যদি আমাকে প্রশ্ন করা হয়, গ্যারেনা ফ্রী ফায়ার গেমটি কয়টি সোর্স থেকে অনলাইনে ডাউনলোড করা সম্ভব? তাহলে আমি বলব, হাজারেরও বেশি সোর্স আছে। যেখান থেকে সহজেই ফ্রী ফায়ার ডাউনলোড করব অনলাইনে।গ্যারেনা ফ্রী ফায়ার একটি জনপ্রিয় গেম। এ গেমের ডাউনলোড লিঙ্ক আমরা সবাই চাই, যাতে ডাউনলোড করে নিতে পারি।
তো আজকে আমি মাত্র ফ্রি ফায়ার ডাউনলোড করার দুইটি সোর্স ও অন্যান্য বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো। যা গ্যারেনা ফ্রী ফায়ার গেমটি ডাউনলোড করতে বিশেষ হেল্প করবে। গ্যারেনা ফ্রী ফায়ার গেম কিভাবে ডাউনলোড করবেন? এবং ডাউনলোড লিংক সম্বন্ধে উপযুক্ত তথ্য দেয়ার চেস্টা করব।
পাশাপাশি ফ্রী ফায়ার ডাউনলোড করব অনলাইন থেকে তো কি ধরনের স্পেসিফিকেশন মোবাইলে থাকা লাগবে? সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। তাছাড়া মাঝে মাঝে গেমটি কেন ফোনে ইন্সটল হয় না তার যথাযথ কারণ ব্যাখ্যা করব। কাজেই সম্পুর্ণ ব্লগটি পড়লে এমন অনেক কিছু জানবেন, যা এপ্স ডাউনলোড ও ইন্সটল বিষয়ে নানা সমস্যার সমাধান করবে।
ফ্রী ফায়ার গেম অনলাইন ডাউনলোড।
ফ্রী ফায়ার একটি জনপ্রিয় গেম। এটি একটি ব্যাটেল রয়েল গেম। যেখানে একাধিক অনলাইন প্লেয়ার একটি যুদ্ধ, মারামারি, ফাইটে লিপ্ত হয়। আর সেখানে সবশেষে যে প্লেয়ার ফাইটিং এর মধ্য দিয়ে শেষ পর্যন্ত সারভাইব করে বা বেঁচে থাকে। সে হয় উইনার। সে ম্যাচটিতে booyah লাভ করে। এটি একটি জনপ্রিয় গেম।
আর এ গেমের জনপ্রিয়তা বাংলাদেশ-ভারত রিজিওনে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে এই গেমের প্লেয়াররা কিংবা যারা গেম খেলতে উৎসাহী, তারা গেমটি ডাউনলোড করতে চায়। আর গেমটি কিভাবে ডাউনলোড করবেন? তার সম্বন্ধে অনেকে হয়তো ভালোমতো জানে না। যার কারণে গুগলের সার্চ করে "ফ্রী ফায়ার গেমটি ডাউনলোড করব" লিখে।
তো আজকে আমি আপনার সকল ধরনের দ্বিধা দূর করা, আর গেমটি ডাউনলোড করার সম্পূর্ণ প্রসেস দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক।
ফ্রী ফায়ার ডাউনলোড করবো কিভাবে?
ফ্রী ফায়ার গেম অনলাইনে ডাউনলোড করার মোট দুইটি প্রসেস আমি দেখাচ্ছি। প্রথমটি হচ্ছে, গুগল প্লে স্টোর। আর দ্বিতীয়টি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, ওয়েব স্টোর অথবা ওয়েব ব্রাউজারের মাধ্যমে।
তো গুগল প্লে স্টোর সম্বন্ধে আমরা সবাই জানি। সকল এন্ড্রয়েড এপ্স গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। আর গুগল প্লে স্টোরের অ্যাপ্লিকেশন গুলো সম্পূর্ণ নিরাপদ। পাশাপাশি ব্যবহারের জন্য উপযোগী।
