জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু
আজকে বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস সম্বন্ধে জানবো। প্রায় 30 টির উপরে স্ট্যাটাস উল্লেখ করেছি । যেটি আপনার পছন্দ হবে, সেটা নিয়ে নিতে পারবেন।জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধুকে উপহার দিন।
বন্ধু যে কারোরই জীবনের একটি অংশ। আর জন্মদিনের শুভেচ্ছা বন্ধু কে জানানোর জন্য কিছু নিখুত ও নৈপণ্যের শব্দে জানানোর অতি দরকারি। তার জন্য সুন্দর সুন্দর ও গুণগত, মান সম্মত স্ট্যাটাস বের করা আসলেই দুঃসাধ্য। তার জন্য কোন চিন্তা করা উচিত নয়।
তার কারণ আমি এখানে ভালো ভালো স্ট্যাটাস উল্লেখ করেছি। যেগুলো আপনার জন্য প্রয়োজনীয় হবে। বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বেস্ট ফ্রেন্ড এর জন্য জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস নিয়ে ঘাবড়াতে হবে না। এখানে আমি উল্লেখ করছি।
এই ব্লগে রয়েছেঃ
- বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা।
- জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু বাংলা।
- জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু ফানি।
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু এর তালিকাঃ
১। তোমাকে আমার বন্ধু হিসেবে পেয়ে নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করছি। তাই, তোমার জন্মদিন তোমার মতো করেই বিশেষ। শুভ জন্মদিন, বন্ধু।
২। তোমার প্রত্যেকটি স্বপ্ন যেন সত্য হয়। আমার পাশে কাধ রেখে পথ চলার অংশীদার হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ জন্মদিন, বন্ধু।
৩। তোমার সাথে আরো পথ চলা , ও বছরের পর বছর সময় কাটানোর জন্য আমি রাজি আছি। তাইতো তোমার প্রত্যেকটি জন্মদিনের অপেক্ষায় বসে থাকি। শুভ জন্মদিন বন্ধু। এই দিনটি তোমার জন্য অনেক স্পেশাল।
৪। তোমাকে আমি পৃথিবীর সমস্ত ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে চাই। যার সমস্তটাই আসলে তুমি প্রাপ্য। জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা।
৫। আমি আসলে নিজেকে অনেক গর্বিত মনে করছি, যে তুমি আমার জীবনের একটা অংশ। তোমার জন্মদিন সুখে কাটুক এটাই আমার প্রত্যাশা। এই দিনেই তোমার মতো কোনো এক লিজেন্ডের আগমন হয়েছে। সুখ কিংবা দুঃখের সময় সর্বদাই তুমি আমার পাশে ছিলে। তোমাকে এই জন্মদিনে শুভেচ্ছা জানাতে কি আমি ভুল করতে পারি? জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা।
বন্ধুদের নিয়ে আবেগ জড়ানো স্ট্যাটাস পড়তে চান? নিচের লেখায় ক্লিক করুন।
৬। শুভ শুভ জন্মদিন। পৃথিবীর সকল কেক, ভালোবাসা, এমনকি সুখের প্রাপ্য তুমি। আজকের দিনটি উপভোগ করো বন্ধু। জন্মদিনের শুভেচ্ছা হোক আকাশ সমান উচু।
