আশাকরি শেষ পর্যন্ত পড়বেন। এতে করে অনেক কিছু শিখতে ও জানতে পারবেন।
কম বাজেটে আমরা সবাই চাই Day-to-Day লাইফে ব্যবহারের জন্য ভালো ফোন। তাই হয়তো আট হাজার টাকার মধ্যে ভালো ফোন খুঁজছেন।
আমরা চাইলে ৮০০০ বা এর সাথে কিছু টাকা যোগ করে, দারুন সব ফোন ক্রয় করতে পারি। যাতে বেশি দিন টিকে, আর পারফরম্যান্সও অনেক দিন বজায় থাকে।
যেহেতু কম বাজেটের ফোন, তাই দীর্ঘস্থায়ীত্বতা, Performance, ব্যাটারি, ক্যামেরা, এন্ড্রয়েড ভার্সন, মূল্য, র্যাম ও স্টোরেজ এসব মাথায় রেখে; র্যাংকিং করেছি।
৮০০০ টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ।
তো মাত্র ৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ এর তালিকা ও র্যাংকিং করা হলোঃ
6. Samsung Galaxy M01 Core: ৮০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২২ বাংলাদেশ
(2/16 GB)
মূল্যঃ ৭৯৯৯ টাকা।
Samsung Galaxy M01 Core ফোনটিতে আছে 5.3 ইঞ্চির HD+ স্ক্রীন। এখানে আছে একটি Full-View ডিজাইন।
এ ফোনটির ব্যাক ক্যামেরা 8 MP সাথে আছে Autofocus, LED flash, f/2.2 aperture ইত্যাদি। এবং Full HD ভিডিও রেকর্ডিং করা যায়। এ ফোনের সামনের সেলফি ক্যামেরাটি 5 MP।
Galaxy M01 Core ফোনটিতে পাচ্ছেন 3000 mAh এর। সাথে কোনো fast charging থাকছে না। এ ফোনটির র্যাম 2 GB। এবং প্রায় 1.5 GHz quad-core এর CPU আছে।
আরো আছে PowerVR GE8100 GPU। এই ফোনটি একটি Mediatek MT6739 (28 nm) চিপসেট দ্বারা পরিচালিত। স্যামসাংয়ের এই ফোনটি একমাত্র ৮০০০ টাকার ভিতরে আছে।
এ ফোনটিতে আছে 16 GB ইন্টারন্যাল স্টোরেজ। এবং dedicated MicroSD slot। ফোনটিতে কোনো ফিংগারপ্রিন্ট সেন্সর থাকছে না।
অন্যান্য সুবিধাঃ
Dual SIM, face unlock, Android 10 ইত্যাদি।
ভালো দিকঃ
✔ সন্তোষজনক ডিজাইন সাথে 5.3″ এর ডিসপ্লে।
✔ HD+ ডিসপ্লে
✔ এ প্রাইসে উপযোগী ক্যামেরা।
✔ Android 10, অপ্টিমাইকড One UI 2
✔ ডেডিকেটেড MicroSD স্লট আছে।
খারাপ দিকঃ
✘ খারাপ পারফরম্যান্স, যেহেতু quad-core প্রসেসর।
✘ খারাপ পারফরম্যান্স যেহেতু Mediatek MT6739 chipset দ্বারা ফোনটি পরিচালিত।
✘ কোনো ফিংগাপ্রিন্ট সেন্সর নেই।
পার্সোনাল রেটিংস - 6.5/10
5. Symphony Z18 : ৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ
(2/32 GB)
মূল্যঃ 7790 টাকা।
Symphony Z18 এ 4g মোবাইলে পাচ্ছেন 6.52 ইঞ্চির HD+ IPS স্ক্রিন। এই ফোনে আছে একটি Full-View waterdrop-notch ডিজাইন।
এ ফোনের ব্যাক ক্যামেরা dual 13+2 MP সাথে আছে autofocus, LED Flash, portrait mode, night mode ইত্যাদি সুবিধা।
এ মোবাইলের সামনের সেলফি ক্যামেরাটি 5 MP। Symphony Z18 ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর বেশ ভালো ব্যাটারি। আরো পাচ্ছেন 2 GB RAM, এবং 1.8 GHz প্রসেসর। এবং 500 MHz GPU।
এই ফোনটি একটি unspecified chipset দ্বারা পরিচালিত। এ ডিভাইসে আছে 32 GB ইন্টারন্যাল স্টোরেজ এবং MicroSD slot। এ ফোনে আছে একটি back-mounted ফিংগারপ্রিন্ট সেন্সর।
অন্যান্য সুবিধাঃ
FM Radio, Dual SIM, Face Unlock, digital wellbeing, eye comfort, smart controls ইত্যাদি।
