Snack ভিডিও দেখে কিভাবে টাকা ইনকাম করা যায়?
আজকের পোস্টে, আমি আপনাকে দেখাব যে, Snack video থেকে টাকা ইনকাম করার উপায় গুলো কি কি। আপনি চাইলে বিভিন্ন উপায়ে Snack ভিডিও অ্যাপ থেকে ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারেন। তার জন্য কোন কোন উপায় গুলো আছে? সেগুলো আমরা আজকে বিস্তারিত জানব।
{tocify} $title={Table of Contents}
প্রথমেই বলে রাখি Snack ভিডিওতে টাকা ইনকাম করার জন্য কোন প্রকারের অর্থ বিনিয়োগের প্রয়োজন নেই।
Snack video থেকে টাকা ইনকাম করার আসল উপায়
স্নেক ভিডিও একটি ভিডিও শেয়ারিং এপ্লিকেশন, অনেকটা টিকটক এর মতোই। তবে এখানে ভিডিও ক্লিপ দেখেও টাকা আয় করা পদ্ধতি আছে। তার আগে বলে রাখি, একটি Singapore এর এপ ছিল, যা নাম Clip Claps ।
ঐটাতেও কিন্তু ভিডিও দেখে সরাসরি টাকা ইনকাম করে নেয়া যেতো। Snack ভিডিও সেরকমই। তাছাড়াও নতুন ইউজাররা কিভাবে ইনকাম করবেন তাও আমি বলে দিয়েছি।
অল্পকথায়, স্নেক ভিডিও থেকে টাকা ইনকাম করার পদ্ধতি সমূহঃ
1. সাইনআপ বা রেজিস্ট্রেশন করার পুরষ্কার।
2. নতুন ব্যবহারকারীদের জন্য বোনাস।
3. নিজের কাজকর্ম, অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং বোনাস নিন।
4. প্রতিদিনের জন্য থাকছে Check-in রিওয়ার্ড।
5. বন্ধু-বান্ধবদেরকে স্নেক ভিডিওতে ইনভাইট করুন। এবং উপার্জন করুন।
6. স্নেক ভিডিও থেকে দেখে কত টাকা আয় করা সম্ভব?
Snack Video কি?
Snack Video হলো টিক টকের খুবই কাছের একটি প্রতিদ্বন্দ্বি এপলিকেশন। যেটি টিক টকের মতই কোন একটি গান, মিউজিক, ডায়লগ ব্যবহারে একটি ভিডিও ক্লিপ তৈরি করা হয়।
এখানে একজন ইউজার সাময়িক সময়ের একটি ভিডিও তৈরি করে। আর সে ভিডিও তার বিভিন্ন কাজকর্ম, ভংগিমা প্রদর্শন করিয়ে, অডিয়েন্সের মন জয় করে।
এছাড়া Snack Video আপনাকে টাকা ইনকাম করার সুযোগ দিচ্ছে। আপনি যদি স্নেক ভিডিওতে নিয়মিত ভিডিও আপলোড নাও করেন, শুধুমাত্র ভিডিও দেখে আয় করতে চান তাহলে এটি সম্ভব।
এ আর্টিকেলে আমি ঐ সকল বিষয়বস্তু রেখেছি। যার মাধ্যমে বুঝতে পারবেন, কি কি উপায় অবলম্বন করে এখান থেকে ইনকাম করা যাবে?
তাছাড়া আপনি যদি স্নেক ভিডিও ব্যবহারে অনুৎসাহী হন, তাহলে অবশ্যই নিজস্ব একাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। কারণ স্নেক ভিডিও, টিক টক, কিংবা লাইকি এ যে সকল অ্যাপ্লিকেশন মোটেও ভালো নয়। তরুণ সমাজকে ধ্বংস করার মতো অপকারী দিক এদের আছে।
আর যদি এখান থেকে দৈনন্দিন কিছু আয় করতে চান, তাহলে অবশ্যই আর্টিকেলটি আপনার জন্য। তার কারণ সকলের প্রয়োজন ও চাহিদা পূরণে আমরা লেখালেখি করি।
স্ন্যাক ভিডিও তাদের ব্যবহারকারীদের কে বিভিন্ন ভাবে ইনকাম করার অফার করছে।
1. সাইন আপ করার পুরষ্কার।
যখন আপনি Snack Video এপে গিয়ে কোনো একটি একাউন্ট খুলেন। সাইন আপ করার মূহুর্তে সেখানে কারো ইনভাইটেশন কোড দিয়ে, রেজিষ্ট্রেশন করেন। তবে সাথে সাথে সেখান থেকে রিওয়ার্ড পাবেন।
আপনি কিছু কয়েন পাবেন ইনভাইটেশন কোড দেয়ার কারণে। এখানে কয়েন পরবর্তীতে টাকাতে কনভার্ট করা যাবে।
সাইন আপ বোনাসটি 24 ঘন্টার পরবর্তীতে সরাসরি ক্যাশে পরিণত হয়ে যায়।
Note: সাইনআপ বোনাস নিতে আপনি আমার ইনভাইটেশন কোড ব্যাবহার করতে পারেন। আর যদি না চান, তবে যেকারো অথবা আপনার কোনো বন্ধুর ইনভাইটেশন কোড ব্যবহার করলে পারেন।
Snack Video Refferal Code: 335 513 152।
2. নতুন ব্যবহারকারীদের জন্য বোনাস।
একজন নতুন ব্যবহারকারী হিসেবে স্নেক ভিডিও আপনাকে অফার করবে, যেকোনো দুইজন ইউজারকে এসেই ফলো করতে। তাছাড়া যেকোনো দুইটি ভিডিওতে লাইক করতে। তাদের এ সকল নীতি অনুসরণ করলে, আপনি আরো কয়েন পেয়ে যাবেন।
