কম্পিউটারে কিভাবে ফ্রি ফায়ার খেলব ? | ফ্রী ফায়ার ডাউনলোড PC

ফ্রী ফায়ার ডাউনলোড PC। কম্পিউটারে কিভাবে ফ্রি ফায়ার খেলব

কম্পিউটারে কিভাবে ফ্রি ফায়ার খেলব


কম্পিউটারে কিভাবে ফ্রি ফায়ার খেলব। আজকে আমরা জানবো পিসিতে ফ্রী ফায়ার ডাউনলোড PC ও গেমপ্লে করার উপায়। একদম শেষে থাকবে বিরাট টুইস্ট। সেখানে বলবো, যেকোনো এন্ড্রয়েড এপ্লিকেশন ও ফ্রী ফায়ার পিসিতে ইমুলেটর ছাড়া ব্যবহার করার কৌশল। কাজেই সম্পুর্ণ ব্লগটি পড়বেন। কাজেই ফ্রী ফায়ার ডাউনলোড ফর পিসি জানতে পড়ুন।


শুরু কথাঃ

মোবাইল গেম এর জন্য যে অপারেটিং সিস্টেম প্রযোজ্য তা হলো অ্যান্ড্রয়েড। কিন্তু কম্পিউটারে্র জন্য যেসকল অপারেটিং সিস্টেমের আছে, সেগুলো হলোঃ 

১। লিনাক্স 

২। উইন্ডোজ এবং 

৩। আইমেক।


এসকল অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড গেম সরাসরি খেলা যায় না। এর জন্য একটি এন্ড্রয়েড এপ্লিকেশন প্লেয়ারের (Application Player) প্রয়োজন পড়ে। যাকে আমরা বলি ইমুলেটর(Emulator)। অ্যান্ড্রয়েড ইমুলেটর ব্যবহার করে আমরা যে কোন গেম ইন্সটল করতে পারি। ইমুলেটর হলো একটি পিসি সফটওয়্যার। এর ভিতরে পুরো একটি মোবাইলের ফাংশন থাকবে।এমনকি প্লে স্টোর এপও থাকবে। সেখান থেকে গেম ইন্সটল করে মোবাইলের মত করে খেলা যাবে। আরো নানা ধরনের ফিচার আছে। সেখানে বিভিন্ন ফিচারের মধ্যে আছেঃ 

১। গেমটি কে কন্ট্রোল করার জন্য কিওয়ার্ড সেটিং।

২।  আরো আছে মাউস ব্যবহার। মাউস ও কিবোর্ড ব্যবহারে কিভাবে কাজ করবেন ? এভাবে ইমুলেটর ব্যবহার করেই যেকোনো এন্ড্রয়েড গেম খেলা যায়।


ইমুলেটর কি? 

যে পিসি এপ্লিকেশন কম্পিউটারে যেকোনো এন্ড্রয়েড এপ্লিকেশন রান করাবে তাদের ইমুলেটর বলে। ইমুলেটর অনেকটা এন্ড্রয়েড প্লেয়ারের মতো কাজ করে।

পাবজি গেম টি বর্তমানে ইন্ডিয়াতে বেন হওয়ায় ফ্রি ফায়ারে জনপ্রিয়তা বেশ বেড়ে গিয়েছে। যদিও যারা বাংলাদেশে আছেন, তাদের ক্ষেত্রে পাবজি ব্যান্ হয়নি। তবে ফ্রী ফায়ারের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। যারা কম্পিউটারে জন্য ফ্রী ফায়ার গেমটি ইন্সটল করতে চান, তাদেরকে বলে রাখি সরাসরি কম্পিউটারে ফ্রি ফায়ারের কোনো পিসি ভার্সন নেই। হয়তো ভবিষ্যতে আসবে। যদি ফ্রি ফায়ার গেমটি কম্পিউটারে খেলতে চান, তবে কিভাবে খেলবেন?

