ইনফিনিক্স মোবাইলের বর্তমান দাম কত ২০২২

ইনফিনিক্স তাদের সাধ্যমতো নানান মোবাইল প্রতিনিয়ত বাজারে আনছেন, সেগুলোর ক্রেতা-জনপ্রিয়তাও দারুন।তাই ইনফিনিক্স মোবাইলের ২০২২ সালের দাম ও রিভিউ জানব। ইনফিনিক্স একটি চীনা স্মার্টফোন কোম্পানি যা কম বাজেটে ভালো সুবিধা যুক্ত মোবাইল তৈরি করছে। তাদের তোইরি কিছু স্মার্টফোনের বাংলাদেশে যথেস্ট জনপ্রিয়তা আছে। আজকে ২০২২ এর নতুন আপডেটের (Infinix) ইনফিনিক্স মোবাইল দাম কত এ সম্পর্কে বলবো।

ইনফিনিক্স মোবাইল দাম কত


ইনফিনিক্স মোবাইল দাম কত?

ইনফিনিক্স ব্র্যান্ড খুব দামি ফোন তৈরি করে না। বরং কম বাজেটে বেশি ফিচারসযুক্ত ফোন তৈরি করার চেস্টা করে। আপনি তাদের ফোনগুলার দিকে তাকালেই বুঝবেন। 

এ কোম্পানির ফোন নিয়ে ভালো ও খারাপ উভয় ধরনের রিভিউ আছে। আপনি এখান থেকে মোটামুটি ১০-২০ হাজার বাজেটে ভালো মানের ফোন পাবেন।এরা শাওমি, স্যামসাং এর মতো কোনো দামি কিংবা বহুল পরিচিত ব্র্যান্ড না। তবে ভালো ফোন তৈরির জন্য খ্যাতি আছে।


ইনফিনিক্স মোবাইলের দাম ২০২২।

১। Infinix Note 11 Pro 

Infinix Note 11 Pro


৳21,490 8/128 GB

Infinix Note 11 Pro ফোনটিতে আছে 6.95 ইঞ্চির  সম্পুর্ণ এইচ ডি স্ক্রিন। এ ফোনটিতে আছে ভালো ফ্রন্ট ক্যামেরার ডিজাইন। ফোনটির পিছনের ক্যামেরাটি হলো 64+13+2 মেগাপিক্সলের সাথে আছে PDAF, telephoto, ডিপ সেন্সর, quad-LED ফ্ল্যাশ, HDR ইত্যাদি এবং আরো আছে Quad এইচডি ভিডিও রেকর্ডিং। 

ফোনটির সামনের সেলফি ক্যামেরাটি 16 MP। Infinix Note 11 Pro ফোনটিতে আছে 5000 mAh ব্যাটারি। সাথে আছে 33W এর ভালো ফার্স্ট চার্জার। এটিতে আছে 8 জিবি র্যা ম, এমনকি 2.05 GHz octa-core CPU এবং Mali-G57 MC2 GPU। এটি পরিচালিত হয় একটি Mediatek Helio G96 (12 nm) এর চিপসেট দিয়ে। 

ফোনটিতে আছে 128 জিবি দ্রুতগামী UFS 2.2 internal storage এবং একটি উন্নত মাইক্সো এসডি মেমরি স্লট। সবশেষে আছে একটি সাইড ফিংগার প্রিন্ট সেন্সর। এটি ব্যবহার করে লক খুলতে পারেন।

অন্যান্য ফিচারসের মধ্যে আরো পাবেন FM Radio, দুইটি SIM, face unlock ইত্যাদি।

সুবিধাঃ

✔ 6.95 ইঞ্চির  বড় সম্পুর্ণ HD+ 120Hz ডিসপ্লে।
✔ স্টাইলিশ ডিজাইন।
✔ ভালো কোয়ালিটির front এবং back ক্যামেরা।
✔ 5000 mAh ব্যাটারি, 33W ফার্স্ট চার্জিং।
✔ Great পারফর্ম্যন্স সাথে আছেh Helio G96 এর চিপসেট দিয়ে, 8 জিবি র্যাম।
✔ দুইটি স্পিকার।
✔ স্টাইলিশ side-mounted ফিংগারপ্রিন্ট সেন্সর।

