ফ্রী ফায়ার স্টাইলিশ নাম বাংলা 2022 | Free Fire stylish name Bengali

ফ্রী ফায়ার স্টাইলিশ নাম বাংলা 2022 | Free Fire stylish name Bengali

200টিরও বেশি ফ্রী ফায়ার স্টাইলিশ নাম বাংলা 2022 এই ব্লগে আমরা জানবো। যারা ফ্রী ফায়ার খেলেন, তারা প্রতিনিয়ত একটি ইউনিক Free Fire stylish name Bengali খোঁজেন। নিজের আইডিটাকে একটা সুন্দর নামে সাজাতে চান। অথবা একটি ইউনিক নাম, যেটি ব্যবহার করে নিজের মনমতো গেমপ্লে করতে পারেন। আবার নিজের স্কোয়াডের জন্যও ইউনিক এড্রেস এর পাশাপাশি নামও সেট করা লাগে। তো, নিজের মনের মত করে একটি ইউনিক নাম কিভাবে ব্যবহার করবেন? তৈরি করবেন কিভাবে? এ নিয়ে আজকের ব্লগ।
ফ্রী ফায়ার স্টাইলিশ নাম



nickfinder এর মতো ওয়েবসাইটে স্টাইলিশ নামের ভান্ডার থাকলে, একটিও ইউনিক নাম নেই। কারণ সকল ফ্রী ফায়ার প্লেয়াররাই ওখান থেকে নাম নেয় বিধায় ইউনিক হবে না এটাই স্বাভাবিক।

কিন্তু নিজের মতো ক্যারেক্টার, স্টাইলিশ ফন্ট ব্যবহার করে সকলেই নাম লিখতে চাই। ওয়েবসাইট গুলিতে স্টাইলিশ নামের সরবরাহ থাকলেও নিজের মনের মত টাইপ করে তৈরি করা যায় না। নামগুলো ঐখানে আগে থেকে এড করা থাকে। এই সমস্যা থেকে পরিত্রান পাওয়ার জন্য, এবং একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে ফ্রিতে স্টাইলিশ নাম লিখবেন তা জানতে সম্পুর্ণ ব্লগটি পড়বেন আশাকরি আজকে আমরা ফ্রী ফায়ার স্টাইলিশ নাম সম্বন্ধে জানবো।

এটার জন্য শুধুমাত্র একটি অ্যাপ ব্যবহার করতে হবে। যেটি প্লে স্টোরে পাওয়া যায়। আমরা এপটির ডাউনলোড লিংক দিয়ে দিয়েছি। আপনাকে সেখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তারপর আমি যেভাবে বলছি সেভাবে কাজ করতে হবে।


ফ্রী ফায়ার স্টাইলিশ নাম বাংলা এর কালেকশনঃ

  • [ᴹᴿ乂yakuza☂f
  • 『sʜʀᴋ』•ᴮᴬᴰʙᴏʏツ
  • ༒এলাকার বাপ༒☆༒
  • ☬মারা খাঁ ☬༒☆
  • ︻╦̵̵͇̿̿̿̿╤─kïllér~রবিন
  • ꧁▪ RคᎥនтαʀ ࿐
  • ▼ᴹᴿメবিদায়-পিতিবি☂️シ▼
  • ᴹᴿ乂yakuza☂™
  • 𝓑𝓮𝓷𝓰𝓪𝓵𝓲▒ছাত্রলীগ
  • ⓟ༒Ⓢ༆আমি ঝম
  • কা ল রু দ্র
  • সাবধান ⚠
  • ꧁༒☬Ðєαтн☬༒꧂
  • ●⃝ᶫᵒꪜe☯ᴳᶹʳᶹ᭄●⁴³
  • ꧁❤•༆I LOVE YOU༆•❤꧂
  • ★GสᴍeCђสnger★]


 Free Fire stylish name 2022:

  1. やhântøm〆 Bø§§
  2. Đ£ÃĎ☠PÔÔŁ ãłí
  3. ØÑĚ MĂÑ ÂŘMÝ
  4. §©ơ®pǐƍƞϡ ★
  5. ☆°BØÔGÊYMÂN°☆
  6. ༒☬Wªlkęr☬༒
  7. NØt ØRiGiNªL
  8. ƊrⱥgoภFιřε
  9. ᶻØᴍ多ie
  10. ℝrow
  11. Heʌɗʜʋŋtɘʀ
  12. ﹄ɪɴᴄᴇɴᴅɪᴜꜱ﹃ BʀokəŋAŋgəl
  13. Maͥstͣeͫrchief❥
  14. Ƥสifi͢͢͢er
  15. ★彡[Mสˢ†eʀcief]彡★
  16. ~♪♥HUNTER℅≠♥~
  17. sᴡᴇᴇᴛ ʙᴜᴛ ᴘsʏᴄʜᴏ ✰
  18. UNICRN
  19. ‧₊˚➫꒰Oᴄᴇᴀɴ Eʏᴇs.’ ⸙͎° ° °
  20. ★ᴾᴿᴼ❥Ӄᴎ͟͞ɪ͟͞ԍ͟͞ʜ͟͞ᴛ
  21. ★Space Girl
  22. ༒S༒N༒I༒P༒E༒R༒
  23. ʙʟᴀᴄᴋ ғʟᴏᴡᴇʀ
  24. 乂●ᏢⱤᏆƝᏣᎬ●乂
  25. ⊰ŠԩąƉŏώ⊱
  26. ▄︻̷̿┻̿═━BEAST BOY GAMERS▄︻̷̿┻̿ ━╤デ╦︻
  27. ☬DE$TRØyER☆☬✰DEViL☬▄︻̷̿┻̿
  28. 乂ᴳᵒᵈ࿐K R I S H࿐乂
  29. ꧁༒☬M̷O̷N̷S̷T̷E̷R̷☬༒꧂
  30. ▂▄▅▆▇█ ℓσя∂ vσℓ∂εмσят █▇▆
  31. ꧁༺₮ⱧɆ_₳₱ⱤłⱠł₳₦_₭łĐ༻꧂
  32. ♡JKER♡ ༄ᶦᶰᵈ᭄✿Gᴀᴍᴇʀ࿐
  33. ๖ۣۜℜᎥᖙer ꧁☬✠ƑʳᵋᵋƑᶦᴿᵋ✠☬꧂
  34. ☠︎☬༒~VEŇØM~☠︎☬༒
  35. ☬₣ℜøźєη•₣ℓα₥єֆ☬
  36. ☠꧁☬DEVIL☬꧂ ꧁꧅๖ۣۣۜOᛗĞᎯ꧅꧂
  37. Vΐctℝΐus♛
  38. ︻╦̵̵͇̿̿̿̿╤─kïllér
  39. ꧁ᶜ͢ᴿ͢ᴬ͢ᶻ͢ᵞ꧂
  40. ᴬᴳ戀•ᴀssᴀsɪɴ•戀
  41. PANDA
  42. ๖ۣۜZΞUS༻⚡️対象⚔
  43. ꧁༺ ₦Ї₦ℑ₳ ƤℜɆĐ₳₮Øℜ ༻꧂
  44. ꧁࿇ÐɑʀҟƑîʀɛ࿇꧂
  45. ꧁☠︎₭iℒℒℰℛ☠︎꧂’
  46. ꧁༒Ǥ₳₦ǤֆƬᏋЯ༒꧂
  47. ꧁H҉A҉C҉K҉E҉R҉꧂
  48. ꧁ঔৣ☬✞✞☬ঔৣ꧂
  49. ꧁༺₦Ї₦ℑ₳༻꧂
  50. ✞︎ ✞︎
  51. 尺ムGE๛HITMAN
  52. Puddin~
  53. [DP]=▄︻┻═┳一LOVER
  54. フesiᶜaフones☂
  55. Ιи¢яє∂ιвℓє
  56. Scสrletωΐtch
  57. GARIB LADKA
  58. ✿ᴄ ᴀ ᴛ ᴡ ᴏ ᴍ ᴀ ɴ
  59. तात्या बिछु
  60. WØŇdeℝØ͢͢͢ϻan
  61. Iήsͥⱥnͣeͫ 69
  62. ☢️☢️☣️✝️NO°NAME✝️☣️☢️☢️
  63. BLACK WIDOW
  64. ❅PU๖ۣۜßGplaψer❅ ™☠️ღ✝  ღ✝☠️™
  65. 楤 •Sasuke• 楤
  66. ◕ ❦༒Mⓘຮຮ ⒹⒺⓋⒾⓁ༒❦◕
  67. ❶ ❷ ❸ ❹ ❺ ❻ ❼ ❽ ❾
  68. ꧁SHinCHan༒gIrL꧂
  69. ۝₦ØØ฿۝
  70. ꧁༒❦ ͢͢͢❦༒꧂
  71. ༒❦Sorry To Kill❦༒
  72. ☢︎︎ᴅᴀɴɢᴇʀᴏᴜs.ɢɪʀʟ乂
  73. ░B░O░S░S░
  74. ꧁༺DᵃʳᵏAⁿᵍᵉˡ༺꧂
  75. Ir๏nͥMaͣnͫ⇝
  76. ༺♛i•๖ۣۜƤriͥภcͣeͫssツ
  77. Brͥokͣeͫnboℽ
  78. ♒☠B҉A҉D汽G҉I҉RL҉☠♒
  79. CaptΐaήjackspaℝrØw
  80. βa∂ßoyᵃᴷᶻ°ΒαβγBæツ
  81. Ir๏nͥMaͣnͫ⇝
  82. CuTie Ff PlAyER
  83. ℓєgєи∂
  84. ᵃᴷᶻ°ΒαβγBæツ
  85. ꧁千尺乇乇千丨尺乇?꧂
  86. KiILLERGIRL
  87. B☢nd007 『 』
  88. ꧁༺ ₦Ї₦ℑ₳ ƤℜɆĐ₳₮Øℜ ༻꧂ ꧁꧂
  89. ƊᴏㅤσʀㅤƊɪᴇㅤ⓿❸
  90. ꧁༒☬ŠCØŔPĨØŊ☬༒꧂
  91. ♛N.O.O.B♛ ꧁Ꭾիѻєɳıẋ꧂
  92. ╰‿╯toxicoᴳᵒᵈ

ফ্রী ফায়ার স্টাইলিশ নাম ইংরেজি ছেলেদের জন্যঃ

  1. Tekⱥshi
  2. ๖ۣۜⲦʀⲑⷱ͜ⲭⷮɪⲛ༻࿌
  3. ♛LegenNight♛
  4. X̺͆༒¢ɧąƙɛყι༒X̺͆
  5. Death▄︻̷̿┻̿═━一
  6. ༒☬ℜ؏αᏞ_ᏦιηGs☬༒
  7. ĐØĐ彡pHØeNîx
  8. †_РЯØ_R৷¢Ҝę_†
  9. ᴳᵒᵈ乡ᏒᏢ♕ᏦᎥᏞᏞᎬᏒ▄︻̷̿┻̿═━一 ༒eno°ᴴᴼᴿᴱ༒
  10. Headhunter
  11. ༺ᎦᏬᏋᏒ༒ᏋᏕ༻
  12. Hydra. | dynamo
  13. H҉A҉C҉K҉E҉R҉꧂L🅴g🅴ήd
  14. Iήsͥⱥnͣeͫ
  15. 『 SβC』
  16. J҉O҉K҉E҉R҉
  17. ༒¢ɧąƙɛყι༒™
  18. MVG•Nム丂ㄒㄚ
  19. €¥ĹøbøMăł¥₩
  20. SkULL༒CruSHeR Baby°Killer™
  21. SOUL々MORTAL
  22. ♜fιяє♛㉺ℓєgєи∂
  23. ßãđßóÿ
  24. ◂HøűnĐş✰Øf✰jŲšȚïșě
  25. Sㄚ 么 乙 ツ №•Т༟iс
  26. 𝕿𝖍𝖆𝖓𝖔𝖘’𝖘𝕮𝖍𝖎𝖑𝖉
  27. 『ηç』►ƒϋιι●ut
  28. 𝖙𝖍𝖊𝖉𝖆𝖗𝖐𝖝𝖍𝖔𝖗𝖓𝖊𝖙
  29. खूनी दरिंदा
  30. Xx-DΞΛDSH0T-xX
  31. ᴬᵁᴿᴬ°᭄ᴍɪʟʟʏ࿐
  32. ཧᜰ꙰ꦿ➢₦Ї₦ℑ₳ ༒
  33. ༄ᶦᶰᵈ᭄Aིkαຮh࿐
  34. ཧᜰ꙰ꦿ➢Iήsͥⱥnͣeͫ
  35. ۝O²κɪɴɢ࿐۝
  36. ཧᜰ꙰ꦿ➢ShozT
  37. H҉A҉C҉K҉E҉R҉Lgήd
  38. ツTiger♰YourNameツ
  39. ༒۝ⓢⒶⒽⒾⓁ۝༒
  40. Sᴋ᭄Sᴀʙɪʀᴮᴼˢˢ ༒•ĴØĶÉŘ•༒
  41. °༒AldyyExtece༒°
  42. ༒ ★★ ༒
  43. ℓєgєи∂WۼℜۼWolŦ
  44. ༺KiLLeR༻
  45. ᴳᵒᵈ•₦Ї₦ʝ₳
  46. Ŧﺂℜۼ ᴺᴬᵛᴵᴰᴬ͢͢Ɗ
  47. CREWŦﺂℜۼ•
  48. fℝⒶ₭¿ƬⱧ
  49. ༒ÅŞÄŠŞÏŅŞBŁĂČĶ༒
  50. དℭ℟Åℤ¥༒₭ÏḼḼ℥℟ཌ