তাছাড়া গুগল প্লে স্টোর থেকে এপ ডাউনলোড করার ক্ষেত্রে মাঝে মাঝে বিশেষ সমস্যা হয়। তবে খুব কম সংখ্যক বার এমনটা হয়৷ অনেক ক্ষেত্রে দেখা যায়, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর সেটি ইনস্টল হয় না। গুগল প্লে-ষ্টোরে কোন একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হচ্ছে না।
এরকম সময়ে কোনো এপ ব্রাউজারে গিয়ে ডাউনলোড করার চেষ্টা করি। যেকোনো একটি ওয়েব স্টোরেও সকল এন্ড্রয়েড এপ্লিকেশন আছে। সেগুলো আমরা সরাসরি ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করতে পারি।
ঠিক এভাবে আমি ওয়েব ব্রাউজারের মাধ্যমে সম্পুর্ন ভিন্ন উপায়ে কিভাবে ডাউনলোড করতে হয়? সেটাও বলবো। এতে করে ব্রাউজারের মাধ্যমে ফ্রী ফায়ার গেমের apk+obb ফাইল ডাউনলোড করতে পারবেন। যখন মনে চায়, তখনই গেমটি ইন্সটল করতে পারবেন।
আবার গেমটি আন-ইন্সটল করলে ফাইলটি মোবাইলে স্টোর থাকবে। এতে করে ফাইলটি হারিয়ে যাবে না। আবার পুনরায় ফাইলটি ইন্সটল করে ফ্রি ফায়ার গেমটি খেলা যাবে। একটু পর পর ডাউনলোড করতে হবে না। তো এইটি হলো ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফ্রি ফায়ার ডাউনলোড করার সুবিধা।
গুগল প্লে স্টোর এর মাধ্যমে ফ্রী ফায়ার ডাউনলোড
অনলাইন
এ প্রসেস বা পদ্ধতিটি খুবই সহজ। আমাদের সকলের মোবাইলে কমবেশি গুগল প্লে স্টোর ইন্সটল থাকে। যদি ইনস্টল করার না থাকে, তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ইন্সটল করুন।
Free Fire গেম ডাউনলোড করার লিংকঃ নিচে ক্লিক করুন।
গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটি ওপেন করুন।
অ্যাপ্লিকেশন ওপেন করার পর একেবারে উপরের সার্চ বার দেখবেন।
সেখানে free fire লিখে সার্চ করতে হবে। তো আমি যেভাবে চিত্রে দেখাচ্ছি ঠিক সেভাবেই কাজ করুন। আর এখানে আমি চিত্র এরো চিহ্ন দিয়ে বুঝিয়েছি, যে কোথায় গিয়ে কি করতে হবে?
free fire লিখে সার্চ করার পর, আপনি নিচের চিত্রের মত করে এপটি পেয়ে যাবেন এবার গিয়ে Install অপশনে ক্লিক করুন।
ইন্সটল অপশনে ক্লিক করার পর, দেখবেন এপটিতে Downloading আসছে।
এরকমটা আসলে বুঝতে পারবেন, appটি ফোনে ইন্সটল করা সম্ভব কিনা গুগল প্লে সেটা প্রসেসিং করবে। তারপর সেখানে মেগাবাইট আসা শুরু করলে বুঝবেন ডাউনলোড করা শুরু হয়ে গেছে। এবং এপটি দ্রুতই ইন্সটল হয়ে যাবে।
গুগল প্লে স্টোরে এপ ডাউনলোড করার সুবধাঃ
১) এপ্প দ্রুত ডাউনলোড হয়। ডাউনলোডিং স্পীড থাকবে সাধারণ কানেকশনে 1-3 MB/ Second।
২) প্লে স্টোর থেকে এপ ডাউনলোড করার নিরাপদ।
৩) প্লে স্টোর থেকে এপ সরাসরি ইন্সটল হয়।
apk pure ওয়েব এপ স্টোর থেকে ফ্রী ফায়ার ডাউনলোড করুন।
Apk pure থেকে সরাসরি ক্রোম ব্রাউজার ব্যবহারে ফ্রি ফায়ার এর xapk ভার্সন ডাউনলোড করা যায়।
Xapk কি?
