গেম খেলে টাকা ইনকাম কি হালাল ?


গেম খেলে টাকা ইনকাম কি হালাল?

গেম খেলে টাকা ইনকাম কি হালাল

যে খেলায় শারিরীক পরিশ্রম নাই সেই খেলা হারাম, আর তা থেকে আয়ও হারাম হবে। তবে যে খেলায় শারিরীক পরিশ্রম আছে সেই খেলা হালাল।

সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর দিয়ে করা গেম খেলে টাকা ইনকাম কি হালাল ?

হাদীসে পছন্দনীয় ও অপছন্দনীয় কয়েকটি খেলা

ﻋَﻦْ ﻋُﻘْﺒَﺔَ ﺑْﻦِ ﻋَﺎﻣِﺮٍ , ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : " ﻛُﻞُّ ﺷَﻲْﺀٍ ﻳَﻠْﻬُﻮ ﺑِﻪِ ﺍﻟﺮَّﺟُﻞُ ﺑَﺎﻃِﻞٌ ﻏَﻴْﺮَ : ﺭَﻣْﻲِ ﺍﻟﺮَّﺟُﻞِ ﺑِﻘَﻮْﺳِﻪِ ، ﻭَﺗَﺄْﺩِﻳﺒِﻪِ ﻓَﺮَﺳَﻪُ ، ﻭَﻣُﻼﻋَﺒَﺘِﻪِ ﺍﻣْﺮَﺃَﺗَﻪُ ، ﻓَﺈِﻧَّﻬُﻦَّ ﻣِﻦَ ﺍﻟْﺤَﻖِّ "

অর্থাৎ-তিনটি খেলা ছাড়া মানুষের প্রত্যেক খেলাই বেকার ও অনর্থক।খেলা তিনটি হলো,১. তিরন্দাজী করা ২.ঘোড়া প্রশিক্ষণ দেয়া ৩.নিজ স্ত্রীর সাথে খেলা করা। কারণ এই খেলা তিনটি সঙ্গত তথা অর্থবহ।(মুসনাদে আহমদ,খন্ড: ৪ পৃষ্টা:১৪৪)

উল্লেখিত হাদীসসমূহে যে খেলাগুলোর আলোচনা রয়েছে অন্য কয়েকটি বর্ণনায় সেগুলোর কিছুটা বিশদ বিবরণ এবং সেগুলোর প্রতি উদ্ধুদ্ধ ও করা হয়েছে।(বিস্তারিত খেলাধুলা ও বিনোদন-শরয়ী সীমারেখা-১৮) বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/673

হাদীসে যতটি খেলার অনুমোদন দেয়া হয়েছে, সবকটির বাহ্যিক ফায়দা রয়েছে। যেহেতু এই কুইজ গেইমের মাধ্যমে জ্ঞান অর্জন হয়ে থাকে, আর এখানে তৃতীয় পক্ষ্য থেকে পুরুস্কার দেয়া হয়ে থাকে, এবং প্রতিযোগিতার কোনো ফিস গ্রহণ করা হয় না, তাই উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করা জায়েয হবে। 

তবে শর্ত হল, হারাম কিছু তাতে থাকতে পারবে না। এবং নামায ও পড়া এবং দায়িত্বগত কোনো কাজে ব্যঘাত ঘটতে পারবে না। বিশেষ করে নামাযে কোনো ব্যঘাত ঘটতে পারবে না। 

(আল্লাহ-ই ভালো জানেন)

(COPIED)

Credit: Ifatwa.info/21402


গেমে ফি না দিয়ে ইনকাম কি হালাল?

ইসলাম এ বিষয়ে জোর দেয় যে,মানুষ তার জীবনের প্রতিটি মূহূর্ত এমন কাজে ব্যয় করবে যাতে দুনিয়া ও আখেরাতের নিশ্চিত কল্যাণ রয়েছে। কমপক্ষে যেন দুনিয়া ও আখেরাতের কোনো ক্ষতি না হয়।এ জন্যই কোরআনে কারীমে মু'মিনদের উত্তম ও প্রশংসনীয় গুনাবলীর আলোচনা করতে যেয়ে বলা হয়,

ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﻫُﻢْ ﻋَﻦِ ﺍﻟﻠَّﻐْﻮِ ﻣُﻌْﺮِﺿُﻮﻥَ

যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত,

(মু'মিনুন-৩) 

ﻭَﺇِﺫَﺍ ﻣَﺮُّﻭﺍ ﺑِﺎﻟﻠَّﻐْﻮِ ﻣَﺮُّﻭﺍ ﻛِﺮَﺍﻣًﺎ

এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয়, তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়।

(ফুরকান-৭৩)

লাহব কাকে বলে?

