বরং কিছু নির্দিষ্ট ওয়েবসাইটে কোন একটি প্রশ্নের উত্তর করলেই তা থেকে ইনকাম করা যায়। যদিও আপনি চাইলে বিভিন্ন জরিপ করার ওয়েবসাইটে কাজ করেও ইনকাম করতে পারেন।
প্রশ্নের উত্তর দিয়ে টাকা আয় করব যেভাবেঃ
আজ আমি আপনাকে বলতে যাচ্ছি, প্রশ্নের উত্তর করে টাকা আয় করার কিছু উপায়। যেখানে কোন একজন মানুষের করা প্রশ্নের সঠিক উত্তর দিলেই উপার্জন করা যাবে।কিছু ওয়েবসাইট আছে, যেখানে আমার আপনার মত অনেকেই প্রশ্ন জিজ্ঞাসা করতে চায়। এবং প্রশ্নের উত্তর জানতে চায়। প্রশ্ন করা ও উত্তর করা প্রতিটির জন্য টাকা ইনকাম করার উপায় থাকে।
{tocify} $title={Table of Contents}
{tocify} $title={Table of Contents}
ওয়েবসাইট সমূহ ইউজার কে কোয়ালিটি উত্তর দেয়ার জন্য টাকা দেয়। এখানে কিছু ভালো ওয়েবসাইট উল্লেখ করেছি, যেখানে সাইন আপ করে প্রশ্নের উত্তর দিয়ে আয় করা শুরু করতে পারেন।
2. Studypool
3. PrestoExperts
4. Weegy
5. HelpOwl
চলুন সবকটা ওয়েবসাইট সম্পর্কে সঠিক বিবরণ জেনে নিই।
এই সাইটটির সর্বপ্রথম যাত্রা শুরু করে ২০০৪ সাল থেকে। এটি প্রথমে পিতা মাতাদের জন্য আদর্শ ওয়েবসাইট ছিল। সেখানে বিভিন্ন মা-বাবা তাদের সন্তান দের নিয়ে আলাপ আলোচনা বা প্রশ্ন-উত্তর করত।
প্রায় ১৭৫টি ক্যাটাগরি নিয়ে তাদের এখনো অনেক বেশি এক্সপার্টদের কে নিয়ে কাজ করতে চাইছে সাইটটি।
যে টিউডরটি প্রশ্ন উত্তর দেয় সে তার জন্য পেইড হয়। Studypool ওয়েবসাইট শতভাগ বৈধ ও বিশ্বস্ত। এবং যে কোন প্রশ্নের করতে গেলে শিক্ষার্থীদের অনুরোধে এটি প্রাইভেট করা থাকে। উত্তরটিও প্রাইভেট করা থাকে।
Studypool এ শিক্ষক হিসেবে কাজ করলে, প্রায় ৩০ টি ভিন্ন ভিন্ন বিষয়ের উপর প্রশ্ন উত্তর দিতে পারবেন। যেগুলো অবশ্যই একাডেমিক সাবজেক্ট বা বিষয়।
যে সমস্ত বিষয় এই ওয়েবসাইটিতে অন্তর্ভুক্ত করা আছে, সেগুলো হলোঃ
অতিরিক্ত বলতে গেলে, এখানে আপনি নিজের কাজ করার সময় নির্ধারণ করতে পারবেন। এবং কত ঘন্টা কাজ করবেন দৈনিক সেটাও নির্ধারণ করে দিতে পারবেন। বা কোনদিন আপনি বন্ধ রাখবেন, বা প্রশ্ন উত্তর দিবেন না সেটাও ঠিক করতে পারবেন।
আপনাকে যে কোন প্রশ্নের মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময়ের সাথে ডিল করতে হবে। এবং তার আগেই কোন একটি প্রশ্ন উত্তর দিতে হবে বা এসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। তখনই আপনার জব বা কাজ সম্পন্ন হবে।
এখানে যারা কাজ করতে চায় তাদেরকে কম করে হলেও একজন কলেজ শিক্ষার্থী অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হতে হবে। যদি আপনি এই যোগ্যতা অর্জন করে থাকেন, তাহলে এখানে টিউটর হিসেবে কাজ করতে পারেন।
এই অ্যাপসে সাইন আপ করার পরে আপনাকে কেবল অপেক্ষা করতে হবে। পরবর্তীতে যে কোন ক্লায়েন্ট আপনার কাছে কাজ নিয়ে আসবে, যখন আপনি এভেলেবেল হবেন।
যখন কোন নোটিফিকেশন পাবেন, সাথে সাথে সেটি একসেপ্ট বা রিজেক্ট করতে পারবেন। যদি কোন একটি প্রশ্ন উত্তর দেন, তাহলে আপনাকে পয়েন্ট পে করা হবে।
যে প্রশ্ন জিজ্ঞাসা করবে, তার সাথে আপনি চাইলে কথোপকথন চালাতে পারেন। এতে করে যত বেশি প্রশ্ন আসবে, প্রতিটি প্রশ্নের জন্য আপনি তত বেশি আয় করবেন।
যেকোনো কনভার্সেশন চাইলে অন্য কোন এক্সপার্টকেও দিয়ে দিতে পারেন। Weegy প্রতিটি প্রশ্নের উত্তর করার জন্য ২০ সেন্ট পে করে।.
