কিভাবে মোবাইল দিয়ে স্মার্ট টিভি কনট্রোল করবো?

কিভাবে মোবাইল দিয়ে স্মার্ট টিভি কনট্রোল করবো?


মোবাইল দিয়ে টিভি চালানো যায় কিভাবে ?

যদি আপনার স্মার্ট টিভির কোন রিমোট না থাকে। অথবা সেটি নষ্ট হয়ে যায়। তবে কিভাবে মোবাইল দিয়ে স্মার্ট টিভি কনট্রোল করবো? চাইলেই যেকোনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে স্মার্ট টিভি সহজেই রিমোট কন্ট্রোল করা যায়। আপনার এন্ড্রয়েড টিভিতে নেভিগেট করার জন্য একটি স্মার্টফোন ই যথেষ্ট।


স্মার্টফোন ব্যবহারে এন্ড্রয়েড টিভির রিমোট কন্ট্রোলঃ

বেশিরভাগ অ্যান্ড্রয়েড কিংবা স্মার্ট টিভি অনেক ক্ষেত্রেই দেখা যায়, ভয়েস(Voice) চালিত রিমোট এর মাধ্যমে চালিত হতে পারে। এর ক্ষেত্রে অবশ্যই গুগোল অ্যাসিস্ট্যান্ট কে ব্যবহার করা হয়।

এমন অনেক সময় হয় যখন আপনি রিমোট ব্যবহার করতে চান না।

একটি ফোনই স্মার্ট টিভির সকল প্রকার নেভিগেট এবং ব্যবহারের জন্য উপযুক্ত। স্মার্ট টিভির যেকোনো ফাংশন বন্ধ কিংবা চালু করার জন্য একটি স্মার্টফোন যথেষ্ট।

The Android TV Remote Control নামক অ্যাপ ব্যবহার করে খুব সহজেই একটি স্মার্টফোনের মাধ্যমে স্মার্ট টিভি কন্ট্রোল করা যায়। আর এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর এবং iOS উভয় প্রকার অপারেটিং সিস্টেমে মজুদ আছে।

এই এন্ড্রয়েড এপ টি ব্যবহার করা সম্পূর্ণ ফ্রি। এবং এটি সকল প্রকার অ্যান্ড্রয়েড পরিচালিত টিভিগুলোতে কাজ করে।


Android TV Remote Control অ্যাপ টি কিভাবে ব্যবহার করবেন?

প্রথমত আপনার স্মার্টফোন এবং এন্ড্রয়েড টিভি উভয়ই একই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করুন।

Android TV Remote Control অ্যাপটি আপনার ফোনে ওপেন করুন। তার আগে অবশ্যই সেটি প্লে স্টোর থেকে ইন্সটল করে নিতে পারেন।

প্লে স্টোর থেকে ইন্সটল করার লিংকঃ এখানে ক্লিক করুন

এপটি ওপেন করার পর, যেহেতু আপনারা একই ওয়াইফাই কানেক্টেড। সেহেতু আপনি এই এ্যাপ এ গিয়ে আপনার এন্ড্রয়েড টিভির নাম টিতে ট্যাপ করুন।

এবার  স্মার্টফোনটি স্মার্ট টিভির সাথে কানেক্ট করার জন্য আপনার স্মার্ট টিভির স্ক্রিনে একটি পিন কোড আসবে।

পড়ুনঃ

আর এই পিন কোড যেটি আপনি স্মার্ট টিভির স্ক্রীনের দেখেছেন, সেটি স্মার্টফোনের Android TV Remote Control অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করান। এবং Pair অপশনে ক্লিক করেন।

একবার যদি আপনি নিজের ফোনকে এন্ড্রয়েড সাথে ঠিকমত কানেক্ট করতে পারেন। তবে অ্যান্ড্রয়েড রিমোট কন্ট্রোল অ্যাপটিতে আপনি টিভি কন্ট্রোল করার সকল অপশন পেয়ে যাবেন। তা ছাড়া পাবেন D-pad ইন্টারফেস।

আপনি এন্ড্রয়েড ফোনে এই অ্যাপ ব্যবহার করে up/down/left/right চিহ্নিত নেভিগেট পাবেন Android TV screen এ। 

এইভাবে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে যে কোন স্মার্টফোন ব্যবহারে স্মার্ট টিভি কন্ট্রোল করতে পারবেন। একটি স্মার্ট টিভি রিমোটে যতগুলো বাটন থাকে বা যে সকল নেভিগেট থাকে, সকল কিছুই এই অ্যাপটিতে পেয়ে যাবেন।

Troubleshooting

যদি উপরে মেনশন করা Pairing পদ্ধতিটি কাজ না করে। তবে আপনি কি করবেন? তার জন্য ট্রাবলশুটিং করতে পারেন। যদিওসমস্যাটি থেকে থাকে তবেই ট্রাভলশূটিং করবেন। মানে যদি এপের সাথে টিভি কানেক্ট না করতে পারেন।


আপনার টিভি ও স্মার্টফোন একই ওয়াই-ফাই নেটওয়ার্কে কানেক্টেড কিনা?

প্রথমত আপনাকে নিশ্চিত হতে হবে যে, এন্ড্রয়েড টিভি এবং এন্ড্রয়েড ফোন উভয়ই একই ওয়াইফাই নেটওয়ার্ক এর আওতাধীন কিনা।

ব্যাপারটিকে নিশ্চিত করতে কিছু স্টেপ অনুসরণ করতে পারেন:

প্রথমত, এন্ড্রয়েড টিভি রিমোট অ্যাপটির হোম বাটনে ক্লিক করুন।

একবারের শীর্ষে ডানদিকে Settings অপশন পাবেন, সেটি সিলেক্ট করুন।

এবার Network & Accessories এ যান, সিলেক্ট করুন Network > Advanced > Network status.

 Network (SSID) তে ওয়াইফাই নেটওয়ার্ক খুজুন, দেখুন ঠিক ওয়াইফাই কানেক্টেড কিনা?

পড়ুনঃ


ঘরে ওয়াই ফাই না থাকলে কিভাবে মোবাইল দিয়ে স্মার্ট টিভি কনট্রোল করব?

এন্ড্রয়েড টিভি রিমোট কন্ট্রোল অ্যাপসটি স্মার্ট টিভির সাথে সেট আপ করার জন্য চাইলে ব্লুটুথ ব্যবহার করতে পারেন।

ব্লুটুথ ব্যবহার এন্ড্রয়েড টিভি রিমোট কন্ট্রোল অ্যাপটিকে এন্ড্রয়েড টিভি সাথে খুব সহজে কানেক্ট করা যায়।

ফোনের ব্লুটুথ অন করুন।

Android TV Remote Control এপটি ওপেন করুন।

আপনার  Android TV তে ট্যাপ করুন। অবশ্যই এন্ড্রয়েড টিভির ব্লুটুথও অন থাকা লাগবে।

আপনি হয়তো স্মার্ট টিভিতে Bluetooth pairing request পাবেন।

Pair অপশনটিতে যান। কোনো ভাবে ব্লুটুথ কানেক্টেও স্মার্ট টিভি রিমোট কন্ট্রোল করতে পারবেন।


শেষকথাঃ

আজকে আমরা জানলাম, কিভাবে মোবাইল দিয়ে স্মার্ট টিভি কনট্রোল করবো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ব্লগ নিয়মিত পড়বেন। আর হ্যা, আমরা নিয়মিত লেখালেখি করার চেস্টা করি। তো আজ এতটুকুই। আমাদের ব্লগ শেয়ার করতে ভুলবেন না। পাশের বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। 

পড়ুনঃ

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post