অসুবিধাঃ

✘ মোবাইলের বাইরের দিক প্লাস্টিকের তৈরি।

ব্যাক্তিগত রেটিং-- 8.2


২। Infinix Note 12 G96 

Infinix Note 12 G96


৳19,999 8/128 GB

এ ফোনটিতে আছে 6.7 ইঞ্চির  সম্পুর্ণ HD+ AMOLED ডিসপ্লে স্ক্রিন। ফোনের সেলফি ক্যামেরার ডিজাইন অসাধারণ। এ ফোনের পিছনের ক্যামেরাটি 50+2+0.3 Megapixel তার সাথে আছে PDAF, ডিপ সেন্সর, f/1.6 aperture, quad-LED ফ্ল্যাশ, HDR ইত্যাদি এবং আরো আছে Quad এইচডি ভিডিও রেকর্ডিং।

ফোনটির সামনের সেলফি ক্যামেরাটি16 MPএর। Infinix Note 12 G96 ফোনটির সাথে আছেh 5000 mAh এর ব্যাটারি ,সাথে আছে 33W ফার্স্ট চার্জিং। এটিতে আছে 8 জিবি র্যা ম, এমনকি 2.05 GHz octa-core CPU এবং Mali-G52 MC2 GPU। এটি পরিচালিত হয় একটি Mediatek Helio G96 (12 nm) এর চিপসেট দিয়ে।

 সাথে আছে 128 জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং একটি উন্নত মাইক্সো এসডি মেমরি স্লট। সবশেষে আছে একটি সাইড ফিংগার প্রিন্ট সেন্সর। এটি ব্যবহার করে লক খুলতে পারেন।

অন্যান্য ফিচারসের মধ্যে আরো পাবেন FM Radio, দুইটি SIM, face unlock ইত্যাদি।

সুবিধাঃ

✔ 6.7 ইঞ্চির  বড় সম্পুর্ণ HD+ AMOLED ডিসপ্লে/
✔ স্টাইলিশ ডিজাইন।
✔ সন্তোষজনক কোয়ালিটির front এবং back ক্যামেরা।
✔ 5000 mAh এর ভালো ব্যাটারি, 33W ফার্স্ট চার্জিং।
✔ ভালো পারফর্ম্যন্স, সাথে আছে Helio G96 এর চিপসেট দিয়ে, 8 জিবি র্যাম।
✔ দুইটি স্পিকার
✔ এন্ড্রয়েড ১২।

অসুবিধাঃ

✘ মোবাইলের বাইরের দিক প্লাস্টিকের তৈরি।
✘ কোনো ডিসপ্লে সুরক্ষা নেই।
✘ 90Hz refresh rate পাবেন না।

ব্যাক্তিগত রেটিং-- 7.8

৩। Infinix Note 10:

৳15,990 6/128 GB

এ মোবাইলে আছে 6.95 ইঞ্চির Full HD+ স্ক্রিন। এ ফোনে আছে একটি punch-hole সেলফি ক্যামেরা ডিজাইন। এ মোবাইলের ব্যাক ক্যমেরা হলো triple 48+2+2 Megapixel সাথে আছে PDAF, মনোক্রোম ক্যামেরা, ভালো সেন্সর, Quad-LED ফ্ল্যাশ, এইচডিআর ইত্যাদি এবং Quad এইচডি ভিডিও রেকর্ড করার সুবিধা। 

