লেখালেখি করে আয় করার ওয়েবসাইট পেমেন্ট বিকাশে

লেখালেখি করে টাকা আয় বিকাশে পেমেন্ট।  ইংরেজিতে লেখালেখি করে আয় করার ওয়েবসাইট । একটা সময় ছিল যখন ব্লগ লেখালেখির তুমুল জনপ্রিয়তা রীতিমতো বাড়তেই থাকে। বর্তমানে যে এর জনপ্রিয়তা কম, তা কিন্তু না। 

Article Writing এখনো ফ্রীল্যান্সিং জব গুলোর মধ্যে শীর্ষস্থানীয়। এখনও ব্লগে লেখালেখি ও আর্টিকেল লেখালেখি তুমুল শীর্ষে রয়েছে। তবে একসময় আর্টিকেল লেখার মধ্য দিয়ে অডিয়েন্সের বেশ কাছাকাছি যাওয়া যেত।

{tocify} $title={Table of Contents}


লেখালেখি করে আয় করার ওয়েবসাইট


লেখালেখি করে আয় করার ওয়েবসাইট পেমেন্ট বিকাশে।

আপনি কি লেখালেখি করে বিকাশেই আয় করতে চান? অথবা কোনো লেখালেখি করে আয় করার ওয়েবসাইট খুজছেন? তাহলে সম্পুর্ণ ব্লগটি পড়বেন। এতে করে এ ব্যাপারে বিস্তারিত ধারণা পাবেন।

ইন্টারনেট দুনিয়ায় কিছু অথরিটি সাইটগুলোর প্রভাব বিস্তারের কারণে, ছোটখাটো ব্লগ সাইটগুলো ঐরকম অডিয়েন্স পায় না। যদি আপনি হন একজন ব্লগার, অথবা লেখালেখি করে আয় করতে চান। 

তবে আজকে দেখানো কিছু ওয়েবসাইট আপনার জন্য বেশ উপকারী হবে। প্রায় 26টি লেখালেখি করার ওয়েবসাইট উল্লেখ করেছি৷ যেখান থেকে প্রতিনিয়ত ইনকাম করতে পারবেন।

তাছাড়াও কোন ক্যাটাগরিতে আপনার লেখালেখির দক্ষতা আছে, তার উপর ভিত্তি করে ওয়েবসাইট গুলো বিন্যস্ত করা।

দেখুন, আমি যদিও বিকাশে পেমেন্ট এর কথা ব্লগের টাইটেলেই উল্লেখ করছি। তারপরেও এ ব্যাপারে এতটুকু বলবো যে, বাংলাদেশে লেখালেখি করে বিকাশে টাকা নেয়ার সাইট গুলো বাজে ভাবে কম পারিশ্রমিক দেয়। যেমনঃ গ্রাথোর, জে-আইটি অথবা অন্য সকল সাইট।

ব্যক্তিগতভাবে বললে বিকাশে পেমেন্ট পাওয়া যায়, এমন সাইটে কাজ না করে সরাসরি কিছু স্কিল শিখে ব্লগিং করা ১০০০ গুণ ভালো এবং লাভজনক। কেননা বাংলাদেশি সাইট গুলোতে কাজ করে হাত ব্যাথা করবে, কিন্তু ইনকামের বেলায় কিছু নেই।

তাই, আজকে আমি কিছু সাইটের কথা উল্লেখ করছি, যেগুলো বিদেশি কিন্তু বিকাশে পেমেন্ট নেয়ার মেথড সহ উল্লেখ করব।

বর্তমান ইন্টারনেট যুগে আপনি আপনার লেখালেখির মেধাকে ব্যবহার করতে পারেন। ভালো পরিমাণে আয় করার জন্য। তার জন্য আপনি কিছু  বিশ্বস্ত এবং অথরিটি ওয়েবসাইট পেয়ে যাবেন। যেগুলো থেকে বিশ্বস্ততার সাথে বেশি ইনকাম করতে পারবেন।

