Mr Triple R এর ইনকাম, বায়োগ্রাফি, ফেইস রিভিল, UID দেখে নিন

ফ্রী ফায়ার ইউটিউবার ট্রিপল আর | Mr. Triple R

আজকের ব্লগে আমরা ফ্রি ফায়ারের জনপ্রিয় ইউটিউবার Mr. Triple R সম্বন্ধে যাবতীয় সকল কিছু আলোচনা করব। কাজেই সম্পূর্ণ ব্লগ পড়বেন। এতে করে Mr. Triple R সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন।তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক।

ট্রিপল আর নেম






Mr.Triple R Free Fire ID- মিস্টার ট্রিপলার ফ্রী ফায়ার আইডি

বিগত কিছু বছর ধরে, ফ্রী ফায়ারের জনপ্রিয়তা তুমুল বৃদ্ধি পাচ্ছে। ফ্রী ফায়ার বর্তমানে একটি ট্রেন্ডিং গেম হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ফ্রী ফায়ার গেমটির প্লে স্টোর ডাউনলোডস প্রায় 1 বিলিয়ন। 

যেটি অন্যান্য অনলাইন গেমের তুলনায় অনেক বেশি।  যেগুলোতে সম্ভবত অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটালিয়ান প্রচলিত। 

একসময় বাংলাদেশের তুমুল জনপ্রিয় থাকা clash-of-clans, পরবর্তীতে Pubj-র মতো বড়-বড় গেম হারিয়ে বর্তমানে এক নম্বরে রয়েছে ফ্রী ফায়ার। যেটি আমি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি থেকে বলছি।

Garena Free Fire 2020 সালের পরিসংখ্যান মতে, প্রায় 80 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার তৈরি করিয়ে এক বিশ্ব রেকর্ড তৈরি করেছে। বর্তমান 2021 সালে হয়তো এর ইউজার সংখ্যা আরো 10 থেকে 20 শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মূল কথায় চলে আসা যাক। আজকে আমরা ঠিক তেমনি জনপ্রিয় গেম ফ্রি ফায়ার এর একজন জনপ্রিয় ইউটিউবার সম্বন্ধে জানবো। যা আমাদের দেশের গর্ব। Mr. Triple R বাংলা গেমিং চ্যানেলকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছেন।

মিস্টার ত্রিপলার ভাই, তিনি ফ্রী ফায়ার গেম প্লে ভিডিও আপলোড করেন। বিভিন্ন চ্যালেঞ্জিং ভিডিওসহ দুর্দান্ত সব গেমপ্লে এবং হাস্য-রসিকতা মধ্য দিয়ে পুরো গেমটি ফুটিয়ে তোলেন। 

বাংলাদেশের মধ্যে তিনি সর্বপ্রথম ৩ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক স্থাপন করেন।


আজকের ব্লগে আমরা জানবো:

1 Mr.Triple R Free Fire ID Number

2 Mr. Triple R Free Fire Stats

2.1 Mr. Triple R Free Fire Stats In Squad Mode

2.2 Mr. Triple R Free Fire Stats In Duo Mode

3 Mr.Triple R YouTube Channel

যদি বলা যায় যে, ফ্রি ফায়ার গেমিং কমিনিউটিতে সবচেয়ে বেশি জনপ্রিয় কে? অথবা ফ্রী ফায়ার কমিউনিটিতে বাংলাদেশি সার্ভার এর সবচেয়ে জনপ্রিয় কে? 

তাহলে উত্তর হবে মিষ্টার টিপলার(Triple R)। তার কারণ তিনি সর্বোচ্চ সাবস্ক্রাইবার ধারণকারী একজন ইউটিউবার।     

তার সাবস্ক্রাইবার এবং ভিও দিন দিন বেড়ে যাচ্ছে। অন্যান্য ইউটিউবারদের তুলনায় তিনি বেশি ভিডিও আপলোড করেন।

বাংলাদেশী ইউটিউবার ট্রিপল আর তার ফ্যানদেরকে বিভিন্ন প্রাঙ্ক, চ্যালেঞ্জিং ভিডিও, মন্টেজ এমনকি গেমপ্লে দ্বারা এন্টারটেইন করেন। তিনি প্রায়ই ফ্রী ফায়ার এর বিভিন্ন আপডেট সম্বন্ধে ভিডিও তৈরি করেন।

দেখুনঃ টিকটক থেকে টাকা ইনকাম করা উপায়।

আজকের ভিডিওতে আমরা মিস্টার ত্রিফলার এর ফ্রী ফায়ার আইডি, তার বাসস্থান, ফ্রী ফায়ার ভিডিও এমনকি তার গিল্ড bd71 সম্বন্ধে জানাবো।


মিস্টার ট্রিপল আর এর ফ্রী ফায়ার ID Number

মিস্টার ট্রিপল আর এর পুরো নাম হল রেজাউর রহমান রিজভী। তার নামে প্রতিটির সামনে R রয়েছে। আর তিনি তাঁর পুরো নাম কে একটি ছদ্মনাম দিয়ে সাজিয়েছেন Mr. Triple R। 

তিনি একজন ইউটিউবার এবং কনটেন্ট ক্রিয়েটর। তার নিজস্ব ফ্রি ফায়ার গেমিং আইডি হলঃ 728027523

তিনি bd71 গিলড এর 1 জন একটিভ মেম্বারও বটে।

তার ফ্রী ফায়ার নামঃ Mʀ.TʀΐᴘʟᴇⓇ︵兔

আবার তার গিল্ড নামঃ ᴮᴰ⁷¹BDᴀʀᴍʏ71.


Mr. Triple R ফ্রী ফায়ার র‍্যাংকঃ

মিস্টার ত্রিপল R যখন গেমপ্লে ভিডিও বানায়, তখন তিনি ডায়মন্ড কিংবা হিরোইকের মত অবস্থানে থাকেন। তার কারণ তিনি চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করেন। যেগুলো চাইলেই আপনি গ্র্যান্ডমাস্টারের মত বড় বড় রেংকে তৈরি করতে পারবেন না। সেগুলো তৈরি করার জন্য আপনাকে একটু হলেও সেক্রিফাইস করতে হবে।  

এবং ডায়মন্ড অথবা হিরোয়িক র‍্যাংকে গিয়ে আপনি সেগুলো কষ্ট করে তৈরি করতে পারবেন। তাছাড়া অন্য উপায় নেই। যদি তিনি অন্যান্য গেমারের মত র‍্যাংক পুশ করতেন, তবে অবশ্যই গ্র্যান্ডমাস্টারে পৌঁছাতে পারতেন। তিনি প্রায়ই এক থেকে দু'বার রেঙ্ক পুশ করেন। এবং শেষ সময় পর্যন্ত গ্র‍্যান্ডমাস্টারে উঠে যান। কাজেই তাকে অবহেলা করা উচিত নয়। 

তিনি একজন মোবাইল প্লেয়ার। অর্থাৎ মোবাইলে গেম খেলতে পছন্দ করেন। মোবাইল প্লেয়ার হয়েই তিনি যথেষ্ট দুর্দান্ত গেমপ্লে দেখান। 

Squad Mode এ ট্রিপল আর এর গেমপ্লেঃ

মিস্টার ত্রিপল আর স্কোয়াডে মুডে মোট 4409 টিম ম্যাচ খেলেছেন। এতগুলা ম্যাচ খেলার পরবর্তীতে তিনি 703টি ম্যাচ জয়ী হয়েছেন। তার উইনরেট হলো 27.90। বর্তমান সময়ে এ পরিসংখ্যান হয়তো আপডেটেড হয়েছে।

Kills: 12304

K/D Ratio: 3.34

Average Damage Per Match: 1058

HeadShots: 2411

HeadShot Rate: 19.60 %

Average Survival Time: 7 minutes 54 seconds

মিস্টার ত্রিপলার Duo মুডে মোট ৪০০১টি ম্যাচ খেলেছেন। এবং 356 টি  booyah এনেছেন। তার উইন রেট হল 10 দশমিক 14 শতাংশ।