তাছাড়া এই ওয়েবসাইটে যে কোন প্রশ্নের উত্তর দেয়ার সময় তার মেয়াদ বা প্রশ্নটির উত্তর দেখার শেষ সময় সেট করা যেতে পারে। এ বিষয়টি আমার কাছে খুবই চমৎকার লেগেছে।
আরেকটি ব্যাপার হলো, যেকোনো একটি প্রশ্নের পুনরায় উত্তর করনের মাধ্যমে আপনি আয় করতে পারবেন না। একটি প্রশ্ন কেবল একটি উত্তর দেয়ার মাধ্যমে প্রথমবার আয় করা যাবে। দ্বিতীয়বার একই প্রশ্নের উত্তর করা যায় না।
তাছাড়া অটোমেটিক সিস্টেম নিজ থেকে কোনো একটি প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবে। যখন এ উত্তরটি আপনার উত্তর থেকে ভালো হয়ে যাবে, তখন আপনার পয়েন্ট কমে যাবে।
এখানে পেমেন্ট নেওয়ার উপায় হলো পেপাল। পেপালে যখন আপনার ২০ ডলার পূর্ণ হবে, তখন আপনি পেমেন্ট নিতে পারবেন। এটি সুস্পষ্ট যে, এ ওয়েবসাইটটি যথেষ্ট ইনকাম দেয় অন্যান্য সকল ওয়েবসাইট থেকে।
HelpOwl এ ওয়েবসাইট প্রশ্ন করার জন্য এবং উত্তর দেয়ার জন্য উভয় ভাবে ইনকাম প্রদান করে।
বিভিন্ন গিফট কার্ড যেমন amazon বা ওয়ালমেট গিফট কার্ড সংগ্রহের জন্য পয়েন্ট ব্যবহার করতে পারবেন। কিছু কার্যক্রম করার মাধ্যমে বেশি বেশি পয়েন্ট নিতে পারেন। যেমনঃ
মনে রাখবেন, যদি আপনার প্রশ্নটি উপযুক্ত না হয় বা সাহায্য না হয়, তাহলে কিন্তু আপনার ইনকাম কমে যাবে।HelpOwl’s প্রোগ্রামের পয়েন্ট উপার্জনের সিস্টেমটি মোটেও লোকজনের জন্য সুবিধাজনক নয়।
HelpOwl এর বিভিন্ন নিয়ম-নীতির কারণে হয়তো বেশি উপার্জন করা সম্ভব না। উপরে ম্যানশন করা অন্যান্য ওয়েবসাইট হতে এর চেয়ে বেশি উপার্জন করা যায়।
HelpOwl এবং Weegy এর মত ওয়েবসাইটে আপনি যদি ফ্রিতে গিফট কার্ড নিতে চান, তাহলে ভালো হবে। যদি আপনি সিরিয়াসলি আয় করতে চান, তাহলে আমি আপনাকে অন্যান্য ওয়েবসাইটে কাজ করার জন্য সাজেস্ট করতে পারি।
প্রশ্নের উত্তর দিয়ে টাকা আয় করা হয়তো পেসিভ ইনকাম করার জন্য সবচেয়ে ভালো হবে। আপনি অবসর সময় কিছু প্রশ্নের উত্তর দিয়ে আয় করতে পারেন। যাতে করে আপনার কোন একটি ক্যাটাগরিতে দক্ষতাও বাড়বে, পাশাপাশি ইনকাম হবে।
JustAnswer স্বীকার করে যে, তাদের কিছু কিছু এক্সপার্টিস বা অভিজ্ঞ লোক আছে। যারা মাসে হাজার হাজার ডলার আয় করে। আমি এতোটুকু নিশ্চিত নই যে কত প্রশ্নের উত্তর দিলে এমন আয় করা যেতে পারে।
তবে এটা বলতে পারি, এ সমস্ত ওয়েবসাইটে নির্দিষ্ট করে সময় দিতে হবে। আর যেখান থেকে পয়েন্ট আয় করা হয়, সে সমস্ত ওয়েবসাইটগুলোতে ইনকাম খুব ধীরে ধীরে হয়।
আইন, চিকিৎসা বা কলেজের বিভিন্ন বিষয়ের উপর যদি আপনার ভালো দক্ষতা থাকে, তাহলে আপনি চাইলে যে কোন একটি ওয়েবসাইটে জয়েন হয়ে যেতে পারেন।
