স্যামসাং মোবাইল ফোনের দাম বাংলাদেশ

স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২২ বাংলাদেশ


স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২২ বাংলাদেশ

আজকের ব্লগে আমরা বিভিন্ন স্যামসাং মোবাইলের দাম সম্পর্কে জানব, যেগুলো ২০২২ এ নতুন আপডেট হয়েছে।  স্যামসাং স্বল্প মূল্যের ফোন গুলোর দাম ও রিভিউ জানবো। কেননা স্যামসাং মোবাইলের উপরের সারির ফোনগুলো খুবই আল্ট্রা কোয়ালিটির, যেগুলোর বিবরণ দেয়াটা ঠিক হবে না। আশা করি, সম্পুর্ণ ব্লগটি মনযোগ দিয়ে পড়বেন।


১। স্যামসাং বাটন মোবাইলের দাম কত?

1.Samsung guru music 2

স্যামসাং বাটন মোবাইলের দাম 2022 বাংলাদেশ। স্যামসাং এই বাটন মোবাইলের  নেটওয়ার্ক হিসেবে রয়েছে টুজি(2G)। ব্যাটারি হিসেবে মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে 800 এম এ এইচ ব্যাটারি। যার মাধ্যমে কলিং সুবিধা দেওয়ার জন্য সর্বোচ্চ 11 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে।

মোবাইলটির সামনে বা পিছনে ছবি তোলার জন্য নেই কোনো ক্যামেরা। মোবাইলটির ওজন খুব কম হয় মোবাইলটি সহজেই বহনযোগ্য হবে। এই মোবাইলটির ওজন মাত্র 75 গ্রাম।  রেম হিসেবে মোবাইলটিতে মাত্র 4 এমবি রেম ব্যবহৃত হয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সটার্নাল এসডি কার্ড সর্বোচ্চ 16 জিবি পর্যন্ত সাপোর্ট করানো যাবে।

128*160 রেজুলেশনের 2 ইঞ্চি ডিসপ্লে ব্যবহৃত হয়েছে মোবাইলটিতে। ডিসপ্লে প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে  TFT ডিসপ্লে। Mp3, wav, M4A, MiDi, AAC ইত্যাদি ফরমেটের অডিও মিউজিক শুনতে পারবেন এই মোবাইলটিতে মোবাইলটির সিপিইউ হিসেবে রয়েছে হয়েছে single-core 208 mhz. এছাড়া মোবাইলটিতে এফএম, ফোনবুক ও কল রেকর্ডার ছাড়া আরোও নানা ধরনের ফিচারস রয়েছে।

এই মোবাইলটির মূল্য বাংলাদেশ বাজারে 2100 টাকা।

Samsung guru music 2 ফিচারসঃ

  • 128*160 রেজুলেশন ডিসপ্লে।
  • 4mb রেম এবং সর্বোচ্চ মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে 16 জিবি পর্যন্ত সাপোর্ট।
  • মাত্র 75 গ্রাম ওজন।
  • 800 এমএএইচ ব্যাটারি।
  • নেটওয়ার্ক রয়েছে 2g অনলি।


2.Samsung metro 350

এই মোবাইলটির মূল্য মাত্র 3500 টাকা। 

1200 এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে এই মোবাইলটিতে। কলিং সুবিধা ক্ষেত্রে এই ব্যাটারির ব্যাকআপ পাওয়া যাবে 12 ঘণ্টা পর্যন্ত।  2.4 ইঞ্চি ডিসপ্লের সাথে রয়েছে 240*320 রেজুলেশনের ডিসপ্লে। ডিসপ্লে প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে টিএফটি টেকনোলজি।  মোবাইলটিতে র্যাম হিসেবে ব্যবহৃত হয়েছে 32 এমবি রেম। এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 16 জিবি এসডি কার্ড সাপোর্ট করানো যাবে।j

মোবাইলটির পিছনে ব্যবহৃত হয়েছে 2 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা। যার মাধ্যমে ভিডিও করার ক্ষেত্রে রেজুলেশন পাওয়া যাবে 320*240 পিক্সেল। মোবাইলটি নেটওয়ার্কে ব্যবহৃত হয়েছে 2 জি নেটওয়ার্ক। মোবাইলটি পাওয়া যাবে তিনটি কালার কালো,‌ সাদা এবং নীল কালারের।

