রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ সমূহ

বর্তমান সময়ে পুরো বিশ্ব অনলাইন নির্ভর হয়ে দাঁড়িয়ে আছে। কাজেই টাকা আয় কিংবা রেফার করে ইনকাম করা ব্যাপারটা আমরা চাইলে অনলাইনেই করে নিতে পারি। 

অনেকেই চাচ্ছেন, রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ সম্পর্কে জানতে। তাছাড়া কিছু ওয়েবসাইট সম্পর্কে জানতে যেখানে রেফার করে প্রচুর পরিমানে আয় করা যায়। 

{tocify} $title={Table of Contents}

রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ ২০২২

রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ।

অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠান বা অ্যাপ থেকে রেফার করে  টাকা  আয় করা যায়। সেখানে রেফারাল কোড শেয়ার, নতুন বন্ধুদের আমন্ত্রণ করে নগদ ক্যাশ পাওয়া যায়। 

যেমনঃ Servey Junkey, Swagbucks ইত্যাদি। রেফার করে আয় করার অ্যাপে কাজ জানতে পুরো পোস্টটি পড়ুন।

বেশিরভাগ বাংলাদেশী ওয়েব সাইট গুলো থেকে রেফার করে ইনকাম করে ভালো আয় বা ইনকাম পাওয়া যায় না। যদি আপনি এই ব্যাপারে একটু এডভান্সড হতে চান।

তাহলে অবশ্যই কিছু বৈদেশিক ওয়েবসাইটে আপনাকে ঘাটাঘাটি করতে হবে।আমরা আজকে রেফার করে ইনকাম করা যায় এরকম ওয়েবসাইটগুলো রিভিউ করব।

আমরা টেলিভিশন, ইন্টারনেট দুনিয়ায় প্রমোটিং, এডভার্টাইজিং অনেক বেশি দেখি। প্রমোট করা কিংবা এডভারটাইস করা যখন কাস্টমারদের দাঁড়া স্বয়ংক্রিয়ভাবে হবে, তখন সেটাকে আমরা বলি রেফার করা। 

এর মানে হলো একটি ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য গুলো যদি কাস্টমারদের মাধ্যমে প্রমোট করে, তাহলে সেটাকে আমরা বলি রেফার করানো। 

এখন কাস্টমাররা তাদের পণ্য বা প্রোডাক্ট প্রমোট করছে, তার মাধ্যম কিন্তু ওই কাস্টমাররা উপার্জন করে নিচ্ছে। আজকে আমরা মূলত রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ সম্পর্কে জানব।

ব্যবসা করার ক্ষেত্রে একটি বড় ব্যাপার হল বিশ্বস্থতা। কোনো একটি প্রোডাক্টে যে কেউ চাইলে বিশ্বাস করতে পারে না। তখনই বিশ্বাস জন্মাবে, যখন সেই পণ্যটি বন্ধু অথবা পরিবারের কোনো সদস্য দ্বারা তার কাছে প্রমোট করানো যাবে।

আর এজন্যই রেফার করা কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়েছে। আপনাকে এর জন্য কোন খরচ করতে হবে না। কাউকে রেফার করা খুবই সহজ এবং ফ্রি। তবে এর জন্য আপনাকে ওই কোম্পানিটি অবশ্যই টাকা পে করবে।

রেফার করার মাধ্যমে প্রমোট করানো প্রতিটি ব্যবসায়ের জন্য একটি কার্যকরী উপায়। তাই আজকের এই ব্লগে আমি কতগুলো কোম্পানি বা ওয়েবসাইট এর সেট আপনাদের কাছে তুলে ধরব। যারা রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ ভালোই সুযোগ দেয়।


রেফার করে টাকা ইনকাম করার অ্যাপসে কিভাবে কাজ করব?

