১০০০০ টাকার মধ্যে মোবাইল ২০২২।
আজকে আমরা জানবো মাত্র ১০ হাজার টাকার মধ্যে মোবাইল ২০২২ বাংলাদেশ। ১০ হাজার টাকার মধ্যে মোবাইল গুলো বাছাই করার পূর্বে এর পারফর্মেন্স, ব্যাক ক্যামেরা, প্রসেসর, র্যাম, ডিজাইন এর দিকে নজর দেয়া হয়েছে। তারপর আমরা সেসব ফোন এখানে উল্লেখ করছি।আজকের 10000 টাকার মধ্যে 4g ভালো মোবাইল গুলোর তালিকা নিচে দেয়া হলো। উল্লিখিত মোবাইল তালিকার মধ্যে প্রথম ও শীর্ষ স্থানীয় মোবাইলটি ক্রয় করতে পারেন। পাশাপাশি এর দাম দর কিভাবে করবেন? কত টাকায় ফোন নিবেন তা নিয়ে আলোচনা করা হয়েছে। তো, চলুন শুরু করা যাক।
10. Samsung Galaxy M02
(3/32 GB)মূল্যঃ ৯৯৯৯ টাকা।
Samsung Galaxy M02 তে আছে 6.5 inches HD+ স্ক্রীন।. এখানে আছে Full-View waterdrop ডিজাইন। ফোনটির ব্যাক ক্যামেরা dual 13+2 MP, যেখানে Autofocus, LED flash, macro camera ইত্যাদি ফিচারস আছে।
Full HD ভিডিও রেকর্ডিং করা যাবে। সেলফি ক্যামেরা 5 MP।
Galaxy M02 ফোনটিতে আছে 5000 mAh এক বড় ব্যাটারি। এখানে আছে 3 GB RAM, আর 1.5 GHz quad-core CPU। আরো আছে PowerVR GE8100 GPU
ফোনটিতে Mediatek এর MT6739W (28 nm) চিপসেট আছে। মুটামুটি চলে। কিন্তু ভালো প্রসেসরের অভাব, আর এটি কোনো গেমিং ফোন না।
ব্র্যান্ডের বলে একটি কথা আছে। কাজেই স্যামসাং ডিভাইস হওয়ায় ফোনটির স্থায়ীত্ব বেশি, এতে কোনো সন্দেহ নেই। ফোনটিতে আছে 32 GB ইন্টারন্যাল স্টোরেজ।
আলাদা MicroSD slot আছে। কিন্তু কোনো fingerprint sensor ফোনটিতে নেই।
Full HD ভিডিও রেকর্ডিং করা যাবে। সেলফি ক্যামেরা 5 MP।
Galaxy M02 ফোনটিতে আছে 5000 mAh এক বড় ব্যাটারি। এখানে আছে 3 GB RAM, আর 1.5 GHz quad-core CPU। আরো আছে PowerVR GE8100 GPU
ফোনটিতে Mediatek এর MT6739W (28 nm) চিপসেট আছে। মুটামুটি চলে। কিন্তু ভালো প্রসেসরের অভাব, আর এটি কোনো গেমিং ফোন না।
ব্র্যান্ডের বলে একটি কথা আছে। কাজেই স্যামসাং ডিভাইস হওয়ায় ফোনটির স্থায়ীত্ব বেশি, এতে কোনো সন্দেহ নেই। ফোনটিতে আছে 32 GB ইন্টারন্যাল স্টোরেজ।
আলাদা MicroSD slot আছে। কিন্তু কোনো fingerprint sensor ফোনটিতে নেই।
অন্যান্য ফিচারসঃ ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২ বাংলাদেশ
FM Radio, Dual SIM, face unlock, Android 10 ইত্যাদি।ভালো দিকঃ
✔ স্ক্রিন দীর্ঘ ও ডিজাইনেবল।✔ ক্যামেরা সন্তোষনক।
✔ Android 10 দ্বারা পরিচালিত। আরো আছে Samsung UI। ✔ বড় ব্যাটারি। কাজেই মোবাইল চার্জিং নিয়ে সমস্যা কম হবে।
খারাপ দিকঃ
✘ কোনো fingerprint সেন্সর নেই।✘ফোনের performance আসলেই লজ্জাজনক। এ দামে ভালো পারফরম্যান্স থাকা উচিত ছিল।
Personal Ratings - 6.8/10।
9. itel Vision 2 Plus : ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল।
(3/64 GB)মূল্যঃ ৯৯৯০ টাকা।
itel Vision 2 Plus এ আছে 6.8 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে স্ক্রিন। আরো আছে Full-View waterdrop ডিজাইন। মোবাইলটিতে দুইটি ক্যামেরা আছে। এর ব্যাক ক্যামেরা, প্রাইমারি ক্যামেরার রেজুলেশন 13+0.3 MP সাথে আছে autofocus, LED flash ইত্যাদি ফিচারস।
এ স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরাটি 5 MP এর। itel Vision 2 Plus এ আছে একটি বড় ব্যাটারি যা ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার।