ভালো দিকঃ
✔ সন্তোষজনক ক্যামেরা
✔ 5000 mAh এর ব্যাটারি।
✔ Android 10
✔ অসাধারণ ডিজাইন।
খারাপ দিকঃ
✘ নিম্নমানের পারফরম্যান্স।
পার্সোনাল রেটিংস - 7/10।
4 Infinix Smart HD 2022
(2/32 GB)
মূল্যঃ 6990 টাকা।
Infinix Smart HD 2022 ফোনটিতে পাচ্ছেন 6.1 ইঞ্চির HD+ স্ক্রিন। লো বাজেটের জন্য ইনফিনিক্স, টেকনো এসব ভালো ভালো সুবিধা প্রদান করে। এ ফোনে আছে একটি waterdrop ডিজাইন।
এ ফোনের ব্যাক ক্যামেরা ডুয়েল 8+8 MP সাথে আছে dual-LED flash, f/2.0 aperture, HDR ইত্যাদি সুবিধা। এবং এ ফোনে Full এইচ ডি তে ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির সামনের সেলফি ক্যামেরা 5 MP এর।
Infinix Smart HD 2022 ফোনটিতে আছে 5000 mAh এর ব্যাটারি। এ ফোনে পাচ্ছেন 2 GB RAM। এবং 1.8 GHz quad-core এর প্রসেসর। কাজেই পারফরমেন্স এ ফোনের বাজেট অনুযায়ীই পাচ্ছেন।
আরো আছে PowerVR GE8320 জিপিইউ। এই ফোনটি একটি 12 nm MediaTek Helio A20 চিপসেট দ্বারা পরিচালিত।
এই দামের মধ্যে এ ৮০০০ টাকার মধ্যে 4g মোবাইলে পাচ্ছেন 32 জিবি ইন্টারন্যাল স্টোরেজ। এবং dedicated MicroSD slot। এ ফোনে আছে একটি back-mounted ফিংগারপ্রিন্ট সেন্সর।
অন্যান্য সুবিধাঃ ৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ ২০২২
FM Radio, Dual SIM, face unlock ইত্যাদি।
ভালো দিকঃ
✔ 5000 mAh এর বড় ব্যাটারি।
✔ এ প্রাইসে সন্তোষজনক ক্যামেরা।
✔ Android 10
✔ দাম কম।
✔ অডিও কোয়ালিটি ভালো।
খারাপ দিকঃ
✘ নিম্নমানের quad-core প্রসেসর।
পার্সোনাল রেটিংস - 7.2/10
3. Symphony ATOM II
(2/32 GB)
মূল্যঃ 7790 টাকা।
Symphony ATOM II ফোনটিতে সাথে পাচ্ছেন 6.52 ইঞ্চির HD+ IPS স্ক্রিন। ফোনটিতে আছে একটি Full-View ডিজাইন।
ফোনটির পিছনের ক্যামেরা Dual 8+0.08 MP সাথে আছে autofocus, LED Flash, portrait mode, night mode, face beauty, Samsung sensor ইত্যাদি। সাথে Full HD ভিডিও recording করা যাবে। ফোনটির সামনে সেলফি ক্যামেরা 8 MP।
মোবাইল নিয়ে লিখাঃ
Symphony ATOM II এ ফোনে আছে 4000 mAh এর ব্যাটারি এবং 2 GB RAM। ফোনে থাকছে 1.8 GHz octa-core প্রসেসর। এবং PowerVR GE8322 GPU।
যা একটি unspecified চিপসেট দ্বারা পরিচালিত। মানে আশানুরূপ পারফরম্যান্স পাওয়া সম্ভবপর হবে না।
এ ডিভাইসে পাচ্ছেন 32 GB ইন্টারন্যাল স্টোরেজ এবং MicroSD slot। ফোনটির পিছনে আছে একটি back-mounted ফিংগারপ্রিন্ট সেন্সর।
20000 টাকার মধ্যে মোবাইল ২০২২।
অন্যান্য সুবিধাঃ
FM Radio, Dual SIM, Face Unlock ইত্যাদি।
ভালো দিকঃ
✔ সন্তোষজনক ক্যামেরা।
✔ 4000 mAh এর ব্যাটারি।
✔ Android 10
✔ ভালো ডিজাইন।
✔ Octa-Core প্রসেসর।
খারাপ দিকঃ
✘ পারফরম্যান্স নিম্নমানের হতে পারে। তবে এ বাজেটে আমার মতে সন্তোষজনক সুবিধা পাবেন।
পার্সোনাল রেটিংস - 7/10
2. itel Vision 2
(2/32 GB)
মূল্যঃ 7990 টাকা।
itel Vision 2 আইটেলের এ ফোনটিতে পাচ্ছেন 6.6 ইঞ্চির HD+ IPS স্ক্রিন। এখানে আছে একটি Full-View waterdrop ডিজাইন।
এ ফোনের পিছনের ক্যামেরা ত্রিপল 13+2+0.3 MP সাথে থাকছে autofocus, LED flash ইত্যাদি সুবিধা। এবং Full HD তে ভিডিও রেকর্ডিং।