মোবাইলের বডি হিসেবে ব্যবহৃত হয়েছে প্লাস্টিক। মোবাইলটিতে প্রবেশ করানো যাবে দুটি ডুয়েল সিম।  Mp3, wav, M4A, MiDi, AAC ইত্যাদি ফরমেটের অডিও মিউজিক শুনতে পারবেন এই মোবাইলটিতে। Mp4 ও 3gp ফরম্যাট এর ভিডিও সাপোর্ট করবে এই স্যামসাং বাটন মোবাইলটিতে। মোবাইলটির ওজন খুব কম হয় মোবাইলটি সহজেই বহনযোগ্য হবে। এই মোবাইলটির ওজন মাত্র 89 গ্রাম। 

Samsung metro 350 ফিচারসঃ

  • 240*320 রেজুলেশন ডিসপ্লে।
  • 32mb রেম এবং সর্বোচ্চ মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে 16 জিবি পর্যন্ত সাপোর্ট।
  • মাত্র 89 গ্রাম ওজন।
  • 1200 এমএএইচ ব্যাটারি।
  • নেটওয়ার্ক রয়েছে 2g অনলি।

২।  ৫০০০ টাকার মধ্যে স্যামসাং মোবাইল ফোনের তালিকা ও দামঃ

এ দামে স্যামসাং এর কোনো অফিসিয়াল স্মার্ট ফোন নেই। তবে নিজস্ব ফিচারস বা বাটন মোবাইল পাবেন যেটা হলো Samsung Metro ৩৫০ । 

দামঃ ৩৫৫০ টাকা।


৩। ১০০০০ টাকার মধ্যে স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২২

Samsung Galaxy M০২ঃ

 ফোনটিতে পাচ্ছেন ৬.৫ ইঞ্চির HD+ স্ক্রিন। এই ফোনে আছে একটি Full-View ওয়াটার ড্রপ ডিজাইন। ফোনটির পিছনের ক্যামেরা টি  ডুয়েল ১৩+২ MP সাথে আছে Autofocus, LED flash, macro camera ইত্যাদি এবং  Full HD ভিডিও রেকর্ডিং সুবিধা। সামনের ক্যামেরাটি ৫ MP। Galaxy M০২ এ ফোনে পাচ্ছেন ৫০০০ mAh এর ব্যাটারি। স্যামসাং এর এই ফোনটিতে আছে ২ জিবি ও ৩ জিবি র্যামের দুটি ভ্যারিয়েন্ট। আরো পাচ্ছেন ১.৫ GHz কোয়াড-কোর CPU এবং PowerVR GE৮১০০ জিপিইউ।পুরো ফোনটি মেডিয়াটেক MT৬৭৩৯W (২৮ nm) চিপসেট দ্বারা পরিচালিত। এমনিতে এ ফোনে আছে ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। কোনো ফিংগারপ্রিন্ট সেন্সর নেই। এন্ড্রয়েড ১০ এর ভার্সন আছে। তাছাড়া ফেস আনলকও আছে।

সুবিধাঃ

✔ স্ক্রিন বড়

✔ ভালো ক্যামেরা

✔ এন্ড্রয়েড ১০

✔ ব্যাটারি বেশি ক্ষণ চলবে


অসুবিধাঃ

✘ফিংগারপ্রিন্ট সেন্সর নেই।

✘ খারাপ পারফরম্যান্স।

দামঃ ৳৮,৫৯৯ (২/৩২ জিবি)

৳৯,৯৯৯ (৩/৩২ জিবি)


Samsung Galaxy M01:

এ ফোনটিতে আছে ৫.৩ ইঞ্চির HD+ স্ক্রিন। এটিতে আছে Full-View ডিজাইন। ফোনটির ব্যাক ক্যামেরা আছে একটি, ৮ MP সাথে Autofocus, LED flash, f/২.২ aperture ইত্যাদি সুবিধা আছে। আরও পাচ্ছেন Full HD ভিডিও রেকর্ডিং সুবিধা। ফোনের সামনের ক্যামেরাটি ৫ MP এর। 