ফোনটিতে আছে ৩ জিবি র্যাম। এ ফোনটিতে আছে 1.6 GHz octa-core এর CPU। আরো আছে PowerVR IMG8322 পরিচালিত GPU। এর প্রসেসরটি UniSoC SC9863A (28 nm) chipse দ্বারা পরিচালিত। মানে এই ফোনটির প্রসেসর দুর্বল। আর এ ডিভাইসে আছে 64 GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির পিছনে রয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর।
অন্যান্য ফিচারঃ ১০০০০ টাকার মধ্যে মোবাইল ২০২.২ বাংলাদেশ
FM Radio, Dual 4G SIM, Face Unlock ইত্যাদি।ভালো দিকঃ
✔ ডিজাইন ভালো, 6.8″ এর বড় ডিসপ্লে।✔ ডুয়েল ক্যামেরা। দাম অনুযায়ী ক্যামেরার কোয়ালিটি ভালো
✔ 5000 mAh এর বড় ব্যাটারি। সারাদিন চলে যাবে।
✔ Android 10
খারাপ দিকঃ
✘ পারফরম্যান্স খারাপ। গেম খেললে ল্যাগ, হ্যাং হওয়ার সম্ভাবনা বেশি। unisoc এর চিপসেট, কখনো কাজ করে আবার করে না।✘ 10W ফাস্ট চার্জিং নেই।
পার্সোনাল রেটিংস - 7/10
8. Vivo Y1s
(2/32 GB)মূল্যঃ ৮৯৯০ টাকা মাত্র।
Vivo Y1s তে আছে 6.22 inches HD+ IPS LCD স্ক্রীন। Amoled হলে হয়তো joss হত।
Full-View waterdrop ডিজাইন আছে।
একটি মাত্র ব্যাক ক্যামেরা, যা 13 MP এর।
ব্যাক ক্যামেরার সাথে আছে PDAF, f/2.2, LED flash ইত্যাদি। Full HD তে ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি ক্যামেরা 5 MP এর।
Vivo Y1s ফোনে আছে 4030 mAh এর ভালো ব্যাটারি।
আসলে এখানে রিভিউ করা সকল ফোনের ব্যাটারি Li- Polymar ব্যাটারি। ফোনের বাজেট 30k তে গেলে তবেই Li-ion ব্যাটারি আশা করা উচিত।
ফোনটিতে আছে 2 GB RAM। আরো আছে 2.35 GHz octa-core CPU। আর PowerVR GE8320 GPU। এর প্রসেসর Mediatek Helio P35 (12nm) chipset দ্বারা পরিচালিত। কিছুটা গেমিং চিপসেটের কাছাকাছি আসে। পারফরম্যান্স ভালো পাবেন। আর মূল্যও কম।
আলাদা MicroSD slot লাগানো যাবে। ফোনে কোনো fingerprint sensor নাই।
অন্যান্য ফিচারসঃ
FM Radio, Dual SIM, face unlock ইত্যাদি।ভালো দিকঃ
✔ ডিজাইন সুন্দর। Vivo বলে কথা, সকল মেয়েদের প্রথম পছন্দ✔ 4030 mAh এর সন্তোষজনক ব্যাটারি।
✔ 6.22 inches HD+ ডিসপ্লে।
✔ এই বাজেটে Mediatek Helio P35 chipset
✔ Android 10
খারাপ দিকঃ
✘ fingerprint সেন্সর নাই, প্রসেসর আহামরি ভালো না।পার্সোনাল রেটিংস - 7.2/10
7. Tecno Spark 6 Air
(3/64 GB)মূল্যঃ ৯৯৯০ টাকা।
Tecno Spark 6 Air এ আছে 7.0 inches HD+ IPS LCD স্ক্রীন। ডিজাইন মাশাল্লাহ সুন্দর। ব্যাক ক্যামেরায় ত্রিপল প্যাকেজ। যেমনঃ 13 + 2 MP + AI Lens। ক্যামেরাতে আছে PDAF, quad-LED flash, f/1.8 aperture ইত্যাদি ফিচারস।
Full HD তে ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি ক্যামেরা 8 মেগা পিক্সেল এর।
Tecno Spark 6 Air ফোনে আছে 6000 mAh বড় ব্যাটারি, আরো 10W ফাস্ট চার্জিং সুবিধা। Techno এর জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। ব্র্যান্ড নিয়ে চিন্তা করবেন না।
20000 টাকার মধ্যে মোবাইল ২০২২।
ফোনটিতে আছে 3 GB র্যাম। প্রসেসর 1.8 GHz octa-core CPU। আর PowerVR GE8320 GPU। প্রসেসর Mediatek Helio A25 (12nm) chipset দ্বারা পরিচালিত।
মানে কোনো ভাবে চলা যায় আরকি। ভালো পারফরম্যান্স এর আশা রাখাটা ঠিক হবে না। ১০,০০০ বাজেটে ইন্টারন্যাল স্টোরেজ পাবেন 64 GB। কাজেই, Chill!
