ফ্রি ফায়ার গেম খেলার নিয়ম

ফ্রি ফায়ার গেম খেলার নিয়ম


ভাই আপনি মানেন, অথবা নাই মানেন। অনলাইনে ফ্রী ফায়ার কিন্তু বাংলাদেশ-ভারতে এসে কিন্তু তুমুল জনপ্রিয়তা পেয়েছে। আজকে আমরা ফ্রি ফায়ার গেম খেলার নিয়ম সম্বন্ধে জানবো। অনেকে দেখছি, গুগলে প্রতিনিয়ত সার্চ করছে, ফ্রী ফায়ার খেলার নিয়ম সম্বন্ধে। আজকের ব্লগে ফ্রী ফায়ার খেলার নিয়ম সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন। 


ফ্রি ফায়ার গেম খেলার নিয়ম

ফ্রী ফায়ার খেলার কলা কৌশল জানার আগে ফ্রি ফায়ার এর বিভিন্ন তথ্য সম্বন্ধে ধারণা রাখতে হবে। যেমনঃ ফ্রী ফায়ার এ কি কি আইটেম, কালেকশন আছে? এগুলোই।


ফ্রী ফায়ার কী? এখানে কি কি পাওয়া যায়?

ফ্রি ফায়ারে বলতে গেলে একটি আসল ব্যাটেল রয়েলস গেম। একটি শুটিং ও ব্যাটেল রয়েলস গেম খেলার জন্য যা যা থাকা দরকার, তার সব কিছুই আছে এই গেমে।


চরিত্রঃ

আপনি ফ্রি ফায়ার গেমে নিজস্ব একটি ক্যারেক্টার পেয়ে যাবেন। এখানে ৩০ টিরও বেশি ক্যারেক্টার আছে৷ সে ক্যারেক্টার গুলো Male এবং Female উভয় চরিত্রেই পাচ্ছেন।


Weapon: ফ্রি ফায়ার গেম খেলার নিয়ম
এছাড়া আরো পাবেন weapon। মোটামুটি সকল ধরনের gun এখানে পাবেন। অর্থাৎ যে ওয়েপন ব্যবহার করে আপনি ব্যাটেল রয়েল খেলবেন সেগুলোর কথাই বলছি। পরবর্তীতে আপনি পেয়ে যাবেন অন্যান্য লুট এবং আইটেম। যার মধ্যে আছে Weapon এর পাশাপাশি যুদ্ধ করার অন্যান্য হাতিয়ার।

অন্যান্যঃ ফ্রি ফায়ার গেম খেলার নিয়ম

যেমন; গ্লু ওয়াল, ড্রেস, লুট বক্স( যেখান থেকে প্রতিদ্বন্ধিদের সামগ্রী লুট করতে পারবেন। সাধারণত কাউকে কিল(মেরে ফেলা) করার পরই তার লুট বক্স চলে আসে) , গাড়ি( এটি ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা যায়।), গ্রেনেড, ফ্ল্যাশ ইত্যাদি। গেমে গেলে আরো অসংখ্য আইটেমের সাথে পরিচিত হবেন।

তাছাড়া এই গেমে বিভিন্ন gun, ড্রেস কালেকশন এর skin আছে। আপনি নিজের ক্যারেক্টারকে বিশেষ ড্রেস পড়াতে পারবেন। এর জন্য আলাদা প্যান্ট-শার্ট, মাস্ক, ক্যাপ ইত্যাদি আছে।

এই সমস্ত জিনিসপত্র আপনি ফ্রি ফায়ারে পাবেন। তাছাড়া আরও অনেক কিছুই পাবেন। কিন্তু আমি কেবল মাত্র ফ্রী ফায়ার খেলার নিয়ম জানিয়ে ব্লগ লিখছি বলে সেদিকে আর গেলাম না।


ফ্রী ফায়ার গেম খেলার কিছু নিয়মঃ কিভাবে ম্যাচ খেলতে হয়?

