আপনি কি ১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২২ সালে এসে চাইছেন? ১২ হাজার টাকার পরিমাণটা মোটেও কম নয়। বর্তমানে এ মূল্যেও ভালো ভালো মোবাইল ফোন পাওয়া যাচ্ছে।
যদি ১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২২ সালে এসে খুজেন তো আমি আপনাকে কিছু মোবাইল সাজেস্ট করতে পারি। যাতে করে এ দামে সহজেই 4 জিবি র্যাম ও ভালো রমের বেস্ট মোবাইলটা ক্রয় করতে পারেন।
১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২২ গুলোর তালিকা
১২ হাজার টাকার মধ্যে ভালো ভালো ব্র্যান্ডের ফোন পাবেন। যার মধ্যে আছে সিম্ফনি, শাওমি, রিয়েলমি এবং ইনফিনিক্স। এর মধ্যে ইনফিনিক্স এ কম বাজেটে ভালো ফিচারস যুক্ত ফোন বাজারে নিয়ে এসেছে।
তবে কিছু কমন সমস্যা ও বাগ এর জন্য ইনফিনিক্স সকল ক্ষেত্রেই সবার পছন্দীয় নয়। তবে এ দামে আপনি চাইলে এ ব্র্যান্ডের ফোন নিতে পারেন। তাছড়া আমার দেখানো সকল ফোনই বাজারে মজুদ পাচ্ছেন।
Symphony Z42 মোবাইলটিতে আছে 6.52 ইঞ্চির এইড ডি+ IPS স্ক্রিন। এই ফোনটিতে আছে একটি Full-View waterdrop-notch ডিজাইন।
7. Symphony Z42
৳11,100Symphony Z42 মোবাইলটিতে আছে 6.52 ইঞ্চির এইড ডি+ IPS স্ক্রিন। এই ফোনটিতে আছে একটি Full-View waterdrop-notch ডিজাইন।
এ ফোনের ব্যাক ক্যামেরাতে আছে 3টি ক্যামেরা, 13+0.8+0.8 MP সাথে আছে autofocus, LED Flash, portrait mode, macro lens ইত্যাদি সুবিধা।
এবং সম্পুর্ণ এইচডিতে ভিডিও রেকর্ডিং করার সুযোগ। এ ফোনের সেলফি ক্যামেরাটি হলো 8 MP এর।
12,490 4/64 GB
৳13,290 4/128 GB
Symphony Z55 মোবাইলটিতে আছে 6.52 ইঞ্চির এইড ডি+ IPS স্ক্রিন। এই ফোনটিতে আছে একটি Full-View waterdrop notch ডিজাইন।
নিজস্ব রেটিং - 7.5/10
৳13,999 4/128 GB
Infinix Hot 12 Play মোবাইলটিতে আছে 6.82 ইঞ্চির এইড ডি+ স্ক্রিন। এই ফোনটিতে আছে একটি center punch-hole front camera ডিজাইন, দেখতে খুবই সুন্দর।
নিজস্ব রেটিং – 7/10।
৳11,990 4/64 GB
নিজস্ব রেটিং - 7.5/10
৳12,490 4/128 GB
Infinix Hot 11 Play মোবাইলটিতে আছে 6.82 ইঞ্চির এইড ডি+ IPS LCD স্ক্রিন। এই ফোনটিতে আছে একটি waterdrop notch front camera ডিজাইন।
✔ ভালো ক্যামেরা।
✔ 6000 mAh এর ব্যাটারি।
✔ ভালো পারফরম্যান্স সাথে আছে Helio G35 chipset।
✔ 4 GB RAM, 128 GB ROM
Symphony Z42 মোবাইলটিতে আছে 5000 mAh এর ব্যাটারি। এটিতে আছে 3 GB RAM, 1.8 GHz quad-core CPU এবং IMG GE8300 GPU।
এটি যে চিপসেট এর মাধ্যমে পরিচালিত হয়, তার নাম MediaTek Helio A20 (12 nm) chipset। এ মোবাইলটিতে আছে 32 GB ইন্টারন্যাল স্টোরেজ এবং MicroSD স্লট। ফোনটির পিছনের পার্শ্বে একটি ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে।
আরো সুবিধাঃ FM Radio, Dual SIM, Face Unlock, ইত্যাদি।
✔ ভালো ক্যামেরা।
✔ 5000 mAh এর লং লাস্টিং ব্যাটারি।
✔ এন্ড্রয়েড 11।
আরো সুবিধাঃ FM Radio, Dual SIM, Face Unlock, ইত্যাদি।
ভালো দিক
✔ HD+ ডিসপ্লে।✔ ভালো ক্যামেরা।