অন্যান্য ফিচারস
FM Radio, Dual SIM, face unlock, Android 10 Go Edition।ভালো দিকঃ
✔ 7.0″ এর বড় ও HD+ ডিসপ্লে✔ ডিজাইন কিন্তু অস্থির।
✔ সামনে ও পিছনের ক্যামেরা সন্তোষজনক
✔ 6000 mAh এর অস্থির Big Battery।
✔ Android 10 Go Edition চলতেছে।
খারাপ দিকঃ
✘ পারফরম্যান্স মুটামুটি। কোনোভাবে মানা যায়।পার্সোনাল রেটিংস - 7.2/10
6. Walton Primo HM5
(4/64)মূল্যঃ ৯৪৯৯ টাকা।
Walton Primo HM5 ফোনটিতে 6.1 inches HD+ IPS স্ক্রীন আছে। ফোনটি রিভিউতে আনার আসল কারণ র্যাম৷ এখানে 4 GB র্যাম পেয়ে যাবেন ।
পিছনে ডুয়েল ক্যামেরা, যথাক্রমে 13+2 MP সাথে আছে PDAF, depth sensor, LED flash, f/2.0 aperture, Sony sensor ইত্যাদি। Full HD তে ভিডিও রেকর্ড করা যাবে। সামনের ক্যামেরা হলো 8 MP এর
Primo HM5 ফোনে 4900 mAh ব্যাটারি পাবেন। সাথে আছে 10W এর ফার্স্ট চার্জিং সুবিধা।
র্যাম 4 GB। প্রসেসর 1.8 GHz quad-core CPU। প্রসেসরটি MediaTek Helio A20 (12 nm) chipset দ্বারা পরিচালিত ।
এ ডিভাইসে 64 GB ইন্টারন্যাল স্টোরেজ আছে। ডিসপ্লের পিছনের দিকে একটি মিডেল র্যাঞ্জ ফিংগার প্রিন্ট সেন্সর পাবেন৷ সব মিলিয়ে পারফরম্যান্স ভালো না হলেও, ফিচারসগুলা নিয়ে চলা যায়৷
৮০০০ টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ ২০২২।
অন্যান্য সুবিধা
FM Radio, Dual SIM, face unlock, VoLTE support ইত্যাদভালো দিকঃ
✔ ক্যামেরা ভালোই।✔ 4900 mAh এর বড় ব্যাটারি
✔ Android 10 পরিচালিত।
✔ 4 GB RAM, 64 GB এর স্টোরেজ
পার্সোনাল রেটিং - 6.8 বা 7.0/10
কারণ এই ব্র্যান্ডের ফোনে ঝামেলা আছে বলে কুনাম পাইছি। আর এ ফোনটির পারফরম্যান্স ভালো হওয়া উচিত ছিল।
খারাপ দিকঃ
✘ quad-core এর নিম্নমানের CPU✘ নিম্নমানের Helio A20 chipset
5. Xiaomi Redmi 9A: ১০০০০ টাকার মধ্যে ভালো শাওমি মোবাইল।
মূল্যঃ ৯৯৯০ টাকা।পার্সোনাল রেটিংসঃ 7, পূর্বের আপডেটেড ফোন না বলে না কিনার পরামর্শ রইল।
4. Realme C20A
(2/32 GB)মূল্যঃ ৮৯৯০ টাকা।
Realme C20A ফোনটিতে আছে 6.5 ইঞ্চির HD+ IPS LCD স্ক্রিন। এ ফোনটিতে আছে একটি full-view waterdrop টাইপের ডিজাইন। ফোনটির ব্যাক ক্যামেরা সিংগেল 8 MP, সাথে আছ f/2.0 aperture, 1/4.0″, 1.12µm, AF, HDR, panorama ইত্যাদি। এ ফোনটিতে Full HD (1080p) তে ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির সেলফি ক্যামেরা 5 MP এর। এটি ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাই।।