এ উভয় টাস্ক পূরণ করলে আপনি পাচ্ছেন দুই হাজার কয়েন। আর এই বোনাস শুধুমাত্র নতুন ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।
3. বন্ধুবান্ধবদের কাছে নিজের এক্টিভিটি শেয়ার করুন।
Snack video তার ব্যবহারকারীদেরকে প্রতিনিয়ত ভালো ভালো টাস্ক পুরন করার সুযোগ দেয়। আপনি এখানে যে কাজকর্মগুলো করেন হয়, ভিডিও দেখান অথবা ভিডিও আপলোড করেন।
সেগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার বন্ধু-বান্ধব ও যে কোনো সোশ্যাল পেজে শেয়ার করলেই পাচ্ছেন এক হাজার কয়েন।
পড়ুনঃ টিকটক থেকে টাকা ইনকাম করা উপায়।
নিজস্ব এক্টিভিটি চাইলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। Snack video থেকে টাকা ইনকাম করার উপায় জানুন।
4. প্রতিদিনের Check-In রিওয়ার্ড।
স্নেক ভিডিও থেকে প্রতিদিন ভালো কয়েন উপার্জনের সবচেয়ে সহজ মাধ্যম হলো প্রতিদিন লগিন করা। এখানে ডেইলি লগইন করার পুরষ্কার আছে। যেটি প্রতিদিনই আপনারা কালেক্ট করতে পারবেন।
ডেইলি check-in রিওয়ার্ড নিতে আপনাকে কোন প্রকার টাস্ক কমপ্লিট করতে হবে না। শুধুমাত্র প্রতিদিন লগইন করলেই পাচ্ছেন ডেইলি বোনাস।
5. বন্ধুদের ইনভাইট করুন আর বোনাস নিন।
স্নেক ভিডিও থেকে টাকা ইনকাম করার আরেকটি সমৃদ্ধ উপায় হলো বন্ধু-বান্ধবদেরকে এই অ্যাপ্লিকেশনে ইনভাইট করা। এটা শুধুমাত্র যেকোনো একটি ফ্রেন্ড কে আপনার স্নেক ভিডিও এপে নিজের ইনভাইটেশন কোড ব্যবহার করে রেফার করতে হবে।
তার জন্য আপনি চাইলে নিজের রেফারাল লিঙ্ক অথবা ইনভাইটেশন কোড করতে ব্যবহার করতে পারবেন।
যখন আপনার রেফারেল লিংক, অথবা ইনভাইটেশন কোড ব্যবহার করে কেউ এই অ্যাপ্লিকেশনটিতে সাইনআপ করবে। তখন সাথে সাথে প্রতি সাইন আপের জন্য পাবেন 200 PKR।
তাছাড়া কিছু শর্তাদি আছে। যেটি এই অ্যাপ্লিকেশনে রেফারাল অপশনে পেয়ে যাচ্ছেন। প্রতিটি সফল রেফার করা মেম্বার এর জন্য আপনি পাচ্ছেন বেশি বেশি কয়েন। যেগুলো ক্যাশে পরিণত করে, উইথড্র করা যাবে।
Snack Video থেকে কত টাকা আয় করা যাবে?
স্নেক ভিডিওতে প্রতিদিন ভিডিও দেখলে, সেগুলো থেকে কয়েন পাওয়া যায়। আর সে কয়েনগুলোকে 24 ঘন্টার পরই ক্যাশে পরিণত করা যায় :)। পরবর্তীতে আপনি চাইলে যেকোন পেমেন্ট মেথড ব্যবহার, টাকা নিয়ে নিতে পারেন।
স্নেক ভিডিও থেকে কত উপার্জন হবে? সেটা আপনার বন্ধু-বান্ধবের যে সার্কেল আছে, তার উপর নির্ভর করছে। যদি বেশি বেশি বন্ধু বান্ধব কে রেফার করতে পারেন।
পড়ুনঃ
অনলাইনে আয় কি আদৌ হালাল নাকি হারাম?
প্রতি মাসে ২০ হাজার টাকা আয় করার উপায় গুলো জেনে নিন।
তবে বেশি ইনকাম করা সম্ভব। তাছাড়া অন্যান্য উপায়ে এখান থেকে মোটামুটি ইনকাম করা যায় না। খুব অল্প পরিমাণ ইনকাম হয়। যেটা ধরাছোঁয়ার বাইরে।
আর যদি এখান থেকে ইনকাম করার সদিচ্ছা থাকে। তবে আপনি প্রতিনিয়ত টাস্ক গুলো পূরণ করতে পারেন। অবশ্যই তার জন্য পরিশ্রম করতে হয়।
শেষ কথা
আমরা জানি, স্নেক ভিডিও এপ অনেকের খুব বেশি ফলোয়ার থাকে। প্রতিদিন ভিডিও আপলোড করলে অনেকেরই সেখানে বেশি রিয়্যাক্ট পড়ে, পাশাপাশি ভিউ বেশি হয়। তাদের জন্য আজকে আমার আর্টিকেলটি নয়।
আজকের আর্টিজেল তাদের জন্যই যারা ব্যবহারকারী। মানে যারা অডিয়েন্স হিসাবে কাজ করছেন, তারা কিভাবে ইনকাম করবেন? যারা snack ভিডিও দেখে আয় করতে চান তাদের জন্যই।
যদি এই আর্টিকেল পড়ে উপকৃত হন। তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে পাশের বেল আইকনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ।
আরও পড়ুনঃ
আমার তো কয়েন অপশন নেই আমি টাকা ইনকাম করতে পারছি না প্লিজ বলেন
ReplyDelete