Free Fire কোন দেশ তৈরি করেছে?

গ্যারেনা ফ্রী ফায়ার একটি বহুল জনপ্রিয় গেম। আজকের বগে আমরা জানব, free fire কোন দেশ তৈরি করেছে? অর্থাৎ ফ্রী ফায়ার কোন দেশের গেম এটাই জানব। আমরা অনেকেই মনে করি ফ্রী ফায়ার একটি চীনা গেম। কিন্তু প্রকৃতপক্ষে free fire একটি সিংগাপুরের গেম। 

Free Fire কি একটি চাইনিজ অ্যাপ?

এ নিয়ে অনেকের দ্বিমত থাকে। ফ্রি ফায়ার গেমটি অফিসিয়ালি সিংগাপুর দেশ এর Garena কোম্পানির তৈরি, ভেলেপভ ও পাব্লিস করা। অনেকে বলে এটি একটি চাইনিজ app। এর মানে হচ্ছে চীনারা আসলে ফন্দি করে অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে। তাছাড়া এটি এমন হতে পারে যে, একটি সিংগাপুরের এপ। এর যথাযথ কারণ আছে।

তাহলে প্রশ্ন হলো,।

ফ্রী ফায়ার কে আবিষ্কার করেছে


 ফ্রী ফায়ার কে আবিষ্কার করেছে?

আজকের ব্লগে আপনার জানবেন, Garena Free fire কোন দেশ তৈরি করেছে?  সে সম্বন্ধে জানবেন।

আজকে ব্লগে, আপনাকে অনেক কিছু জানতে হবে। জানতে হবে যে, Free Fire আসলে কোন দেশের তৈরি? Free Fire কি আসলে চীনের তৈরি? নাকি Free Fire এর আসল অরিজিন চীন দেশ নয়।

ভারত ও বাংলাদেশের বৃহত্তম ও পপুলার গেম গুলোর মধ্যে Free Fire অন্যতম। Free Fire তার ইউজারদেরকে দুর্দান্ত সব আপডেট এবং ইভেন্টের মাধ্যমে চমৎকৃত করেছে। এমনকি Free Fire গেম রয়েক ব্যাটেল  হওয়ায় জনপ্রিয়তার তুঙ্গে উঠেছে। কিন্তু অনেকেই অজ্ঞাত যে, Free Fire গেমটির অরিজিন কি? কোন দেশ থেকে তৈরি?

Free Fire ও পাবজি মোবাইল গেম ইউজারা প্রায় সময় Free Fire ও পাবজি নিয়ে বিতর্কে মেতে থাকে। উভয় গেমকে একে অপরের সাথে কম্পেয়ার করে। পাবজি মোবাইল ও Free Fire ফ্যানদেরকে প্রায় সময় বিতর্কে জড়িয়ে নেয়। এবং একে একে অপরের সাথে তুলনা করে।Free Fire কোন দেশ তৈরি করেছে জানুন।

অনেকে জানেন, ভারতে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী 59 টি চাইনিজ অ্যাপ্লিকেশন ব্যান করে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। তার কারণ ঐসব এপ থেকে ভারতীয় ইউজারদের ডাটা, প্রাইভেসি, এমনকি safety রক্ষার জন্য এমনটা করতে চায়।

Line of Actual Control (LAC) এর সংঘর্ষের পরিবর্তে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে কিছুটা হলেও বিরোধ তৈরি হয়। এবং একে অপরের অ্যাপ্লিকেশন ব্যান করার মতামত সৃষ্টি হয়। এ কারণে ভারতীয় অনেকেই  চিন্তিত হয়ে পড়ে যে, ফ্রি ফায়ার এর সাথে যদি চীনের সম্পর্ক থাকে। তবে তো এপটি ভারতে ব্যান হয়ে যেতে পারে। যেভাবে পাবজি মোবাইল একটি চাইনিজ অ্যাপ্লিকেশন। এবং সেটি ইন্ডিয়াতে ব্যান হয়ে আছে।

ওই একই কারণে মাল্টিপ্লেয়ার sirvival গেম ফ্রি ফায়ার নামে পরিচিত গেমটিও ব্যান করা যেতে পারে। এ নিয়ে অনেকে হতাশায় পড়ে যায়। অনেকে মনে করতে থাকে যে, ফ্রি ফায়ার হয়তো একটি চাইনিজ অ্যাপ্লিকেশন।  


Free Fire কোন দেশ তৈরি করেছে?