Realme C20A মোবাইলে আছে 5000 mAh এর একটি বড় Li-Poly ব্যাটারি। আরো আছে 10W ফার্স্ট চার্জিং সুবিধা। ফোনটিতে আছে 2 GB র্যাম। এখানে র্যাম ২ জিবি পাবেন। মানে হলো, যদি ২-৩ বছর চালানোর পরিকল্পনা নেন তাহলে ফোনটি যথেস্ট।
কিন্তু যদি ভারী এপ্স বা সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে সমস্যায় পড়তে হবে। তাছাড়া এফোনটিতে ভালো মতো গেমিং পারফর্মেন্স পাবেন। কেননা এ মোবাইল আছ্র 2.3 GHz octa-core CPU আর PowerVR GE8320 GPU। এর প্রসেসর একটি Mediatek Helio G35 (12 nm) chipset দ্বারা পরিচালিত। এ ডিভাইসের ইন্টারন্যাল স্টোরেজ 32 GB । এখানে fingerprint sensor নেই।
অন্যান্য সুবিধাঃ
Dual SIM, face unlock ইত্যাদি।ভালো দিকঃ
✔ 6.5 ইঞ্চির বলেন বড় HD+ ডিসপ্লে✔ আপডেটেড Mediatek Helio G35 এর চিপসেট পাচ্ছেন মাত্র ৮৯৯০ টাকার ফোনটিতে।
✔ 5000 mAh এর বড় ব্যাটারি। 10W এর ফার্স্ট চার্জিং।
খারাপ দিকঃ
✘ কোনো fingerprint sensor নেই।✘ ক্যামেরা তেমন বেশি ভালো না।
পার্সোনাল রেটিং - 7.5/10 ; এ প্রাইসে হেভি পারফরম্যান্সড ফোন পাচ্ছেন।
3. Symphony Z35
মূল্যঃ ৯৪৯০, ১০৪৯০ টাকা।ভেরিয়েন্টঃ (3/32 GB, 4/64 GB)
রিভিউঃ
Symphony Z35 ফোনটিতে আছে 6.82 ইঞ্চির বেশ বড় HD+ IPS স্ক্রিন। এই ফোনে আছে Full-View waterdrop ডিজাইন। এ ফোনের ২টি ভেরিয়েন্ট। একটিতে 3/32 GB পাচ্ছেন ৯৪৯০ টাকায়।অপরদিকে 4/64 GB পাচ্ছেন ১০৪৯০ টাকায়।
ফোনটির ব্যাক ক্যামেরা ত্রিপল 13+2+0.8 MP সাথে আছে autofocus, LED Flash, portrait mode, HDR ইত্যাদি। সামনে সেলফি ক্যামেরা 8 MP
Symphony Z35 ফোনটিতে পাবেন 6000 mAh এর বড় ব্যাটারি, 10W fast charging, পাশাপাশি reverse charging করার সুবিধা।
এ ফোনটিতে আছে 2.3 GHz octa-core CPU এবং PowerVR GE8320 GPU। যেটি MediaTek Helio G35 (12 nm) chipset দ্বারা পরিচালিত। এ ফোনে back-mounted ফিংগারপ্রিন্ট আছে।
অন্যান্য সুবিধাঃ
FM Radio, Dual SIM, Face Unlock, digital wellbeing, smart controls ইত্যাদি।ভালো দিকঃ
✔ সন্তোষজনক ক্যামেরা এ প্রাইসে।✔ 6000 mAh এর বড় ব্যাটারি, পাশাপাশি reverse charging এর সুবিধা।
✔ Android 11
✔ সন্তোষজনক পারফরম্যান্স।
খারাপ দিকঃ
✘ display protection নেই।পার্সোনাল রেটিংস - 7.5/10
2. Infinix Hot 9 Play
(4/64 GB)মূল্যঃ ৯৯৯০ টাকা।
Infinix Hot 9 Play ফোনটিতে আছে 6.82 inches HD+ স্ক্রীন। পিছনে আছে ডুয়েল 13 MP + QVGA low-light সেন্সর, সাথে আছে triple-LED flash, autofocus এসব। Full HD তে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি ক্যামেরা 8 MP। Infinix Hot 9 Play ফোনে আছে 6000 mAh এর বিশাল ব্যাটারি। তাছাড়া 10W এর ফার্স্ট চার্জিং। ১০,০০০ টাকার বাজেটে 4 GB RAM পাবেন।