এটা আপনার জন্য অতিরিক্ত ক্যাশ আয় করার ভালো উপায় হতে পারে। এতে করে আপনি ঘরে বসেই সামান্য প্রশ্ন উত্তর দিয়ে আয় করতে পারেন।
মনে রাখবেন যে, এই ধরনের সাইটগুলিতে আপনি যে অর্থ উপার্জন করেন, তা স্বাধীন স্ব-নিযুক্ত আয় হিসাবে বিবেচিত হয়। এর অর্থ আপনাকে আয় এবং ব্যয়ের হিসেব রাখতে হবে।
ওয়েবসাইট সমূহ কি কি?
1. JustAnswer2. Studypool
3. PrestoExperts
4. Weegy
5. HelpOwl
প্রশ্নের উত্তর করে টাকা আয় করার উপায়সমূহঃ
প্রথমত, প্রতিটি প্রশ্ন উত্তর করার ওয়েবসাইট এর মধ্যে সামান্য পার্থক্য থাকে। যদিও সবকটা ওয়েবসাইটেই প্রশ্নের উত্তর করার জন্য টাকা দেয়া হয়।চলুন সবকটা ওয়েবসাইট সম্পর্কে সঠিক বিবরণ জেনে নিই।
1. JustAnswer এ প্রশ্নের সহজ উত্তর দিয়ে টাকা আয়
JustAnswer একজন দক্ষ উত্তর দাতাকে ৭০০ ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে প্রশ্ন উত্তর করার জন্য ইনকাম দেয়।এই সাইটটির সর্বপ্রথম যাত্রা শুরু করে ২০০৪ সাল থেকে। এটি প্রথমে পিতা মাতাদের জন্য আদর্শ ওয়েবসাইট ছিল। সেখানে বিভিন্ন মা-বাবা তাদের সন্তান দের নিয়ে আলাপ আলোচনা বা প্রশ্ন-উত্তর করত।
এখন, JustAnswer মোটামুটি প্রত্যেকটি দেশেই তাদের কার্যক্রম চালায়।
এখানে লোকজন নিজ থেকে টাকা পে করার জন্য ইচ্ছুক। তার কারণ তাদের কোন একজন দক্ষ ব্যক্তি থেকে সাহায্যের জন্য প্রশ্নের সঠিক ও বেস্ট উত্তর জানতে হয়।
এই সাইটটি অন্যান্য কম বিশ্বস্ত ও সক্রিয় প্রশ্ন-উত্তর ওয়েবসাইট থেকে যথেষ্ট ভিন্ন। এখানে যেকোনো প্রশ্নের জন্য সবচেয়ে কোয়ালিটি উত্তর পাওয়া যায়।
JustAnswer ওয়েবসাইটে প্রশ্নের উত্তর দিয়ে টাকা আয় করার নিয়ম।
এই ওয়েবসাইটের সদস্যরা যাদের কোন প্রশ্ন উত্তর জানতে হয়, তারা সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। আর এখানে যে কোন প্রশ্ন উত্তর দেয়ার জন্য দাম ঠিক করা হয়।এখানে লোকজন নিজ থেকে টাকা পে করার জন্য ইচ্ছুক। তার কারণ তাদের কোন একজন দক্ষ ব্যক্তি থেকে সাহায্যের জন্য প্রশ্নের সঠিক ও বেস্ট উত্তর জানতে হয়।
এই সাইটটি অন্যান্য কম বিশ্বস্ত ও সক্রিয় প্রশ্ন-উত্তর ওয়েবসাইট থেকে যথেষ্ট ভিন্ন। এখানে যেকোনো প্রশ্নের জন্য সবচেয়ে কোয়ালিটি উত্তর পাওয়া যায়।
আবার এসব উত্তরের জন্য নিজস্ব প্রাইস সেট করে দেয়া হয়। যেখানে অন্যান্য ওয়েবসাইটে কম দক্ষ বা দক্ষ নয় এমন সব ব্যক্তি কোন একটি প্রশ্ন উত্তর দিতে পারে। কিন্তু এখানে এটি করা সম্ভব না।
যদি কোন একটি বিষয়ে আপনি যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন এমন হয়, তাহলে সে বিষয়ে রিলেটেড সকল প্রশ্ন উত্তর দিতে পারবেন।