একটি জরিপ অ্যাপস বা ওয়েবসাইট তার কাস্টমারদের কে খুব ভালো করে বুঝে। অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের কাস্টমারদের বুঝার জন্য জরিপ করার প্রতিষ্ঠানগুলো একধাপ এডভান্সড থাকে। 

আর এটা তারা কাস্টমারদের সহযোগিতা নিয়েই করে থাকে।

আপনি একটি জরিপ প্রতিষ্ঠানে যখন সাইন আপ করবেন, সর্বপ্রথম আপনাকে জরিপ ফিলাপ করার জন্য বলা হবে। তারপর ভিডিও দেখা, গেমস খেলা, অনলাইনে শপিং করা, তাদের সার্চ ইঞ্জিন ব্যবহার করা, প্রোডাক্টের রিভিউ দেওয়া এসব কাজ করতে হতে পারে।

তারা আপনাকে এ সমস্ত কাজ করাবে সরাসরি আসল টাকা দেয়ার মাধ্যমে। তারা শুধুমাত্র কাস্টমারদের রুচি সম্বন্ধে জানতে চায়। যেটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুবই দরকারি।

আর এসব জরিপ প্রতিষ্ঠানগুলো আপনাকে রেফার করে আয় করার সুযোগ করে দিবে। সেখানে রেফার করে কিন্তু ভালো ইনকাম করা যায়।

ধরুন, আমি আপনি একজন বাঙালি। কিংবা ভারত ও বাংলাদেশ রিজিওন এর বাসিন্দা। আমাদের কাছে ওই বৈদেশিক ওয়েবসাইট গুলোতে ইনকাম করা অনেক বেশি মুশকিল হইতে পারে। 

তার কারণ এগুলো বিভিন্ন ওয়েস্টার্ন দেশীয় জন্য উপযুক্ত।  তবে আমরা চাইলে যেকোনো প্রিমিয়াম আইপি অ্যাড্রেস ক্রয় করে সরাসরি আমেরিকা থেকে লগইন করতে পারি। এমনটা বুঝিয়ে ভালো মত জরিপ পূরণ করে ইনকাম করতে পারি। 

আর এর জন্য শুধুমাত্র লাগবে একটি প্রিমিয়াম আইপি অ্যাড্রেস। যেটি আপনি 1000 থেকে 2000 টাকার মধ্যে এক বছরের জন্য নিতে পারবেন। 

পাশাপাশি একটি পেউনার অথবা পেপাল একাউন্ট। যদি এ দুটি ব্যাপারে নিশ্চিত হন, তাহলে সার্ভে ওয়েবসাইট থেকে ভালো ইনকাম করতে পারবেন। 

আপনি যদি বাংলাদেশের বিভিন্ন ফেসবুক গ্রুপ যেগুলোতে জরিপ পূরণ করার ব্যাপারে বেশ ভালো পরামর্শ দেয়া হয়। সেগুলো একটু ঘাটাঘাটি করেন, তাহলে দেখবেন। এমন অনেক মানুষ আছে। যারা খুব সহজেই মাসে 15 থেকে 30 হাজার টাকা ইনকাম করে নিচ্ছে। শুধুমাত্র জরিপ পূরণ করার মাধ্যমে।


রেফার করে টাকা ইনকাম করার এপস এর তালিকা

কিছু মানি মেকিং এপ্স আছে। মানে যেগুলোতে মানি বা টাকা আয় করা যায়। এই অ্যাপ গুলো থেকে রেফার করে আয় করার সুযোগ থাকে। 

তাছাড়া বিভিন্ন মানি ট্রান্সফার ওয়েবসাইট, ইনভেস্টমেন্ট সার্ভিস গুলোতে কিন্তু নতুন ব্যবহারকারীদের রেফার করে আয় করা যায়। নিচে কিছু money-making apps থেকে রেফার এর মাধ্যমে আয় করা সম্পর্কে জানব। যেগুলো এক কথায় রেফার করে টাকা ইনকাম করার অ্যাপনামেই পরিচিত।