যাইহোক, আজকের পোস্ট আপনাদের জন্যই যারা লেখালেখি করার ওয়েবসাইট খুঁজে বেড়াচ্ছেন। বাংলাদেশের যে সকল ওয়েবসাইট আছে, সেগুলি সম্বন্ধে যদি ধারণা পেতে চান। তবে নিচের লেখাটি পড়ে আসুন 

উপরের লেখায় আমি বলেছি যে, বাংলা লিখে কিভাবে আয় করা যায়? তাছাড়া যদি বেশি উপার্জন করতে চান, তাহলে আজকের লেখাটি সম্পুর্ণ পড়ুন।

যেখানে বাংলা লেখালেখির ওয়েবসাইট আপনাকে ৮০ টাকা দিবে, সেখানে এই ওয়েবসাইটগুলো আপনাকে আট হাজার টাকা দিবে।

লেখা লেখির ওয়েবসাইট গুলোর লিস্ট এর মধ্যে বিভিন্ন ফ্রিল্যান্সিং article-writing ওয়েবসাইট, লাইফস্টাইল ওয়েবসাইট আছে।এসমস্ত সাইটে স্মার্টফোন ব্যবহারেও ইনকাম করা যায়।

আমার দেখানো সাইটগুলোতে আপনাকে ইংরেজি পোস্ট লেখালেখি করে ইনকাম করতে হবে। তবে অনেকেই এসব সাইট থেকে ৫০০ এর বেশি ডলার আয় করে।


পরবর্তীতে ব্যাংক ট্রান্সফারে টাকা নেয়। একটি ব্যাংক একাউন্ট চাইলে Cell Fin এপ ব্যবহার করে অনলাইনে খোলা যায়, সেখান থেকে বিকাশে ডিপোজিটও নেয়া যায়।


ইংরেজি তো লিখতে পারি না, কি করবো?

বাংলাতেই লিখেন। ২০০০+ ওয়ার্ডের লিখতে হবে। তারপর সেটাকে সরাসরি গুগল ট্রান্সলেটে ইংরেজিতে কনভার্ট করুন। বাক্যগুলো যদি প্যাচিয়ে না লিখেন, তাহলে গুগল আপনার পোস্ট ভালোভাবেই ট্রান্সলেট করবে।

 স্ট্রংলি সাজেস্ট করব,Grammerly টুলটি ইউজ করার।

26টি লেখালেখি করে টাকা আয় করার ওয়েবসাইট।

1.How I Round:

How I Round লেখক এবং পাঠকদের জন্য একটি বৈঠক খানা। এখানে বিভিন্ন পোস্ট, যেগুলো আমরা ব্লগে লেখালেখি করি; তা সাবমিট করা যায়।

বিভিন্ন ক্যাটাগরিতে লেখালেখু করার উপায় আছে। তাছাড়া আপনি এখানে ভালো পরিমাণের টাকা পেমেন্ট পাবেন। কত পেমেন্ট পাবেন তা আপনার লেখার ধরণ এবং ওয়ার্ড সংখ্যার ওপর নির্ভর করবে।


2.Writers Weekly:

Writers Weekly একটি Article-Publisher ওয়েবসাইট। যা তার গুণগত বৈশিষ্ট্য এখনো বজায় রেখেছে। এই ওয়েবসাইট আপনি corporate communication রিলেটেড লেখা লিখতে পারেন। যেমন ধরুন, মার্কেটিং কিংবা কোনো বিশেষ মার্কেটের জন্য লেখালেখি করা। 

আপনি এই ওয়েবসাইটে চলে গেলে টপিকগুলো; বা কোন ধরনের লেখাএখানে লিখা যায়? তার সম্বন্ধে জানতে পারবেন। তাছাড়া তারা আপনার লেখাগুলো আগে থেকে বাছাই করতে বিশেষ আগ্রহী।

