মেসি আর থাকছেন না প্রিয় বার্সেলোনায়

লিওনেল মেসি বার্সেলোনা ত্যাগ করছেন।

লিওনেল মেসি এবং বার্সেলোনার বিচ্ছেদ কেন? এবং কিভাবে? তাহলে মেসির পরবর্তী গন্তব্য কোথায়? বিস্তারিত তথ্য পাবেন এই পোস্টে : 


এফসি বার্সেলোনা এবং মেসির মধ্যে কি হয়েছিল?

কোপা আমেরিকার পরে ছুটি কাটিয়ে গত পরশু লিওনেল মেসি  বার্সেলোনায় ফিরেন এবং তার বাবা জর্জ মেসি গতকাল অন্য এক ফ্লাইটে করে মিয়ামি থেকে বার্সেলোনায় ফিরেন। 

মেসি বার্সেলোনা ত্যাগ করছেন

বার্সেলোনায় ফিরেই মেসির প্রধান কর্মসূচী ছিল ক্লাবের সাথে নতুন চুক্তি করা। ২০২৬ সাল পর্যন্ত বার্সেলোনার সাথে মেসির একটা চুক্তি হবে সেটা আগেই কনফার্ম ছিল এবং এতে কোনো সন্দেহ ছিল না। এমনকি গত এক সপ্তাহ ধরেই মেসির এই নতুন কনট্র্যাক্ট সাইনিং নিয়ে দুপক্ষে একটা ভার্ভাল এগ্রিমেন্টও হয়েছিল যে, মেসি তার বেতনের ৫০% ছাড় দিবেন।  

সেই সাথে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ লিওনেল মেসির নতুন কনট্র্যাক্ট সাইনিং এর উদযাপন করার জন্য বৃহস্পতিবারে একটা সময়সূচীও ঠিক করে রেখেছিল।


La liga কতৃপক্ষ দ্বারা মেসির বার্সেলোনা দল পদত্যাগ স্বীকার্যঃ

এই সময়কালে laliga কর্তৃপক্ষ এবং বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষের মধ্যে একাধিক মিটিং হয় এবং মিটিং থেকে অবশেষে ঘোষণা করা হয় - "লালিগার ফাইন্যান্সিয়াল রুলস অনুযায়ী বার্সেলোনা লিওনেল মেসিকে সাইন করাতে পারবে না।"

তারপর পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী বৃহস্পতিবারে মেসি, মেসির বাবা এবং বার্সেলোনা প্রেসিডেন্ট লাপর্তার মিটিং বসে। তখনই লাপর্টা মেসির ফ্যামিলিকে জানিয়ে দেন যে, লালীগা রুলস অনুযায়ী মেসিকে সাইন করা প্রায় অসম্ভব। 

এই পুরো ঘটনা শুনে মেসি স্তম্ভিত হয়ে পরেন। কেননা বার্সেলোনা ছাড়া আর অন্য কোনো ক্লাবে জইন করার প্ল্যান ছিল না মেসির। ততক্ষণে বার্সেলোনার অফিসিয়াল সোশাল মিডিয়ায় ব্রেকিং নিউজ প্রকাশিত হয়ে যায় যে, "লিওনেল মেসি আর বার্সেলোনায় থাকছেন না।"

এর পরেই পিএসজি ক্লাব কর্তৃপক্ষ লিওনেল মেসির সাথে ডিরেক্ট কন্টাক্ট করেন। এর আগেও পিএসজি কর্তৃপক্ষ মেসির সাথে একাধিকবার অফার নিয়ে কথা বলেছে, তবে তখন মেসির একমাত্র প্ল্যান ছিল বার্সেলোনার হয়ে খেলা চালিয়ে যাওয়া।  

তারপর মেসির সিদ্বান্ত কি তা এখনো জানানো হয় নি। পিএসজির সাথে কতটুক এগ্রিমেন্ট হলো তাও জানা যায় নি। 

মেসিকে কেন নতুন কনট্র্যাক্ট সাইন করতে দেয় নি Laliga?

বিস্তারিত এই পোস্টে : 

Laliga কর্তৃপক্ষ সকল ক্লাবকে CVC ইনভেস্টমেন্ট দিতে চাচ্ছে। তবে বার্সা ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তার বোর্ড তা নিতে রাজি হচ্ছে না। কেননা এতে করে আগামী ৪০ বছরের জন্য CVC ১০% টিভি রাইট পেয়ে যাবে। যা কিনা মিড এবং লং টার্মে ক্লাবগুলোর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

বর্তমানে ২৭০ মিলিয়ন ইউরো CVC ইনভেস্টমেন্ট নিলে সাময়িক লাভ হলেও ভবিষ্যতে ক্ষতির পরিমাণ হবে অতিরিক্ত। 

অন্যদিকে, যদি বার্সেলোনা এই ইনভেস্টমেন্ট না নেয়, তাহলে মেসিকে রিনিউ করার জন্য ফাইন্যান্সিয়াল রূলস শিথিল করবে না লালিগা কর্তৃপক্ষ।

মূলত এই জায়গাতেই তিন পক্ষ কোনো সমাধানে আসতে পারে নি। অবশেষে মেসিকে কনট্র্যাক্ট সাইন করতে দেয় নি LaLiga. এবং বার্সেলোনার সাথে লিওনেল মেসির ২১ বছরের সম্পর্কের বিচ্ছেদ।

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post