ফ্রী ফায়ার স্টাইলিশ নাম ইংরেজি মেয়েদের জন্যঃ

  1. ✿Q U E E N✿ᴳᴵᴿᴸ࿐ 
  2. ✿Your Name( ♡‿♡)♥
  3. ★Ꝗuҽҽn★ 
  4. ꧁༺ Your Name ༻꧂
  5. ★彡→Queen彡★ 
  6. 【◆●♀ Your Name ™◆●】
  7. ꧁♛𝕀𝕥𝕫.𝕞𝕖 Q U E E N♛ ᴹɪˢˢ?ʀɪʏᴀ࿐★
  8. ꧁༺༒QueeN༒༻ 
  9. ꧂ ░░R░░I░░Y░░A░░࿐♥️
  10.  -⫷𝗤𝗨𝗘𝗘𝗡⫸- 
  11. ༒⫷☆དℜ¡ɣɑཌ☆⫸༒
  12. ꧁༺Devil_Queen༻
  13. ꧂ •ᴮᴬᴰɢɪʀʟツ
  14. ༺𝕯𝖊ѵ𝖎𝖑 𝕼𝖚𝖊𝖊𝖓༻
  15.  ༄ᶦᶰᵈ᭄✿Girl࿐
  16.  彡devil彡queen彡 
  17. ༄ᶦᶰᵈ᭄✿PRINCESS࿐
  18. ™꧁༒ 𝔻𝕖𝕧𝕚𝕝♡︎Ⓠ𝕦𝕖𝕖𝕟 ༒꧂ 
  19. ༄ᵈᵉᵛⁱˡ᭄✿Ꮲᴜᴊꫝ࿐
  20. ☠︎︎༒𝕯𝖊𝖛𝖎𝖑 𝕼𝖚𝖊𝖊𝖓✞︎☠︎︎
  21.  ꧁༺✿ S A D G I R L✿༻꧂
  22. ♥️•Cütie_Girl•♥️ ❃
  23. ❂✟CrAzYgIrL✟❂❃
  24. •BabyQueeN•™ ꪖ​
  25. .ꪑ〲𝔸ℕ𝔾𝔼𝕃✯࿐➊
  26. ღ Simple 𝔾𝕚𝕣𝕝ღ ●
  27. ♡⋆♡Sila♡⋆♡●
  28. ♡~Queen Noob~^_^
  29. ✩ ꧁ᴅǝᴠɪʟɢɪʀʟ꧂
  30.  ᵈᵉᵛⁱˡ᭄𝒈𝒊𝒓𝒍࿐
  31. ★꧁_Dolly_꧂★
  32.  ꧁ⁱᵐ ʏᴏᴜʀ ᵍⁱʳˡ꧂ 
  33. The stylish queen ♥️♥️
  34. AℓoภeǤᎥrl࿐ •
  35. ●☆《NIGHT ¤ GIRL 》☆●•
  36. 『ƒƒ』✿R a n iッ
  37. ♡ ✿『Mɪꜱꜱ』 ツ
  38. ✿『Mɪꜱꜱ』 ツ 
  39. ᴹⁱˢˢ〲♛Kђนsђΐ࿐
  40.  ϻiss•Ṩalϻa ™• ꧁
  41. ༒❦𝓜𝓲𝓼𝓼 July ༒꧂
  42.  ❦ᴹⁱˢˢ〲♛𝐒ᴏɴɪʏᴀ࿐
  43.  ❦ᴹⁱˢˢ〲♛AngeL࿐
  44.  彡★𝓜𝓸𝓱𝓲𝓷𝓲 ★
  45. 彡 『 ۷ąŋʂɧų 』
  46.  ██▓▒­░⡷⠂𝚂𝚞𝚗𝚊𝚒𝚗𝚊
  47. ⠐⢾░▒▓██ 𒆜ֆʊռǟɨռǟ 𒆜
  48. ꧁𓊈𒆜ꜱᴀᴅɪᴋꜱʜᴀ𒆜𓊉꧂ 
  49. ᴹⁱˢˢ〲♛𝐒𝐚𝐝𝐢𝐤𝐬𝐡𝐚࿐
আরও স্টাইলিশ নাম এখানে দেখানো সম্ভব না।
কাজেই এখানে ক্লিক করে, কতগুলো বাংলা নামের
কালেকশন দেখুন।

ফ্রী ফায়ার এ স্টাইলিশ নাম কি তৈরি করা যায়?

হ্যাঁ, অবশ্যই যায়। ফ্রি ফায়ারে নিজস্ব স্টাইলিশ নাম তৈরি করতে বিভিন্ন এন্ড্রয়েড এপ্লিকেশন ব্যবহার করা যায়। অথবা ইন্টারনেট থেকে নাম সংগ্রহ করা যায়। তার মধ্যে আছে নিক নেম ফাইন্ডার। তবে এসব ওয়েবসাইটে অন্যান্যরা যেসকল নাম জমা করে রাখে, সেগুলো কালেক্ট করা হয়। এতে করে ওই নামটি ইউনিক নাও হতে পারে। নিজের মতো করে ইউনিক নাম তৈরি করতে বিশেষ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায়।

যেখানে শত শত ফন্টের ব্যবহার, স্টাইলিশ নাম আর ক্যারেক্টার আছে। যেগুলো নামের পূর্বে আমরা দেখি সেগুলো থাকে।

কিভাবে ফ্রী ফায়ার স্টাইলিশ নাম বাংলা তৈরি করবো?

পদ্ধতি ১ঃ Stylish Text ব্যবহার করে স্টাইলিশ নামঃ

ফ্রী ফায়ার স্টাইলিশ নাম বাংলা লিখতে একটি এপ্লিকেশন আছে। যেটা গুগল প্লে স্টোরে পাওয়া যায়। অ্যাপ্লিকেশনের নাম হল স্টাইলিশ টেক্সট (Stylish Text)। এই অ্যাপ্লিকেশন ব্যবহারের বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট পাওয়া যায়। সেগুলো ব্যবহারও করা যায়।
Download Stylish Text App

আরো আছেঃ
  • স্টাইলিশ নাম্বার.
  • নিজের মতো করে স্টাইলিশ ক্যারেক্টার, আর্টিস যুক্ত করতে পারবেন।

আর্ট, নাম্বার ও ফন্ট এগুলো থেকে কালেক্ট করে নিজের মতো করে একটি সুন্দর নাম, ইউনিক নাম লিখা যায়। এই অ্যাপ্লিকেশন কিভাবে ব্যবহার করবেন তার বর্ণনা করা হলোঃ

অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। অথবা নিচের ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিন।

প্রথমত অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরবর্তীতে নিচের মত ইন্টারফেস আসবে। সেখানে নিচের চিত্রের মত করে Text অপশনে ক্লিক করলে স্টাইলিশ টেক্সট লেখার বার চলে আসবে।
 
Text অপশনে ক্লিক করে স্টাইলিশ টেক্সট লেখা


উপরের চিত্রে সার্চ বার দেখানো জায়গাটিতে যেকোন নাম লিখে দিলেই, বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট এর উদাহরণ পাবেন। সেখান থেকে নিজের প্রয়োজনমতো যেকোনো স্টাইলিশ ফন্ট কপি করতে পারবেন। এখানে প্রায় একশত এর উপরে স্টাইলিশ ফন্ট আছে। এগুলো নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন।