1. Survey Junkie:

সার্ভে জানকি খুব জনপ্রিয় এবং বেশি পে করে এমন একটি জরিপ সাইট।


প্রতি 1 জনকে রেফার করলে এবং রেফার করা লোক যদি ভিন্ন আইপি অ্যাড্রেস এর মাধ্যমে এ সাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করে। তবে আপনি সাথে সাথে পেয়ে যাবেন $1.50। আপনি কত জনকে রেফার করতে সক্ষম হয়েছেন? তার উপর ভিত্তি করে পুরো আর্নিং টা আসবে। আর এখানে রেফার করা কিন্তু অনেক বেশি সহজ আর বিশ্বস্ত।


2. Swagbucks:

সোয়াগ বাগে প্রতিটি ইউনিক সাইন আপের জন্য আপনাকে পাঁচ ডলার বোনাস দেওয়া হবে। আমার জানামতে, সাইনাপগুলো মূলত ওয়েস্টার্ন দেশগুলো থেকে হতে হয়। 

আর এর আগে যদি আপনি রেজিস্ট্রেশন না করে থাকেন। তাহলে চাইলে করতে পারেন। 

যদি আপনি জরিপ পূরণ করে ইনকাম করতে চান, তবে এখানে আসতে পারেন। এখানে রেফার করে আয় করার সবচেয়ে ভালো সুযোগ আছে। পাশাপাশি প্রথমবার সাইন আপ করলে এখানে 5 ডলার সাইন আপ বোনাস পাবেন।


3. InboxDollars:  রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ

ইনবক্স ডলার জরিপ পূরণ করার একটি সাইট। ইনবক্স ডলার সাইটে আপনি নিজের বন্ধুদের রেফার করে প্রতি রেফারে এক ডলার পাবেন। এখানে ভিপিএন ব্যবহার করা প্রয়োজন।

আর প্রথমবার সাইন আপ করলে আপনি 5 ডলার পেয়ে যেতে পারেন। 

প্রথমবার সাইন আপ করার পর আপনি 5 জনকে রেফার করতে পারবেন। আর প্রতি জন রেফার করা ইউনিক ব্যক্তি যদি ওয়েবসাইটে সাইনআপ করে। তাহলে আপনি সর্বমোট 5 ডলার পাবেন। 

পরবর্তীতে রেফার করার পর আপনি রেফার করা ব্যক্তির মোট আয়ের 10 ভাগ সবসময় পাবেন। 


4. Vindale Research:

এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট। এর বিভিন্ন কারণে জনপ্রিয়তা আছে। যেমন ধরুন, এখানে পেইড সার্ভে করা হয়। প্রোডাক্ট রিভিউ, ভিডিও দেখে আয় করা যায়। আর এই ওয়েবসাইটটিতে রেফার করে আয় করার সুযোগ থাকে।

এখানে প্রতি একজন বন্ধুকে রেফার করলে আপনি 5 ডলার বোনাস পাবেন। যত বেশি বন্ধুদের রেফার করতে পারবেন, তত বেশি আয় করতে সক্ষম হবেন।


5. MyPoints:

MyPoints আপনাকে প্রতি একজনকে এই ওয়েব সাইটে সাইন আপ করার বদলে 25 পয়েন্ট প্রদান করবে। তাছাড়া যাকে রেফার করেছেন সে যদি 30 দিনের মধ্যে 20 ডলারের একটি পেমেন্ট সম্পন্ন করে।

তবে আপনি আরও 750 পয়েন্ট পাবেন। এখানে প্রতি 700 পয়েন্ট এর আসল মূল্য হল 5 ডলার। মানে এখানে আপনি 5 ডলার নিমিষে একজন বন্ধুকে রেফার করে পেয়ে যেতে পারেন।

আপনি এখানে আনলিমিটেড রেফার করতে পারবেন। আর আপনার রেফার করা ব্যক্তির মোট আয়ের 10 ভাগ আপনি সবসময় একাউন্টে বোনাস হিসাবে পাবেন।