৭। সৃষ্টিকর্তা আমার বন্ধু হিসাবে তোমাকে চিহ্নিত করার জন্যই নিয়তি ঠিককরেছে। তোমার জন্মদিনে শুভেচ্ছা জানানো আমার দায়িত্ব। তাই তো ফেসবুক স্ট্যাটাস দিয়ে, তোমাকে জানাই শুভ জন্মদিন।
৮। তোমার জন্মদিন যেন সুখে কাটে। এক বছর অতিক্রম করে এই দিনটি তোমার জন্য বেশ উপলক্ষ বহন করে। প্রতি বছর জন্মদিনের সময় পেরিয়ে সুস্থ থাকো এটাই আমার কামনা। জন্মদিনের শুভেচ্ছা তাই তোমার প্রাপ্যতা।
৯। প্রতিটি পদক্ষেপ, যেখানে তুমি আমার সাথে ছিলে, তা ছিল সুখকর ও আনন্দ-দায়ক। তোমার বিপদে-আপদে পাশে দাঁড়াবো এটাই আমার প্রতিজ্ঞা। “শুভ জন্মদিন” বন্ধু এরই মধ্য দিয়ে আমার ইচ্ছা পোষন করলাম।
১০। তোমাকে অনেক ধন্যবাদ আরও একটি জন্মদিনের বছর পার করে আসার জন্য। এবং আমরা এখনো বন্ধু। শুভ জন্মদিন।
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু
১১। তুই আমাকে যেভাবে বুঝিস, সেভাবে হয়তো পৃথিবীর কেউই বুঝে না। তোকে তাই ভাইয়ের চোখেই দেখি। শুভ জন্মদিন, বন্ধু আমার।
১২। বসে বসে সকল কথাই আমার শুনেছিস বন্ধু। আমি আসলে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করছি , এ জীবনে এতো ভালো বন্ধু পেয়ে। তোকে মন থেকে জন্মদিনের জন্য শুভেচ্ছা জানাই।
১৩। আমি আসলেই অনেক কৃতজ্ঞ এবং খুশি। তার কারণ এই যে, আমরা দুজন একে অপরের ভালো বন্ধু। জন্মদিন উপভোগ কর। শুভ জন্মদিনের শুভেচ্ছা!
বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
১৪। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, যে আমার সকল বকবক বোকার মতো শুনে আর হাসে। এবং বোকার মতো করা কাজগুলিতে সে ঠিকই আমার পাশে দাঁড়িয়ে ছিল!
১৫। বেস্ট ফ্রেন্ডঃ যার মধ্যে আপনি নিজেকে অনুভব করতে পারেন। যার সাথে আপনি সারাক্ষণ অর্থহীন বকবক করতে পারেন। সে হলো এমন কেউ যে কিনা আপনি অদ্ভুত ও immeture থাকা সত্ত্বেও আপনাকে পছন্দ করে।
যে কেউ আপনার জন্য জন্মদিনের উপহার কিনতে ভুলে গেলেও, সে এক মুঠ বালি হলেও আপনাকে উপহার স্বরুপ দেবে। শুভ জন্মদিন আমার সেই লক্ষী বেস্ট ফ্রেন্ড।
১৬। তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তাই তো তোমাকে জন্মদিনের শুভেচ্ছা!
১৭। আমরা সত্যিই আশাহীন ছিলাম তোকে ছাড়া, বন্ধু। নতুন উদ্দীপনা ও আশার খোরাক জাগিয়ে পথচলার সাথী হয়েছিস তুই। এই জন্মদিনের শুভেচ্ছাবার্তা একমাত্র তোর জন্য।
১৮। আরও তথ্যের জন্য, এই শুভেচ্ছাসমূহ এবং সম্পূর্ণ সংগ্রহগুলির উত্সটি এখানে দেখুন: বন্ধু এবং জন্মদিনের শুভকামনা বন্ধুটির জন্য জন্মদিনের শুভেচ্ছা।
১৯। জন্মদিন সমাপ্তির পথে আরো এক বছর। পরবর্তী বছরগুলোতে আশা করি আগের থেকে আরো বেশি উপভোগ করার মতো হবে। শুভ জন্মদিন, বন্ধু।
