ফ্রী ফায়ার হেড শট সেটিং

ফ্রী ফায়ার হেড শট সেটিং

ফ্রী ফায়ার হেড শট সেটিং ও হেড শট ট্রিক্স সম্বন্ধে জানলে ভালো চর্চা করা যায়। ধরুন, একটি ফ্রী ফায়ার ম্যাচ খেলছেন। যদি ম্যাচে অপনেন্ট এনিমির মাথায় অটো হেড শট পড়ে যায়, তবে এটি সবচেয়ে বড় সুবিধা হয়ে দাঁড়াবে না? ম্যাচে জয়ী হওয়ার জন্য কিংবা Booyah নেয়ার জন্য হেড শট মারতে পারাটা অনেক বেশি জরুরী। তাই না? বর্তমানে ফ্রী ফায়ারে এতো প্রো-প্রো প্লেয়ার বের হয়েছে যে, অধিকাংশ হিরোয়িক র‍্যাংকের প্লেয়াররাই হেড শট মারতে পারে।

ফ্রী ফায়ার হেড শট কি? এর প্রকারভেদ ও নিয়মঃ

এবার চলুন আমরা হেড শট মারার পদ্ধতি গুলো সম্বন্ধে জানি। ফ্রী ফায়ার অনেক রকমভেদে হেড শট মারার পদ্ধতি আছে। সেগুলো একেক করে জেনে নিলে আপনার জন্যই ভালো হবে। তাহলে চলুন আমরা এ সম্বন্ধে বিস্তারিত জানি। এতে করে আপনি সেগুলো প্রেক্টিস করে নিতে পারেন৷ আবার যেকোনো,, হ্যা যেকোনো অবস্থায় হেড শট মারতে দক্ষ হবেন।

রেঙ্ক ম্যাচ বুদ্ধিদীপ্ত প্লেয়ারেরা ভিন্ন ভিন্ন তরিকায় হেড শট মারার চেষ্টা করে। অনেকেই বসে বসে থাকা দেখে দাড়িয়ে গিয়ে হেড শট মারে। অনেকেই ড্র্যাগ করে হেড শট মারে। একইভাবে অনেকে long-range এ ড্র্যাগ করে মারতে পারে। অনেকের জাম্প করে হেড শট মারে short-range এ। একেকজনের একেকরকম স্কীল। ফ্রী ফায়ার হেড শট সেটিং সম্বন্ধে জানলাম।

সকল প্রকারের হেড শট করার পদ্ধতি সম্বন্ধে জেনে নিলে আপনিও পরবর্তীতে সেগুলো অনুশীলন করতে পারবেন। এবং এই ক্ষেত্রে সকল ধরনের পদ্ধতি জানা থাকলে, যেকোনো অবস্থায় আপনি হেড মারতে পারবেন।

১। Situp Headshot-(সিট আপ হেডশট)।

ম্যাচে যদি আপনি এনিমিকে উড়িয়ে দিতে চান তবে সিট-আপ অনেক বেশি উপকারী হবে। এটা আসলে এক ধরনের ফ্রী ফায়ার বাগ এবং কোন ধরনের হ্যাক না।এখানে যেটা করতে হচ্ছে সেটা হলো বসে থাকতে হয়। বসে থাকা অবস্থায় দাঁড়িয়ে গিয়ে এনিমের মাথায় এইম করতে হয়।

ড্র্যাগ করে দেখবেন অটোমেটিক হেড শট পড়ে গেল! এটা আসলে এক ধরনের প্রক্রিয়া। আমি যতটুকু জানি, বর্তমানে এ বাগ সরিয়ে নেয়া হয়েছে। এবং ফ্রি ফায়ার এখন এটি সম্ভবপর কিনা জানি না। তবুও আপনি দেখতে পারেন, অনেক প্রক্রিয়ার বসে থেকে সুন্দর মত মারতে পারে। এটা মূলত শর্ট রেঞ্জে সুবিধাজনক।

২। Prone Up Headshot- (প্রোন আপ হেড শট)।

হেড শট মূলত Dragonov এবং M1887 ওয়েপনের ক্ষেত্রে প্রযোজ্য। ভালো প্র্যাকটিস করতে হয়। এবং এটা এরকম যে, যখন আপনি M1887 অথবা Dragonov ব্যবহার করতে যান, এর জন্য আপনাকে প্রথমে এনিমির পায়ের দিকে এইম করতে হবে। মানে আপনার এইটা লক্ষ রাখতে হবে।