সম্পূর্ণ বিবরণ দিচ্ছি। সাথে একটি ভালো ইমুলেটর ইন্সটল করার সাজেশন দিচ্ছি।

পড়ুনঃ 


ফ্রি ফায়ার ডাউনলোড PC এবং বিভিন্ন সিস্টেম রিকোয়ারমেন্ট।

গারিনা ফ্রী ফায়ার গেমটি কে যদি পিসিতে রান করাতে চান তাহলে কিছু রিকোয়ারমেন্ট আছে। আপনার পিসিটি সেটার যেন উপযুক্ত কিনা জেনে নিন।


আপনার পিসির র্যাম কমপক্ষে 2 জিবি হওয়া চাই। তবে 4 জিবি র্যাম এভেলেবেল স্টুরেজ ভালো হবে।  


কম্পিউটারে কিভাবে ফ্রি ফায়ার খেলব ; রিকোয়ারমেন্ট গুলো কি কি?

ফ্রি ফায়ার গেম পিসিতে স্মুথভাবে খেলতে চান, তবে ইন্টেল কোর i5 হলে ভালো চলবে। এছাড়া কম করে হলেও 4 থেকে 8 জিবি রেম এর মধ্যে পিসিটি হওয়া চাই। বিভিন্ন গেমিং পিসি ব্যবহার করলে স্মুথ ভাবে চলবে।2 জিবি র্যা মের পিসিতে ফ্রী ফায়ার গেমটি ইন্সটল করা সম্ভব হবে। তবে খেলা যাবে না , বা খেলতে বেশ কষ্ট হবে। 

তাছাড়া গেম খেলার জন্য লেটেস্ট কোন গ্রাফিক্স কার্ড সেটআপ করে নিবেন। যদি কম্পিউটার আগে থেকে গ্রাফিক্স কার্ড না থাকে, তবে বাজার থেকে কিনে মেনুয়ালি সেটআপ করে নিবেন।

গ্রাফিক্স কার্ড এর লেটেস্ট ভার্শন Intel Iris Pro Graphics 5200 GPU হলেও স্মুথভাবে চলবে। 

এছাড়া উইন্ডোজ ভার্সন টেন এ ইমুলেটর ব্যবহারে বেশি সুবিধা পাওয়া যাবে। তবে উইন্ডোজের অন্যান্য ভার্সনগুলোতেও চলবে। এছাড়া সদ্য নতুন উইন্ডোজ 11 আসছে। সেটিতে কোন রকমের ইমুলেটর ব্যবহার না করে সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপ ইন্সটল করা যাবে। সেগুলো ব্যবহার করা যাবে। এতে ঝামেলা কমে গেছে।


 ফ্রী ফায়ার ডাউনলোড ফর পিসি

গারিনা ফ্রী ফায়ার গেমটি পিসিতে এভেলেবেল নয়। তবে সেটি ইমুলেটর, বিশেষ করে অ্যান্ড্রয়েড এমুলেটর ব্যবহারে খেলা যাবে। এজন্য যেকোনো একটি এন্ড্রয়েড ইমুলেটর ইন্সটল করতে হবে। নিচে কতগুলো অ্যান্ড্রয়েড ইমুলেটর দিচ্ছি। আপনার পিসি রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যবহার করুন।


১। ব্লুস্টেক(BlueStack)ঃ 

ব্লুস্টেক যথেস্ট জনপ্রিয় একটি ইমুলেটর। এর জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট

 র্যামঃ ৪ জিবি

 রিকমান্ড র্যা মঃ ৮ জিবি।

 প্রসেসরঃ Intel Core 2 Duo E8400

 গ্রাফিক্স কার্ডঃ NVIDIA GeForce GTX 560

Download  Now

পড়ুনঃ


২। এলডি প্লেয়ার(LDPlayer): 

প্রসেসরঃ. Intel or AMD CPU Processor 

অপারেটিং সিস্টেমঃ Windows 10, Windows 8, Windows 8.1, Windows 7, Windows XP XP3.

গ্রাফিক ড্রাইভঃ DirectX 11 / Graphic driver OpenGL 2.0.

র্যা ম(মিনিমাম)ঃ 2GB 

হার্ড ডিস্ক রিকোয়ারমেন্ট 2GB ফ্রী স্পেস থাকা লাগবে অন্তত।

Download Now

পড়ুনঃ

ফ্রী ফায়ার ডায়মন্ড কিভাবে কিনবো?