২০। শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু। উজ্জ্বল রংগের ন্যায় তোমার জীবন রঙ্গিন হোক। এবং তুমি চিরকাল সুখী হইয়ো, এটাই আমার কামনা । সুখে থাকো।
২১। হাসি সৌন্দর্য্য তোমার হাসি দিয়ে শুরু হয়। শুভ জন্মদিন বন্ধু, আনন্দ করো।
২২। কিছু ঠিক না থাকলেই তবেই আমি তোর কাছে যাই। তুই প্রতি ঘন্টা আমাকে সাপোর্ট করেছিস। শুভ জন্মদিন।
২৩। আমার মূর্খ বন্ধুটির জন্মদিন আজ। যা এখনও হৃদয় থেকে ঠিক শিশুর মতোই আছে। শুভ জন্মদিনের শুভেচ্ছা, প্রিয়।
২৪। তোমার সাথে সময় কাটাবার মতো আনন্দিত আর কিছুই হতে পারে না। আজকের দিনটি তোমার জন্য সেরা হয়ে উঠুক। শুভ জন্মদিন বন্ধু। ভালোবাসি প্রিয়।
২৫। বন্ধু হ'ল এমন ব্যক্তি যে সর্বদা তোমার পিছনে ছায়ার মতো করে থাকে , সেটা যাই হোক না কেন। শুভ জন্মদিন বন্ধু।
২৬। শুভ জন্মদিন বন্ধু। আয় আমরা জীবনে একসাথে করা সমস্ত বদ কাজগুলিকে চালিয়ে যাই।
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু জেনে নিনঃ
২৭। যদি আমি তোমাকে কিছু উপহার দিতে পারি, তবে আমি তোমাকে অন্যের চোখে দেখা সর্বোচ্চ ক্ষমতা উপহার দেব। শুভ জন্মদিন চ্যাম্প।
২৮। জন্মদিনের শুভেচ্ছা। আমরা একসাথে পাগলামি করেই তো বড় হয়েছি।
২৯। শুভ জন্মদিন প্রিয়। এই বিশেষ দিনটি আরও হাজার বছর ধরে তোমার জীবনে ছুইয়ে যাক।
৩০। তোকে আমার বন্ধু হিসাবে রাখাই আমার কাছে সবচেয়ে জরুরী। শুভ জন্মদিন। তুই আসলেই হীরের টুকরা।
৩১। কখনই ভাবিস না তুই একা। আমি সবসময় তোর পাশে দাঁড়িয়ে গাছের মতো ছায়া দিয়ে আছি। শুভ জন্মদিন, প্রিয়।
পড়ুনঃ
- বন্ধুদের মিস করা নিয়ে কিছু কথা।একবার পড়লে স্মৃতিতে নাড়া দিবেই।
৩২। যেকেউ প্রতি বছর শিশুর মতো করেই তার জন্মদিনের জন্য অপেক্ষা করে বসে থাকে। কেউ না জানলেও, সে জানে দিনটি তার জন্য অনেক বিশেষ। জন্মদিনের শুভেচ্ছা। দিনশেষে চল. আনন্দ করি।
৩৩। সারাজীবন যেন আমি তোর বন্ধু হয়ে পাশে থাকতে পারি। আজকের দিনটা অনেক মজায় উপভোগ করে কাটা। খুব ভালো থাকিস।জন্মদিনের শুভেচ্ছা বন্ধু।
৩৪। জন্মদিন প্রত্যেক বৎসর ঘুরে - ফিরে আসে। কিন্তু,,, তোমার মতো বন্ধু আমার জীবনে একবারই এসেছে। তুমি আমার জীবনে আসার জন্য আমি খুব আনন্দিত। তোমার এই স্পেশাল দিনে তোমাকে অনেক শুভেচ্ছা জানালাম। জন্মদিনের শুভেচ্ছা বন্ধু।
৩৫। জীবনের সবচেয়ে ভালো ১টি উপহার হলো, ১টি ভালো বন্ধু পাওয়া। যা সবাই পায় না। তাই তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমি কৃতজ্ঞ। জন্মদিনের শুভেচ্ছা বন্ধু।
৩৬। আমি বন্ধুত্বের সংজ্ঞা জানি না। কিন্তু, আমি জানি তুই আমার বন্ধু। আমার সবথেকে ভাল বন্ধু। জন্মদিনের শুভেচ্ছা, বন্ধু ।