ফ্রি ফায়ারে বিভিন্ন মুডের(Mode) ম্যাচ পাবেন। যেমনঃ ফ্রী ফায়ার এ ক্লাসিক ম্যাচ খুবই সাধারণ ম্যাচ। অন্যান্য ব্যাটেল রয়েলস গেমের নিয়ম অনুসরণ করেই ম্যাচটি তৈরি। যেমন ধরুন, 48 জন থেকে শুরু করে 53 জন প্লেয়ার থাকবে একটি ম্যাচে। 


ক্লাসিক ও র‍্যাংক (Solo/Duo/Squad) ম্যাচ খেলার নিয়মঃ

Classic ম্যাচে Solo সিলেক্ট করুন। এবার গেম স্টার্ট করুন। গেম স্টার্ট করার কিছুক্ষণ পরে আপনি দেখবেন যে চলে এসেছেন লবিতে। লবিতে ঐ ম্যাচের সকল প্লেয়ারই থাকে। ঐখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর আপনি চাইলে সরাসরি ম্যাচটিতে প্রবেশ করতে পারবেন। 

ম্যাচে প্রবেশের পর যেটা খেয়াল করবেন সেটা হলো, আপনাদের সবাইকে একটি প্লেন দ্বারা একটি ম্যাপে চালিত করা হচ্ছে। ঐ প্লেন থেকে ম্যাপের যেকোনো জায়গায় ল্যান্ডিং করার জন্য বলা হবে। আপনি ম্যাপের যেকোনো জায়গায় লোকেশন সেট করে, সেখানে ল্যান্ডিং করতে পারবেন। 

ধরুন, আমি মনে করলাম আপনি পুরো ম্যাপ এর Clock Tower জায়গায় গিয়ে ল্যান্ডিং করবেন। সে জায়গায় আসার পর আপনাকে আশেপাশে লুট, ওয়েপন ও আইটেম খুঁজতে হবে। সেগুলো নেয়ার পর, ঐগুলো ব্যবহার করে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, ম্যাচে ফাইট করবেন। 

আপনাকে মেডিকিট (যা ব্যবহার করে heal করা হয়।), ওয়েপন (বন্দুক), Vest (এক ধরনের আর্মর। যা আপনার উপরে পড়া গুলাবর্ষণের আঘাত কমাতে সাহায্য করবে), Helmet (মাথার কবজ, যা মাথাকে গুলি থেকে সুরক্ষিত করবে) মনে করে সংগ্রহ করতে হবে।[/lock]

ওয়েপনের মধ্যে আছে AR Gun। যেমনঃ Scar, AK, FAMAS ইত্যাদি। দূর থেকে কাউকে শুট করার জন্য এদের দরকার আছে। আরো আছে Sniper Weapon,  যেমনঃ AWM, Kar 98k, M82B। এগুলো এক প্রকার রাইফেল এবং স্কুপ ইন ওয়েপন। এসবে খুব বেশি ড্যামেজ আসে। এবং সর্বনিম্ন ১টি ও সর্বোচ্চ দুটি গুলিতে যেকোনো প্রতিদ্বন্দ্বী নক আউট হয়।

Mr. Triple R ইউটিউবার এর পরিচয়।

কম দূরত্বেও ওয়েপন ব্যবহার করে ফাইটিং করা যায়। এজন্য আপনাকে নিতে হবে SMG, Shot-Gun। SMG, যেমনঃ MP5, UMP, MP40 এবং শট গান যেমনঃ M1014, M1817

ম্যাচে গ্লু ওয়ালও আছে। যখন দেখবেন কেউ অনবরত আপনার উপর গুলি বর্ষণ করছে, সাথে সাথে গ্লু ওয়াল ব্যবহার আপনার সামনে একটি দেয়াল উদয় হবে। যা সকল প্রকার গুলি থামিয়ে দিবে।

আপনি চেষ্টা করবেন, বেশি করে গ্লু ওয়াল রাখতে। যাতে করে কেউ বা কোনো প্রতিদ্বন্দ্বী হঠাৎ যদি আপনার উপর ফায়ার করে, সাথে সাথে সুরক্ষা দিতে পারেন। 

Classic ম্যাচে সর্বশেষ যে একজন লড়াই করে বেচে থাকবে, সেই বিজেতা হবে।

সলো ক্লাসিক ম্যাচে ফ্রি ফায়ার গেম খেলার নিয়ম অনেকটা এরকমই। আর স্কোয়াড ম্যাচে খেলবেন পুরো ৪ জনের দল নিয়ে। আপনার যেমন একটি দল থাকবে। তেমনি অন্যান্যদেরও দল থাকবে। এরকম ১২-১৩ টি দলে লড়াই হবে। সর্বশেষ যে দল টিকে থাকবে, তাড়াই Booyah নিবে।


র‍্যাংক মুডের পরিচিতি। ফ্রি ফায়ার গেম খেলার নিয়ম?