তারপর যখন হেড মারতে যাবেন তখন উপরের দিকে উঠাবেন, ড্র্যাগ করবেন। এবং মাথার দিকে নিতে চেষ্টা করবেন। সাথে Prone বাটনটিতে ক্লিক করবেন। এটি অনেকটা এক সেকেন্ডের মধ্যেই সেরে নিতে হয়। তা না হলে হেড শট না পড়ার সম্ভাবনা কম থেকে যায়। তবে এটি অনেকটাই সুবিধাজনক পদ্ধতি। এ পদ্ধতিতে ফ্রী ফায়ার হেড শট সেটিং এর তেমন গুরুত্ব আছে।

৩। Jump Drag Headshot- (জাম্প ড্রাগ হেডশট)।

জাম্প হেড সম্বন্ধে আমরা জানি না এমন হতেই পারে না। আমরা অনেকেই লাফ দিয়ে গিয়ে হেড ট্শরট মেরে দেই। এটা সবচেয়ে সহজ পদ্ধতি হলো যখন আমরা mp40 অথবা M1887 চালাই। আমরা অনেকেই long-range এও লাফ দিয়ে হেড শট মারার চেষ্টা করি। এবং মাথার দিকে পড়ার সম্ভাবনা এতে বাড়ে না। যখন গেমে একটি ঘরে ঢুকবেন যেখানে দুই-তিনজন এনিমি রয়েছে।

তাদেরকে মারার জন্য জাম্প হেড শট সবচেয়ে বেশি সুবিধা দিবে। এতে করে এনিমিকে ভালো হেড দেওয়ার পাশাপাশি, সরাসরি 2-3 জনকে কিল করে নেওয়া যায়। যখন আপনি জাম্প মারতে যাবেন তখনই আপনাকে ভালোভাবে মাথাটাকে লক্ষ্য করতে হবে। আবার আপনি লাফ দিয়ে এদিক ওদিক করবেন। যার কারণে আপনার উপর এনিমির এইম করতে কষ্ট হবে।

৪। OneShot or Lucky Shot- (ওয়ান শট)।

আসলে ওয়ান শট বলতে কিছু নেই। এটাকে ড্র্যাগ হেড শট বলা যায়। ভাগ্য ভালো থাকলেই একমাত্র ওয়ান শট লেগে যায়।

ফ্রী ফায়ার হেড শট সেটিং সম্পুর্ণ ট্রিক ধাপে ধাপেঃ

আমরা কম বেশী সকলেরই র‍্যাংক ম্যাচ খেলতে হয়। র‍্যাংক পুশ করা লাগে। কিংবা বড় বড় টুর্নামেন্টে অংশ নেই। কিভাবে হেড শট মারতে হয় সে সম্বন্ধে ধারণা না থাকলে, অটো হেড শট করার চেষ্টা না জানলে, পুরো ম্যাচ টাই আমাদের জন্য কঠিন হয়ে যায়। এমনকি হেড শট না জানলে কিছু প্লেয়ার নুব বলে গালিও দেয়। অবশ্যই দেয়, এটাতো যার যার মানসিকতা। আবার ঐ ম্যাচটাতে হেরে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে।

ফ্রী ফায়ারে হেড শট মারতে জানার উপকারিতা

কোন অপনেন্ট এনিমি যদি ভালো অটো হেড শট মারতে জানে, তবে ওই দলটি নিমিষেই Booyah পাওয়ার সম্ভাবনা পেয়ে যায়। কাজেই আজকে আমরা আলোচনা করব অটো হেড শট মারার সেন্সিতিভিটি সেটিং সম্বন্ধে। এবং কিছু প্রো-টিপসও জেনে নিবো।

তার আগে আমি বলে রাখি, ব্যক্তিগতভাবে আমি একজন ফ্রি ফায়ার প্লেয়ার। এবং আমি প্রায় ২ বছরের মতো ফ্রী ফায়ার খেলেছি। আমার কিছু অভিজ্ঞতাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। পাশাপাশি বিভিন্ন অনলাইন সোর্স থেকে পুরো টিপস গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। কাজেই, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেস্টা করবো না।