৩৭। তোমাকে জানায় তোমার জন্মদিনের অঢেল শুভেচ্ছা এবং একটি সুন্দর এবং সফল বছর পার করার শুভেচ্ছা। ধন্যবাদ এত ভালো একজন বন্ধু হওয়ার জন্য।
৩৮। তোমার মতো এমন বন্ধু কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। তাই আশা করছি তোমার জন্মদিনের খুশি এবং মুহূর্তগুলোও তোমার কাছে অমূল্য হবে। জন্মদিনের শুভেচ্ছা বন্ধু।
৩৯। তোমার বন্ধুত্বে আমি মুগ্ধ। আশা করি, যেমন আছো ঠিক তেমনি থাকবে সারাজীবন আমার বন্ধু হয়েই। শুভ জন্মদিনের শুভেচ্ছা বন্ধু।
৪০। তর জন্যে ভালবাসাঃ লক্ষ গোলাপ, জুঁই, হাজার লোকের ভিরে বন্ধু আমার থাকবি হৃদয়ে তুই।শুভ জন্মদিন দোস্ত।
৪১। আজকের এই স্পেসাল দিন-এ হয়ে ওঠো আরও নবীন ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন ! শুভ জন্মদিন বান্ধবী।
৪২। সুখে কাটুক বন্ধু তোমার আজকের দিন জানাচ্ছি আজ বন্ধু তোমায় শুভ জন্মদিন।
৪৩। বন্ধু কখনও অবহেলা নয়। বন্ধুকে হ্রদয় মাঝে গেথে রাখতে হয়। বন্ধু হলো সুখ - দুঃখের সাথী, এমন বন্ধু রেখো না,যে তোমার করে ক্ষতি।শুভ জন্মদিন প্রিয় বন্ধু আমার।
৪৪। আজ আমার সব থেকে ভালো বন্ধুটির জন্মদিন। আর এই বিশেষ দিনে তোমায় জানাই আমার হৃদয়ের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেছা। এবং আশা করছি আরও এমন শত শত জম্মদিন কাটাতে পারবো তোমার সাথে।
৪৫। মুছে যাক সব দুঃখ । ধুয়ে যাক কষ্ট আজকের এই জন্মদিনে হয়ে যাক তোমার সব খারাপ নষ্ট। জন্মদিনের শুভেচ্ছা!
৪৬। আজকে তোমার এই জন্মদিনে সবকিছু হউক নতুন করে। সুখের স্মৃতিটুক থাক কাছে, দু:খগুলো যাক দুরে। জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে নব উদ্দমে কাজ করো নবীন এই দিনে।
৪৭। আশা করি, আমার এই শুভ দিনটি কেকের মতো মিষ্টি হবে। এই বছরের তোমার সমস্ত ইচ্ছা যেন আল্লাহ পূরণ করে এবং তোমার সব স্বপ্ন সত্যি হোক।হ্যাপি বার্থ ডে টু মাই ফ্রেন্ড।
৪৮। জন্মদিন পত্যেক মানুষের জীবনের বিশেষ দিনের মধ্যে ১টি। আজকের তোমার সেই বিশেষ দিন, জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা রইলো আমার প্রিয় বন্ধুটির জন্য।
৪৯। শুভ জন্মদিন বন্ধু। আশা করি আজকের এই দিবসটি তোমার জীবনে বয়ে নিয়ে আনুক আনন্দের বন্যা। জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু
৫০। শুভ জন্মদিন বন্ধু। যেহেতু তুমি আমার সবচেয়ে ভালো একজন বন্ধু। তাই আমি দোয়া করি তোমার জীবনের সবকিছুই যেন অত্যন্ত ভালো হয় এবং সামনের জীবনে উপভোগ করতে পারো।
৫১। মানুষের দেহ যেমন আত্মা ছাড়া অর্থহীন। ঠিক তেমনি আমার জীবনে তোমার বন্ধুত্ব ছাড়া নিথর, অপরিপূর্ণ। আমার জীবনে পরিপূর্ণ করার জন্য অসংখ্য ধন্যবাদ দিয়ে তোমায় জানাই শুভ জন্মদিনের অঢেল শুভেচ্ছা।