চাইলেই আপনি নিজের ইচ্ছেমতো লিখে সাবমিট করে দিতে পারেন না। মজার ব্যাপার হলো, আপনি যদি এখানে লেখালেখি করার জন্য উত্তীর্ণ হয়ে যান।

মানে আপনার লেখার ধরন যাচাই হওয়ার পর, আপনি এখানে  যদি একসেপ্টেড হয়ে যান। তাহলে প্রতিটি আর্টিকেলের জন্য আপনাকে 60 ডলার পে করবে।


3. A List Apart:

A List Apart হল ওয়েব ডিজাইন রিলেটেড ওয়েবসাইট। এখানে আপনি লেখালেখি করে আয় করতে পারবেন। ওয়েব ডিজাইন শিখানো নিয়ে টিউটোরিয়াল,  এমনকি ওয়েব ডিজাইন সম্বন্ধে খুটি নাটি বিষয়গুলো তুলে ধরতে পারেন। 

বিভিন্ন  Theme Customize, ডিজাইন, স্টাইল সম্বন্ধে আর্টিকেল লিখে ভালোমতো উপার্জন করতে পারেন। 

এখানে প্রতিটি আর্টিকেল 1500 ওয়ার্ডের আশেপাশে হলে তবেই পাবলিশ করা হয়। এবং আপনি যত লিখবেন, তত আয় করতে পারবেন।


4. Scotch: শিক্ষা নিয়ে লেখালেখি করে আয় করার ওয়েবসাইটঃ

Scotch শিক্ষা রিলেটেড হাই কোয়ালিটি কনটেন্টের দিকে নজর রাখে। এবং হাই কোয়ালিটি কন্টেন্টেই তারা বিশ্বাসী। আপনি বিভিন্ন বিষয় কিংবা টপিকের উপর লেখালেখি করতে পারেন। যার মাধ্যমে কাউকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে সহায়তা করা যায়।

এই ধরুন ইংরেজিতে কম্পোজিশন, প্যারাগ্রাফ  Essay লেখালেখি করে সর্বোচ্চ আয় করতে পারেন।  তারা লেখকদের আগে থেকে প্রেফার করে Code-On এ আগে থেকে লেখার ডেমো সাবমিট করতে। 

এখানে তারা প্রতিটি  ১৫০০ ওয়ার্ডের আর্টিকেলের জন্য 150 ডলার পে করে।


5. TakeLessons Blog

TakeLessons Blog এই ওয়েব সাইটে আপনি বিভিন্ন দেশের ভাইরাল গান, সংগীত, মিউজিক এবং ভাষা রিলেটেড লেখালেখি করতে পারেন। তারা 900 থেকে 1200 ওয়ার্ডের অধিক লেখনী পছন্দ করে, এমনকি গ্রহণ করে।

 এবং একবার যদি আপনি লেখালেখির জন্য অ্যাকসেপটেড হয়ে যান, তবে প্রতি 900 থেকে 1200 ওয়ার্ডের আর্টিকেলের জন্য 50 ডলার আয় করতে পারবেন।

এখানে TakeLessons  একজন কন্ট্রাক্টার হয়ে কাজ করা যেতে পারে। আপনি এখানে ভালো পরিমাণে উপার্জন করবেন। যত বেশি আর্টিকেল লেখালেখি করবেন, ততই তাদের সান্নিধ্য লাভ করবেন।


6. The Change Agent

The Change Agent এই ওয়েব সাইটে বিভিন্ন সামাজিক নিরাপত্তা, সামাজিক বিষয়াদি নিয়ে লেখালেখি হয়। তারা সামাজিক বৈষম্য প্রতিরোধ কিংবা সামাজিক লেখনীতে বিশেষ মনোযোগী। 

এ ওয়েবসাইটে লক্ষাধিক ভিজিটর আসে শুধুমাত্র তাদের লেখা ও বিভিন্ন মানসম্মত প্রতিবেদন পড়ার জন্য।

তাছাড়া শিক্ষার্থীদের যৌন শিক্ষা বিষয়ক লেখালেখি এখানে প্রকাশ পায়। তারা প্রতিটি আর্টিকেল সর্বনিম্ন 200 ওয়ার্ড থেকে শুরু করে  1000 ওয়ার্ড পর্যন্ত গ্রহণ করে। এবং আর্টিকেলের জন্য তারা আপনাকে 50 ডলার পে করতে  দায়বদ্ধ।

বিনোদন নিয়ে লেখালেখি করে আয় করার ওয়েবসাইট।


7. Polygon: লেখালেখি করে আয় করার ওয়েবসাইট

Polygon বিভিন্ন গেম ইন্ডাস্ট্রি, গেম রিভিউ নিয়ে লেখালেখি পছন্দ করে। এখানে অনলাইন গেম নিয়ে যেকোনো লেখা, টিপস ও ট্রিকস প্রকাশ পায়। একইভাবে কোনো গেমট কিভাবে খেলতে, হয়, গেমে প্রো টিপস এসব প্রচলিত। 

যত বেশি গেমিং নিউজ কিংবা সহায়ক লেখা লিখবেন, ততো বেশি উপার্জন করতে পারবেন। এখানে যে কোনো গেম এর রিভিউ, মতামত স্ট্যাটিজি কিংবা গাইডলাইন প্রকাশ করা যায়। 

বা কোন একটি গেম সম্বন্ধে আপনার আইডিয়া ও ধারণা কি? সেগুলো লিখতে পারেন। এখানে ওয়ার্ড কাউন্ট এর উপর নির্ভর করে পেমেন্ট করা হয়।


8. WhatCulture

WhatCulture আপনাকে গেইমিং, ফিল্ম এবং খেলাধুলা রিলেটেড আর্টিকেল লিখতে উৎসাহিত করবে। এখানে ভিডিও সাবমিশন, এমনকি নিউজ আর্টিকেল লেখা যায়। তারা 1500 ওয়ার্ডের বেশি দীর্ঘ আর্টিকেল পছন্দ করে। এমনকি গ্রহণ করে। 

এখানে প্রতিটি আর্টিকেলের জন্য সর্বনিম্ন £30 উপার্জন করা যায়। 


সাধারণ জ্ঞান রিলেটেড লেখালেখি করে আয়ঃ

9. ListVerse

ListVerse একধাপ এগিয়ে আপনাকে লেখালেখির সুব্যবস্থা করে দিয়েছে। তারা যেকোনো টপিকের ওপর আর্টিকেল একসেপ্ট করে। এমনকি সেটা নিজেদের ওয়েবসাইটে সাবমিট করে।

আপনি এখানে প্রতিটি আর্টিকেলের জন্য 100 ডলার পেপালের মাধ্যমে নিতে পারবেন। তারা যেকোন অরিজিনাল আর্টিকেল গ্রহণ করে। 

এবং তাদের অরিজিনাল আর্টিকেল কিংবা কপিরাইট নিয়ে অনেক বেশি শক্ত পদক্ষেপ আছে। যদি কপি আর্টিকেল দেন, তাহলে আপনার এর জন্য অবশ্যই খারাপ কিছু হতে পারে। কাজেই যখন সাবমিট করবেন, তার আগে কিছুক্ষণ সেটি দেখে নিবেন যে কপি কিনা।

লাইফস্টাইল, জীবনযাপন নিয়ে লেখালেখিঃ


10. International Living:

International Living ওয়েবসাইটে বিদেশি গন্তব্য স্থল, জায়গা কিংবা সংস্কৃতি নিয়ে লেখালেখি করা যায়। আপনি বিভিন্ন দেশের সংস্কৃতি, স্বাস্থ্য, জায়গা, নিদর্শন নিয়ে লেখালেখি করে উপার্জন করতে পারেন। 

এখানে তারা বিভিন্ন ধরনের অ্যামাউন্টয়ে পেমেন্ট করে। কাউকে বেশি আবার কাউকে কম। এটা নির্ভর করে আপনার আর্টিকেল এর ধরন অর্থাৎ কত মানসম্মত আর্টিকেল লিখেছেন? তার উপর। পাশাপাশি আর্টিকেলের ওয়ার্ড সংখ্যার উপরও নির্ভর করছে।


11. Lies About Parenting:

Lies About Parenting ওয়েবসাইটটি বিভিন্ন পেরেন্টিং( Parenting) রিলেটেড গল্প অথবা ঘটনা নিয়ে লেখা আর্টিকেল গ্রহণ করে। এখানে আপনি ঘরোয়া বিভিন্ন পদ্ধতি, ভ্রমণ, ডাক্তারের পরামর্শ কিংবা শিক্ষকের পরামর্শ নিয়ে লেখালেখি করতে পারবেন। 

প্রতিটি আর্টিকেলের জন্য তারা 50 ডলার পেমেন্ট করে। প্রোগ্রামিং, প্রযুক্তি নিয়ে লেখালেখি করার ওয়েবসাইট নিচের দেয়া হলো।


12. DigitalOcean Community: 

DigitalOcean Community নিজেদের ডোনেশন প্রোগ্রাম আছে। আপনার আর্টিকেল যদি ডোনেশন প্রোগ্রামকে আরও একধাপ এগিয়ে নিয়ে যায়। তাদের নিজস্ব সফটওয়্যার ডেভলপমেন্ট কিংবা প্রোডাকশন সিস্টেম নিয়ে যদি ভালো আর্টিকেল লিখতে পারেন। 

কিংবা বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষনীয় লেখালেখি করতে পারেন। তবে আপনাকে তারা 300 ডলারের কাছাকাছি পেমেন্ট করবে। যেটা অনেক বেশি। 

আর তারা সেটা তাদের টেক চ্যারিটির অবদান রাখার স্বার্থে দিবে। 

DigitalOcean Community ওয়েবসাইটটি ঐ সকল লেখকদের গ্রহণ করে, যারা Linode ও Linux এই দুইটি ক্ষেত্রে বেশ পারদর্শী। আপনি যদি এসব ক্ষেত্র নিয়ে বিভিন্ন টিউটোরিয়াল, শিক্ষনীয় বিষয়  লেখালেখি করেন, পাশাপাশি যেটি পাঠকদের প্রয়োজন পূরণ করবে। তাহলে আপনি ভালো পেমেন্ট পাবেন। 

এই ওয়েবসাইটে উপার্জন বেশি হবে। এখানে কি নিয়ে লেখালেখি করা যায়ঃ 

১) বিভিন্ন টেকনিক্যাল, প্রযুক্তিগত সমস্যা সমাধান।

২)  বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার রিলেটেড লেখালেখি।

৩)  পদ্ধতি, টেকনিক্যাল টিপস এসব লেখালেখি করতে পারেন  

লেখালেখির জন্য, আপনাকে প্রতিটি আর্টিকেলে 300 ডলার পর্যন্ত উপার্জন দিবে।


13. SitePoint: Linode Guides & Tutorials:

SitePoint আপনাকে  তারা প্রতিটি আর্টিকেলের জন্য $150, এবং টিউটোরিয়াল গাইডলাইনের জন্য $250 পে করবে৷ তবে কিছু কঠিন গাইডলাইন আছে।

এখানে এইচটিএমএল Html, সিএসএস Css, কোডিং রিলেটেড আর্টিকেল লিখতে পারেন। একটি ওয়েবসাইট ডেভেলপ, অ্যাপ্লিকেশন ডেভেলপ করা নিয়ে লিখতে পারেন। web-development নিয়ে লিখে বেশি উপার্জন করতে পারেন। 

এখানে আপনি পেপাল ও SWIFT Transfer এর মাধ্যমে উপার্জন উইথড্র করে নিতে পারবেন।


14. The Partially Examined Life:

এখানে ফিলোসফি রিলেটেড পডকাস্ট কিংবা ফিলোসফি ব্লগগুলো লেখালেখি করা যায়। আপনি কোন একটি বইয়ের রিভিউ করতে পারেন। তাছাড়া বিভিন্ন সংস্কৃতি, এমনকি নতুন নতুন আইডিয়া রিলেটেড লেখালেখি করতে পারেন। 

অবশ্যই সেগুলো ফিলোসফি রিলেটেড কিংবা সম্পর্কে কিছু হতে হবে। তারা আপনাকে আগে থেকে পেমেন্ট রেট বলবে না। তার জন্য আপনাকে কন্টাক্ট করতে হবে। এবং পরবর্তীতে আপনার লেখালেখির ধরনের উপর পেমেন্ট বাড়াতে পারবেন।


15. The Diplomat:

The Diplomat ওয়েবসাইটে বিভিন্ন ব্লগ এমনকি লেখালেখি গ্রহণ করে। যেটি অবশ্যই এশিয়া প্যাসিফিক জায়গার বিভিন্ন আর্টিকেল, চমৎকার নিউজ ও খবরা-খবর হতে হবে।  পড়ুনঃ

এই ওয়েবসাইটে আপনাকে তাদের সাথে কন্টাক্ট করে পেমেন্ট ঠিক করে নিতে হবে।  এখান থেকে টাকা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তুলতে পারবেন।


16. Cracked:

Cracked কমিক রিলেটেড সংলাপ, লেখালেখির জন্য খুব ভালো। তারা খুব ভালো করে। বিভিন্ন শিল্প  ও Humor রিলেটেড লেখালেখি করা যায়।

তারা খুব ভালো পে করে।


17. New Scientist:

New Scientist এ কনটেন্ট লেখালেখি করার জন্য আপনাকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে। বিজ্ঞান বিষয়ে মজাদার তথ্য লেখালেখি, শিখনীয় বিষয় সাবমিট করতে পারলেই ভালো ইনকাম করতে পারেন। 

অথবা প্রযুক্তির খুঁটি-নাটি, মজার তথ্য, tips-tricks এমনকি সাহায্য প্রদান করার মাধ্যমে উপার্জন করতে পারেন। আপনি নিজের পেমেন্ট মেথড ও অ্যাড্রেস প্রদান করতে পারেন। এবং সেই অ্যাড্রেসে টাকা চলে আসবে। 

এখানে কত পেমেন্ট পাবেন তা আপনার কনটেন্ট এর ধরন ও ওয়ার্ড কাউন্ট এর উপর নির্ভর করছে।


18. Great Escape Publishing

Great Escape Publishing ঐসকল কনটেন্ট এর উপর নির্ভর করে আপনাকে পেমেন্ট প্রদান করবে, যেগুলো অনেকটা ট্রাভেলিং ও ফটোগ্রাফি, টুর অথবা এসবের উপর নির্ভর করে। তাদের পেমেন্ট মূলত 50 থেকে 200 ডলার মধ্যে হয় প্রতিটি আর্টিকেলের জন্য।

এখানে তারা খুব ভালো পরিমাণে উপার্জন দিবে। এটিও জনপ্রিয় একটি লেখালেখি করে আয় করার ওয়েবসাইট। তাছাড়া কত ইনকাম করবেন তা অবশ্যই আপনার লেখার ধরন এবং ওয়ার্ড কাউন্ট এর উপর নির্ভর করছে।


19. Due:

প্রযুক্তি নিয়ে যারা লেখালেখি করেন, তাদের জন্য এ প্লাটফর্মটি সবচেয়ে ভালো। আপনার দীর্ঘ এবং রিসার্চ করা আর্টিকেল তারা যথাযথ মূল্য প্রদান করবে। এখানে টেকনিক্যাল লেখালেখি সবচেয়ে বেশি জরুরি। 