xapk হলো এমন এক ধরনের file type যেখানে apk ভার্সন ও তার obb ফাইল এক সংগে যুক্ত থাকে। apkpure থেকে আমরা চাইলে ফ্রী ফায়ার xapk ডাউনলোড করতে পারি। xapk ইন্সটল করার জন্য আমাদের xapk installer নামক মাত্র ৩ এম্বির একটি এপের প্রয়োজন যেটির লিংক আমি এই ব্লগেই দিয়ে দিব।
প্রথমত, আমি apk pure সাইট থেকে ফ্রী ফায়ার ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি।
apkpure.com থেকে ফ্রী ফায়ার ডাউনলোডঃ এখানে ক্লিক করুন।
লিংকে ক্লিক করলে নিচের মতো ইন্টারফেস পাবেন। এবার নিচের চিত্রের মতো Download Xapk বাটনে ক্লিক করুন।
এবার নিচের মতো ইন্টারফেস আসবে। ৫ সেকেন্ড অপেক্ষা করুন।
অটোম্যাটিকালি ডাউনলোড শুরু হয়ে যাবে। আর যদি the file is harm for download এমন টাইপের লেখা আসে, তাহলে ok বাটনে ক্লিক করুন। apkpure এর এই ফাইলটি সম্পুর্ণ নিরাপদ। তেমন কিছুই হবে না।
ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ডাউনলোড সম্পন্ন হয়ে গেলে। আরেকটি স্টেপে যেতে হবে।
এবার আপনাকে xapk installer এপটি ডাউনলোড করতে হবে। খুবই ক্ষুদ্র একটি এপ।
xapk installer ডাউনলোড লিংকঃ এখানে ক্লিক করুন।
ডাউনলোড করে, সাধারণ ভাবে ইন্সটল করুন। ইন্সটল করার মূহুর্তে এমনো হতে পারে সেটিংসে গিয়ে একটি কাজ করতে হতে পারে। যেমন, ধরুন security তে গিয়ে install from unknown sources এ গিয়ে ok করে দিতে হবে। এতে করে ইন্সটল হবে এপটি।
ফ্রী ফায়ারঃ
xapk installer ইন্সটল হয়ে গেলে এপটি তে প্রবেশ করুন। নিচের মতো ইন্টারফেস আসবে। সেখানে free fire এর ফাইলটি সিলেক্ট করলে ইন্সটল হওয়া শুরু হয়ে যাবে। আপনাকে কিছুই করতে হবে না।
ফ্রী ফায়ার ইন্সটল করার পূর্বে কিছু শর্তাদি দেখুনঃ
এই গেমটি ইন্সটল করার কিছু স্পেশিফিকেশন আছে। যেমনঃ
১) এন্ডয়েড ডিভাইসে এই গেম ইন্সটল করা ও গেমপ্লে করার সর্বনিম্ন কনফিগারেশনঃ
অপারেটিং সিস্টেম: Android 4.4
প্রসেসর: সর্বনিম্ন Dual core 1.2GHz
র্যাম: 1 জিবি, এর চেয়ে বেশি থাকা উচিত।
স্টোরেজ: কম করে হলেও 1.5GB+ স্টোরেজ খালি থাকতে হবে। তা না হলে গেমটি ইন্সটল হবে না।
২) iOS ডিভাইসের অর্থাৎ আইফোন ডিভাইসের মিনিমাম কনফিগারেশনঃ
OS: iOS 9
CPU: Iphone 5s
RAM: 1GB
স্টোরেজ: 1.5GB+
এক মিনিমাম রিকোয়ারমেন্ট থাকলে গেমটি ঠিকই ইন্সটল করা যাবে৷ কিন্তু গেমপ্লে করা কঠিন হবে। অথবা বার বার ক্র্যাশ করবে।
ভালো পারফরম্যান্স এর জন্য যে লেভেলের এন্ড্রয়েড ডিভাইসের প্রয়োজনঃ
OS: Android 7
প্রসেসর: Octa core 1.8GHz, MediaTak এর G, P সিরিজে সহজেই Octa Core এর প্রসেসর পাবেন।
র্যাম: 3 জিবি। কারণ এখন 2 জিবিতেও ল্যাগ করে।
খালি স্টোরেজ : 3GB
কিছু সাধারণ প্রশ্ন উত্তরঃ
১) ফ্রী ফায়ার গেমটি কি 1gb র্যামের ফোনে খেলা যাবে?
সত্যি বলতে, যদি আপনার ফোনটি একটি অ্যান্ড্রয়েড ডিভাইস হয। তাহলে 1 জিবি র্যামের ফ্রী ফায়ার খেলা টা প্রায় অসম্ভব। কারণ 1 জিবি র্যামের কনফিগারেশনে ভালো অ্যান্ড্রয়েড ডিভাইস পাওয়া যায়না।এমন না যে, আপনার ফোনটি র্যাম হল 1gb। কিন্তু প্রসেসর পেলেন অক্টা কোর 1.8 ghz ভালো প্রসেসর। এরকম হবে না।
বরং এক জিবি র্যাম এর কনফিগারেশনে অন্যান্য ফিচারস গুলো খুবই নিম্নমানের হবে। যার ফলে ফ্রি ফায়ার গেমটি বর্তমান অবস্থায় খেলা অসম্ভব । চেষ্টা করবেন, 3gb র্যাম জিবি র্যাম এর একটি কনফিগারেশনের মোবাইলে ফ্রি ফায়ার গেমটি নিতে।
২) ফ্রী ফায়ার গেমটি ইন্সটল হচ্ছে না সমাধান কি?
