এসএসসি শর্ট সাজেশন 2022: বাংলা ২য় পত্র


2022 সালের এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র সাজেশন।

আজকের ব্লগে, আমরা বাংলা দ্বিতীয় পত্রের শর্ট সাজেশন এসএসসি 2022 নিয়ে আলোচনা করব। শর্ট সাজেশন এর কিছু বিশেষ রচনা, ভাব সম্প্রসারণ, অনুচ্ছেদ, পত্র/দরখাস্ত এবং প্রতিবেদন এর পরামর্শ দিব। যা সকল বোর্ডের জন্য প্রযোজ্য। এবং যে কোন বোর্ডে কমন পড়ার নিশ্চয়তা থাকবে। শর্ট সাজেশনে মূলত বড় কোন সিলেবাসকে ক্ষুদ্র আঙ্গিকে প্রদর্শন করানো হয়। যাতে কিছু নির্ধারিত টপিক পড়লেই পরীক্ষায় কমন পড়ার নিশ্চয়তা থাকে।

আজকে আমরা এরকম বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব। যে সাজেশন গুলো একাধিক ব্যক্তি কর্তৃক স্বীকৃত এবং পড়ার চান্স থাকে।

এসএসসি ২০২২ শর্ট সাজেশন


শর্ট সাজেশন এসএসসি ২০২২ কেন গ্রহণ করবেন?

এসএসসি 2022 বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার সিলেবাস অনুযায়ী কোন নির্ধারিত অনুচ্ছেদ প্রতিবেদন বলা নেই। কাজেই যেকোনো টপিক না পড়েই কিছু গুরুত্বপূর্ণ এবং অতি সম্ভাব্য টপিক পরে নিলেই পরীক্ষায় কমন পাওয়ার নিশ্চয়তা পাওয়া যায়। এক্ষেত্রে শর্ট সাজেশন অনুসরণ করলে ভালো ফলাফল করার সুযোগ থাকে। 

আমরা শতভাগ গ্যারান্টি দিতে পারি না যে এখান থেকেই প্রশ্ন কমন পড়বে। আমি 100 ভাগ নিশ্চিত নই যে প্রশ্ন কমন পড়বে। কেননা ভিন্ন ভিন্ন বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্ন অনুসরণ করা হয়। এক্ষেত্রে কিছু বোর্ডের সাজেশন এর প্রশ্ন অনুযায়ী তবে প্রশ্ন হলেও অন্যান্য বোর্ডে নাও হতে পারে।


শর্ট সাজেশন এসএসসি ২০২২ কেন গ্রহণ করবেন না?

শর্ট সাজেশন বিষয়টির উপকারি এবং অপকারি দিক আছে। সাধারণত গুরুত্বপূর্ণ টপিক গুলো নিয়ে শর্ট সাজেশন দেয়া হয়। কিন্তু মাঝে মাঝেই পরীক্ষায় এমন সব প্রশ্ন আসে, যেগুলো প্রতি গুরুত্বপূর্ণ টপিক না হলে ওর এবং শর্ট সাজেশন এর বাইরে হলেও পরীক্ষায় কমন পড়ে যায়। বিভিন্ন টপিকে উপর যদি হালকা জ্ঞান নেয়া যায় এবং নিজে সৃজনশীলতার পরিচয় দিয়ে লেখালেখি করা যায়। 

তবে অবশ্যই ভালো মার্ক আনা সম্ভব হবে। তাছাড়া বাংলা দ্বিতীয় পত্র বইতে যে সমস্ত ভাব সম্প্রসারণ, পত্র / দরখাস্ত এবং প্রতিবেদন আছে সেখান থেকেও কমন পড়ার চান্স থাকে। কাজেই শর্ট সাজেশন এর উপর নির্ভরশীল থেকে অল্প কিছু টপিক পড়লে যে লাভ হবে কিংবা ফায়দা হবে, তা কিন্তু না।


বাংলা দ্বিতীয় পত্র শর্ট সাজেশনঃ

বাংলা দ্বিতীয় পত্রের শর্ট সাজেশন কে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটি হলো লিখিত শর্ট সাজেশন, আরেকটি mcq শর্ট সাজেশন।

লিখিত প্রশ্নের মধ্যে রয়েছেঃ অনুচ্ছেদ, ভাব সম্প্রসারণ, পত্র / দরখাস্ত এবং প্রতিবেদন। 


ভাব সম্প্রসারণ এর শর্ট সাজেশনঃ

১) নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা?

২) গ্রন্থগত বিদ্যা পর হস্তে ধন। নহে বিদ্যা, নহে ধন, হলে প্রয়োজন।

৩) শিক্ষাই জাতির মেরুদন্ড।

৪) বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে।

৫) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।

৬) ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।

৭) পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।


দরখাস্ত শর্ট সাজেশনঃ

১) দরিদ্র তহবিল বা ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্যের আবেদন।

২) শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে বিদ্যালয়ের প্রধানের কাছে আবেদন পত্র।

৩) আর্সেনিকমুক্ত পানি সরবরাহ ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার চেয়ারম্যান এর কাছে আবেদন।


পত্র শট সাজেশন

১) ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি।

২) মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুর কাছে পত্র।

৩) গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকা বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র।


প্রতিবেদনের শর্ট সাজেশন

১) বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে দৈনিক পত্রিকায় প্রতিবেদন লিখ।

২) খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো।

৩) বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা নিয়ে একটি প্রতিবেদন।

৪) মাদকাসক্তি প্রতিরোধ এবং এর কারণ বিবৃত করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো।

৫) দেশের বন্যা পরিস্থিতির অবনতি নিয়ে প্রতিবেদন।


অনুচ্ছেদের শর্ট সাজেশন

১) পরিবেশ দূষণ। 

২) যানজট।

৩)  নারী শিক্ষা।

৪) বাংলা নববর্ষ।

৫) শিশুশ্রম।

৬) খাদ্যে ভেজাল।

৭)যৌতুক প্রথা।

৮) সড়ক দুর্ঘটনা।


বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ শর্ট সাজেশন পরবর্তীতে দেয়া হবে। বিশেষ প্রয়োজন হলে কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post