তাছাড়া আপনার লেখালেখি অর্থাৎ প্রযুক্তিগত বিষয়ে লেখালেখি করা নিয়ে ভাল অভিজ্ঞতা থাকা চাই। যদি প্রযুক্তি নিয়ে ভাল জানেন, তবে আপনার জন্য খুব ভালো ভালো অফার অপেক্ষা করছে এই ওয়েবসাইটে। এটি একটি ফ্রীল্যান্স জব। 


20. PubLoft:

PubLoft আপনাকে যেকোন ফ্রীলান্সিং জব এর থেকে চাহিদা পূরণ করার সুবিধা দিবে। এখানে আপনি আর্টিকেল লেখালেখি করে আয় করতে পারেন। অবশ্যই আপনার কাজে কোয়ালিটিফুল হতে হবে। আর এর মাধ্যমে আয় করতে হবে।


21. Contena:

এখানে লেখালেখি করার GIG তৈরি করতে পারেন। যে  গিগ এর উপর নির্ভর করে ক্লায়েন্ট আপনার কাছে আসবে। কোন একটি লেখা কিংবা আর্টিকেল নিয়ে নিবে।

Contena আপনাকে সে সুবিধা প্রদান করবে, এখানে আপনি একজন লেখক,  এমনকি ফুলটাইম জব করতে পারবেন।


22. Journalism Jobs

Journalism Jobs এই সাইটে আপনি মিডিয়া রিলেটেড জব পাবেন। যেখানে আপনি লেখালেখি করবেন একজন সাংবাদিক হিসেবে। যেকোনো নিউজ পোর্টাল ওয়েবসাইট কিংবা জার্নালিজম অথোর হিসেবে কাজ করতে পারবেন। 

কোন ভিডিও স্ক্রিপ্ট তৈরির জন্য এ ওয়েবসাইট সবচেয়ে ভালো। এখানে TV এবং radio journalism,  public relations, ইত্যাদি রিলেটেড লেখালেখি করা যাবে।


23. Freelance Writing:

Freelance Writing ওয়েবসাইট আপনাকে লেখালেখি করার সুযোগ প্রদান করবেন। যদিও আপনি নতুন কিংবা অভিজ্ঞ হন না কেনো। এ ফ্রিল্যান্সিং জায়গায় খুব সহজেই আর্টিকেল প্রোভাইড করার যেকোন জব খুঁজে পাওয়া যায়।

যার জন্য আপনি যেকোন প্ল্যাটফর্মে প্রজেক্ট রেডি করে আর্টিকেল সাবমিট করে নির্ধারিত পেমেন্ট নিয়ে নিতে পারেন।লেখালেখি করে আয় করার ওয়েবসাইট হিসেবে সাইটটি প্রফেশনাল রাইটারদের জন্য বেস্ট।


24. All Indie Writers:

At All Indie Writers, এখানে লেখালেখি করার জন্য হাজার হাজার জব পেয়ে যাবেন। অর্থাৎ বিভিন্ন ক্লায়েন্ট, যারা আপনাদের মতো লেখকদের বিভিন্ন জব অফার করে। 

সে জবে বিভিন্ন বাজেট নির্ধারণ করার থাকে। সে বাজেটের উপর ভিত্তি করে আপনি যে কোন একটি লেখালেখির জবে চলে যেতে পারেন।

কোন একটি ব্লগ বা লেখালেখির ওয়েবসাইটে কাজ করতে পারেন। মোটকথা লেখালেখি করে যদি ভালো একটি ব্লগে ইনকাম করতে চান, তবে এই প্লাটফর্ম সে সুযোগ সুবিধা প্রদান করবে।


25. Contently:

এখানে যেকোনো পোর্টফলিও কন্টেন্ট লেখালেখি ও অনলাইন পাব্লিকেশন সম্পন্ন হয়। বিভিন্ন উপকারী ফ্রীল্যান্স পরামর্শ লিখে আয় করে নেয়া যায়। এখানে হাই-পেমেন্ট নেয়া ফ্রীল্যান্স জব পাওয়া যায়। পোর্টফলিও কন্টেন্ট লিখিতে খুন দক্ষতা লাগে। তাছাড়া ক্লায়েন্টদের আকর্ষণ করক যায় না।