মাঝেমধ্যে এমনটা হয় যে, গুগল প্লে স্টোরে ফ্রি ফায়ার গেমটি সম্পূর্ণ ডাউনলোড হল । কিন্তু ইনস্টলিং করার সময় দেখা যায়, সেটি ইন্সটল হচ্ছে না। এর অনেকগুলো সমাধান আছে।
প্রথমত, আপনাকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটির data clear করে পুনরায় প্লে স্টোরে প্রবেশ করতে হবে। পরবর্তীতে গিয়ে ফোনটা একবার রিস্টার্ট করে নিবেন। আর মোবাইলে যদি বেশি এপ্লিকেশন ইন্সটল করা থাকে, তাহলে দুই থেকে তিনটি অ্যাপ্লিকেশন আনইন্সটল করে দিলেই হবে।
অথবা বেশি অ্যাপ থাকলে, কিছু এপ আনইন্সটল করলেই আপনি ফ্রী ফায়ার গেমটি ইন্সটল করতে পারবেন। আর বেশিরভাগ 4 জিবি র্যামের ফোনে ইন্সটল হয়ে যাবে। আর স্টোরেজ বেশি থাকলে তো ইনস্টল হবেই এটাই স্বাভাবিক। যেমন ধরুন, গেমটি ইন্সটল করতে আপনার কম করে হলেও দেড় জিবি স্টোরেজ খালি থাকতে হবে।
৩) ফ্রী ফায়ার গেমটি কি বাটন ফোনে খেলা যায়?
জ্বী না। আপনি চাইলে ফ্রী ফায়ার গেমটি কোন জাভা ফোন বা বাটন ফোনে খেলতে পারেন না । তার কারণ ঐসকল ফোন অ্যান্ড্রয়েড ফোন নয়। আর ফ্রি ফায়ার একটি এন্ড্রয়েড গেম। সেহেতু কেবল একটি এন্ড্রয়েড এপ্লিকেশন এন্ড্রয়েড ডিভাইসেই সহজে ব্যবহার করা যায়। অথবা আইওএস অর্থাৎ আইফোন ডিভাইস গুলোতে এই অ্যাপ ব্যবহার করা যাবে।
৪) ফ্রী ফায়ার গেমটি কিভাবে খেলবো?
ফ্রী ফায়ার একটি ব্যাটেল রয়েল গেম। মানে হলো অসংখ্য অনলাইন ইউজার থাকবে। তাদের মধ্যে একটি ফাইটিং হবে। আর এ ফাইটিংটা মূলত বিভিন্ন বন্দুক, হাতিয়ার ওয়েপন ব্যবহার করে করতে হয়। এখানে আপনার একটি ক্যারেক্টার থাকবে।
সেখানে ক্যারেক্টার ব্যবহার করে আপনি এখানে ক্লাসিক অথবা রেঙ্ক ম্যাচ দিতে পারেন। তাছাড়া ক্লাস স্কোয়াড ম্যাচও আছে। ক্লাসিক/ র্যাংক ম্যাচে যেটা হয় সেটা হলো প্রতিটি ম্যাচে 45 থেকে শুরু করে 53 জন খেলোয়াড় থাকে। তাদের মধ্যে খুব ভালোমতো ফাইটিং হয়।
এছাড়া ফ্রী ফায়ার খেলতে খেলতে আপনি বিশেষ কিছু স্কিল বা দক্ষতা পাবে। যেগুলো ব্যবহার করে খুব সহজেই যেকোনো প্লেয়ারকে নক আউট করে দেয়া সম্ভব হয।
এভাবে একটি ম্যাচে 45 থেকে 53 জনের মধ্যে যে শেষপর্যন্ত বেঁচে থাকবে সে-ই ম্যাচে জয়ী হবে । পাশাপাশি গেম হিস্ট্রিতে তা উল্লেখ করা থাকবে । ক্ল্যাস স্কোয়াড ম্যাচে খুবই ছোট একটি ম্যাপে গেমপ্লে হয়। দুই স্কোয়াডের মধ্যেই মূলত ক্ল্যাস স্কোয়াড খেলা হয়।
শেষকথাঃ
ফ্রী ফায়ার ডাউনলোড করব অনলাইন থেকেঃ ২টি উপায় জানালাম৷ যেকোনো ১টি উপায়ে এন্ড্রয়েডে ডাউনলোড করে খেলতে পারেন। আর হ্যা, এখন কিন্তু ফ্রী ফায়ার মাঝে মাঝে ভিপিএন ব্যবহার করে খেলতে হয়। কাজেই Turbo lite, SuperVPN যেকোনো এপ ব্যবহার করতে পারেন।
যদি ভালো লাগে, তাহলে আমাদের আরো কতগুলো পোস্ট পড়ে যাবেন। প্রতিনিয়ত ব্লগ পাব্লিস করি। আমাদের শেয়ার করতে ভুলবেন না। সবাইক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।