পড়ুনঃ

এগুলো হলো কিছু বৈধ জরিপ পূরণ করার সাইট। যেগুলোতে প্রতিনিয়ত রেফার করে আয় করা সম্ভব। এগুলো এরকম না যে, কিছুদিন রেফার করে আয় করলেন এমনকি পেমেন্ট নিলেন।

তারপর আর রেফার করার জন্য সুযোগ দিচ্ছে না। কিংবা পেমেন্ট করছে না। বরং এ ওয়েবসাইট গুলো সব সময় চলে। এবং সমান জনপ্রিয়তা নিয়ে সব সময় এগোয়। 


6. Rakuten রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ

rakuten হল একটি বৈদেশিক ওয়েবসাইট। এখানে অনেক দারুন ফিচার ও সুবিধা আছে।

এখানে প্রতিটি পারসেজ (purchase) সম্পন্ন করলে, সেখানে 40 ভাগ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায়। এখানে আপনি যে কাউকে রেফার করলে পাচ্ছেন 10 ডলার বোনাস।

আপনার রেফারাল করা ব্যক্তি যদি নতুন কোন প্রোডাক্ট ক্রয় করে, তবে সে রেফারেল বোনাস পাবেন।


7. BeFrugal

BeFrugal আপনাকে পে করছে আপনার প্রতিটি বন্ধুকে রেফার করার জন্য 15 ডলার। আপনি এখানে প্রথমবার সাইন আপ করলে দশ ডলার সাইন আপ বোনাস পাবেন।


8. TopCashback:

এই ক্যাশব্যাক এপে ভালো উতাল অফার দেয়া হবে। এখানে রেফারাল সুবিধা আছে। প্রতি রেফারে 10 ডলার আয় করা যায় এখানে প্রথমবার সাইনআপ করলে সাইন আপ বোনাস পাওয়া যায়। 


9. Ibotta:

এটি একটি ক্যাশব্যাক অ্যাপ্লিকেশন। এখানে বিভিন্ন অ্যাপ এর বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিংবা ডিজিটাল কারেন্সি ক্রয়ে কুপন ডিসকাউন্ট পাওয়া যায়। এখানে প্রতি 10 ডলার পাবেন যে কাউকে রেফার করলেই।

সে রেফারটি যদি সঠিকভাবে সম্পন্ন হয়, তবে আপনি রেফার বোনাস পাবেন। আর প্রথমবার সাইন আপ বোনাস হিসেবে থাকছে 5 ডলার।


10. Amazon Prime:

এই ওয়েবসাইটটি e commerce সাইট। এখানে নতুন ক্রয়ের জন্য কাউকে রেফার করলেই পাচ্ছে  ৫ ডলার বোনাস। আর অবশ্যই এমাজন প্রাইমের জন্য কাউকে রেফার করতে হয়। তাছাড়াও যে রেফার গ্রহণ করে সে এখানে ৩০ দিনের ফ্রি ট্রায়াল পায়। 


11. Amazon Prime Student:

এটা এমাজন প্রাইমের মতই। এখানে যেকোনো বন্ধুকে রেফার করলেই পাওয়া যায় ১০ ডলার সাইন আপ বোনাস। 


12. Living Social: রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ

লিভিং সোশ্যাল একটি শপিং ওয়েবসাইট। এখানে প্রতিটি রেফারালের জন্য ৫ ডলার করে পাওয়া যায়। 


13. Acorns: রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ

এটি একটি টাকা আয় করার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের একটি এপ্লিকেশন আছে। যেটি আমরা প্লে স্টোরে পেয়ে যাবো। এখানে ইনভেস্ট করা যায়।

এটি একটি স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের মত। আপনি নিজের মতো করে স্টক পারচেজ করে।  ইনভেস্ট করা যেতে পারে। 

তাছাড়া সেভিংস একাউন্ট তৈরি করতে পারেন। এখানে আপনি রেফার করে খুব সহজে ইনকাম করতে পারেন।

এখানে চারজন ইউনিয়ন রেফারাল যদি একাউন্ট সাইনআপ করে। অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট শুরু করে। তাহলে তার জন্য আপনি 250  ডলার পর্যন্ত রেফার বোনাস পাবেন। খুবই দারুণ, তাই না?