এই আর্টিকেলটি অটো হেড শট মারার সেন্সিটিভিটি সেটিং সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিবে। এবং অনেক কিছু টিপস দিয়ে আপনাদের কে সহযোগিতা করবে।

বর্তমান মোবাইল প্লাটফর্মে ফ্রী ফায়ার সবচেয়ে বেশি জনপ্রিয়। বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে ফ্রী ফায়ার এর জনপ্রিয়তা আকাশচুম্বী। প্রতিটা অলিগলিতে খেলোয়াড়েরা ফ্রী ফায়ারে। এমনকি মাঠে প্রান্তরে ফ্রী ফায়ার নিয়ে মেতে আছে। খেলা নিয়ে সকলেই মগ্ন থাকে। এখন অবশ্য তেমন খেলা হয় না। তবে মনে পড়ে, ২০২০ সালে মাঠে বসে বন্ধুদের সাথে ফ্রী ফায়ার খেলার। যাক মূল কথায় আসা যাক।

ফ্রী ফায়ার এর প্রতিটি ক্লাসিক এবং রেঙ্ক ম্যাচে 50 জন মেম্বার নিয়ে খেলা হয়ে থাকে। সেটি হতে পারে সলো ম্যাচ অথবা স্কোয়াড। প্রতিটি লবিতে মোটামুটি 50 জন প্লেয়ার করে থাকে। এবং রেঙ্ক ম্যাচ অনুযায়ী প্রতিটি প্লেয়ারই সমান যোগ্যতা রাখে। ম্যাচে জয়ী হওয়ার চান্স যেহেতু সকলের একই। তাই এসবের মাঝে যারা হেড শট দিতে ভালো জানে, তারা খুব সহজেই ম্যাচটিতে জয়ী হতে পারে।

কেননা একেকটি হেড শটে কম করে ৭০ থেকে প্রায় ১৫০০ পর্যন্ত ড্যামেজ দেয়। মূলত Vss এবং পিস্তলে হেড শট কম ড্যামেজ দেয় আরকি। তবে AWM এ ১৫০০ও দেয়। প্রতিটি ম্যাচে শেষ পর্যন্ত যারা টিকে থাকে বা শেষ পর্যন্ত সার্ভাইব করে থাকে সেই Booya নেয়। ম্যাচটির উইনার হয়ে যায়।

প্রতিটি বন্দুকের হেড শটে ড্যামেজ কত?

ফ্রী ফায়ার এর প্রত্যেকটি ওয়েপন (Gun) এর ক্ষেত্রে বিশেষ-বিশেষ সুবিধা এবং অসুবিধা আছে। সামগ্রিক চিন্তাভাবনা করে একটি আইটেমকে হেড শটের জন্য উপযোগী করে গড়ে তুলতে হবে। কিংবা একটা আইটেম দিয়ে ভালোভাবে হেড শট শিখতে হবে। যেমন শর্ট রেঞ্জে হেড শট মারার জন্য M1014, Mp5 (সাথে Booster) এবং mp40 সবচেয়ে বেস্ট। লং রেঞ্জের জন্য Kn94, ak47 (ভালো স্কিন থাকা দরকার) ভালো।

একজন এনিমিকে এক শটে ক্লিয়ার করার জন্য হেডসেট সবচেয়ে যথোপযোগী। প্রতিটি হেড শট কমপক্ষে 70 থেকে শুরু করে ১৫০০ পর্যন্ত ড্যামেজ দেয়। ছোট রাইফেল গুলো ব্যবহার করে 70-90 পর্যন্ত হেড শট ড্যামেজ দেয়া যায়। আবার একটু M82B অথবা AWM ব্যবহার করে 1500 পর্যন্ত দেয়া যায়।


অটো ফ্রী ফায়ার হেড শট মারার সেটিং ২০২২

তার আগে কিছু কথা বলে রাখি। ফ্রী ফায়ার অ্যাপ সেন্সিটিভিটি সেটিংস আপনার খেলার দক্ষতা অনুযায়ী অনেকাংশে নির্ভর করে। আপনি কি ধরনের সেনসিটিভিটি নিয়ে ভালো হেড মারতে পারেন সেটাও বুঝা-শোনার ব্যাপার। তবে আমার দেয়া এই সেটিং অনুযায়ী সবচেয়ে ভালো হেড শট মারার কথা। কারণ এখানে Aim করার সেনসিটিভিটি বেশি (High) করে দেওয়া হয়েছে। বিশেষ করে যখনই এইম করার সেনসিটিভিটি হাই করা হয়, তাতে করে একটু টান মারলেই এনিমির মাথায় গিয়ে হেডসেট পড়ার সম্ভাবনা বেড়ে যায়।