Free Fire গেম এর প্রতিষ্ঠাতা কোম্পানিটি হলো গেরিনা ( Garenal)। এ কোম্পানির মালিক হলেন ফরেস্ট লি। যিনি গ্যারেনা কোম্পানির প্রতিষ্ঠাতা। ফ্রী ফায়ার গেমের মালিক 'সি লিমিটেড' কোম্পানি, যেটি চীনের। কিন্তু গ্যারেনা যেহেতু ফরেস্ট লি এর প্রতিষ্ঠি কম্পানি, সেহেতু এটি কি চীনের এপ তা নিয়ে দ্বিমত আছে।

তাছাড়া যদি পাবজি মোবাইলের কথা বলি, সেটি হলো সাউথ কোরিয়ান-জাপানিজ কোম্পানি। 


Free Fire কোন দেশ তৈরি করেছে? চীন?

ফরেস্ট লি একজন চীনা বংশোদ্ভূত। মানে তিনি চীন দেশে জন্মগ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে সিঙ্গাপুরের চলে আসেন স্থানান্তরিত হয়ে। আসে সিঙ্গাপুরের অধিবাসী হয়ে বেড়ে ওঠেন। এমনকি সিঙ্গাপুরের নাগরিকত্ব অর্জন করেন। এখন ফরেস্ট লি চীনা নাগরিক হতে পারে।  

সে দিক থেকে অ্যাপ্লিকেশনটি চীনের, তা কিন্তু না। তার কারণ, পরে কিন্তু তিনি সিঙ্গাপুরে গ্যারেনা নামক একটি স্থায়ী কোম্পানি প্রতিষ্ঠা করে। আর এ কোম্পানির গেমস Free Fire। এর সাথে চীন দেশ কোনোভাবে কানেক্টেড নয়। বরং সিঙ্গাপুরের কোম্পানি এটি। এবং এই কারণে ফ্রি ফায়ার কে চীনে নিষিদ্ধ করা হয় নাই।

ফ্রি ফায়ার একটি জনপ্রিয় sirvival গেম। এই গেমের ডেভেলপার হলো 111 Dots স্টুডিও। Free Fire এর নতুন আপডেট ভার্সন 'Free Fire মাক্স' যা নিয়ে এখনো কাজ করা হচ্ছে। তো এতে ফ্রি ফায়ারে গ্রাফিক্সের তুমুল পরিবর্তন ও উন্নতি হবে। 

এছাড়া Free Fire এর নতুন নতুন আপডেট Free Fire কে অনেক বেশি জনপ্রিয় হয়ে তুলেছে। বর্তমানে এর ভালো প্লে স্টোর রেটিং আছে। পাশাপাশি Free Fire ডাউনলোড এখন প্রায় 1 বিলিয়ন। যা নতুন রেকর্ড করে দিয়েছে। 


শেষকথাঃ

Free Fire অফিশিয়ালি সিংগাপুর দেশের গেম। Free Fire এর ইউজার বেশি হওয়ায়, ফ্রি ফায়ার এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এখানে আছে অসংখ্য৷  Gun, Emote, Fashion Items এবং characters। যা ইউজারদের মন কেড়ে নিতে পেরেছে। বাংলাদেশ এবং ভারতে Free Fire জনপ্রিয়তার শীর্ষে আছে।

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

4 Comments

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

  1. অসাধারণ একটি নিবন্ধন

    ReplyDelete
    Replies
    1. আপনার এ মূল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ জানাই।

      Delete
  2. তোকে মারার দরকার ইসলামবিরোধী গেম গেরিনা

    ReplyDelete
    Replies
    1. ভাইজান, ফ্রী ফায়ার খেলা যে ইসলামে হারাম তা নিয়ে অলরেডি লিখেছি।

      Delete
Previous Post Next Post