26. Writer Access:

Writer Access আপনাকে অফার করবে বিভিন্ন ফ্রিল্যান্সিং রাইটিং জব। এখানে আপনি ফ্রিল্যান্সিং রাইটারদের মত করে কাজ করতে পারবেন। বিভিন্ন Case Study, অনলাইন লেখালেখি,  টেক রিলেটেড লেখালেখি করে আয় করতে পারেন। তাছাড়া বিভিন্ন কনটেন্ট এনালাইসিস,tech papers গুলো রিভিউ লিখতে পারেন।

 এসইও, ব্লগিং হেল্প রিলেটেড লেখালেখি করতে পারবেন। তাছাড়া কিওয়ার্ড অপটিমাইজেশন, কনটেন্ট Planning কিংবা ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট নিয়ে লেখালেখি করতে পারবেন।

যেহেতু এটি ফ্রিল্যান্সিং লেখালেখির ওয়েবসাইট। সেহেতু আগে থেকে কোন পেমেন্ট করা হয় না। বরং আপনাকে বিভিন্ন কন্টাক্ট এর উপর বিট করে প্রজেক্ট রেডি করে ও সাবমিট করে উপার্জন করতে হয়।

বিঃদ্রঃ সাইটগুলোর নাম কপি করে গুগলে সার্চ করলেই সাইট লিংক পেয়ে যাবেন। অত গুলো সাইট লিংক পাব্লিস করা সম্ভবপর নয়।


লেখালেখি করে আয় করার ওয়েবসাইট থেকে বিকাশে পেমেন্ট নিবেন কিভাবে?

একটি সহজ হিসেব দেখিয়ে দিই। দেখুন, বাংলাদেশে বিকাশে পেমেন্ট দেয় এমন লেখালেখি করার সাইট  থেকে কত পান? খুবই নগণ্য। অনেকেই এসব সাইট থেকে ৫০০ এর বেশি ডলার আয় করে।

পরবর্তীতে ব্যাংক ট্রান্সফারে টাকা নেয়। একটি ব্যাংক একাউন্ট চাইলে Cell Fin এপ ব্যবহার করে অনলাইনে খোলা যায়, সেখান থেকে বিকাশে ডিপোজিটও নেয়া যায়।

আপনি চাইলে লোকাল BDCoinex সাইট এর মত সাইট থেকে কারেন্সি এক্সচেঞ্জ করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন সহজেই। তবে এক্সচেঞ্জ রেট থাকে সামান্য কম।


শেষকথাঃ

আজকে আমরা 26টির মত লেখালেখি করে আয় করার ওয়েবসাইট সম্বন্ধে জানলাম। যদি ভালো লাগে, তাহলে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। আর এজন্য আমি আপনাকে বলি ডান পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। যাতে করে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন।

এবং এতে করে আমাদের কনটেন্টগুলো সব সময় আপনি পাবেন। তাছাড়া আমাদের আর্টিকেল অবশ্যই শেয়ার করতে পারেন। শেয়ার করার অপশন এখানেই কোথাও আছে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।

আরও পড়ুনঃ

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

4 Comments

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

  1. Replies
    1. ভাই, কি বলতে চ্যেয়েছেন বুঝি নি! দয়া করে আরেকবার বুঝিয়ে বলুন।

      Delete
  2. Jodi sotti anner site ak poste $300 dollar income hoto tahole apni kano ai site ads boshisen apni ak poste ai site theke 300 doller income koresen

    ReplyDelete
    Replies
    1. কারণ ব্লগিং করা কমফোর্টেবল এবং অধিক লাভজনক।

      Delete
Previous Post Next Post