সেলফি ক্যামেরা হলো 16 MP। Infinix Note 10 এ মোবাইলে আছে 5000 mAh ব্যাটারি, সাথে আছে 18W ফার্স্ট চার্জিং সুবিধা। এ মোবাইলে আছে 6 জিবি RAM, ভালো 2 GHz অক্টা-কোর CPU এবং Mali-G52 MC2 GPU। মোবাইলটি পরিচালিত হয় একটি Mediatek Helio G85 (12 nm) চিপসেট এর মাধ্যমে।  এ মোবাইলে আছে 128 জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং মাইক্রো এসডি স্লট। এই ফোনের সাইডে একটি ফিংগারপ্রিন্ট সেন্সর আছে।

অন্যান্য সুবিধা হলোঃ এফএম রেডিও আছে, ডুয়েল ন্যানো সিম, ফেস আনলক ইত্যাদি।

সুবিধাঃ

✔ 6.95 ইঞ্চির বড় Full HD+ ডিসপ্লে।

✔ ডিজাইন স্টাইলিশ, Gorilla Glass 3 স্ক্রিন প্রোটেকশন।

✔ ভালো কোয়ালিটির সেলফি ও ব্যাক ক্যামেরা।

✔ 5000 mAh ব্যাটারি, 18W ফার্স্ট চার্জিং।

✔ ভালো পারফরম্যান্স,  সাথে আছে Helio G85 চিপসেট , 6 জিবি RAM।

✔ ২টি স্পিকার।

✔ স্টাইলিশ ফ্রিংগারপ্রিন্ট সেন্সর আছে।


অসুবিধাঃ

✘ কোনো 90Hz রিফ্রেস রেট নেই।

✘ প্লাস্টিক বডি।

ব্যক্তিগত রেটিং - 8.2/10


৪। Infinix Hot 11S

Infinix Hot 11S


৳14,990 4/128 GB
৳15,190 6/128 GB

এ মোবাইলে আছে 6.78 ইঞ্চির Full HD+ স্ক্রিন। এ ফোনে আছে একটি punch-hole সেলফি ক্যামেরা ডিজাইন। এ মোবাইলের ব্যাক ক্যমেরা হলো triple 50+2+2 Megapixel, সাথে আছে PDAF, f/1.6, monochrome camera, depth sensor, quad-LED flash, HDR ইত্যাদি এবং Quad HD ভিডিও রেকর্ডিং। ইনফিনিক্স মোবাইল দাম কত ২০২২.

সেলফি ক্যামেরা হলো 8 MP। Infinix Hot 11S এ মোবাইলে আছে 5000 mAh ব্যাটারি , সাথে আছে 18W ফার্স্ট চার্জিং সুবিধা। এ মোবাইলে আছে 4 অথবা 6 জিবি RAM, ভালো 2 GHz অক্টা-কোর CPU এবং Mali-G52 MC2 GPU। মোবাইলটি পরিচালিত হয় একটি Mediatek Helio G88 (12 nm) চিপসেট এর মাধ্যমে। স্টাইলিশ এ মোবাইলে আছে 128 জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং মাইক্রো এসডি স্লট। এখানে একটি ব্যাক সাইড ফিংগারপ্রিন্ট সেন্সর আছে।