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু জেনে নিন।
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও দোয়া।
৫২। "শুভ জন্মদিন প্রিয়। তোমার বাবা-মা অবশ্যই তোমাকে নিয়ে অনেক গর্বিত। আমরা সবাই তোমাকে ভালবাসি। কঠোর পরিশ্রম করতে থাক। আমার দোয়া রইল সবসময়ের জন্য।"
৫৩। "তোমার জন্য জন্মদিনের শুভেচ্ছা রইল। তুমিই সেই বিশেষ ব্যক্তি যে কখনই একটা দিনও বিষাদময় হতে দাও নি।"
৫৪। "শুভ জন্মদিন প্রিয়। তুমিই আমার জীবনে সেখানে গাইড। আমার জীবনে আলো হয়ে এসেছিস। সুখে থাক, এই দোয়াই রইল। দোয়া রইল তোমার জন্য, বন্ধু।"
৫৫। "জীবনে কতই না লোক আসে এবং যায়। তবে সত্য বন্ধুরা সর্বদাই থাকে। শুভ জন্মদিন ব্রাজিলের ছেলে পেলে।"
৫৬। "তোর জন্মদিনে তোকে হিরো আলম সাজাবো, বলে রাখলাম কিন্তু। পার্টি রাখলাম আসিস। পার্টিতে কালি, রঙ সবকিছুর এরেঞ্জ করা আছে। হিরো আলম তোকে দেখে বলবে, “ এ বেটা সিনেমায় আসলে আমার মার্কেট চলবে নে।”
৫৭। "আমি তোর কাছ থেকেই বন্ধুত্বের প্রকৃত অর্থ শিখেছি। শুভ জন্মদিন বন্ধু। সর্বদা আমার দোয়া তোর সাথে থাকবে। তোমার বন্ধুত্ব আমার কাছে অক্সিজেনের মতো। এ ছাড়া বাঁচতে কস্ট হচ্ছে। শুভ জন্মদিন বন্ধু।"
৫৮। "শুভ জন্মদিন, মূর্খ। তোর দিনটি চমকে উঠুক আকাশের বিদ্যুতের ন্যায়। কেক কাটলে কিন্তু পচা ডিম মাথায় ভাংমু। জানোস না কেক কাটা নিষেধ। রইল শুভেচ্ছা ও দোয়া। "
৫৯। "জীবনটা আঙুলের ছাপের মতই নকল করা যায়না ..তাই এটা দিয়ে সুন্দর ছাপ রেখে যাওয়ার চেষ্টা করো ..মুহূর্তও নষ্ট কোরো না, কারণ সময়ের কোনো ছুটি নেই, স্বপ্নের কোনো শেষ নেই এবং জীবনে কোনো থামা নেই ..শুভ জন্মদিনে নতুন স্বপ্ন দেখো এই কামনা করি।"
৬০। "গত বছর ঈশ্বর এই দিনটাতে স্বর্গ থেকে সবচেয়ে মিষ্টি এঞ্জেল-টাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে...ছোট্ট ছোট্ট পায়ে এগোতে এগোতে সে আজ এক বছর বয়সী হয়ে উঠেছে...কামনা করি তুমি যেন পৃথিবীর সব সুখ আস্বাদন করতে পারো....শুভ জন্মদিন।"
৬১। "আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে। জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে।
আজকের দিনটা ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে , আশা করছি সব প্রিয়জনেরা পাশেই আছে। জীবনে আরো উন্নতি ,সৌভাগ্য ,ঐশ্বর্য আসুক এই কামনাই করি। শুভ জন্মদিন "
৬২। "আজকের এই রাত-তোমার জন্য দেখে আনুক সুখময় নতুন এক প্রভাত, আজকের এই দিন-তোমার জন্য হোক কষ্টহীন,আজকের এই সময়-টা সুধু তোমার জন্য আর তো কারো নয়..জানায় শুভ জন্মদিন- তোমার জন্যে আজ পৃথিবীটা হয়ে যাক রঙিন..শুভ জন্মদিন!"