✔ 5000 mAh এর লং লাস্টিং ব্যাটারি।
✔ এন্ড্রয়েড 11।
মন্দ দিকঃ
✘পারফরম্যান্স সন্তোষজনক নয়।নিজস্ব রেটিং - 6.8/10
Infinix Hot 12i মোবাইলটিতে আছে 6.6 ইঞ্চির এইড ডি+ IPS LCD স্ক্রিন। এই ফোনটিতে আছে একটি waterdrop notch front camera ডিজাইন।
✘ Low performance Helio A22 chipset
6. Infinix Hot 12i
৳11,399 4/64 GBInfinix Hot 12i মোবাইলটিতে আছে 6.6 ইঞ্চির এইড ডি+ IPS LCD স্ক্রিন। এই ফোনটিতে আছে একটি waterdrop notch front camera ডিজাইন।
এ ফোনের ব্যাক ক্যামেরাতে আছে 13+0.3+0.3 Megapixel সাথে আছে autofocus, f/1.8, dual-LED flash, ইত্যাদি। এবং সম্পুর্ণ এইচডিতে ভিডিও রেকর্ডিং করার সুযোগ। এ ফোনের সেলফি ক্যামেরাটি হলো 8 MP।
Infinix Hot 12i মোবাইলটিতে আছে 5000 mAh এর ব্যাটারি, সাথে আছে 10W ফাস্ট চার্জিং সুবিধা । এটিতে আছে 2, 3 / 4 GB RAM, 2.0 GHz octa-core CPU এবং PowerVR GE8320 GPU।
এটি যে চিপসেট এর মাধ্যমে পরিচালিত হয় তার নাম Mediatek Helio A22 (12 nm) chipset। এ মোবাইলটিতে আছে 64 GB ইন্টারন্যাল স্টোরেজ এবং dedicated MicroSD স্লট। ফোনটির পিছনের পার্শ্বে একটি ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে।
আরো সুবিধাঃ FM Radio, Dual SIM, face unlock ইত্যাদি।
✔ স্টাইলিশ ডিজাইন।
✔ ক্যামেরাও ভালো।
✔ 5000 mAh এর ব্যাটারি
আরো সুবিধাঃ FM Radio, Dual SIM, face unlock ইত্যাদি।
ভালো দিক
✔ 6.6 ইঞ্চির ভালো HD+ ডিসপ্লে✔ স্টাইলিশ ডিজাইন।
✔ ক্যামেরাও ভালো।
✔ 5000 mAh এর ব্যাটারি
মন্দ দিক
✘ Low performance quad-core CPU✘ Low performance Helio A22 chipset
5. Realme Narzo 50i
৳11,990 4/64 GB
Realme Narzo 50i মোবাইলটিতে আছে 6.5 ইঞ্চির এইড ডি+ IPS LCD স্ক্রিন। এই ফোনটিতে আছে একটি Full-View waterdrop notch ডিজাইন।
এ ফোনের ব্যাক ক্যামেরাতে আছে 8 MP , সাথে আছে autofocus, f/2.0 aperture, LED flash ইত্যাদি। এবং সম্পুর্ণ এইচডিতে ভিডিও রেকর্ডিং করার সুযোগ। এ ফোনের সেলফি ক্যামেরাটি হলো 5 MP।
Realme Narzo 50i মোবাইলটিতে আছে 5000 mAh এর ব্যাটারি, সাথে আছে 10W ফাস্ট চার্জিং সুবিধা। এটিতে আছে 4 GB RAM, 1.6 GHz octa-core CPU এবং IMG8322 GPU।
এটি যে চিপসেট এর মাধ্যমে পরিচালিত হয় তার নাম UniSOC T610 (12 nm) chipset। মোবাইলটিতে আছে 64 GB ইন্টারন্যাল স্টোরেজ এবং dedicated MicroSD স্লট। তাছাড়া কোনো ফিংগারপ্রিন্ট সেন্সরও নাই।
আরো সুবিধাঃ Dual SIM, face unlock, OTG ইত্যাদি।
ভালো দিক
✔ স্টাইলিশ ডিজাইন।
✔ বড় 6.5″ HD+ ডিসপ্লে।
✔ সন্তোষজনক পারফরম্যান্স।
✔ 5000 mAh এর ব্যাটারি, 10W ফাস্ট চার্জিং সুবিধা।
✔ এনড্রয়েড 11
মন্দ দিক
✘ ডিসপ্লে সুরক্ষা নেই।
✘ ফিংগারপ্রিন্ট সেন্সর নেই।
নিজস্ব রেটিং - 7.2/10
4. Symphony Z55 | ১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২২
12,490 4/64 GB
৳13,290 4/128 GB
Symphony Z55 মোবাইলটিতে আছে 6.52 ইঞ্চির এইড ডি+ IPS স্ক্রিন। এই ফোনটিতে আছে একটি Full-View waterdrop notch ডিজাইন।
এ ফোনের ব্যাক ক্যামেরাতে আছে ৩টি 13 MP main camera সাথে আছে PDAF, LED Flash, portrait mode, night mode, f/1.8 aperture ইত্যাদি। এবং সম্পুর্ণ এইচডিতে ভিডিও রেকর্ডিং করার সুযোগ। এ ফোনের সেলফি ক্যামেরাটি হলো 8 MP।
Symphony Z55 মোবাইলটিতে আছে 5000 mAh এর ব্যাটারি এবং 10W ফাস্ট চার্জিং সুবিধা সুবিধা। এটিতে আছে 4 GB RAM, 2.0 GHz octa-core CPU এবং PowerVR GE8320 GPU।
এটি যে চিপসেট এর মাধ্যমে পরিচালিত হয় তার নাম MediaTek Helio G25 (12 nm) chipset। এ মোবাইলটিতে আছে 64 / 128 GB ইন্টারন্যাল স্টোরেজ এবং MicroSD স্লট। ফোনটির পিছনের পার্শ্বে একটি ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে।
আরো সুবিধাঃ FM Radio, Dual SIM, Face Unlock, ইত্যাদি।
✔ সামনের ও পিছনের ক্যামেরা উভয়ই ভালো।
✔ 5000 mAh এর ভালো ব্যাটারি।
✔ এনড্রয়েড 12।
✔ পর্যাপ্ত পারফরমেন্স।
✔ 4 GB RAM, 64 / 128 GB স্টোরেজ।
আরো সুবিধাঃ FM Radio, Dual SIM, Face Unlock, ইত্যাদি।
ভালো দিক
✔ স্টাইলিশ ডিজাইন,।✔ সামনের ও পিছনের ক্যামেরা উভয়ই ভালো।
✔ 5000 mAh এর ভালো ব্যাটারি।
✔ এনড্রয়েড 12।
✔ পর্যাপ্ত পারফরমেন্স।
✔ 4 GB RAM, 64 / 128 GB স্টোরেজ।
মন্দ দিক
✘ ডিসপ্লে protection নাই।
✘ এ দামে পারফরমেন্স আরো ভালো হতে পারত।
নিজস্ব রেটিং - 7.5/10
3. Infinix Hot 12 Play
৳12,999 4/64 GB৳13,999 4/128 GB
Infinix Hot 12 Play মোবাইলটিতে আছে 6.82 ইঞ্চির এইড ডি+ স্ক্রিন। এই ফোনটিতে আছে একটি center punch-hole front camera ডিজাইন, দেখতে খুবই সুন্দর।
এ ফোনের ব্যাক ক্যামেরাতে আছে ৩টি 13+2+0.3 Megapixel সাথে আছে autofocus, f/1.8, dual-LED flash, ইত্যাদি। এবং সম্পুর্ণ এইচডিতে ভিডিও রেকর্ডিং করার সুযোগ। এ ফোনের সেলফি ক্যামেরাটি হলো 8 MP।
Infinix Hot 12 Play মোবাইলটিতে আছে 6000 mAh এর ব্যাটারি, সাথে আছে 10W ফাস্ট চার্জিং সুবিধা করার সুবিধা। এটিতে আছে 4 GB RAM, 2.3 GHz octa-core CPU এবং PowerVR GE8320 GPU।
এটি যে চিপসেট এর মাধ্যমে পরিচালিত হয় তার নাম Mediatek Helio G35 (12 nm) chipset। মোবাইলটিতে আছে 64 /r 128 GB ইন্টারন্যাল স্টোরেজ এবং dedicated MicroSD স্লট। ১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২২ দেখুন।
ফোনটির পিছনের পার্শ্বে একটি ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে।
অন্যান্য সুবিধাঃ FM Radio, Dual SIM, face unlock ইত্যাদি।
✔ সুন্দর ডিজাইন
✔ভালো ক্যামেরা।
✔ 6000 mAh এর ব্যাটারি।
✔দুটি স্পিকারও পাচ্ছেন।
অন্যান্য সুবিধাঃ FM Radio, Dual SIM, face unlock ইত্যাদি।
ভালো দিক
✔ 6.82 ইঞ্চির বড় HD+ 90Hz ডিসপ্লে।✔ সুন্দর ডিজাইন
✔ভালো ক্যামেরা।
✔ 6000 mAh এর ব্যাটারি।
✔দুটি স্পিকারও পাচ্ছেন।
মন্দ দিক: ১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২২
✘ প্লাস্টিক বডি।
✘ Helio G35 chipset, পারফরমেন্স ভালো না। আরো ভালো হতে পারত।