অন্যান্য সুবিধা হলোঃ এফএম রেডিও আছে, ডুয়েল ন্যানো সিম, ফেস আনলক ইত্যাদি।

সুবিধাঃ

✔ 6.78 ইঞ্চির বড় Full HD+ 90Hz ডিসপ্লে।

✔ ডিজাইন স্টাইলিশ সাথে আছে স্ক্রিন প্রোটেকশন।

✔ ভালো কোয়ালিটির সেলফি ও ব্যাক ক্যামেরা।

✔ 5000 mAh ব্যাটারি, 18W ফার্স্ট চার্জিং।

✔ ভালো পারফরম্যান্সের  সাথে আছে Helio G88 চিপসেট।

✔ 6 জিবি RAM।

✔ ২টি স্পিকার।


অসুবিধাঃ ইনফিনিক্স মোবাইল দাম কত ২০২২

✘ প্লাস্টিক বডি।

ব্যক্তিগত রেটিং - 8.5/10


৫। Infinix Hot 10S 

নফিনিক্স মোবাইল দাম কত ২০২২


৳13,990 4/128 GB
৳14,990 6/128 GB

এ মোবাইলে আছে 6.82 ইঞ্চির HD+ IPS LCD স্ক্রিন। এ ফোনে আছে একটি waterdrop notch সেলফি ক্যামেরা ডিজাইন। এ মোবাইলের ব্যাক ক্যমেরা হলো triple 48+2 Megapixel + AI সাথে আছে PDAF, quad-LED flash, HDR ইত্যাদি এবং সম্পুর্ণ এইচডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা। 

সেলফি ক্যামেরা হলো 8 MP। Infinix Hot 10S এ মোবাইলে আছে 6000 mAh এর বড় ব্যাটারি, সাথে আছে 10W ফার্স্ট চার্জিং। এ মোবাইলে আছে 4 / 6 জিবি RAM, ভালো 2 GHz অক্টা-কোর CPU এবং Mali-G52 MC2 GPU। মোবাইলটি পরিচালিত হয় একটি Mediatek Helio G85 (12 nm) চিপসেট এর মাধ্যমে। 

স্টাইলিশ এ মোবাইলে আছে 64 / 128 জিবি ইন্টারন্যাল স্টোরেজ, এবং মাইক্রো এসডি স্লট। এখানে একটি ব্যাক সাইড ফিংগারপ্রিন্ট সেন্সর আছে। ইনফিনিক্স মোবাইল দাম কত এ সম্পর্কে আরো জানব।

অন্যান্য সুবিধা হলোঃ এফএম রেডিও আছে, ডুয়েল ন্যানো সিম, ফেস আনলক ইত্যাদি।

সুবিধাঃ

✔ 6.82 ইঞ্চির বড় HD+ ডিসপ্লে।

✔ সন্তোষজনক সেলফি ও ব্যাক ক্যামেরা।

✔ 6000 mAh বড় ব্যাটারি।

✔ ভালো পারফরম্যান্স, সাথে আছে Helio G85 চিপসেট।

✔ 4 জিবি RAM, 128 জিবি ROM।


অসুবিধাঃ

✘কোনো ডিসপ্লে প্রোটেকশন নেই।

ব্যক্তিগত রেটিং – 8/10


৬। Infinix Hot 12 

Infinix Hot 12


৳14,499 4/128 GB
৳15,699 6/128 GB

এ ফোনটিতে আছে 6.82 ইঞ্চির  এইচডি স্ক্রিন। এ ফোনটিতে আছে ভালো ফ্রন্ট ক্যামেরার ডিজাইন। ফোনটির পিছনের ক্যামেরাটি হলো 13+2+0.3 Megapixel সাথে আছেh autofocus, f/1.8, দুইটি-LED ফ্ল্যাশ, ইত্যাদি এবং সম্পুর্ণ HD ভিডিও রেকর্ডিং ফোনটির সামনের সেলফি ক্যামেরাটি 8 MPএর। Infinix Hot 12 ফোনটিতে আছে 5000 mAh ব্যাটারি । 

সাথে আছে 18W এর ভালো ফার্স্ট চার্জার। এটিতে আছে 4 / 6 জিবি র্যাম, এমনকি 2 GHz octa-core CPU এবং Mali-G52 MC2 GPU। এটি পরিচালিত হয় একটি Mediatek Helio G85 (12 nm) এর চিপসেট দিয়ে।  

ফোনটিতে আছে 128 জিবি internal storage এবং একটি উন্নত মাইক্সো এসডি মেমরি স্লট। সবশেষে আছে একটি সাইড ফিংগার প্রিন্ট সেন্সর। এটি ব্যবহার করে লক খুলতে পারেন।