এই ওয়েবসাইটে সকল প্রশ্ন উত্তরে আসে কোন একটি ক্যাটাগরি ভিত্তিক লোকজন থেকে। যিনি প্রশ্ন জিজ্ঞাসা করেন তার একজন এক্সপার্টের সাহায্য খুবই প্রয়োজন হয়।
JustAnswer যথেষ্ট টাকা পে করতে করে কোন একজন প্রফেশনালকে। এখান থেকে প্রফেশনাল দের উত্তর নিয়ে মানুষ অনেক বেশি উপকৃত হয়ে থাকে।
যদি কোন একটি বিষয়ে আপনি যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন এমন হয়, তাহলে সে বিষয়ে রিলেটেড সকল প্রশ্ন উত্তর দিতে পারবেন।
এই ওয়েবসাইটে সকল প্রশ্ন উত্তরে আসে কোন একটি ক্যাটাগরি ভিত্তিক লোকজন থেকে। যিনি প্রশ্ন জিজ্ঞাসা করেন তার একজন এক্সপার্টের সাহায্য খুবই প্রয়োজন হয়।
JustAnswer যথেষ্ট টাকা পে করতে করে কোন একজন প্রফেশনালকে। এখান থেকে প্রফেশনাল দের উত্তর নিয়ে মানুষ অনেক বেশি উপকৃত হয়ে থাকে।
যার কারণে সদস্যরাও এর মূল্য সম্পর্কে বুঝে। JustAnswer আপনাকে পে করবে শুধুমাত্র কোন একজন ব্যক্তির প্রশ্নের সঠিক উত্তর করার জন্য।
এই ওয়েবসাইটে একজন এক্সপার্ট হিসেবে কাজ করার সবচেয়ে ভালো সুবিধা হলোঃ যখন ইচ্ছে তখন কাজ করা যায়। এছাড়া আপনি নিজস্ব উপার্জনকে নিয়ন্ত্রণ করতে পারেন।
এই ওয়েবসাইটে একজন এক্সপার্ট হিসেবে কাজ করার সবচেয়ে ভালো সুবিধা হলোঃ যখন ইচ্ছে তখন কাজ করা যায়। এছাড়া আপনি নিজস্ব উপার্জনকে নিয়ন্ত্রণ করতে পারেন।
যেদিন আপনার বেশি উপার্জনের প্রয়োজন, সেদিন বেশি প্রশ্নের উত্তর দিয়ে বেশি ইনকাম করতে পারবেন।প্রশ্নের উত্তর দিয়ে টাকা আয় করার উপায়গুলো জানুন।
এখানে কিছু ক্যাটাগরি তুলে ধরলাম, যেসব ক্যাটাগরিতে তারা এক্সপার্টদেরকে নেয়।
একবার এপ্রুভ হয়ে গেলে আপনার ক্যাটাগরি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে উপার্জন করা শুরু করুন।
তবে খেয়াল রাখুন, আপনি কোন একটি ক্যাটাগরিতে কোয়ালিফাই হওয়ার জন্য যে সার্টিফাইড বা নিবন্ধিত একজন এক্সপার্ট কিনা। সেটা অবশ্যই নিশ্চিত থাকতে হবে।
উদাহরণস্বরূপ, আপনি চাইলে মেডিকেল বা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত কোনো ক্যাটাগরিতে এপ্লাই করতে পারবেন না,যদি না এ সম্পর্কিত কোন ডিগ্রী আপনার না থাকে।
এখানে কিছু ক্যাটাগরি তুলে ধরলাম, যেসব ক্যাটাগরিতে তারা এক্সপার্টদেরকে নেয়।
- অর্থায়ন
- আইন
- ওষুধ
- সুস্থতা
- পশু আচরণ
- হোম উন্নতি
- বাড়ির কাজ
- ভোক্তা ইলেকট্রনিক্স
- নৌকা
- গাড়ি
JustAnswer এ কাজ শুরু করার নিয়মঃ
এখানে এপ্লাই করার জন্য প্রথমত ওয়েবসাইটটিতে যান। সেখানে একটি ক্যাটাগরি সিলেক্ট করুন। নিজস্ব সকল তথ্য জমা দিন অপেক্ষা করতে হবে এপ্রুভাল এর জন্য।একবার এপ্রুভ হয়ে গেলে আপনার ক্যাটাগরি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে উপার্জন করা শুরু করুন।