Galaxy M০১ Core ফোনটিতে পাচ্ছেন ৩০০০ mAh এর ব্যাটারি। আর এ ফোনে পাচ্ছেন ২ জিবি র্যাম। প্রসেসর ১.৫ GHz কোয়াড-কোর CPU আর PowerVR GE৮১০০ জিপিইউ। পুরো ফোনটি একটি মেডিয়াটেক MT৬৭৩৯ (২৮ nm) চিপসেট দ্বারা পরিচালিত। এ ডিভাইসে পাচ্ছেন ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, তবে কোনো ফিংগার প্রিন্ট সেন্সর পাবেন না। ফোনটি ৪জি। এবং এতে ফেস আনলক আছে।


সুবিধাঃ

✔ ৫.৩″ ডিসপ্লেতে সন্তোষজনক ডিজাইন।
✔ HD+ ডিসপ্লে।
✔ পর্যাপ্ত ক্যামেরা এ প্রাইসের মধ্যে।
✔ এন্ড্রয়েড ১০।

অসুবিধাঃ


✘পারফরম্যান্স খারাপ।
✘ লো- পারফরম্যান্সের মেডিয়াটেক MT৬৭৩৯
✘ কোনো ফিংগারপ্রিন্ট সেন্সর নাই।

দামঃ ৳৬,৯৯৯ ৳৭,৯৯৯ ২/৩২ জিবি।


৪। ১৫০০০ টাকার মধ্যে স্যামসাং মোবাইল ২০২২

Samsung Galaxy A১২:

 এ ফোনে পাচ্ছেন ৬.৫ ইঞ্চির IPS HD+স্ক্রিন। এ ফোনটিতে আছে Full-View ওয়াটারড্রপ ডিজাইন। ফোনটির ব্যাক ক্যামেরা ৪৮+৫+২+২ MP সাথে আছে অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ, সেন্সর, ম্যাক্রো ক্যামেরা ইত্যাদি এবং সম্পুর্ণ এইচডি ভিডিও রেকর্ড করার সুবিধা। 

ফোনটির সামনের ক্যামেরাটি ৮ MP। Galaxy A১২ ফোনটিতে পাচ্ছেন ৫০০০ mAh এর দারুন ব্যাটারি সাথে আছে ১৫W এর ফার্স্ট চার্জিং। এখানে আছে ৩, ৪ / ৬ জিবি র্যাম, ২.৩৫ GHz অক্টা-কোর CPU এবং  PowerVR GE৮৩২০ জিপিইউ। পুরো ফোনটি একটি মেডিয়াটেক Helio P৩৫ (১২nm) চিপসেট দ্বারা পরিচালিত। ডিভাইসটিতে আছে ৩২, ৬৪ or ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং একটি মাইক্রো এসডি স্লট। এই ফোনটিতে আছে ১টি side-mounted ফিংগারপ্রিন্ট সেন্সর। স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২২ বাংলাদেশে নতুন যে যে মডেল এসেছে।

অন্যান্য সুবিধাঃ FM রেডিও, ডুয়েল মাইক্রো সিম স্লট, ফেস আনলক,এন্ড্রয়েড ১০ ইত্যাদি।


সুবিধা

✔ Large স্ক্রিন

✔ ক্যামেরা ভালো।

✔ এন্ড্রয়েড ১০।

✔ ভালো ব্যাটারি, ১৫W ফার্স্ট চার্জিং সুবিধা

✔ side-mounted ফিংগারপ্রিন্ট সেন্সর।


অসুবিধা

✘ পারফরম্যান্স আরো ভালো হতে পারত।

✘ কোনো ডিসপ্লে প্রোটেকশন নেই।


দামঃ

৳১৪,৯৯৯ ৪/৬৪ জিবি

৳১৬,৪৯৯ ৪/১২৮ জিবি


Samsung Galaxy A03s:

ফোনটিতে পাচ্ছেন ৬.৫ ইঞ্চির HD+ স্ক্রিন। এ ফোনটিতে আছে Full-View ওয়াটারড্রপ ডিজাইন। ফোনটির ব্যাক ক্যামেরা ৩টি ১৩+২+২ MP সাথে আছে অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ, সেন্সর, ম্যাক্রো ক্যামেরা ইত্যাদি, এবং সম্পুর্ণ এইচডি ভিডিও রেকর্ড করার সুবিধা। ফোনটির সামনের ক্যামেরাটি ৫ MP। 

মোবাইল নিয়ে লিখাঃ


Galaxy A03s ফোনটিতে আছে ৫০০০ mAh এর ব্যাটারি সাথে আছে ১৫W ফার্স্ট চার্জিং সুবিধা। এখানে আছে ৪ জিবি র্যা ম, ২.৩৫ GHz অক্টা-কোর  CPU এবং  PowerVR GE৮৩২০। পুরো ফোনটি একটি  মেডিয়াটেক Helio P৩৫ (১২nm) চিপসেট দ্বারা পরিচালিত। ডিভাইসটিতে আছে ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং একটি মাইক্রো এসডি স্লট। এই ফোনটিতে আছে ১টি side-mounted ফিংগারপ্রিন্ট সেন্সর।

অন্যান্য সুবিধাঃ USB Type-C, Dual SIM, face unlock, এবং Android ১১ ইত্যাদি।

৮০০০ টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ ২০২২।


সুবিধাঃ

✔ HD+ স্ক্রিন।

✔ সন্তোষজনক ক্যামেরা।

✔ এন্ড্রয়েড ১১

✔ ভালো ব্যাটারি, ১৫W এর ফার্স্ট চার্জিং সুবিধা।

✔ ৪ জিবি র্যাম, ৬৪ জিবি রোম।

দামঃ

৳১৩,৯৯৯ ৪/৬৪ জিবি।


Samsung Galaxy M02s:

 ফোনটিতে পাচ্ছেন ৬.৫ ইঞ্চির HD+ স্ক্রিন। এ ফোনটিতে আছে Full-View ওয়াটারড্রপ ডিজাইন। ফোনটির ব্যাক ক্যামেরা ১৩+২+২ MP সাথে আছে অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ, সেন্সর, ম্যাক্রো ক্যামেরা ইত্যাদি এবং সম্পুর্ণ এইচডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা। ফোনটির সামনের ক্যামেরাটি ৫ MP। 

Galaxy M০২s ফোনটিতে আছে ৫০০০ mAh এর দারুন ব্যাটারি সাথে আছে ১৫W এর ফার্স্ট চার্জিং সুবিধা। এখানে আছে ৪ জিবি র্যাম, ১.৮ GHz অক্টা-কোর CPU এবং  Adreno ৫০৬ জিপিইউ। পুরো ফোনটি একটি Qualcomm Snapdragon ৪৫০ (১৪ nm) চিপসেট দ্বারা পরিচালিত। ডিভাইসটিতে আছে ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং একটি মাইক্রো এসডি স্লট। ফোনে কোনো ফিংগারপ্রিন্ট সেন্সর নেই।

অন্যান্য সুবিধাঃ FM রেডিও, ডুয়েল মাইক্রো সিম স্লট, ফেস আনলক, এন্ড্রয়েড ১০ ইত্যাদি।


সুবিধাঃ

✔ Large স্ক্রিন।

✔ সন্তোষজনক ক্যামেরা।

✔ এন্ড্রয়েড ১০।

✔ ভালো ব্যাটারি, ১৫W ফার্স্ট চার্জিং সুবিধা

✔ ৪ জিবি র্যা ম, ৬৪ জিবি রোম।


অসুবিধা:

✘ কোনো fingerprint sensor নাই।

✘ ডিসপ্লে প্রোটেকশন নেই

দামঃ

৳১২,৯৯৯ ৪/৬৪ জিবি


৫। ২০০০০ টাকার মধ্যে স্যামসাং মোবাইলঃ

Samsung Galaxy M02S Mobile Phone


গ্যালাক্সি এম০২এস ফোনটিতে স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ৪ জিবি র‍্যাম থাকার কারণে ফোনটি থেকে মোটামুটি ভালো পারফর্মেন্স আশা করা যায়। আপনি যদি পছন্দ করেন একটি স্যামসাংয়ের ফোন তার সাথে স্ন্যাপড্রাগন প্রসেসর তাহলে স্যামসাং গ্যালাক্সি এম০২এস আপনার পছন্দের একটি ফোন হতে পারে।