ফোনটির সামনের সেলফি ক্যামেরা 8 MP। itel Vision 2 ফোনটির সাথে থাকছে 4000 mAh এর একটি Li-poly ব্যাটারি।
ভিশন 2 এর এই ভেরিয়েন্টে আছে 2 GB RAM। এবং 1.6 GHz octa-core প্রসেসর। আছে একটি PowerVR IMG8322 GPU।
স্যামসাং মোবাইল ফোনের দাম বাংলাদেশে ২০২২।
এ ফোনের প্রসেসর পরিচালিত হয় UniSoC chipset দ্বারা। এ ভেরিয়েন্টে পাচ্ছেন 32 GB ইন্টারন্যাল স্টোরেজ। এবং 128 GB এর dedicated MicroSD slot। ৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ ২০২২ নতুন মডেল আরো জানতে পারবেন।
এ ফোনে একটি back-mounted ফিংগারপ্রিন্ট সেন্সর আছে।
অন্যান্য সুবিধাঃ
FM Radio, Dual 4G SIM, Face Unlock ইত্যাদি।
ভালো দিকঃ
✔ অসাধারণ ডিজাইন। বড় 6.6″ ডিসপ্লে
✔ যথার্থ ক্যামেরা।
✔ 4000 mAh এর ব্যাটারি।
✔ এন্ডয়েড 10 ভার্সন।
✔ 3/64 GB ভার্সন আছে।
খারাপ দিকঃ
✘ খারাপ পারফরম্যান্স পাবেন। যেহেতু
UniSoC এর Unspecified চিপসেট থাকছে।
পার্সোনাল রেটিংস - 7.2/10
ইনফিনিক্স মোবাইলের দাম কত বাংলাদেশে?
1. Walton Primo HM6
(2/32 GB)
মূল্যঃ 8299 টাকা
Walton Primo HM6 ফোনটিতে আছে 6.52 ইঞ্চির দীর্ঘ HD+ IPS স্ক্রিন। এখানে আছে একটি full-view ওয়াটারড্রপ ডিজাইন। ফোনটির ব্যাক ক্যামেরা ডুয়েল 13 MP+13M সাথে আছে autofocus, LED flash, f/2.0 aperture ইত্যাদি সুবিধা।
এবং Primo HM6 ব্যবহার করে Full HD তে ভিডিও রেকর্ডিং করা যায়। এই ফোনের সামনের সেলফি ক্যামেরা 8 MP। Primo HM6 স্মার্টফোনে পাচ্ছেন 6000 mAh দারুন ব্যাটারি।
এ ফোনটিতে আছে 2 GB RAM, এবং 1.6 GHz octa-core প্রসেসর। এবং PowerVR GE8322 জিপিইউ।
ফোনটি একটি unspecified chipset দ্বারা পরিচালিত। কাজেই পারফরম্যান্স কিছুটা খারাপ হবে। এ ফোনের বাজেট ৮০০০ টাকার কিছুটা উপরে, ৮৩০০ টাকা।
এ ফোনে পাচ্ছেন 32 GB এর ইন্টারন্যাল স্টোরেজ, এবং একটি dedicated MicroSD slot। এই ফোনে আছে একটি back-mounted ফিংগারপ্রিন্ট সেন্সর।
অন্যান্য সুবিধাঃ ৮০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২২ বাংলাদেশ
FM Radio with recording, Dual SIM, face unlock, VoLTE support ইত্যাদি।
ভালো দিকঃ
✔ বড় 6.52 ইঞ্চির স্ক্রিন ও HD ডিসপ্লে।
✔ এ বাজেটে সন্তোষজনক ক্যামেরা। .
✔ 6000 mAh এর ভালো ব্যাটারি।
✔ এ বাজেটে পাচ্ছেন ভালো পারফরম্যান্সড Octa-core প্রসেসর।
✔ Android 10 Go এডিশন।
খারাপ দিকঃ
✘ Unspecified চিপসেট।
পার্সোনাল রেটিংস - 7.2/10
শেষকথাঃ
মাত্র আট হাজার টাকার মধ্যে ভালো ফোন দেলাম। আমরা কতগুলো অফিসিয়াল ফোনের বাজেট সম্বন্ধেও জানতে পারলাম। ৮০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২২ বাংলাদেশ জানুন।
যদি ভালো লাগে আবারো আমাদের লেখা পড়তে আসবেন। আশা রাখি, অনেক কিছু জানতে ও শিখতে পারবেন।
বেল আইকনটিতে একটি ক্লিক করে, নির্দেশ মোতাবেক কাজ করুন। তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন।
আমাদের সাবস্ক্রাইব করে রাখলে; নতুন কোনো তথ্যবহুল লেখা আসলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। সবাইকে ধন্যবাদ।
পড়ুনঃ
Good Review.
ReplyDelete