ব্যালেন্স ট্রান্সফার পিন ভুলে গেলে কি করবেন? Balance transfer pin recovery

জিপি ব্যালেন্স ট্রান্সফার পিন ভুলে গেলেন?, তাহলে এই বিষয়টিকে ভাল করে পড়ুন। আপনি ব্যালেন্স ট্রান্সফার পিন ভুল গেলে কি করবেন তা সম্বন্ধে জানতে চান? এবং এটি ভুলে গেলে করণীয় কি? সম্বন্ধে জানতে চান, তবে সম্পূর্ণ গাইডলাইন ফলো করুন।

balance transfer pin recovery


ব্যালেন্স ট্রান্সফার পিন নম্বর পরিবর্তনের জন্য করণীয় | Balance transfer pin recovery

১) ডায়াল *121*1500#

২) ইনপুট করুন 3

৩) পরবর্তীতে পুরাতন পিন নম্বরটি ইনপুট করুন।

৪) আবার নতুন পিন নম্বরটি পরবর্তীতে ইনপুট করুন। যেটি আপনি রিসেট করতে চাচ্ছেন।

৫) যে নতুন নম্বর তিন নম্বর দিয়েছেন সেটি আবার কনফার্ম করুন।

অথবা, ব্যালেন্স ট্রান্সফার পিন ভুলে গেলেঃ

১। প্রথমত এসএমএস অপশন এ যান। এবং একটি নতুন মেসেজ সিলেক্ট করুন। সেখানে মেসেজ টাইপ করুন নিচের ফরমেটে:

CPIN (একটি স্পেস দিন) পুরাতন কোনো পিন (স্পেস) নতুন পিন নম্বর (স্পেস) নতুন পিন কনফার্ম 1000 এই নম্বরে মেসেজটি পাঠিয়ে দিন। আপনার পিনকোড পরিবর্তন হয়ে যাবে। তো মেসেজটির একটি উদাহরণ হলোঃ 

CPIN 4567 4204 4204


জিপি ব্যালেন্স ট্রান্সফার পিন ভুলে গেলে করণীয় কি? 

জিপি পিন কোড রিকভার করার জন্য, সরাসরি জিপি কাস্টমার কেয়ার সার্ভিস এর সাথে যোগাযোগ করতে পারেন। তারা এ ব্যাপারে আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। তাদের কাস্টমার সার্ভিস পাওয়ার জন্য মাই জিপি অ্যাপ এ যোগাযোগ করতে পারেন। অথবা জিপি ওয়েবসাইট আছে। বা আশেপাশে যদি কোন জিপি কাস্টমার সেন্টার থাকে, গ্রামীণফোন সেন্টার থাকে। তবে সেখান থেকেও করা সম্ভব। ব্যালেন্স ট্রান্সফার পিন ভুলে গেলে সমস্যা নেই। এর প্রতিকার পাওয়া সম্ভব।

গ্রামীণফোনের ব্যালেন্স ট্রান্সফার সিস্টেম চালু করার জন্য,

১)আপনাকে গ্রামীণফোন সিমটি ছয় মাস ধরে ব্যবহার করতে হবে। 

২)এবং 300 টাকা মোট রিচার্জ করে নিতে হবে। অর্থাৎ এখন পর্যন্ত যত রিচার্জ করিয়েছেন তার পরিমাণ যদি 300 উপরে হয়, বা 300 টাকা হয়। তবে আপনি সেই ব্যালেন্স ট্রান্সফার সিস্টেম টি গ্রহন করতে পারবেন। তা না হলে এটি চালু করা সম্ভব না।

একজন কাস্টোমার চাইলে 50 থেকে 100 টাকা অবদি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে। এবং প্রতিমাসে ট্রান্সফারের অ্যামাউন্ট হল 1000 টাকা। অর্থাৎ এক মাসেই আপনি সর্বোচ্চ 1,000 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ এক মাসে আপনি যত ট্রানস্ফার করিয়েছেন তার মোট পরিমাণ 1000 টাকা হতে হবে। আর বেশি হতে পারবে না।

GP Balance Check.

এবং মাসে যে কেউ দশবার ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে। এখানে কোনরকম কোনরকম এক্সট্রা চার্জ লাগবে না।


বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার পিন ভুলে গেলে কি করবেন?

১। প্রথমত ফোনের ডায়াল প্যাড থেকে *1000# ডায়াল করে নিন। তারপরেই দেখবেন নতুন ইন্টারফেসে লিখাঃ
Welcome To Balance Transfer System.
1. Change The Pin
2. Balance Transfer
3. Reset Pin

এখান থেকে চাইলে পিন পরিবর্তন করতে পারেন। এর জন্য শুধুমাত্র 1 চেপে ok করতে হবে। সেখানে গিয়ে পুরনো পিন ও নতুন কনফার্ম পিন দিয়েই চেঞ্জ করা যাবে।
আর পিন মনে থাকলে নতুন করে রিসেট করতে হবে। তাই 3 চেপে ok করে দিন।তারপরে আপনার স্ক্রিনে ম্যাসেজ আসবে আপনার এনয়াইডি এর শেষ 4 ডিজিট টাইপ করতে।১৮ উর্ধব সকলেরই ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র থাকে। সে এনয়াইডি দিয়েই রেজি করতে হয়। তাই এনয়াইডি নম্বরের শেষ 4 ডিজিট ব্যবহার করে পিন রিসেট করা যায়।
 পড়ুনঃ
Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post