তবে মোবাইলের জেনারেল সেনসিটিভিটি আপনার নিজের মোবাইলের উপর নির্ভর করবে। যদি মোবাইলের ডিসপ্লে সাইজ বড় হয়, বা আয়তন ও ক্ষেত্রফল বেশি হয়। তবে সে ক্ষেত্রে অবশ্যই সেনসিটিভিটি বেশি করে খেলবেন। আর যদি ছোট সাইজের মোবাইল হয় তবে সেনসিটিভিটি কম করে খেলা সুবিধাজনক।

আজকের সেন্সিটিভিটি সেটিংস টি আপনাকে কোন নির্দিষ্ট ওয়েপনের রিকয়েল হওয়ার সম্ভাবনা কমিয়ে দিবে। এবং এনিমির বডিতে লক না হযয়ে এইম(Aim) মাথায় লক হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিবে। ফ্রী ফায়ার হেড শট সেটিং সম্বন্ধে জানবো।

Aim কি?

আমরা যে একটা টার্গেট চিহ্ন গেমে দেখি যেটাতে বোঝায় গুলি কোথায় পড়বে সেটাই Aim। এইম করে আমরা হেড শট করতে পারি। এনিমির মাথায় এইম রেখে টানা হেড শট মারা কস্টকর। তাই কিছু ট্রিক্স জেনে হেড শট মারা দরকার।

ফ্রী ফায়ার হেড শট সেটিংটি দেখে নিন

Free Fire best Auto Headshot Sensitivity

সেন্সিটিভিটি অপশনে গিয়ে সেট করে রাখুন। সেটিংসে Sensitivity পাবেন।
  • General: 100
  • Red Dot: 75
  • 2X Scope: 69
  • 4X Scope: 62
  • AWM Scope: 34

অটো হেড শট মারার সম্পুর্ণ ট্রিক্সঃ

নিচে কতগুলো স্টেপ বিবরণ দেয়া হলো। যেগুলো ফলো করে এই সেটিংস ফ্রি ফায়ার গেমে এড করে নিবেন।
  • আপনার মোবাইল ফোনে ফ্রী ফায়ার গেমটা ওপেন করুন।
  • ফ্রী ফায়ার এর মূল স্ক্রিনটা আসা পর্যন্ত অপেক্ষা করুন। মানে যেখানে আপনার ক্যারেকটার আসবে।
  • তারপর Setting অপশনটি খুঁজুন। সেটিংস অপশনে আমরা কমবেশি সবাই জানি কিভাবে যেতে হয়।
  • আপনার মোবাইল স্ক্রিনের একদম উপরের ডান দিকে Setting চিহ্নটি পেয়ে যাবেনঃ
  1. goog_257228705General: 100
  2. Red Dot: 75
  3. 2X Scope: 69
  4. 4X Scope: 62
  5. AWM Scope: 34

সেখানে যাওয়ার পরে সেনসিটিভিটি Sensitivity অপশনে ক্লিক করুন। তারপর নতুন একটি মেনু আসবে। সেখানে আমি যেভাবে সেটিংস টি বলেছি ঠিক সেভাবে পূরণ করে নিন সেটিংসটি। তাহলেই হয়ে যাবে।

গেমের ভিতর সরাসরি হেড শট দেয়ার জন্য কতগুলো টিপসঃ

১) হেড শট করার চর্চা করুনঃ

আমার দেয়া সেন্সিটিভিটি সেটিংসটি ফলো করার পরে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে বেশি করে ট্রেনিং ম্যাচে সেটি চর্চা করে নেওয়া। আমরা কমবেশি সকলেই ট্রেনিং ম্যাচ খেলি। সেখানে আপনি গিয়ে অটো হেড শট মারার চর্চা করতে পারেন। সেটি আপনি long-range এর গান দিয়েও করতে পারেন। কিভাবে শটগান ব্যবহারে করতে পারেন।
পড়ুনঃ