ফোনটিতে আছে 1.8 GHz octa-core CPU এবং PowerVR GE8320 এর GPU। যেটি 12 nm এর MediaTek Helio A25 chipset দ্বারা পরিচালিত। এই ফোনটি আমাদের ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল লেগেছে।
১৫০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২২।
64 জিবি ইন্টারন্যাল স্টোরেজ পেয়ে যাবেন। back-mounted fingerprint sensor পেয়ে যাবেন।
অন্যান্য সুবিধাঃ
FM Radio, Dual SIM, face unlock ইত্যাদি।ভালো দিকঃ
✔ 6000 mAh এর বিশাল ব্যাটারি। চার্জ ফুরাবেই নাই।✔ ক্যামেরা বলতে গেলে ভালোই
✔ Android 10
✔ এ বাজেটে 4 GB র্যাম পেয়ে যাবেন।
✔ সবকিছু মিলিয়ে মানা যায়।
খারাপ দিকঃ
✘ পারফরম্যান্স আশানুরূপ পাবেন নাপার্সোনাল রেটিংস - 7/10
1. Infinix Hot 10 Play
(4/64 GB)মূল্যঃ ১০৪৯০ টাকা
বিঃদ্রঃ এই ফোনটি আমার এক ভাইয়ের জন্য মাত্র ৯৯৯০ টাকায় নিতে সক্ষম হয়েছি। আপনারা চেস্টা করে দেখতে পারেন।
রিভিউঃ
একটা ভালো ফোন পাইছি। আপনারা ১০,০০০ বাজেটে এই ফোনটা অবশ্যই কিনবেন। Infinix Hot 10 Play ফোনে আছে 6.82 inches HD+ IPS LCD স্ক্রীন। এখানে আছে waterdrop front camera ডিজাইন। ব্যাক ক্যামেরাতে আছে Dual 13 Megapixel আর সেকেন্ডারি lens সাথে PDAF, quad-LED flash, HDR ইত্যাদি। আরো আছে Full HD ভিডিও রেকর্ডিং। সামনের ক্যামেরা হলো 8 MP।
Infinix Hot 10 Play ফোনটিতে আছে 6000 mAh এর এক বিশাল ব্যাটারি। সাথে আছে 10W ফার্স্ট চার্জিং সুবিধা। এ প্রাইসে পেয়ে যাবেন 4 GB RAM,
আর প্রসেসরঃ 2 GHz octa-core CPU। and Mali-G52 MC2 এর GPU।
যেটি একটি Mediatek Helio G35 (12 nm) chipset দ্বারা পরিচালিত। এ দামে একটা সেই লেভেলের প্রসেসর পেয়েছেন। মুটামুটি চাইলে পাব্জিও খেলতে পারবেন।।
ফোনটিতে আছে 64 GB এর ইন্টারন্যাল স্টোরেজ। ফোনের পিছনে আছে ফিংগারপ্রিন্ট সেন্সর।
অন্যান্য সুবিধাঃ
FM Radio, Dual SIM, face unlock।ভালো দিকঃ
✔ 6.82 ইঞ্চির HD+ ডিসপ্লে✔ সন্তোষজনক ক্যামেরা
✔ 6000 mAh এর বিশাল ব্যাটারি।
✔ এ প্রাইসে পারফরম্যান্স অস্থির।
পার্সোনাল রেটিংস - 7.5/10
This comment has been removed by the author.
ReplyDeleteসিম্ফনি Z35 ফোনটি ভালো তবে সবগুলি ফোনে সফটওয়্যার মিছিং হওয়ার কারনে চারজিং অপসনে সমস্যা আছে।
ReplyDeleteফোনের সফটওয়্যারে সমস্যা থাকতে পারে না।ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।
Delete