Kills: 14226

K/D Ratio: 3.90

Average Damage Per Match: 1220

HeadShots: 2876

HeadShot Rate: 20.22%

Average Survival Time: 07minutes 20 seconds

এই জনপ্রিয় কন্টেন ক্রিয়েটর এখন পর্যন্ত 4753 টি সলো ম্যাচ খেলেছেন। তার মধ্যে 608 টিতে জিতেছেন। উইনরেট প্রায় 33.85 শতাংশ।

Kills: 15432

K/D Ratio: 3.72

Average Damage Per Match: 961

HeadShots: 3301

HeadShot Rate: 21.39 %

Average Survival Time: 09 minutes 02 seconds

মনে রাখা ভাল, এখন পর্যন্ত আমি যে সকল পরিসংখ্যান দেখালাম সেগুলো 11 ফেব্রুয়ারি 2021 অনুযায়ী। বর্তমানে এসকল পরিসংখ্যান আপডেটেড হতে পারে।


Mr.Triple R ইউটিউব চ্যানেল

নিশ্চয়ই টিপলার( ট্রিপল আর) বাংলাদেশ থেকে এসেছেন। এবং একজন বাংলাদেশী ইউটিউবার। তিনি প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড করেন। 

তার ভিডিওগুলো মূলত বাংলা ভাষাতে।  পশ্চিমবঙ্গ ও বাংলাদেশি লোকজনেরাই তার প্রতিনিয়ত ভিজিটর। তার ইউটিউব সাবস্ক্রাইবার 4.6 M। 

দেখুনঃ

তিনি এখন পর্যন্ত প্রায় তিন মিলিয়ন এর উপরের সাবস্ক্রাইবার অর্জন করেছেন। পাশাপাশি তার ভিডিওগুলোতে 550 মিলিয়ন এর বেশি ভিও এসেছে।

ইউটিউব চ্যানেলে ১০০০ টিরও বেশি ভিডিও আপলোড করা আছে।

YouTube Channel Link: Mr. Triple R

মিস্টার ত্রিপল আর এর আরো একটি ইউটিউব চ্যানেল আছে। যার নাম হল Mr. No Face। সেটা তে তিনি 31 টি ভিডিও আপলোড করেছেন। এবং তার সেখানে সাবসক্রাইব রয়েছে প্রায় 5 লক্ষাধিক। পাশাপাশি ভিও হয়েছে আড়াই মিলিয়নের বেশি।


Mr. Triple R ইউটিউব থেকে কত ইনকাম করেন?

তিনি ইউটিউব থেকে কত ইনকাম করেন তা সরাসরি বলাটা মুশকিল।

কেননা আমরা যারা এডসেন্স থেকে আয় করি তাদের সকলেরই জানা আছে যে, ইনকাম উঠানামা করে। এক্ষেত্রে একটা গড় হিসেব হচ্ছে 1700 ডলার বা বাংলাদেশি টাকায় 1 লক্ষ 60 হাজার। 

আর হ্যা, মিস্টার ত্রিপল আর এখনো চেহারা প্রকাশ বা ফেইস রিভিল করেন নি। তাই চেহারা দেখা অসম্ভব। যদিও কেউ প্রকাশ করে তা ৯৯ ভাগ ফেক হবার চান্স আছে। কেননা মিস্টার ত্রিপল আর চাইলে ইন্টারনেট থেকে নিজের ইমেজ সরিয়ে রাখতে পারবেন।


শেষকথাঃ

তো আজকের ভিডিওতে আমরা Mr. Triple R এর গেমিং আইডিসহ, তার আসল নাম, পরিচয়, তিনি কোথা থেকে এসেছেন তার সম্বন্ধে জানলাম। 

যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ব্লগ টি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার জন্য বাম পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ।

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post