এছাড়া স্টাইলিশ নাম তৈরি করার ক্ষেত্রে নাম্বারও, ইউনিক ক্যারেক্টার এর প্রয়োজন আছে। আমরা অনেক সময় দেখি নামের পূর্বে অনেক ক্যারেক্টার থাকে অর্থাৎ কিছু কিছু চিহ্ন থাকে। সে চিহ্নগুলোর কালেকশন এখানে আছে। নিচের চিত্রে দেখানো আর্টস অপশনে ক্লিক করুন। দেখবেন কতগুলো প্রতীক বা চিহ্ন চলে এসেছে। সেখান থেকে যে কোন চিহ্ন বা ক্যারেক্টার কপি করে নিন। এবং সেগুলো নামের পূর্বে বসিয়ে দিন। অথবা যেখানে আপনার ইচ্ছে হয়, সেখানে বসাতে পারবেন।

ইন্টারনেটে পড়ে থাকা অসংখ্য নাম, যেগুলোর ইউনিকনেস নেই, সেগুলো না নিয়ে নিজের মতো করে বানালে তার ইউনিক বেশি থাকে। কাজেই আমি আপনাকে সাজেস্ট করতে পারি অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফ্রী ফায়ার এ স্টাইলিশ নাম তৈরি করার জন্য।

ফ্রী ফায়ার এ স্টাইলিশ নাম তৈরি



এখানে অনেক অদ্ভুত ও ইউনিক ক্যারেক্টার পাওয়া যায়। যেগুলো আপনারা ইন্টারনেটে অ্যাভেলেবল পাবেন না। প্রায় 50 থেকে 70 এর এর বেশি ক্যারেক্টার আছে। সেগুলো কপি করে নিয়ে আপনি নামের পূর্বে বসে একটি ইউনিক নাম নিতে পারবেন।

প্রায় 50 থেকে 70 এর এর বেশি ক্যারেক্টার



পদ্ধতি ২ঃ

এটি করার জন্য প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড অপশনে ক্লিক করেন। এটি ফ্রী ফায়ার নাম চেঞ্জ অ্যাপ।
গান শুনে টাকা আয় করুন এখন ঘরে বসেই
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু, শুভেচ্ছা কবিতা ও দোয়া

ডাউনলোড করার পর ইন্সটল করে নিবেন। যেমনটা আমরা সবাই করতে পারি। তারপর এপটিকে ওপেন করবেন।

ওপেন করার পর একটি ইন্টারফেস দেখবেন। যেখানে নাম লিখে টাইপ করার জন্য আপনাকে বলবে। আর মাঝখানে একটি বারে আপনাকে নিজের নাম টাইপ করতে হবে। সেটি আপনি বাংলা, ইংরেজি, যেকোনো ভাষায় টাইপ করতে পারবেন।

ফ্রী ফায়ার স্টাইলিশ নাম


ফ্রী ফায়ার বাংলা স্টাইলিশ নাম চেঞ্জ অ্যাপঃ

পরবর্তীতে যে ধরনের ফন্টে আপনি লেখাটি লিখতে চান সেটি স্ক্রল করে করে বুঝে নিন। আবার একটু খেয়াল করলে দেখবেন টাইপ করা বক্সের আশেপাশে কিছু স্টাইলিশ অক্ষর আছে। সেগুলো ক্যারেক্টার। যেমনঃ সেটাতে ক্লিক করলেই আপনি ক্যারেক্টারের সিরিয়াল পেয়ে যাবেন। সিরিয়ালের যে কোন একটি ক্যারেক্টার ব্যবহার করতে পারেন।

ফ্রী ফায়ারের ক্যারেক্টার আমরা সবাই চিনি। যেমনঃ নামের আগে এবং পরে বিভিন্ন ধরনের চিহ্ন থাকে। এপটি ব্যবহার করে জানাতে পারেন।
গেম খেলে টাকা আয় বিকাশে 2022
আমার দেখানো অ্যাপ্লিকেশনটিতে বিভিন্ন ক্যারেক্টার ব্যবহার করে নিজের স্কোয়াডকে নির্দেশ করতে পারেন। সে স্কোয়াড এর নামানুযায়ী নিজের স্টাইলিশ নামটি টাইপ করে নিতে পারেন। এতে করে বিভিন্ন স্টাইলিশ নাম কোন ওয়েবসাইট থেকে সরাসরি কপি না করে নিজের মনের মতো করে বানিয়ে নিতে পারেন। ইচ্ছামতো ক্যারেক্টার অ্যাড করতে পারেন।