اللهو: ما يشغل الإنسان عما يعنيه و يهمه (مفردات القرآن للإمام الراغب)

অর্থাৎ-যে সকল বস্তু মানুষকে লক্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয়াবলী থেকে অমনোযোগী করে দেয় তা হলো "লাহব"।

اللعب :لعب فلان اذا كان فعله غير قاصد به مقصدا صحيحا 

অর্থাৎ- খেলাধুলা ঐ সকল কাজ যাতে সঠিক কোন উদ্দেশ্য থাকে না।

اللغو: وهو كل سقط من قول او فعل فيدخل فيه الغناء واللهو و غير ذلك مما قاربه

অর্থাৎ- লাগু ঐ সকল অনর্থক কথাবার্তা ও কাজ-কর্ম যাতে গান-বাদ্য রং তামাশা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

(কুরতুবি:১৩/৮০)

উল্লেখিত আয়াত ও হাদীস সমূহ থেকে বুঝা গেল যে, ইসলামী শরীয়তে সময়ের প্রতি যত্নশীল হওয়া ও লক্ষস্থির জীবন গঠনের নির্দেশ হয়েছে।

অবশ্যই কিছু হেকমত যেমন শারিরিক ফায়দার দিকে লক্ষ্য রেখে শরীয়ত কিছু খেলার অনুমোদন দিয়েছে।

আপনি যে খেলার কথা প্রশ্নে বলেছেন,তাতে কোনো ফায়দা নেই।অযথা কালক্ষেপণ করা ছাড়া তাতে আর কিছুই নেই।সুতরাং এমন খেলার অনুমোদন শরীয়তে নেই।এবং অর্জিত পুরস্কার ব্যবহারও জায়েয হবে না।বরং সদকাহ করে দিতে হবে।

(আল্লাহ-ই ভালো জানেন)

(COPIED)

Credit: ifatwa.info/3898


মোবাইলে গেমস খেলে টাকা আয় কি হালাল হবে?

ইসলামে দু’ ধরণের খেলাধুলাকে বৈধ রেখেছে দু’র্ত সাপেক্ষে।

যে দুই ধরণের খেলা জায়েজ-

১- শারিরীক উপকার নিহিত। যেমন দৌড়, ফুটবল ও ক্রিকেট ও হতে পারে।

২- দ্বীনের শত্রুর বিরুদ্ধে প্রশিক্ষণমূলক খেলা। যেমন তীরন্দাজী, ঘোড় দৌড় ইত্যাদি।


এসব খেলা জায়েজ থাকার জন্য শর্ত দু’টি। যথা-

১- ফরজ ও ওয়াজিব কোন ইবাদতে বিঘ্ন না হতে হবে।

২- এর সাথে আর কোন গোনাহের বিষয় মিলিত না হতে হবে। যেমন জুয়া, বেপর্দা ইত্যাদি।

এছাড়া বাকি সব খেলাই অহেতুক হওয়ায় মাকরূহ বা নাজায়েজ। 

গেম খেলা এ অনর্থক খেলারই শামিল। যেহেতু এর দ্বারা শারিরিক কোন উপকার নেই। অহেতুক সময় নষ্ট করা, তাই এটি অপছন্দনীয়। কিন্তু বর্তমানের ভিডিও গেমগুলোতে নানা ধরণের হারাম মিউজিক থাকে।যা সম্পূর্ণই নাজায়েজ। তাই এসব অহেতুক ভিডিও গেমস খেলে অর্থ উপার্জন করা বৈধ নয়। গেম খেলে টাকা ইনকাম কি হালাল

সূত্র: রদদুল মুহতার ৬/৩৯৫, তাকমিলাতু ফাতহুল মুলহিম ৪/৪৩৪-৪৩৫

(COPIED)

Credit: www.bissoy.com/q/4764674

পড়ুনঃ

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

1 Comments

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

  1. ভাই, আপনার ইনকামও তো হালাল হচ্ছে না। আপনার সাইটে খেলার অ্যাড এবং অশ্লীল অ্যাড দেখাচ্ছে। অনুগ্রহপূর্বক শুধু টেক্সট অ্যাড সিলেক্ট করুন এবং খারাপ অ্যাডের ক্যাটাগরি ব্লক করুন। উপদেশ দানকারী নিজেই হারামে লিপ্ত থাকলে সমস্যা। উপদেশ তখন অগ্রাহ্য করা হবে। এটা সবারই জানা, হারাম উপার্জন করলে কোন ইবাদত কবুল হয় না। আপনার কল্যাণের জন্যই আপনাকে ছোট্ট একটি নসিহত করলাম।

    ReplyDelete
Previous Post Next Post