৩। স্মার্টগাগা(SmartGaGa)

এই ইমুলেটর ব্যবহারে ২ জিবি র্যা মের পিসিতেও সুন্দর করে গেম খেলা যায়।

প্রসেসর: AMD/Intel Dual Core.

র্যাম: কম করে 2GB (প্রয়োজনীয় 4GB)

অপারেটিং সিস্টেম: Windows 10, Windows 8, Windows 7, Windows Vista, XP.

গ্রাফিক ড্রাইভ: DirectX 11 GPU 

স্পেস: 1GB স্পেস কম করে হলেও থাকা চাই।

Download Now

উপরে দেখানো মতে ব্লুস্টেক এল ডি প্লেয়ার রকস্টার সহ অন্যান্য ইমুলেটর আপনার পিসি রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। 


ইমুলেটর ব্যবহার করে কম্পিউটারে কিভাবে ফ্রি ফায়ার খেলব?

কম্পিউটারের যেকোন এপ্লিকেশন ইন্সটল দেওয়া যথেষ্ট সহজ। শুধুমাত্র সে অ্যাপ্লিকেশন উপর ক্লিক করে, যথারীতি চালিয়ে যেতে হবে। যেকোনো একটি অ্যান্ড্রয়েড এমুলেটর ইন্সটল করে নিলে সেটিকে রান করতে হবে।

কম্পিউটারে প্রথমত এন্ড্রয়েড ইমুলেটরে গিয়ে গুগল প্লে স্টোর অপশনে ক্লিক করুন। 


গুগোল আইডি অথবা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সেখানে সাইন ইন করেনি্ন। আমরা মোবাইল ফোনের যেভাবে প্লে স্টোরে গিয়ে সাইন ইন করি, একইভাবে ওখানে করা যায়। সরাসরি কিবোর্ড এবং মাউস ব্যবহার করতে পারবেন। 


এবার গুগল প্লে স্টোরে সার্চ অপশনে Garena Free Fire লিখে সার্চ করুন। এবং যে গেমটি পাবেন সেটি  ইন্সটল করুন। মোবাইলের মতো করেই। 


ইনস্টল করে নিলে ওপেন অপশনে ক্লিক করুন। এবং গারেনা ফ্রী ফায়ার অ্যাপ্লিকেশনটির রান হবে। এবার সেখান থেকে আপনি যথারীতি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। এর জন্য ফেসবুকে লগইন করলে Sign in Facebook অপশনে ক্লিক করবেন। সেখান থেকে সরাসরি গেম খেলতে পারবেন । এছাড়া কিবোর্ড সেটাপ ও মাউস এর জন্য যথারীতি একটি ইউটিউব ভিডিও দেখে নিলে উপকৃত হবেন। সেটি লিংক নিচে দেয়া হলো


কো্নো ইমুলেটর ছাড়া কিভাবে পিসিতে ফ্রী ফায়ার ডাউনলোড করবেন এবং খেলবেনঃ

যেহেতু ফ্রি ফায়ারের কোনো পিসি ভার্সন আসেনি, কাজেই এটি ইমুলেটর ছাড়া ব্যবহার করা চলবে না। তবে উইন্ডোজ 11 তে যেকোনো এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা যায় বলে শুনেছি। উইন্ডোজ অপারেটিং সিস্টেম নতুন ১১ এর ভার্সন আনছে। এই অপারেটিং সিস্টেম ব্যবহারে আপনি ফ্রী ফায়ার চালাতে পারবেন । যখন ভার্সন আসবে সাথে সাথে আপনার কম্পিউটারে সেটআপ করে অ্যান্ড্রয়েড অ্যাপ চালাতে পারবেন।

আবার কম্পিউটারের জন্য বিভিন্ন এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে। সেখানে পিসি এপ্লিকেশন সাপোর্ট করে না। তবে এন্ড্রয়েড এপ্লিকেশন ব্যবহার করা যায়। উইন্ডোজের মতো করে তা সেট আপ করতে হয়। তবে এগুলো উইন্ডোজের মতো স্ট্রং ও জায়েন্ট অপারেটনিং সিস্টেম না। নিচে এরকম কতগুলো এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর নাম তুলে ধরা হলোঃ

PrimeOS. (Download Now)

Chrome OS.