14. Mylo

এটি একটি অটোমেটেড ফাইন্যান্সিয়াল সার্ভিস। যেটা অনেকটা Acorns এর মতই।

এখানে যে কোন একজন বন্ধুকে রেফার করলেই 5 ডলার সাইন আপ বোনাস পাবেন। 


15. Betterment

Betterment হলো একটি ইনভেস্টমেন্ট কোম্পানি। এখানে ইনভেস্টিং করার ব্যাপারে বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হয়। এখান থেকে চাইলে এক মাসের জন্য ফ্রি ম্যানেজমেন্ট পেয়ে যাবেন।  


16. ShareASale

ShareASale হলো একটি অ্যাফিলিয়েট মার্কেটিং নেটওয়ার্ক। এই ওয়েবসাইটটিতে ব্লগারদের জন্য অসংখ্য অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে।

আপনি সেই অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ জয়েন করে এফিলিয়েট লিংক শেয়ারিং এর মাধ্যমে প্রতি ১ জনকে উদ্বুদ্ধ করতে পারলেই একবার পাচ্ছেন ১ ডলার করে।


17. FlexOffers

এটিও একটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম এর মত। এখানে প্রতিটি রেফারের জন্য আপনি পাচ্ছেন 1 ডলার। আর যাকে রেফার করছেন তার পুরো ইনকামের 5 ভাগ থেকে শুরু করে 50 ভাগ পর্যন্ত টাকা আপনার একাউন্টে সবসময় এড হবে।

18. Bluehost

ব্লু হোস্ট একটি হোস্টিং সার্ভিস প্রভাইডার কোম্পানি। এখানে আপনি রেফারাল তৈরি করার মাধ্যমে 65 ডলার পর্যন্ত আয় করার সুযোগ পাচ্ছেন। 


19. WP Engine

WP Engine হল একটি ওয়ার্ডপ্রেস হোস্টিং ম্যানেজমেন্ট টুল। এই ওয়েবসাইটে অন্ততপক্ষে 200 ডলার বোনাস পাচ্ছে রেফার করার মাধ্যমে।


20. Real Cash Games

গেম খেলে টাকা আয় করার জন্য এটা অনেক ভালো একটি সফটওয়্যার। এখানে আপনি গেম খেলে পয়েন্ট জিততে পারেন। পয়েন্টগুলোকে আসল টাকায় কনভার্ট করে মোবাইল রিচার্জের মাধ্যমে নিতে পারেন।

বন্ধুদের রেফারেন্স লিংকের মাধ্যমে জয়েন করিয়ে প্রচুর টাকা আয় করতে পারবেন। কুইজের আয়োজন করা হয় যেটার মাধ্যমে ভালো মানের টাকা আয় করতে পারবেন।


শেষকথাঃ

তো আজকের ব্লগে আমরা জানলাম, রেফার করে ইনকাম করার কি কি উপায় আছে? তাছাড়া কিছু ওয়েবসাইট বা রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ দেখে নিলাম। 

যেগুলো থেকে রেফার করে আয় করা যায়। আমার এই ব্লগপোষ্টের আপডেট করা হবে। কারণ নতুন ভালো কোনো রেফার করে আয় করার ওয়েবসাইট সম্বন্ধে জানলেই এই ব্লগে অ্যাড করব। 

পড়ুনঃ

কাজেই প্রায় সময় আপনি চাইলে এই ব্লগপোস্ট ভিজিট করতে পারেন। যাতে করে আপনি এ সম্বন্ধে ভালো আইডিয়া নিতে পারেন। আর এখানে টাকা আয় করা সম্বন্ধে ভালো ভালো পোস্ট লেখা হয়। যদি আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে খুবই উপকৃত হব।

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

1 Comments

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post