তবে মাল্টিটাস্কিং এর জন্য ফোনটি খুব ভালো পছন্দ হবে না।

স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এম০২এস এর দামঃ ১২,৯৯৯ টাকা


Samsung Galaxy A03S Mobile Phone

মিডিয়াটেক প্রসেসর এর সাথে ভালো মানের ক্যামেরা ও বিশাল ব্যাটারি স্যামসাং গ্যালাক্সি এম০৩এস ফোনটিকে 15 হাজার টাকা বাজেটের মধ্যে শক্ত একটি অবস্থান দিয়েছে।

4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ এর এই ফোনটি আপনার নিত্যদিনের প্রয়োজনীয় ছোটখাটো সকল কাজ সামলাতে সক্ষম। তবে গেইমিংয়ের জন্য ফোনটি যথেষ্ট পারফরম্যান্স নাও করতে পারে।

স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৩৫
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এ০৩এস এর দামঃ ১৩,৯৯৯ টাকা


Samsung Galaxy A12 Mobile Phone


কম বাজেটের মধ্যে আপনি চাচ্ছেন স্যামসাং এর একটি ভালো ক্যামেরার ফোন। ওয়েল, আপনার জন্য আছে স্যামসাং গ্যালাক্সি এ১২ ফোনটি। ফোনটিতে থাকছে স্যামসাং প্রসেসর এর সাথে 48 মেগাপিক্সেল এর কোয়াড ক্যামেরা সেটাপ।5000 মিলি  এম্পিয়ার ব্যাটারী থাকার জন্য ডেলি ইউজেস এ চার্জ নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন।

  স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • প্রসেসরঃ এক্সিনোস ৮৫০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
স্যামসাং গ্যালাক্সি এ১২ এর দামঃ
  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৪,৯৯৯টাকা
  • ৪জিবি  র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্টঃ ১৬,৪৯৯টাকা

Samsung Galaxy M12 Mobile Phone

এতক্ষণ আমরা যতগুলো ফোনের ব্যাপারে জানলাম সবগুলোরই র‍্যাম হচ্ছে সর্বোচ্চ ৪ জিবি।

স্যামসাং গ্যালাক্সি এম১২ ফোনটিতে থাকছে 6 জিবি র‍্যাম। যা আপনার ব্যবহারের এক্সপেরিয়েন্সকে আরো বেশি আনন্দদায়ক করবে। লো টো মিডিয়াম ইউজারদের সবাই ফোনটির ইউজার এক্সপেরিয়েন্স এ সন্তুষ্ট থাকবে আশা করি।6000 মিলি এম্পিয়ার ব্যাটারির কথা না বললেই নয়। ফোনটি থেকে পেয়ে যাবেন অসাধারণ ব্যাকাপ এক্সপেরিয়েন্স।

মোবাইল নিয়ে লিখাঃ

স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি
  • মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি
  • র‍্যামঃ ৬জিবি/৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৪২৫০মিলিএম্পিয়ার
স্যামসাং গ্যালাক্সি এম১২ এর দামঃ ১৭,৪৯৯

Samsung Galaxy F২২ 

এ ফোনটিতে পাচ্ছেন৬.৪ ইঞ্চির Super AMOLED HD+ স্ক্রিন। এ ফোনটিতে আছে Full-View ওয়াটারড্রপ ডিজাইন। ফোনটির ব্যাক ক্যামেরা ৪৮+৮+২+২ MP with PDAF, LED flash, depth sensor, dedicated macro ক্যামেরা ইত্যাদি এবং  সম্পুর্ণ এইচডি ভিডিও রেকর্ড করার সুবিধা। 

ফোনটির সামনের ক্যামেরাটি ১৩ MP। Galaxy F২২ ফোনটিতে পাচ্ছেন ৬০০০ mAh দারুন ব্যাটারি সাথে আছে ১৫W ফার্স্ট চার্জিং সুবিধা। এখানে আছে ৬ জিবি র্যাম,  ২.০ GHz অক্টা-কোর CPU এবং  Mali-G৫২ MC২ জিপিইউ। পুরো ফোনটি একটি  মেডিয়াটেক Helio G৮০ (১২ nm) চিপসেট দ্বারা পরিচালিত। 

ডিভাইসটিতে আছে ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং একটি মাইক্রো এসডি স্লট। এই ফোনটিতে আছে ১টি side-mounted ফিংগারপ্রিন্ট সেন্সর।

অন্যান্য সুবিধাঃ FM Radio সাথে recording, Dual SIM, face unlock, এন্ড্রয়েড ১১ ইত্যাদি।


সুবিধাঃ

✔ ৬.৪″ Super AMOLED স্ক্রিন, ৯০Hz রিফ্রেস রেট।

✔ দারুন ক্যামেরা।

✔ সন্তোষজনক পারফরম্যান্স ও ৬ জিবি র্যাম।

✔ এন্ড্রয়েড ১১।

✔ ৬০০০ mAh ভালো ব্যাটারি, ১৫W ফার্স্ট চার্জিং সুবিধা

✔ স্টাইলিশ ফিংগার প্রিন্ট সেন্সর।


অসুবিধাঃ

✘ ডিসপ্লে প্রোটেকশন নেই

✘ HD+ display নাই।

দামঃ ৳১৯,৪৯৯ ৬/১২৮ জিবি


Samsung Galaxy M12:

 ফোনটিতে পাচ্ছেন ৬.৫ ইঞ্চির IPS HD+ স্ক্রিন। এ ফোনটিতে আছে Full-View ওয়াটারড্রপ ডিজাইন। ফোনটির ব্যাক ক্যামেরা ৪টি ৪৮+৫+২+২ MP সাথে আছে PDAF, LED flash, depth sensor, dedicated macro ক্যামেরা ইত্যাদি এবং সম্পুর্ণ এইচডি ভিডিও রেকর্ড করার সুবিধা। ফোনটির সামনের ক্যামেরাটি ৮ MP। Galaxy M১২ ফোনে আছে ৬০০০ mAh এর দারুন ব্যাটারি সাথে আছে ১৫W ফার্স্ট চার্জিং সুবিধা।

এখানে আছে ৬ জিবি র্যাম,  ২.০ GHz অক্টা-কোর CPU এবং  Mali-G৫২ জিপিইউ। পুরো ফোনটি একটি  Exynos ৮৫০ (৮nm) চিপসেট দ্বারা পরিচালিত। ডিভাইসটিতে আছে  ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং  একটি মাইক্রো এসডি স্লট। এই ফোনটিতে আছে ১টি side-mounted ফিংগারপ্রিন্ট সেন্সর।

অন্যান্য সুবিধাঃ FM রেডিও, ডুয়েল মাইক্রো সিম স্লট, ফেস আনলক, এন্ড্রয়েড ১১ ইত্যাদি।


সুবিধাঃ

✔ Large ৬.৫″ স্ক্রিন, ৯০Hz রিফ্রেস রেট।

✔ দারুন ক্যামেরা।

✔ ভালো পারফরম্যান্স।

✔ এন্ড্রয়েড ১১।

✔ ৬০০০ mAh ভালো ব্যাটারি, ১৫W ফার্স্ট চার্জিং সুবিধা।

✔ স্টাইলিশ ফিংগারপ্রিন্ট সেন্সর।


অসুবিধা

✘ ডিসপ্লে প্রোটেকশন নেই।

✘ Full HD+  ডিসপ্লেনেই।


দামঃ

৳১৭,৪৯৯ ৳১৮,৪৯৯ ৬/১২৮ জিবি


শেষকথাঃ

খুবই আদর্শ রেঞ্জে ৫০০০, ১০০০০, ১৫০০০ এবং ২০০০০ টাকার মধ্যে স্যামসাং ফোনগুলো জেনে নিলাম। যেগুলো ২০২২ সালে আপডেটেড। আজকের স্যামসাং মোবাইলের দাম ২০২২ এর মাঝে কোন ফোনটি দাম অনুযায়ী সেরা বলে মনে করেন কমেন্ট বক্সে জানান।

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post