নিজের স্টাইলিশ নামটি টাইপ করুন


প্রায় ১০০টির মতো ক্যারেক্টার আছে এই অ্যাপটিতে। আবার নামের দুই পাশে চারটি ক্যারেক্টার ব্যবহার করার সুবিধা আছে। পাশাপাশি এখানে বিভিন্ন ফন্ট ব্যবহার করতে পারেন। কিবোর্ডের যেরকম ব্যবহার করতে পারেন সেরকম। বিভিন্ন প্রো প্লেয়ারেরা যেমনঃ রাই-স্টার, অমিত ভাই, ত্রিপল আর তারা নাম সেট করতে যে ফন্ট ব্যবহার করেছে সেগুলো এখানে আছে। আপনাকে শুধুমাত্র স্ক্রল করে সেটি বাছাই করে নিতে হবে। এভাবে ফ্রী ফায়ার স্টাইলিশ নাম বাংলা 2022 বানাতে হয়।

আমরা যেভাবে সাধারণ টাইপ করি বক্সটিতে সেভাবেই টাইপ করতে হবে। পরবর্তীতে স্ক্রল করে দেখে নিতে পারেন পছন্দের ফন্ট। আর চারপাশে যে দুটি করে চারটি ক্যারেক্টার আছে, সেখানে ক্লিক করে সিলেক্ট করে নিতে পারেন। আমি নিচে কয়েকটি উদাহরণ দিয়ে দিলাম। সেগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে নাম কিভাবে সেট করা যায়।
ক্রিকেট গেম খেলে টাকা আয় | cricket game khelo paisa jeeto
সবচেয়ে কম সময়ে বেশি টাকা কোন গেম খেলে ইনকাম করা যায় ?

ফ্রী ফায়ার স্টাইলিশ নাম এর প্রয়োজনীয়তাঃ

ফ্রী ফায়ার কয়েকটি মাল্টিপল ব্যাটেলিয়ান গেম। অনলাইনে অসংখ্য মানুষ এখানে গেমপ্লে করে থাকে। এখানে নিজের নাম চেঞ্জ করার অপশন আছে।

কোন ক্ষেত্রে ডায়মন্ড ব্যবহার করে নাম চেঞ্জ করতে হয়। আবার কখনো গিল্ড টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে কিছু ডায়মন্ড ব্যয় করে নাম চেঞ্জ কার্ড পাওয়া যায়। যেটি ব্যবহার করে পুনরায় নাম চেঞ্জ করা যায়।

যারা ফ্রি ফায়ারে প্রফেশনাল প্লেয়ার, তারা একটি স্টাইলিশ নাম দেয়ার চেষ্টা করে। এছাড়া নিজস্ব স্কোয়াড থাকলে, স্কোয়াডের নাম অনুযায়ী প্রত্যেক মেম্বার এর নাম ঠিক করা হয়।

আর এজন্য একটা স্টাইলিশ ফন্টের স্কোয়াড নাম প্রয়োজন পড়ে। কখনো কখনো ফ্রী ফায়ারে গিল্ডের নাম স্টাইলিশ ফন্ট যুক্ত করে ঠিক করা হয়। এছাড়া ফ্রী ফায়ার নিজের মতো করে স্টাইলিশ নাম লিখলে সবচেয়ে বেশি সুবিধা।

পরিশেষে,

ফ্রী ফায়ার স্টাইলিশ নাম বাংলা 2022 তৈরি করুন । কপি করতে পারছেন না, তবে কমেন্ট করে নিজের ইমেইল দিন। ১ মিনিটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি।
Mr. Triple R ইউটিউবার এর পরিচয়।

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

5 Comments

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

  1. ফুচকা চ্যালেঞ্জ

    ReplyDelete
    Replies
    1. আপনি কি বলতে চেয়েছেন, বুঝতে পারি নি।

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Replies
    1. বুঝতে পারি নি কী বলতে চেয়েছেন।

      Delete
Previous Post Next Post