আর এই সেটিংস টি মূলত যারা নতুন, তাদের জন্য প্রযোজ্য। কেননা যারা আমরা অলরেডি ফ্রী ফায়ারে দক্ষ, তাদের নিজস্ব সেটিংস আছে। নিজের সেটিংস অনুযায়ী আমরা চেষ্টা করি। একেক জন একেক রকম খেলতে অভ্যস্ত। কেউ কম সেন্সিটিভিটি নিয়ে খেলতে পছন্দ করে। আবার কেউ বেশি সেনসিটিভিটি নিয়ে খেলতে পছন্দ করে।

২) প্রো সেটিংসটি শুরুতেই ফলো করুনঃ

তবে যারা নতুন খেলতে যাচ্ছেন, তারা আমার সেটিংসটি ফলো করুন। এতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। যার কারণে এটি আপনার জন্য একটি সুফলদায়ক হবে। কেননা প্রো প্লেয়ার দের জন্য সবচেয়ে ভালো কাজে দেয় এই সেটিংস।

ড্র্যাগ কি?

এখানে ড্র্যাগ মানে ফায়ার বাটনটিকে আংগুল দ্বারা উপরের দিকে তুলে ফায়ার করা। ড্র্যাগহেড শট মারার ক্ষেত্রে বেশ উপযোগী।

ফ্রী ফায়ারে হেড শট মারবো কিভাবে?

এখন প্রশ্ন হলো কিভাবে এনিমি এর মাথার দিকে এইম করে হেড শট মারবেন? আপনার জন্য বিশেষ কোনো রাইফেল কিংবা ওয়েপনের প্রয়োজন নেই। অাপনাকে নজর রাখতে হবে এনিমির উপরের দিকে। আপনি কখনোই এইম এনিমির দিকে সেট করবেন না।
পাবজি গেম খেলে টাকা আয় করুন সহজেই 

বরং এনিমির ফুল বডির বাইরে কোথাও তাক করবেন। যেদিক দিয়ে এইম মুভ করালে মাথায় শট পড়বে, আপনাকে ওদিকে দ্রুত ড্র্যাগ করে ফায়ার করতে হবে। আগে থেকে এইম করা থাকলে এইম বডিতে লক হয়ে যায়। এ ব্যাপারে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। এটা আপনার উপর নির্ভর করে। আপনাকে বারবার চেষ্টা করতে হবে।

কোনো চেস্টা ছাড়া অটো হেডশটের জন্য আপনার প্রয়োজন পড়বে বিশেষ কোনো 4 জিবি র‍্যামের ফোন। এমনিতেও ২ জিবি র‍্যামেও সম্ভব, তবে প্রসেসরটি ভালো হতে হয়। মোটকথা আপনাকে বেশি বেশি অনুশীলন করতে হবে এবং মারার চেষ্টা করতে হবে।

Mp40 হেড শট ট্রিক্স (এক্সট্রা)

যখন আপনি এনিমির দিকে এমপি৪০ তাক না করে সরাসরি ড্র্যাগ করবেন তখন মনে রাখতে হবে যাতে সেটি কোন ভাবে বডিতে লক না হয়ে যায়। বডিতে না রেখেই আশেপাশে এইম রেখে, তারপর মাথার দিকে ড্র্যাগ করবেন। যার কারণে এইমটি বডি তে লক না হয়ে সরাসরি মাথার দিকে চলে যাবে।

এবং যত দ্রুত ড্র্যাগ করতে পারবেন এবং সঠিক জায়গায় এইম করে ছেড়ে দিতে পারবেন। ততই আপবার মাথার দিকে শট করার সম্ভাবনা বেশি হবে। হেড শট যাওয়ার সম্ভাবনা বেশি হবে।

শেষকথাঃ

ফ্রী ফায়ারে হেড শট নিয়ে যা কিছু আছে বুঝালাম। আরো এ ব্যাপারে লেখালেখি চাইলে কমেন্ট করে জানাবেন। ফ্রী ফায়ার গেমের বর্তমান প্লে স্টোর ডাউনলোড ১ বিলিয়ন ছাড়িয়েছে। তার মানে প্রায় ১০০ কোটি ডাউনলোড সম্পন্ন হয়ে গিয়েছে। যার পরিমাণ অনেক, তাও একটি এন্ড্রয়েড গেম হয়ে। সকলকেই শুভকামনা।
পড়ুনঃ
Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post