নিজস্ব রেটিং – 7/10।
2. Realme C21
৳10,990 3/32 GB৳11,990 4/64 GB
Realme C21 ফোনটিতে আছে 6.5 ইঞ্চির HD+ IPS LCD স্ক্রিন। এ মোবাইলে পাচ্ছেন full-view waterdrop notch ডিজাইন।
এ ফোনের ব্যাক ক্যামেরাইয় আছে 13+2+2 MP সাথে আরো আছে PDAF, LED flash, depth sensor, dedicated macro camera ইত্যাদি সুবিধা এবং সম্পুর্ণ এইচডি তে ভিডিও রেকর্ড করার সুবিধা। এ ফোনের সামনের ক্যামেরাটি 5 MP।
Realme C21 ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি এবং 10W ফাস্ট চার্জিং সুবিধা। এখানে আছে 3 / 4 GB RAM, 2.3 GHz octa-core CPU এবং PowerVR GE8320 GPU।
এটি যে প্রসেসর দ্বারা পরিচালিত তার নাম Mediatek Helio G35 (12 nm) chipset। এখানে পাচ্ছেন 32/r 64 GB স্টোরেজ। ফোনটির পেছনে ফিংগারপ্রিন্ট সেন্সর আছে।
✔ ভালো Mediatek Helio G35 chipset
✔ 4 GB RAM, 64 GB ROM
✔ 5000 mAh এর ভালো ব্যাটারি ও ফাস্ট চার্জিং।
✔পর্যাপ্ত ও ভালো ক্যামেরা।
ভালো দিক
✔ 6.5 ইঞ্চির ডিসপ্লে।✔ ভালো Mediatek Helio G35 chipset
✔ 4 GB RAM, 64 GB ROM
✔ 5000 mAh এর ভালো ব্যাটারি ও ফাস্ট চার্জিং।
✔পর্যাপ্ত ও ভালো ক্যামেরা।
মন্দ দিক
✘ডিসপ্লে এর সুরক্ষা নেই।✘ কম পারফরম্যান্সের PowerVR GE8320 GPU
নিজস্ব রেটিং - 7.5/10
1. Infinix Hot 11 Play
৳11,990 4/64 GB৳12,490 4/128 GB
Infinix Hot 11 Play মোবাইলটিতে আছে 6.82 ইঞ্চির এইড ডি+ IPS LCD স্ক্রিন। এই ফোনটিতে আছে একটি waterdrop notch front camera ডিজাইন।
এ ফোনের ব্যাক ক্যামেরাতে আছে 48+2 Megapixel + AI সাথে আছে PDAF, quad-LED flash, HDR ইত্যাদি। এবং সম্পুর্ণ এইচডিতে ভিডিও রেকর্ডিং করার সুযোগ। এ ফোনের সেলফি ক্যামেরাটি হলো 8 MP।
Infinix Hot 11 Play মোবাইলটিতে আছে 6000 mAh এর লং লাস্টিং ব্যাটারি, সাথে আছে 10W ফাস্ট চার্জিং সুবিধা। এটিতে আছে 4 / 6 GB RAM, 2 GHz octa-core CPU এবং Mali-G52 MC2 GPU।
এটি যে চিপসেট এর মাধ্যমে পরিচালিত হয় তার নাম Mediatek Helio G85 (12 nm) chipset। এ মোবাইলটিতে আছে 64 / 128 GB ইন্টারন্যাল স্টোরেজ এবং dedicated MicroSD স্লট।
ফোনটির পিছনের পার্শ্বে একটি ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে।
আরো সুবিধাঃ FM Radio, Dual SIM, face unlock ইত্যাদি।
আরো সুবিধাঃ FM Radio, Dual SIM, face unlock ইত্যাদি।
ভালো দিক
✔ 6.82 ইঞ্চির HD+ ডিসপ্লে।✔ ভালো ক্যামেরা।
✔ 6000 mAh এর ব্যাটারি।
✔ ভালো পারফরম্যান্স সাথে আছে Helio G35 chipset।
✔ 4 GB RAM, 128 GB ROM
মন্দ দিক
✘ ডিসপ্লে protection নেই।
নিজস্ব রেটিং - 7.5/10।
নিজস্ব রেটিং - 7.5/10।
শেষকথা
আজকের ব্লগে আমরা জানতে পারলাম ১২০০০ টাকার মধ্যে ভালো ফোন কোনগুলো। এর মধ্যে আপনার পছন্দের ফোনটি বেছে নিন। ফোন বিচারের পূর্বে অবশ্যই ঐ ফোনটি সম্পর্কে লোকের ফিডব্যাক যাচাই করাটাও খুবই গুরুত্বপূর্ণ।
যদি ভালো লাগে তাহলে আমাদের লিখা অবশ্যই শেয়ার করুন।সবাইকে ধন্যবাদ।
মোবাইল সম্পর্কিত আরো ব্লগ পড়ুনঃ