ত তার উপরই সাধারণত বেশিরভাগ বিভাগের ভর্তি নির্ধারিত হয়। অতএব, এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আপনি আপনার নিজস্ব বিভাগে ভালোভাবে গবেষণা করুন। এবার আপনি এমন কয়েকজন অধ্যাপককে শনাক্ত করুন, যাদের সাথে আপনি সত্যিই কাজ করতে চান। 

তাদের সাথে কাজ করতে যে আপনার আছে সেটি তাদের কাছে লিখুন। কিন্তু আপনার ভর্তির ব্যাপারে সাহায্য করার জন্য তাদের "লবি" করার চেষ্টা করা উচিত নয়।
 
বরঞ্চ তাদের সাম্প্রতিক প্রকাশনা পড়ার জন্য কিছু সময় ব্যয় করুন। অনুষদ সদস্যদের বর্তমান গবেষণার উপর ভিত্তি করে আপনি আপনার উদ্দেশ্যের বিবৃতিটি কাস্টমাইজ এবং সারিবদ্ধ করেছেন তা নিশ্চিত করুন। 

আপনি যে অধ্যাপকের সাথে কাজ করতে চান তার ল্যাব সদস্যদের কাছে লিখতেও আপনাকে উৎসাহিত করা হচ্ছে। প্রায়শই শিক্ষার্থীরা অধ্যাপকদের চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল হয় এবং তারা আরও তথ্য প্রদান করতে পারে যা আপনি উপকারী বলে মনে করতে পারেন।

সুপারিশ পত্র/ Recommendation letter
এম আই টি এডমিশনে সুপারিশ পত্র বিশেষ গুরুত্ব বহন করে। এখানে বহুল প্রচলিত একটি ভুল ধারণা আছে যে, একটি সুপারিশপত্রে কোন ছাত্রের ভালো ভালো গুন-অভ্যাস ও ভালো উদ্যোগগুলোই থাকতে হবে। এরকম কিন্তু না। 

এ ধরনের সুপারিশ পত্র এডমিশনে খুবই কম গুরুত্ব বহন করে। অবশ্যই একটি সত্য কিংবা আসল সুপারিশ পত্রে আবেদনকারীর সকল ধরনের ভালো-খারাপ দিক এবং ইউনিক বিষয়বস্তুগুলো সজ্জিত থাকে যেটি তাকে সবচেয়ে বিশেষ বানায়।

এটা স্বাভাবিক যে, সুপারিশপত্র আপনার যে প্রফেসর অথবা বিশ্ববিদ্যালয় প্রফেসর প্রদান করছেন তার সম্পর্কে এম আই টি কর্তৃপক্ষ কিছুই জানে না, অথবা চিনেও না। 

সে ক্ষেত্রে ওই প্রফেসর বা অধ্যাপক এর কোন সিভি থাকলে এটা সংযুক্ত করা যেতে পারে। যাতে করে ওই প্রফেসরের পূর্বের কোন রিসার্চ পেপার যদি জার্নালে প্রকাশিত হয়, তাহলে হয়তোবা এমআইটি কতৃপক্ষ ঐ প্রফেসরকে চিনেও রাখতে পারে। পরবর্তীতে যেটা হয় যে ওই সুপারিশ তাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।


Q.3: আমি আসলেই এম আই টি এডমিশন দিতে খুবই আগ্রহী। কিন্তু আমার ভয় করছে যে আমাকে দিয়ে কোনভাবেই হবে না।

আপনাকে অবশ্যই নিজের স্বপ্ন নিয়ে ভাবতে হবে। এখন এম আই টি অথবা যেকোনো প্রতিষ্ঠানই আপনার স্বপ্ন হোক না কেন। আপনার কোন সুযোগ সুবিধা নাই থাকুক, এমআইটি কতৃপক্ষ আপনাকে যাচাই করে দেখবে। আপনার পরিবার খরচ বহন করতে পারবে কিনা এটা জ্ঞাতব্যের বিষয় নয়। 

কারো ক্ষেত্রে ভালো দিকগুলো যদিও না থাকে অথবা বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে, সে জন্য মেয়ে এবং অন্যান্য আবেদনকারীদের কে আবেদন করার জন্য এমআইটি আগ্রহ প্রদান করে।

তারা চায় ক্যাম্পাসের মধ্যে যাতে বৈচিত্র আসে বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের মধ্য দিয়ে। যদি নিজের সক্ষমতা প্রদানের টেন্ডেন্সি থাকে, তাহলে সকল সন্দেহ-সংকীর্ণতা ভুলে যান।
Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

3 Comments

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

  1. খুবই উপকৃত হলাম। অনেক দ্বিধা, ভয় দূর হলো।

    ReplyDelete
  2. অনেক অনেক ধন্যবাদ।

    ReplyDelete
  3. Where's the books pictures? Please update the names.

    ReplyDelete
Previous Post Next Post