ফ্রি ফায়ারে ক্লাসিক মুডের অবশ্য রেংক ভার্সন আছে। যে কোন গেম এর রেংক ভার্সন থাকে। যেটাতে আপনি কিরকম গেম প্লে করছেন? কত স্কিল নিয়েছেন, অথবা কত ম্যাচ ধরে ভালো খেলছেন? সেটার রেংকিং করা হয়। 

ফ্রি ফায়ারে নরমাল র‍্যাংক ম্যাচে ব্রোঞ্জ, সিলভার গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড, হিরোয়িক, এবং গ্র্যান্ডমাস্টার এসব র‍্যাংক আছে। এর মধ্যে যারা হিরোয়িক এবং গ্র‍্যান্ডমাস্টারে পৌঁছাতে পারে তাদের অনেক বেশি দক্ষতা থাকে। 

Banglalink customer care number

আপনি প্রত্যেকটি র‍্যাংক ম্যাচে কত ভালো খেললেন, তার উপর ভিত্তি করে পয়েন্ট দেয়া হয়। প্রতিটি ম্যাচের পয়েন্ট যোগ হতে হতে আপনার পয়েন্ট যদি ফ্রি ফায়ার বাংলাদেশ টপ 1 হাজারের মধ্যে প্রবেশ করে, তাহলে আপনি গ্র্যান্ডমাস্টারের পৌঁছে যাবেন। 

আপনার ৩২০০ র‍্যাংক স্কোর হলেই হিরোয়িকে পৌছাতে পারবেন। 

রেঙ্ক ম্যাচ খেলার ধরন সম্পূর্ণ ক্লাসিক মাসের মতো। রেঙ্ক ম্যাচ ডুয়ো, স্কোয়াড দেওয়া আছে। আপনারা চাইলে দুজন অথবা চারজন মিলে গেম খেলতে পারবেন।


ফ্রি ফায়ারে ক্ল্যাশ স্কোয়াড খেলার নিয়মঃ

তারপর আছে ফ্রি ফায়ার ক্লাস স্কোয়াড। এই mode এ পুরো ম্যাপ এর কিছু অংশ মাত্র খেলার জন্য এরিয়া হিসেবে নির্ধারণ করা হয়।

সেটি হল পুরো ম্যাপের ৫-১০ শতাংশ জায়গা। ক্ল্যাস স্কোয়াডে মূলত দুইটি দল বা স্কোয়াড থাকে। একটি হলো আপনার স্কোয়াড। যেখানে আপনার টিম-মেটরা থাকবে। এখন আপনি যদি সলো অর্থাৎ একা ক্ল্যাস স্কোয়াড স্টার্ট করেন বা শুরু করেন, তাহলে আপনি বাদে বাকি তিনজন গ্লোবাল থেকে আসবে।

আর যদি আপনি নিজের টিমমেটদের ইনভাইট করে ম্যাচ শুরু করেন। তবে আপনার টিম মেটরা গ্রুপে জয়েন করতে পারবে। আর এজন্য আপনাদের ক্ল্যাশ স্কোয়াডে গিয়ে Squad মুড সিলেক্ট করতে হবে। যাতে টিমমেটদের কে ইনভাইট করতে পারেন। 

এভাবে ক্ল্যাশ স্কোয়াডে দুই দলের মারামারিতে মোট ৭টি রাউন্ড বরাদ্দ থাকে। যেদল মোট সর্বপ্রথম ৪ রাউন্ড জিতে, তারাই হয় বিজেতা। ক্ল্যাশ স্কোয়াড র‍্যাংক আছে। যেখানে আপনি ১টি ম্যাচ জিতলে স্টার পাবেন। আবার হারলে স্টার হারাবেন। এভাবে আপনি স্টার অর্জন করতে করতে গ্র‍্যান্ডমাস্টার র‍্যাংক অবধি পৌছাতে পারবেন।

তাছাড়া এই গেমে আরো কিছু মুড আছে। যেমনঃ Team Death, Crazy Mode, Training Mode ইত্যাদি। 

Airtel balance check.


শেষকথাঃ

কেমন লাগলো আজকের এই ব্লগ? ফ্রি ফায়ার গেম খেলার নিয়ম নিয়ে আজকে আলোচনা হলো। ভালো লাগলে আমাদের শেয়ার করতে ভুলবেন না। ব্লগ লেখালেখিতে চাইলাম ফ্রী ফায়ার গেমটি খেলার কলা- কৌশল বলে দিতে। আমাদের ব্লগ সাইট প্রায় সময় ভিজিট করে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা- হাফেজ।


Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post