৬৩। "আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার কাছের প্রিয় মানুষের জন্মদিন. শুভ জন্মদিন। দোয়া রইল অনেক বড় হবি"
৬৪। "অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে, মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে, দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে, অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে...শুভ জন্মদিন।"
৬৫। "এই SMS টায় ফ্যাট , কোলেস্টেরল, নেশার দ্রব্য কিছুই নেই ..আছে শুধু অনেকটা মিষ্টি , এই মেসেজটার পাঠকের মতই মিষ্টি ..জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা।"
৬৬। "আর একটা বছর এসে গেলো, বেড়ে যাবে আর একটা মোমবাতি ।কাল ও ছিলাম আজ ও আছি, তোমার জন্মদিনের সাথী । শুভ জন্মদিন ।"
নিচের পোস্টটিও চাইলে পড়তে পারেনঃ
বন্ধুর জন্মদিনের শুভেচ্ছাঃ জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু
- "হাসিমুখে থাক। খুশি হ, আজ তোর জন্মদিন। এবং আসন্ন বছরগুলিতে তোর সকল স্বপ্ন সত্য কর। শুভ জন্মদিন।"
- আজকের মতো সারাজীবন পাশে থাকিস। তোকে ছাড়া জীবন আমার অপূর্ণ। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ডিয়ার।শুভ জন্মদিন।
- আজকের দিনে তোমাকে বিশেষ শুভেচ্ছা। আশা করি আগামী বছর যেনো তোমার জন্য দুর্দান্ত একটি বছর হয়। শুভ জন্মদিন।
- তোমার জন্মদিন জন্মদিন যেনো অনেক অনেক প্রেমময় হোক। সবাই ভালোবাসা দিয়ে পূর্ণ করুক তোমাকে। শুভ জন্মদিন।
- তোমার জন্মদিন রোধ ও রংধনুর মতো উজ্জ্বল হোক। তোমার এই বিশেষ দিনে আমার বিশেষ শুভেচ্ছা নিও বন্ধু।
- তর মনে আছে আমাদের প্রথম দেখার কথা? সেদিন ভাবিনি তুই আমার জীবনের সবটুকু দখল করে নিবি। তোকে জীবন এখন কল্পনা করতে পারি না। শুভ জন্মদিন বন্ধু আমার।
- তুই জানিস আজ তুই সবার থেকে উজ্জ্বল সবার থেকে সেরা।কারণ আজ তোর জন্মদিন। আজকের দিন অন্য সব দিন থেকে দুর্দান্ত ও উপভোগ্য হোক তর জীবন। জীবনের প্রতিটি কাজে সফল হো। অনেক অনেক শুভ কামনা প্রিয় বন্ধু।
বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা কবিতাঃ
গত বছরের ব্যথা ভুলে যেও,
সকল অজ্ঞতা ক্ষমা করো।
জীবনে আরও একটি নতুন বছর যুক্ত করার জন্য এগিয়ে চলো।
খুব খুব খুশিতে কাটুক
তোমার এই জন্মদিন।
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু
জন্মালে তুমি এই শুভ ক্ষণে
ক্ষণে ক্ষণে পাল্টা আলাপ।
শুভ হোক যেদিন তুমি জন্মে
রথে রথে শুভ্র আভাস।
তারুণ্যের হাতছানিতে উঠো জেগে
পালায় পালায় জন্ম দিনের সুভাষ।
শুভ জন্মদিন।
বহুদিন ধরে, বহু চেষ্টা করে,
তোমার জন্মদিন এলে, তোমায় তৈল মেরে,
খাইতে চাহিয়াছি মোরগ পোলায়া-মাসাল্লা
কিন্তু, কখনো কী খাওয়াইছ হে বন্ধু,
কখনোই বলি নাই তোমার গার্লফ্রেন্ডকে গিয়া
তবুও লক্ষ শুভেচ্ছা নিয়ে, এবারও আছি অপেক্ষা করিয়া,
থাকি! তোমার প্রতি আমার শুভেচ্ছা নির্মল, নয় মরুভুমি ধু ধু
শেষকথাঃ
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু আসলেই আপনার বন্ধুর প্রাপ্য। এটা ভুলে যাবেন না। কিছু আনন্দই এই বন্ধনকে মজবুত করে। তাই ছোটো ভুল ত্রুটি মাফ করুন।
এগিয়ে চলুন নতুন উদ্যমে। সকল বন্ধুদের অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা।ইংরেজিতে বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস পেতে এখানে ক্লিক করুন।
অসাধারণ 😍
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ। আমাদের লেখা পড়বেন আশা করি
Deleteপড়ে খুব ভালো লাগলো
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য।
Deleteভালো লাগলো এই নিবন্ধন টি পড়ে
ReplyDeleteধন্যবাদ আপনাকে।❤️
Deleteসবসময় তোমাকে কপি করি তোমার মাথার মধ্যে এত বুদ্ধি আসে কি খল বল
ReplyDeleteকপি করা বারণ। তবে আমাদেরকে প্রমোট করলে ও নিজের ফায়দা হলে একশন নিই না। তাছাড়া, ধন্যবাদ আপনাকে।
DeleteHttps://wishesmsges.com
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete