গান শুনে টাকা আয় করুন এখন ঘরে বসেই


গান শুনে টাকা আয়

গান শুনে টাকা আয় ২০২২।

আপনি জানলে অবাক হবেন যে, অনলাইন দুনিয়ায় এসে আপনি চাইলে যেকোনো গানের রিভিউ লিখে ও গান শুনে টাকা আয় করতে পারেন । অনলাইনে আয় করার অনেক উপায় এর মধ্যে গান শুনে উপার্জন করা একটি অন্যতম। আজকের গাইডলাইনে সাবমিট করেছি গান শুনে আয় করার নানা ওয়েবসাইট। সেগুলোর যেকোনো একটিতে সাইনআপ করে গান শুনে আয় করা শুরু করতে পারেন। নিজের পকেট খরচ চালাতে পারেন সে সামান্য উপার্জন থেকে।


গান শুনে টাকা আয় সাইট গুলো কিভাবে উপার্জন দেয়?

এসমস্ত ওয়েবসাইট তাদের ব্যবহারকারীদের কাজে লাগে। আপনি সেখানে যেকোনো মিউজিক প্লে করে যখন কোন একটি নতুন গানের রিভিউ দিবেন, অথবা বিভিন্ন নতুন গীতিকার ও গায়কদের সম্বন্ধে রিভিউ দিবেন। তখন তারা সে রিভিউ গুলোকে ফিডব্যাক হিসেবে গ্রহণ করবে।  আর তারা এর জন্য রিওয়ার্ডও দেয়। এখানে আপনি যেকোনো গানের ফিডব্যাক দিতে পারেন। যাতে করে যারা লেখক, মানে গান লিখেন , তারা যাতে সঠিক নিদের্শনা পায়- যে কিভাবে গানটি লিখলে শ্রোতাদেরকে আকর্ষণ করবে।

কেন আমি আপনাদেরকে এ কাজের জন্য রেফার করছি?

আসলে ব্যাপারটি খুবই সাধারণ। আপনি চাইলে ঐ সমস্ত ওয়েবসাইটে গিয়ে সাইনআপ করে নিজের প্রোফাইল তৈরি করে নিতে পারেন। এবং আপনার প্রোফাইলে এপ্রুভাল হওয়ার সাথে সাথেই কাজ শুরু করতে পারেন।

আপনাকে শুধুমাত্র দুইটি কাজ করতে হবে।  

১। গান শোনা ।

২।  গানের রিভিউ লেখা।

বিভিন্ন নতুন কিংবা নতুন এসেছে এরকম গীতিকার বা গায়কদের গাওয়া গানগুলো শুনে রিভিউ দিলে সেখান থেকে আয় আসবে। অর্থাৎ তাদের কাছে যে ফিডব্যাক যাবে তা থেকে ওই গায়ক-গীতিকার উপকৃত হবে। এবং আপনাকেও কিছু ইনকাম দেয়া হবে ।

কিছু মিউজিক ওয়েবসাইট যারা অনলাইনে আয় করার সুবিধা দিচ্ছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু ওয়েবসাইটের রিভিউ দিচ্ছি।


1. Musicxray: গান শুনে টাকা আয় ২০২২

Musicxray এমন একটি প্লাটফর্ম, যেখানে সং রাইটার বা গীতিকাররা নিজস্ব গান সাবমিট করতে পারে। আর এখানে গান শুনে উপার্জন করা সম্ভব। এখানে যেসকল আর্টিস্ট এরা কাজ করে তারা নিজস্ব গান সাবমিট করে। যাতে করে ওই গানের প্রমোট হয় এবং তাদের নিজস্ব ফ্যান ফলোয়ার তৈরি হয়।

এখানে ব্যবহারকারীরা সাইন আপ করতে পারে, একজন ফ্যান হিসেবে। আর নিজস্ব পছন্দ অনুযায়ী যে কারোরই গান শুনতে পারবে। এসমস্ত ব্যবহারকারী বা ফ্যান মূলত ওয়েবসাইট থেকে টাকা পায়। আর এর জন্য অবশ্যই কিছু নির্ধারিত আর্টিস্টের গান শুনতে হবে। সেগুলো তে প্রয়োজনীয় রিভিউ দিতে হবে। এখানে গানের রেকর্ডিং গুলো মূলত 30 সেকেন্ডের মত দীর্ঘ হয়।

সাইটটি তার ব্যবহারকারীদেরকে পে করে শুধুমাত্র পেপালের মাধ্যমে। আপনি চাইলে বাংলাদেশ থেকে যেকোনো পেপাল একাউন্ট ক্রয় করে নিতে পারেন।  পরবর্তীতে আপনি এই ওয়েবসাইটে কাজ শুরু করতে পারেন। এখানে মিনিমাম পে আউট 20 ডলার।


2. Playlist Push

এটিও আরেকটি মিউজিক ওয়েবসাইট, যেখান থেকে আপনি গান শুনে উপার্জন করতে পারবেন। যদি এমনটা হয় যে, গানের প্রতি আপনি যথেষ্ট রুচিশীল এবং যে কোন গানের সুর নিয়ে কোন রিভিউ তৈরি করতে পারেন। তবে এ ওয়েবসাইটটি আপনার জন্য।

এই ওয়েবসাইটে আপনি যেকোন গানের রিভিউ দিয়ে প্রচুর উপার্জন করতে পারবেন। তবে তার আগে কিছু শর্ত রয়েছে, সেগুলো হলোঃ আপনার যথেষ্ট নিজ গানের প্লেলিস্ট থাকতে হবে। গানের অর্থাৎ আপনার নিজস্ব গানের অ্যালবাম থাকতে হবে। 

অনলাইনে আয়

তাছাড়া ইউটিউব, গুগল মিউজিক কিংবা স্পটিফাই যেকোনো মিউজিক স্ট্রিমিং জায়গায় নিজস্ব প্রোফাইল থাকতে হবে। যেখানে যথেষ্ট পরিমাণ ফ্যান ও ফলোয়ারও থাকা চাই। তবে আপনি এখানে রিভিউ দিয়ে উপার্জন করতে পারবেন। যে কোন গানের রিভিউ দেওয়ার পর আপনাকে প্রতি রিভিউ এর জন্য ১২ ডলার করে পেমেন্ট করা হবে। যদি উপরোক্ত শর্তগুলো না থাকে তবে আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় রিজেক্ট হয়ে যেতে পারে।

ওয়েবসাইটের পেমেন্ট সরাসরি ব্যাংকে ট্রান্সফার করে দিয়ে দেওয়া হয়।


3.Current.us

Current.us একটি অ্যান্ড্রয়েড কিংবা আইফোন অ্যাপ্লিকেশন, যেটি প্রতিবছর 600 ডলার পে করে শুধুমাত্র গান শোনার জন্য। এটি জনপ্রিয় ওয়েবসাইট গুলোর মধ্যে একটি, এর নিজস্ব এপলিকেশন আছে। আপনারা সরাসরি প্লে স্টোর থেকে ইন্সটল করতে পারেন। এটি রিওয়ার্ড অ্যাপ গুলোর মধ্যে অন্যতম। এখানে আপনি দৈনন্দিন কাজের ফাঁকে উপার্জন করে নিতে পারেন।

এখানে গান শুরু উপার্জন করা যায়। আপনি এখানে গিফট কার্ড রেডিম করে সেই টাকা নিতে পারবেন।


4. RadioEarn 

রেডিও আর্ন এমন একটি ওয়েবসাইট, যেখান থেকে আপনি সহজে প্যাসিভ ইনকাম করতে পারবেন। এখানে শুধুমাত্র রেডিও শুনতে হবে। সে রেডিও শুনে আপনি আয় করা শুরু করতে পারবেন। আপনাকে এখানে নিজস্ব প্রোফাইল তৈরি করতে হবে । সাইনআপ করতে হবে , তার পরবর্তীতে আপনি গান শুনে আয় করা শুরু করতে পারবেন। এখান থেকে সরাসরি উপার্জন হয়।

প্রতি 15 মিনিট পর পর আপনি পয়েন্ট রিডিম করতে পারবেন। সে পয়েন্ট গুলো ব্যাবহার করে আপনি ডলার একত্র করতে পারবেন, যা পেপালের মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়।


5. Research.fm 

এটি হল একটি রিসার্চ কোম্পানি যারা গান রচনা ও সুর নিয়ে বিভিন্ন রিসার্চ করে। বিশেষ করে তারা বিভিন্ন ফিডব্যাক দেয়, বিভিন্ন গানের ক্ষেত্রে সে গানের ফিডব্যাক গুলো শুধু যারা দিতে পারে  তাদেরকে পেমেন্ট করা হয়।

এ কোম্পানিটি  মূলত তার ব্যবহারকারীদেরকে বিভিন্ন সার্ভে অর্থাৎ জরিপ পূরণ করতে দেয় । আর এই জরিপগুলো ই-মেইলে পাঠানো হয়। সে সার্ভে পূরণের পর পরই আপনাকে নিজস্ব একাউন্টে পেমেন্ট করা হবে।

এখান থেকে আমাজন গিফট কার্ড রেডিম করতে পারবেন, গান শুনে উপার্জন করার মাধ্যমে।

6. HitPredictor 

এটি হলো আরেকটি দারুন গান রিসার্স কোম্পানি, যারা যেকোনো সং বা গান রিলিজ হওয়ার পূর্বে টেস্ট করায়। এই ওয়েবসাইটটি তাদের ইউজারদেরকে গানের বিভিন্ন ফিডব্যাক দেয়ার জন্য উপার্জন দেয়। ইউজারদের সাধারণত এখানে সাইন আপ করে নিতে হয়। আর প্রতি গান শোনার শেষে ধীরে ধীরে এখানে অ্যামাউন্ট জমা হয়।

এ কোম্পানিটি ব্যবহারকারীদেরকে পয়েন্ট দেয়ার মাধ্যমে পুরস্কৃত করে। এ পয়েন্টগুলো রিডিম করে টাকা তোলা যায়। যখন একটি গান শোনার পর সেখানে রিভিউ করবেন, তখন আপনাকে 3 পয়েন্ট দেওয়া হবে। যেটিএ মূল্য 1 ডলার। আপনি সে ডলার এক্সচেঞ্জ করতে পারবেন amazon.com অথবা গিফট কার্ড ক্রয় করে।

7. Cash4minutes অনলাইন রেডিওতে গান শুনে আয়।

Cash4minutes আরেকটু ওয়েবসাইট, যেটি তারই ব্যবহারকারীদেরকে রেডিও শোনার জন্য উপার্জন দিবে। এখানে বৈদেশিক বিভিন্ন রেডিও স্টেশনের রেডিও শুনা যায়।  এখানে যারা নিজেদের অ্যাকাউন্ট তৈরি করে, তাদের বিভিন্ন কন্টাক্ট ইনফর্মেশন, ল্যান্ডলাইন নাম্বার সেভ করে। এবং এখানে ইমেইলের মাধ্যমে বিভিন্ন টাস্ক পুরন করতে দিবে। সেগুলো পুরন করে উপার্জন করা সম্ভব।

এখানে বিভিন্ন স্টেশনের এফএম রেডিও শোনা যায়। এখানকার ইউজারদেরকে প্রতি মিনিটে ৮ সেন্ট  পেমেন্ট করে।  পেমেন্ট আপনি পেপালের মাধ্যমে উইথড্র করাতে পারবেন। তাছাড়া বিটকয়েনের মাধ্যমেও করা যাবে।


8. Earnably

Earnably is হল পেইড টু ডো (Paid To Do) ওয়েবসাইট । মানে কাজ করার পরপরই আপনার টাকা পেয়ে যাবেন। এমনিতে এখানে বিভিন্ন টাস্ক পূরণের মাধ্যমে উপার্জন করা যায় তবে আপনি তার মধ্যে চাইলে গান শুনে উপার্জন করতে পারেন। তাছাড়া এখানে সার্ভে পূরণ করে, বিভিন্ন এডভার্টাইজিং, ভিডিও দেখে , গেম খেলে আয় করে নিতে পারেন। আপনার পে আউট হলো 2 ডলার। মানে দুই ডলার হলেই পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট নিতে পারবেন বিটকয়েনের মাধ্যমে। 


9. Kollect.fm গান শুনে টাকা আয় করুন।

Kollect.fm হল একটি নেদারল্যান্ড ভিত্তিক স্টার্টআপ যেগুলো গানের ক্রিয়েটর এবং শ্রোতাদের মাঝে মিল বন্ধন তৈরি করে।

এখানে একজন রিভিউ দাতা হিসেবে কাজ করে বিভিন্ন সং রাইটার এর গানের রিভিউ করতে পারবেন। একইভাবে একজন সং রাইটার হয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে নিজের সব গানগুলো তাদেরকে শোনাতে পারবেন। যাতে আপনার গানটি ভালো নাকি খারাপ হচ্ছে তার প্রগতি জানতে পারেন।


শেষকথাঃ

তো আজকে আমরা কিছু ওয়েবসাইট সম্বন্ধে জানলাম। যেখানে গান শুনে টাকা আয় করা যায়। যদি ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের আরো কতগুলো পোস্ট অবশ্যই পড়ে যাবেন। অনলাইনে আয়, প্রযুক্তি নিয়ে আমরা প্রায় সময় লেখালেখি করি।  সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post