তবে খেয়াল রাখুন, আপনি কোন একটি ক্যাটাগরিতে কোয়ালিফাই হওয়ার জন্য যে সার্টিফাইড বা নিবন্ধিত একজন এক্সপার্ট কিনা। সেটা অবশ্যই নিশ্চিত থাকতে হবে।
উদাহরণস্বরূপ, আপনি চাইলে মেডিকেল বা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত কোনো ক্যাটাগরিতে এপ্লাই করতে পারবেন না,যদি না এ সম্পর্কিত কোন ডিগ্রী আপনার না থাকে।
প্রায় ১৭৫টি ক্যাটাগরি নিয়ে তাদের এখনো অনেক বেশি এক্সপার্টদের কে নিয়ে কাজ করতে চাইছে সাইটটি।
2. Studypool প্রশ্নের সহজ উত্তর দিয়ে টাকা ইনকাম করার উপায়।
Studypool, JustAnswer_ এর মত অনুরূপ একটি ওয়েবসাইট। তবে এটি বিশেষ একটি মাত্র ক্ষেত্রে বা বিষয়ে প্রশ্ন উত্তর সম্পন্ন করে। সেটি হল "পড়াশুনা বা বিদ্যালয়ের শ্রেণি কাজ"।Studypool ওয়েবসাইট দিয়ে কিভাবে কাজ করে আয় করতে হয়?
এখানে ছাত্ররা নিজস্ব বাজেট রেখে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চায়। সেখানে তাদের বাজেট নির্ধারণ করা থাকে। এবং প্রশ্ন উত্তর দেয়ার ডেডলাইন বা শেষ সময় উল্লেখ করা থাকে। একাডেমিক টিউটর বা শিক্ষকেরা সঠিক এবং তথ্যবহুল জবাব দিতে চেষ্টা করে।যে টিউডরটি প্রশ্ন উত্তর দেয় সে তার জন্য পেইড হয়। Studypool ওয়েবসাইট শতভাগ বৈধ ও বিশ্বস্ত। এবং যে কোন প্রশ্নের করতে গেলে শিক্ষার্থীদের অনুরোধে এটি প্রাইভেট করা থাকে। উত্তরটিও প্রাইভেট করা থাকে।
Studypool এ শিক্ষক হিসেবে কাজ করলে, প্রায় ৩০ টি ভিন্ন ভিন্ন বিষয়ের উপর প্রশ্ন উত্তর দিতে পারবেন। যেগুলো অবশ্যই একাডেমিক সাবজেক্ট বা বিষয়।
যে সমস্ত বিষয় এই ওয়েবসাইটিতে অন্তর্ভুক্ত করা আছে, সেগুলো হলোঃ
- হিসাববিজ্ঞান।
- আর্ট এবং ডিজাইন।
- প্রবন্ধ লেখা।
- রসায়ন, জীববিজ্ঞান এবং পদার্থবিদ্যা।
- কম্পিউটার সায়েন্স, ওয়েব ডিজাইন এবং প্রোগ্রাম।
- ব্যবসা এবং অর্থ, অর্থনীতি।
- আইন, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান।।
অতিরিক্ত বলতে গেলে, এখানে আপনি নিজের কাজ করার সময় নির্ধারণ করতে পারবেন। এবং কত ঘন্টা কাজ করবেন দৈনিক সেটাও নির্ধারণ করে দিতে পারবেন। বা কোনদিন আপনি বন্ধ রাখবেন, বা প্রশ্ন উত্তর দিবেন না সেটাও ঠিক করতে পারবেন।
আপনাকে যে কোন প্রশ্নের মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময়ের সাথে ডিল করতে হবে। এবং তার আগেই কোন একটি প্রশ্ন উত্তর দিতে হবে বা এসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। তখনই আপনার জব বা কাজ সম্পন্ন হবে।
Studypool ওয়েবসাইটে কাজ করার শিক্ষাগত যোগ্যতা:
এখানে কাজ করার জন্য শিক্ষাগত যোগ্যতা অবশ্যই প্রয়োজন। তারা আপনার বিভিন্ন ডিগ্রী বা শিক্ষাগত যোগ্যতা যাচাই করবে। বিশেষ করে উচ্চতর শিক্ষায় ভালো ডিগ্রী থাকলে ভালো।এখানে যারা কাজ করতে চায় তাদেরকে কম করে হলেও একজন কলেজ শিক্ষার্থী অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হতে হবে। যদি আপনি এই যোগ্যতা অর্জন করে থাকেন, তাহলে এখানে টিউটর হিসেবে কাজ করতে পারেন।
অর্থাৎ একজন কলেজের শিক্ষার্থী হয়েও আপনি চাইলে টিউটর হিসেবে কাজ করতে পারেন এবং আয় করতে পারেন।
আপনাকে কোন ভাবেই দ্বিধান্বিত হতে হবে না যে প্রশ্ন উত্তর দেয়ার মত সম্ভাবনা থাকবে কিনা। কারণ, এখানে প্রতিদিন দশ হাজারের বেশি প্রশ্ন পোস্ট হয়! প্রশ্নের উত্তর দিয়ে কুলাতে পারবেন না। তবে এটি ইংরেজি সাইট।
যে সকল ক্ষেত্রসমূহ এই ওয়েবসাইটে অন্তর্ভুক্ত আছে সেগুলো হলোঃ
আপনাকে কোন ভাবেই দ্বিধান্বিত হতে হবে না যে প্রশ্ন উত্তর দেয়ার মত সম্ভাবনা থাকবে কিনা। কারণ, এখানে প্রতিদিন দশ হাজারের বেশি প্রশ্ন পোস্ট হয়! প্রশ্নের উত্তর দিয়ে কুলাতে পারবেন না। তবে এটি ইংরেজি সাইট।
3. PrestoExperts: প্রশ্নের উত্তর দিয়ে টাকা আয়
PrestoExperts এই ওয়েবসাইট কোন ব্যক্তিকে অনলাইন চ্যাটিং এর মাধ্যমে সাহায্য করার জন্য পে করে। সেটা হোক চ্যাটিং, মোবাইল ফোনে কথোপকথন অথবা ইমেইলের মাধ্যমে। এজন্য এখানে কাজ করতে কোন একটি নির্দিষ্ট ক্ষেত্রে আপনাকে এক্সপার্ট হওয়া লাগবে।.যে সকল ক্ষেত্রসমূহ এই ওয়েবসাইটে অন্তর্ভুক্ত আছে সেগুলো হলোঃ
- প্রযুক্তি
- টিউটরিং
- কাউন্সেলিং
- স্বাস্থ্য
- আইনি
- জীবন প্রশিক্ষণ
- কেনাকাটা
লোকে আপনাকে বেশি বিশ্বাস করা শুরু করবে, যদি তারা আপনার চেহারা দেখতে পায়।
যখন কেউ একজন একটি ক্যাটাগরি বাছাই করবে, অথবা কোন একটি কিওয়ার্ড সার্চ করবে, তখন আপনার কাজ অনুযায়ী তাদের কাছে আপনার প্রোফাইলটি হাজির হবে।
যখন কেউ একজন একটি ক্যাটাগরি বাছাই করবে, অথবা কোন একটি কিওয়ার্ড সার্চ করবে, তখন আপনার কাজ অনুযায়ী তাদের কাছে আপনার প্রোফাইলটি হাজির হবে।
এ ওয়েবসাইটে একজন ফ্রিল্যান্সার হিসেবে মূলত কাজ করা হয়। এবং আপনি নিজস্ব রেটে কাজ করার টাকা কত টাকা সেট করবেন? সেটা নির্ধারণ করতে পারবেন।
পড়ুনঃ
এই অ্যাপসে সাইন আপ করার পরে আপনাকে কেবল অপেক্ষা করতে হবে। পরবর্তীতে যে কোন ক্লায়েন্ট আপনার কাছে কাজ নিয়ে আসবে, যখন আপনি এভেলেবেল হবেন।
এখানে বেশি বেশি মার্কেটিং করতে হয়, যাতে করে বেশি ট্রাফিক আপনার প্রোফাইলে আসে। এবং বেশি ক্লায়েন্ট পাওয়ার সুযোগ হয়।
Weegy হল আরেকটি প্রশ্ন উত্তর করে আয় করার ওয়েবসাইট। এটা একটি অটোমেটেড সিস্টেম। যখন দেখবে কোন একটি প্রশ্নের উত্তর নেই, তখন সরাসরি আপনাকে প্রশ্ন উত্তর করার জন্য জিজ্ঞাসা করবে। Weegy প্রথমত নিজস্ব অটোমেটিক সিস্টেম দ্বারা সকল প্রশ্ন উত্তর দিতে চাইবে।
4. Weegy
Weegy হল আরেকটি প্রশ্ন উত্তর করে আয় করার ওয়েবসাইট। এটা একটি অটোমেটেড সিস্টেম। যখন দেখবে কোন একটি প্রশ্নের উত্তর নেই, তখন সরাসরি আপনাকে প্রশ্ন উত্তর করার জন্য জিজ্ঞাসা করবে। Weegy প্রথমত নিজস্ব অটোমেটিক সিস্টেম দ্বারা সকল প্রশ্ন উত্তর দিতে চাইবে।
এই ওয়েবসাইটে আয় করার নিয়মঃ
Weegy ওয়েবসাইটের মাধ্যমে টাকা আয় করা খুবই সহজ। প্রথমত এই ওয়েবসাইটে আপনাকে শুধুমাত্র সাইন আপ করতে হবে। তারা আপনার একাউন্টে বিভিন্ন নোটিফিকেশন দিবে, কোন একটি প্রশ্নের উত্তর করার জন্য।
যখন কোন নোটিফিকেশন পাবেন, সাথে সাথে সেটি একসেপ্ট বা রিজেক্ট করতে পারবেন। যদি কোন একটি প্রশ্ন উত্তর দেন, তাহলে আপনাকে পয়েন্ট পে করা হবে।
অর্থাৎ আপনাকে পয়েন্ট দেয়া হবে। সে পয়েন্টগুলো থেকে টাকা রিডিম করতে পারবেন।
পড়ুনঃ
- Robi balance check code *222#
- How to download original vidmate apk latest version ?
- ব্যালেন্স ট্রান্সফার পিন ভুলে গেলে কি করবেন?
যে প্রশ্ন জিজ্ঞাসা করবে, তার সাথে আপনি চাইলে কথোপকথন চালাতে পারেন। এতে করে যত বেশি প্রশ্ন আসবে, প্রতিটি প্রশ্নের জন্য আপনি তত বেশি আয় করবেন।
যেকোনো কনভার্সেশন চাইলে অন্য কোন এক্সপার্টকেও দিয়ে দিতে পারেন। Weegy প্রতিটি প্রশ্নের উত্তর করার জন্য ২০ সেন্ট পে করে।.
তাছাড়া এই ওয়েবসাইটে যে কোন প্রশ্নের উত্তর দেয়ার সময় তার মেয়াদ বা প্রশ্নটির উত্তর দেখার শেষ সময় সেট করা যেতে পারে। এ বিষয়টি আমার কাছে খুবই চমৎকার লেগেছে।
আরেকটি ব্যাপার হলো, যেকোনো একটি প্রশ্নের পুনরায় উত্তর করনের মাধ্যমে আপনি আয় করতে পারবেন না। একটি প্রশ্ন কেবল একটি উত্তর দেয়ার মাধ্যমে প্রথমবার আয় করা যাবে। দ্বিতীয়বার একই প্রশ্নের উত্তর করা যায় না।
তাছাড়া অটোমেটিক সিস্টেম নিজ থেকে কোনো একটি প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবে। যখন এ উত্তরটি আপনার উত্তর থেকে ভালো হয়ে যাবে, তখন আপনার পয়েন্ট কমে যাবে।
এখানে পেমেন্ট নেওয়ার উপায় হলো পেপাল। পেপালে যখন আপনার ২০ ডলার পূর্ণ হবে, তখন আপনি পেমেন্ট নিতে পারবেন। এটি সুস্পষ্ট যে, এ ওয়েবসাইটটি যথেষ্ট ইনকাম দেয় অন্যান্য সকল ওয়েবসাইট থেকে।
5. HelpOwl: প্রশ্নের উত্তর দিয়ে টাকা আয় ইনকাম করা
HelpOwl এ ওয়েবসাইট প্রশ্ন করার জন্য এবং উত্তর দেয়ার জন্য উভয় ভাবে ইনকাম প্রদান করে।
HelpOwl ওয়েবসাইট কিভাবে কাজ করে?
