ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ (এমআইএস অফিসার পদে)
সম্প্রতি মে মাসে বাংলাদেশে ট্রাস্ট ব্যাংক এ ম্যানেজমেন্ট ইনফরমেশন অফিসার পদে নতুন জব সার্কুলার প্রকাশ পেয়েছে। ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2021 সম্বন্ধে পুরোপুরি জানবো। বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সরাসরি সেনাবাহিনী নিয়ন্ত্রিত ট্রাস্ট ব্যাংক বহুল জনপ্রিয়। ব্যাংকিং জব করতে চাইলে ট্রাস্ট ব্যাংকে অনেকটাই ভালো কাতারে আসে। বেশিরভাগ আর্মি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা MBA শেষ করে ট্রাস্ট ব্যাংকের বিভিন্ন শাখায় জব নেয়ার জন্য ঝুকে পড়ে। সম্প্রতি 23 May, 2021 ট্রাস্ট ব্যাংক এর একটি ওয়েবসাইট থেকে (MIS Officer) ম্যানেজমেন্ট অফিসার পদে জব সার্কুলার/ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী তারা জব করার জন্য বিভিন্ন প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। কত তারিখ পর্যন্ত জবের জন্য এপ্লাই করা যাবে এ সম্বন্ধে বলা আছে। এবং কিভাবে এপ্লাই করবেন? এ সম্বন্ধে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।
যে সমস্ত পদের জন্য সার্কুলার প্রকাশ পেয়েছে
২। HRD অফিসার
জব এর উৎসঃ Trust Bank Limited
মোট শূন্যপদের সংখ্যাঃ নির্দিষ্ট করা নেই
এমআইএস অফিসার সম্বন্ধেঃ
একজন ম্যানেজমেন্ট ইনফরমেশন অফিসার মূলত ব্যাংকের এমআইএস ডাটা প্রতিনিয়ত আপডেট করে , মেন্টেন রাখে। প্রতিনিয়ত এইচ আর, এম আই এস রিপোর্ট প্রস্তুত করে।
ব্যাংকের উন্নতি-অবনতি, বিভিন্ন তথ্য-উপাত্ত এনালাইজ করা। সেগুলো প্রতিনিয়ত আপডেট রাখা। এসবে উন্নত করা এম আই এস অফিসার এর কাজ। এছাড়া এম আই এস অফিসারের দায়িত্ব সম্বন্ধে জানতে গুগলের সার্চ করে নিতে পারেন।
বিভিন্ন প্রজেক্ট ও তার ঝুঁকি ও বিভিন্ন ইস্যু খুঁজে বের করা। সেগুলো নিয়ন্ত্রণে রাখা এবং সমাধানের পথ খোঁজা, এমআইএস অফিসারের দায়িত্ব।
Co-ordinate with other ব্যাংকস্থ HR জনবলের সাথে বন্ধুসুলভ থাকে, বিশেষত ব্যাংকের উন্নতি পরখ রাখার স্বার্থে, বিভিন্ন নীতি -সিদ্ধান্ত নেয়। ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ সম্পুর্ণ পড়ুন।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
- যারা জব এর জন্য এপ্লাই করবেন তাদের অবশ্যই গ্রাজুয়েশন সম্পূর্ণ থাকতে হবে।
- MBA গ্রেজুয়েট সম্পুর্ণ থাকলে ভালো সুবিধা পাবেন।
- সিএসই সম্পুর্ণ থাকলে অগ্রাধিকার পাবেন।
যেসব অভিজ্ঞতার দরকার লাগবে
- যেকোনো কর্পোরেটে ম্যানেজমেন্ট অফিসার পদে 3 বছরের অভিজ্ঞতা থাকা চাই।
- অথবা এরকম ধরনের যেকোনো প্রজেক্ট অথবা কর্পোরেট পরিবেশে কাজ করার ব্যবহারিক ও কার্জক্ষেত্রের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে।
অতিরিক্ত প্রয়োজনীয়তা
- SQL সার্ভারে বিশেষজ্ঞ থাকা চাই।
- ওরাকল (OCP Certified) সম্বন্ধে গভীর জ্ঞান থাকতে হবে।
সেলারি ইনফরমেশন
- এটা আলোচনা সাপেক্ষ।
- তারপরো হিন্টস দিয়ে রাখি। এ সম্বন্ধে ভালো জানি না। তবে একজন এমআইএস অফিসারের গড় বেতন ৪০,০০০ টাকা।
অনলাইন আবেদন ও অন্যান্য নিয়মকানুনঃ
১। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদন প্রক্রিয়ায় বাছাইকৃত জনবলকে লিখিত পরীক্ষা ও ভাইভার জন্য আহবান জানানো হবে
২। সার্কুলার দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ কবে?
আবেদন করার শেষ সময় ১২ই জুন, ২০২১। কাজেই দ্রুত কাজটি সেরে নিন।
ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত তথাদি
- সার্কুলার প্রকাশিত হয়েছেঃ 23 মে 2021
- মোট পদের সংখ্যা: নির্দিষ্ট করা নেই।
- অভিজ্ঞতাঃ কমপক্ষে তিন বছর
- বয়স: N/A
- জব এর স্থান : উল্লেখ করা নেই।
- এপ্লাই করার শেষ দিন : 12 ই জুন 2021।
- সেলারিঃ উল্লেখ নেই। আলোচনা সাপেক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী মিউচাল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর সাথে যোগাযোগ করার জন্য নিম্নোক্ত ঠিকানায় যাবেনঃ
ট্রাস্ট ব্যাংক লিমিটেড,
স্বাধীনতা টাওয়ার,
বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট,
ঢাকা ক্যান্টনমেন্ট,
ঢাকা-১২০৬, বাংলাদেশ
টেলিফোনঃ 44870030, 44870031, 44870032
আরও পড়ুনঃ প্রাইভেট ব্যাংক জব প্রিপারেশন ও প্রস্তুতি (পোস্টটি পড়ে শতভাগ উপকৃত হবেন)
( ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১)
Trust Bank Job Circular 2021
Recently in May, a new job circular has been published for the post of Management Information Officer at Trust Bank in Bangladesh. Trust Bank Recruitment Circular 2021. Among the private banks in Bangladesh, the direct army controlled trust bank is very popular. If you want to do a banking job, a lot of good people come to Qatar with Trust Bank. Most of the students of Army Universities after completing their MBA are inclined to take jobs in various branches of Trust Bank.
Information regarding Trust Bank Recruitment Circular
Circular published in: 23 May 2021.
Total number of posts: Not specified.
Experience: At least three years.
Age: N / A.
Job Location: Not mentioned.
Last day to apply: 12th June 2021.
Salary: Not to mention. Negotiable.