Bliss OS-x86.

Phoenix OS. (Download Now)

OpenThos.

Remix OS for PC.

Android-x86. 


কেন ফ্রী ফায়ার সরাসরি কম্পিউটার উইনডোজে ডাউনলোড করা যায় না?

আগে বলেছি, ইমুলেটর ব্যবহার করে কেবলমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপ পিসি তে চালানো সম্ভব। তার কারণ অ্যান্ড্রয়েড অ্যাপ গুলো হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য .apk ফাইল। বিশেষ ধরনের সফটওয়্যার, যেগুলো পিসিতে কখনোই চালানো সম্ভব না। যদি না ইমুলেটর থাকে।


কিন্তু সেগুলো মোবাইল অ্যান্ড্রয়েড এর মত ছোটো অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়। অপরদিকে উইন্ডোজ, লিনাক্স এসবের জন্য বড় রকমের সফটওয়্যার ব্যবহার করা সম্ভব। কাজেই অ্যান্ড্রয়েডের যেকোনো সফটওয়্যার রান করার জন্য ইমুলেটর প্লেয়ার আছে।


আমরা যেভাবে গান শোনার জন্য mp3 প্লেয়ার ইউজ করি। ভিডিও দেখার জন্য ভিডিও প্লেয়ার ব্যবহার করি, একইভাবে কম্পিউটারে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন চালানোর জন্য অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে। সেগুলো ব্যবহার করে কেবলমাত্র ফ্রী ফায়ার এর মত অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা চলবে।


বিভিন্ন অপারেটিং সিস্টেমে ফ্রী ফায়ার ও অন্যান্য গেমঃ

ম্যাক অপারেটিং সিস্টেমে ফ্রী ফায়ার ডাউনলোড।

উইন্ডোজের যেভাবে ফ্রী ফায়ার ডাউনলোড করতে হবে সেভাবেই ম্যাক অপারেটিং সিস্টেমে ডাউনলোড করতে হয়। অর্থাৎ ইমুলেটর ব্যবহারে সবটা করতে হবে।

বিশেষ করে প্রথমত একটি এমুলেটর ব্যবহার করতে হবে। ইন্সটল করতে হবে। সেই ইমুলেটর ব্যবহার করে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে। একইভাবে ম্যাকের ক্ষেত্রে প্রযোজ্য। এমনকি লিনাক্স অপারেটিং সিস্টেমে একইভাবে আপনাকে ফ্রী ফায়ার কম্পিউটারে আনতে হবে।

আরও পড়ুনঃ


মোবাইল ফোন অ্যান্ড্রয়েড এ ফ্রী ফায়ার ডাউনলোড।

ফ্রী ফায়ার গেমটি মোবাইল ফোন , এমনকি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাভেলেবল আছে। আপনাকে শুধুমাত্র প্লে স্টোরে যেতে হবে। সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আর যদি প্লে স্টোরে গিয়ে কাস্টম ব্রাউজার ব্যবহার করে ডাউনলোড করতে চান, তবে গুগোলে গিয়ে Download Free Fire Apk লিখে সার্চ করুন। ইংরেজিতে। সেখান থেকে সরাসরি  এপ্লিকেশনটি ইন্সটল করার জন্য বিভিন্ন সাইট চলে আসবে। যার মধ্যে আছে Apkpure, ApkMirror ইত্যাদি। এখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এবং ডাউনলোড করা ফাইল টি তে ক্লিক করলে ইনস্টল অপশন আসবে। প্লে স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।


শেষকথাঃ

আজকে আমারা জানলাম, ইমুলেটর ব্যবহার করে কম্পিউটারে কিভাবে ফ্রি ফায়ার খেলব। পিসিতে উইনন্ডোজ, লিনাক্সে ইমুলেটর ব্যবহারে ফ্রি ফায়ার খেলা যায়। তাছাড়া এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ; যেমনঃ Phoenix OS, ব্যবহারে ফ্রি ফায়ার খেলা যায়। ভালো লাগলে শেয়ার করবেন। আর বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। খোদা- হাফেজ।



Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post