অন্যান্য ফিচারসের মধ্যে আরো পাবেন FM Radio, দুইটি SIM, face unlock ইত্যাদি

সুবিধাঃ

✔ 6.82 ইঞ্চির  বড় HD+ 90Hz ডিসপ্লে।

✔ ভালো ডিজাইন।

✔ সন্তোষজনক front এবং back ক্যামেরা।

✔ 5000 mAh ব্যাটারি, 18W ফার্স্ট চার্জিং।

✔ ভালো পারফর্ম্যন্স সাথে আছেh Helio G85 এর চিপসেট দিয়ে।

✔ 6 জিবি র্যাম।

✔ দুইটি স্পিকার।


অসুবিধাঃ

✘ মোবাইলের বাইরের দিক প্লাস্টিকের তৈরি।

✘ ক্যামেরাটি আরো ভালো হতে পারত।

ব্যাক্তিগত রেটিং-- 7.5


৭। Infinix Hot 12 Play 

৳12,699 4/64 GB
৳13,699 4/128 GB

এ ফোনটিতে আছে 6.82 ইঞ্চির এইচ ডি স্ক্রিন । এ ফোনটিতে আছে ভালো ফ্রন্ট ক্যামেরার ডিজাইন। ফোনটির পিছনের ক্যামেরাটি হলো 13+2+0.3 Megapixel সাথে আছে  autofocus, f/1.8, দুইটি-LED ফ্ল্যাশ, ইত্যাদি এবং সম্পুর্ণ HD ভিডিও রেকর্ডিং। ফোনটির সামনের সেলফি ক্যামেরাটি 8 MP।

 Infinix Hot 12 Play ফোনটিতে আছে 6000 mAh  ব্যাটারি সাথে আছে 10W এর ভালো ফার্স্ট চার্জার। এটিতে আছে 4 জিবি র্যা ম, এমনকি 2.3 GHz octa-core CPU এবং PowerVR GE8320 GPU। 

এটি পরিচালিত হয় একটি Mediatek Helio G35 (12 nm) এর চিপসেট দিয়ে।   ফোনটিতে আছে 64 / 128 জিবি internal storage এবং একটি উন্নত মাইক্সো এসডি মেমরি স্লট। এটিতে আছে একটি back-mounted ফিংগারপ্রিন্ট সেন্সর।

অন্যান্য ফিচারসের মধ্যে আরো পাবেন FM Radio, দুইটি SIM, face unlock ইত্যাদি।

সুবিধাঃ

✔ 6.82 ইঞ্চির  বড় HD+ 90Hz ডিসপ্লে।

✔ ভালো ডিজাইন।

✔ সন্তোষজনক front এবং back ক্যামেরা।

✔ 6000 mAh ব্যাটারি।

✔ দুইটি স্পিকার।

৮০০০ টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ ২০২২।

অসুবিধাঃ

✘ মোবাইলের বাইরের দিক প্লাস্টিকের তৈরি।

✘ Helio G35 এর চিপসেট দিয়ে পরিচালিত।

ব্যাক্তিগত রেটিং-- 7


৪। Infinix Hot 10 Play: জনপ্রিয় এ ইনফিনিক্স মোবাইল দাম কত?

৳9,990 3/32 GB
৳10,990 4/64 GB

এ মোবাইলে আছে 6.82 ইঞ্চির HD+ IPS LCD স্ক্রিন। এ ফোনে আছে একটি waterdrop notch সেলফি ক্যামেরা ডিজাইন। এ মোবাইলের ব্যাক ক্যমেরা হলো Dual 13 Megapixel এবং secondary lens, সাথে আছে PDAF, quad-LED flash, HDR ইত্যাদি এবং সম্পুর্ণ এইচডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা। 

সেলফি ক্যামেরা হলো 8 MP। Infinix Hot 10 Play এ মোবাইলে আছে 6000 mAh এর বড় ব্যাটারি, সাথে আছে 10W ফার্স্ট চার্জিং। এ মোবাইলে আছে 4 জিবি RAM, ভালো 2 GHz অক্টা-কোর CPU এবং Mali-G52 MC2 GPU।

 মোবাইলটি পরিচালিত হয় একটি Mediatek Helio G25 (12 nm) চিপসেট এর মাধ্যমে। স্টাইলিশ এ মোবাইলে আছে 64 জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং মাইক্রো এসডি স্লট। এখানে একটি ব্যাক সাইড ফিংগারপ্রিন্ট সেন্সর আছে।

মোবাইল নিয়ে লিখাঃ


অন্যান্য সুবিধা হলোঃ এফএম রেডিও আছে, ডুয়েল ন্যানো সিম, ফেস আনলক ইত্যাদি।

সুবিধাঃ

✔ 6.82 ইঞ্চির বড় HD+ ডিসপ্লে।

✔ সন্তোষজনক সেলফি ও ব্যাক ক্যামেরা।

✔ 6000 mAh ব্যাটারি

✔ ভালো পারফরম্যান্স।


অসুবিধাঃ

✘কোনো ডিসপ্লে প্রোটেকশন নেই।

ব্যক্তিগত রেটিং - 7.5


৯। Infinix Smart 5 Pro

৳8,490 2/32 GB
৳9,490 3/64 GB

এ মোবাইলে আছে 6.52 ইঞ্চির HD+ স্ক্রিন। এ ফোনে আছে একটি waterdrop notch ডিজাইন। এ মোবাইলের ব্যাক ক্যমেরা হলো dual 13 MP + QVGA সাথে আছে quad-LED flash, autofocus ইত্যাদি। 

এবং সম্পুর্ণ এইচডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা। সেলফি ক্যামেরাটি হলো 8 MP। Infinix Smart 5 Pro এ মোবাইলে আছে 6000 mAh ব্যাটারি, সাথে আছে 10W ফার্স্ট চার্জিং সুবিধা। 

এ মোবাইলে আছে 2 জিবি RAM, 1.6 GHz অক্টা-কোর CPU এবং PowerVR GE8322 GPU। ফোনটি পরিচালিত হয় একটি নাম না জানা চিপসেট এর মাধ্যমে। স্টাইলিশ এ মোবাইলে আছে 32 ইন্টারন্যাল স্টোরেজ এবং মাইক্রো এসডি স্লট। এখানে একটি ব্যাক সাইড ফিংগারপ্রিন্ট সেন্সর আছে।

অন্যান্য সুবিধা হলোঃ এফএম রেডিও আছে, ডুয়েল ন্যানো সিম, ফেস আনলক ইত্যাদি।

সুবিধাঃ

✔ 6000 mAh বড় ব্যাটারি।

✔ এ প্রাইসে ভালো ক্যামেরা।

✔ এন্ড্রয়েড 11 Go

✔ HD+ ডিসপ্লে

ব্যক্তিগত রেটিং – 7/10

১৫০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২২।


অসুবিধাঃ

✘ তুলনামূলক দুর্বল পারফরম্যান্স।


১০। Infinix S5

৳13,490

এ মোবাইলে আছে 6.6 ইঞ্চির HD+ স্ক্রিন। এ ফোনে আছে একটি punch-hole সেলফি ক্যামেরা ডিজাইন। এ মোবাইলের ব্যাক ক্যমেরা হলো Quad 16+5+2 MP + AI Lens সাথে আছে PDAF, wide, depth sensor, quad-LED flash ইত্যাদি এবং সম্পুর্ণ এইচডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা। 

সেলফি ক্যামেরাটি হলো 32 MP। Infinix S5 এ মোবাইলে আছে 4000 mAh এর ব্যাটারি, সাথে আছে 10W ফার্স্ট চার্জিং সুবিধা। 

এ মোবাইলে আছে 4 জিবি RAM, 2 GHz অক্টা-কোর CPU এবং PowerVR GE8320 GPU। মোবাইলটি পরিচালিত হয় একটি 12 nm MediaTek MT6762 Helio P22 চিপসেট এর মাধ্যমে। স্টাইলিশ এ মোবাইলে আছে 64 ইন্টারন্যাল স্টোরেজ এবং মাইক্রো এসডি স্লট। এখানে একটি ব্যাক সাইড ফিংগারপ্রিন্ট সেন্সর আছে।

অন্যান্য সুবিধা হলোঃ এফএম রেডিও আছে, ডুয়েল ন্যানো সিম, ফেস আনলক ইত্যাদি।

ব্যক্তিগত রেটিং - 6.8/10


১১। Infinix Note 8i

৳14,990 6/128 GB

এ মোবাইলে আছে 6.78 ইঞ্চির HD+ স্ক্রিন। এ ফোনটির ডিসপ্লে একটি Corning Gorilla Glass দ্বারা সুরক্ষিত। এ ফোনে আছে একটি punch-hole সেলফি ক্যামেরা ডিজাইন। এ মোবাইলের ব্যাক ক্যমেরা হলো quad 48+2+2+2 Megapixel সাথে আছে PDAF, macro camera, depth sensor, quad-LED flash, HDR ইত্যাদি এবং Quad HD  ভিডিও রেকর্ডিংসুবিধা। এ ফোনের সেলফি ক্যামেরাটি হলো 8 MP। 

Infinix Note 8i এ মোবাইলে আছে 5200 mAh ব্যাটারি, সাথে আছে 18W ফার্স্ট চার্জিং সুবিধা। এ মোবাইলে আছে 6 জিবি RAM, ভালো 2 GHz অক্টা-কোর CPU এবং Mali-G52 MC2 GPU। 

মোবাইলটি পরিচালিত হয় একটি Mediatek Helio G80 (12 nm) চিপসেট এর মাধ্যমে। স্টাইলিশ এ মোবাইলে আছে 128 জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং মাইক্রো এসডি স্লট। এই ফোনের সাইডে একটি ফিংগারপ্রিন্ট সেন্সর আছে।

অন্যান্য সুবিধা হলোঃ এফএম রেডিও আছে, ডুয়েল ন্যানো সিম, ফেস আনলক ইত্যাদি।

ব্যক্তিগত রেটিং - 7.8/10


ইনফিনিক্স ফোনের দাম এত কম কেন?

ইনফিনিক্স ব্র‍্যান্ডের মোবাইল ফোনের দাম কম হওয়ার প্রধান কারণ হল ফোনগুলো দেশেই এসেম্বল করা হয়। যার ফলে ফোন আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ট্যাক্স দিতে হয়না।

দাম কম হওয়ার স্বত্বেও ইনফিনিক্স এর ফোনগুলো মানুষের হাতে হাতে না হওয়ার কারণ হল বিশ্বাসযোগ্যতা। বাজারে নতুন নাম হওয়ায় মানুষ এখনো ভালোভাবে ইনফিনিক্স নামটিকে নিজেদের বিশ্বাসের খাতায় যোগ করতে পারেনি।

20000 টাকার মধ্যে মোবাইল ২০২২।


শেষকথাঃ

এ হলো ইনফিনিক্স ব্র্যান্ডের কিছু ভালো ও টেকসই ফোন। ভালো লাগলে চেয়ে নিতে পারেন। ইনফিনিক্স ফোনের দাম ২০২২ সম্পর্কে বুঝতেই পেরেছেন। এ ব্র্যান্ডের আরো অনেক ফোন আছে, তবে আমি এ কয়টি ফোনের তালিকা করলাম। আসসালামু ওয়া আলাইকুম!

Credit: Mobiledokan

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post