আপনি এখানে আয় করে শুরু করতে পারেন নিজের একটি ফ্রি একাউন্ট খোলার মাধ্যমে। এবার পয়েন্ট ইনকাম হয় এমন সব কাজ করা শুরু করুন। এত করে বেশি বেশি পয়েন্ট জিততে পারবেন। এবং ইনকাম হবে বেশি বেশি।বিভিন্ন গিফট কার্ড যেমন amazon বা ওয়ালমেট গিফট কার্ড সংগ্রহের জন্য পয়েন্ট ব্যবহার করতে পারবেন। কিছু কার্যক্রম করার মাধ্যমে বেশি বেশি পয়েন্ট নিতে পারেন। যেমনঃ
- কোন একটি প্রশ্নের প্রথম বার উত্তর দিন, এমনভাবে যেতে প্রশ্নটি গ্রহণযোগ্য হয়। (1,000 points)
- 101 পৃষ্ঠার বেশি একটি পণ্য ম্যানুয়াল আপলোড করা (1,000 points)
- কোন একটি কোম্পানি প্রোডাক্ট বা অটো মোবাইল সাইটের রিভিউ দেওয়া৷ (750 points)
- যেকোনো প্রশ্নের যে কোন উত্তর প্রদান। (100 points)
- টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে।
- লাইকি থেকে টাকা ইনকাম করব কিভাবে?
- ফ্রিতে মোবাইল রিচার্জ নেয়ার অ্যাপ।
HelpOwl এর বিভিন্ন নিয়ম-নীতির কারণে হয়তো বেশি উপার্জন করা সম্ভব না। উপরে ম্যানশন করা অন্যান্য ওয়েবসাইট হতে এর চেয়ে বেশি উপার্জন করা যায়।
শেষকথাঃ
যাইহোক, আমি এই পোস্টে বিভিন্ন রকমের ওয়েবসাইট সম্পর্কে বর্ণনা দিলাম। যেটি আপনার জন্য প্রযোজ্য হয়, সেখানে আপনি যেতে পারেন।HelpOwl এবং Weegy এর মত ওয়েবসাইটে আপনি যদি ফ্রিতে গিফট কার্ড নিতে চান, তাহলে ভালো হবে। যদি আপনি সিরিয়াসলি আয় করতে চান, তাহলে আমি আপনাকে অন্যান্য ওয়েবসাইটে কাজ করার জন্য সাজেস্ট করতে পারি।
প্রশ্নের উত্তর দিয়ে টাকা আয় করা হয়তো পেসিভ ইনকাম করার জন্য সবচেয়ে ভালো হবে। আপনি অবসর সময় কিছু প্রশ্নের উত্তর দিয়ে আয় করতে পারেন। যাতে করে আপনার কোন একটি ক্যাটাগরিতে দক্ষতাও বাড়বে, পাশাপাশি ইনকাম হবে।
JustAnswer স্বীকার করে যে, তাদের কিছু কিছু এক্সপার্টিস বা অভিজ্ঞ লোক আছে। যারা মাসে হাজার হাজার ডলার আয় করে। আমি এতোটুকু নিশ্চিত নই যে কত প্রশ্নের উত্তর দিলে এমন আয় করা যেতে পারে।
তবে এটা বলতে পারি, এ সমস্ত ওয়েবসাইটে নির্দিষ্ট করে সময় দিতে হবে। আর যেখান থেকে পয়েন্ট আয় করা হয়, সে সমস্ত ওয়েবসাইটগুলোতে ইনকাম খুব ধীরে ধীরে হয়।
আরো পড়ুনঃ
আইন, চিকিৎসা বা কলেজের বিভিন্ন বিষয়ের উপর যদি আপনার ভালো দক্ষতা থাকে, তাহলে আপনি চাইলে যে কোন একটি ওয়েবসাইটে জয়েন হয়ে যেতে পারেন।
এটা আপনার জন্য অতিরিক্ত ক্যাশ আয় করার ভালো উপায় হতে পারে। এতে করে আপনি ঘরে বসেই সামান্য প্রশ্ন উত্তর দিয়ে আয় করতে পারেন।
মনে রাখবেন যে, এই ধরনের সাইটগুলিতে আপনি যে অর্থ উপার্জন করেন, তা স্বাধীন স্ব-নিযুক্ত আয় হিসাবে বিবেচিত হয়। এর অর্থ আপনাকে আয় এবং ব্যয়ের হিসেব রাখতে হবে।
অসাধারণ পোস্ট ছিলো। সাবলীল, গোছানো, নির্ভুল লেখা এর মানকে আরো বাড়িয়ে দিয়েছে।
ReplyDeleteধন্যবাদ, তোমাকে স্বপ্নীল। 🥰
Delete