কুইজ খেলে টাকা ইনকাম করুন সহজ উপায়ে

যদি কুইজ খেলে টাকা ইনকাম করার কোন প্যাশন আপনার থাকে। তবে এই ব্লগ টি সম্পূর্ণ পড়বেন। আজকে আমরা এনালাইজ করবো কুইজ খেলে টাকা ইনকাম করার বিভিন্ন সাইট। এবং কিভাবে আয় করা যায় তার সম্পূর্ণ প্রসেস।

কুইজ খেলে টাকা ইনকাম

এই আর্টিকেলে কি কি জানতে পারবেন?
এই আর্টিকেলটি আপনাকে দেখাবে, কুইজ খেলে ইনকাম করাটা আসলে কিভাবে কাজ করে? এবং অনলাইনে এই মাধ্যমে কিভাবে আয় করা যায়? কুইজ খেলার মধ্যে যে সকল সিক্রেট গুলো আছে, সেগুলো আমরা আগে থেকে জানি না।

কুইজে কি ধরনের প্রশ্ন করা হবে? এবং তার উত্তর কি হবে? তার সম্বন্ধে কোনো আগাম বার্তা থাকেনা। 

আজকের সিক্রেটে আমরা অনেক কিছু এক্সপ্লেইন করার চেষ্টা করবো। কুইজ খেলে ইনকাম করার কতগুলো ওয়েবসাইট ও এপ্লিকেশন সম্বন্ধে ধারনা দেয়া হবে।

কুইজ খেলে টাকা ইনকাম করার উপায়।

এখানে কুইজ খেলে টাকা আয় করার মোট ১৩টি অ্যাপ ও ওয়েবসাইট সম্বন্ধে জানবো। যেখানে কুইজ খেলে ইনকাম করা সম্ভব। যেহেতু কুইজ খেলা সাধারণ আয় করার পদ্ধতি। সেহেতু এখানে বেশি আয় করা সম্ভব না।

মানে আপনি চাইলে কুইজ খেলে বেশি উপার্জন করতে পারবেন না। এটা একটা প্যাশন। কিংবা শখের মত।

আপনি আপনার জ্ঞান পরিবেশন করার মাধ্যমে ইনকাম করছেন, এটাই বড় কথা। কুইজ খেলে ইনকাম একটি কার্যকরী পদ্ধতি।

অনলাইনে আয় করার জন্য বাকি সকল উপায়ে থেকে এটি তুলনামূলক সহজ।এ পদ্ধতিতে সাধারণ প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে ইনকাম করা যায়।

তবে দ্রুততার সাথে প্রশ্নের উত্তর দেওয়া খুবই জরুরী। তা না হলে আপনি ভালো স্কোর নিতে পারবেন না।ভিডিও দেখা, কিংবা অ্যাড দেখার মত পদ্ধতির মতো এটি এত সহজ না।

কেননা এখানে আপনার জ্ঞানকে ব্যবহার করতে হবে। আবার ভিডিও দেখে, এড দেখে ইনকাম এগুলো সীমিত আকারের।

এগুলোতে আয়ের সম্ভাবনাও থাকে কম।তাহলে মূল টপিক আমি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। আজকে আমরা আলোচনা করব, কুইজ খেলে কিভাবে দৈনিক 300 থেকে 500 টাকা পর্যন্ত ইনকাম করা যায়! 


কুইজ খেলে টাকা ইনকাম করার ওয়েবসাইট

প্রথমে কুইজ খেলে আয় করার কতগুলো ওয়েবসাইট সম্বন্ধে জানবো। পরবর্তীতে ভালো এপ্লিকেশনগুলোকে তুলে ধরার চেস্টা করবো।

1. SurveyJunkie (Top listed Site), বিশ্বস্ত সাইট।

সাইট বিবরণীঃ

এমন হতো Survey Junkie এর মতো একটি অসাধারণ সাইট বাংলাদেশ ইনেবল থাকতো, তাহলে বেশ হতো। বাংলাদেশের প্রতিটি মানুষ চাইলে সেখানে আয় করতে পারতো।

প্রতিনিয়ত একটিভ থাকলে অনলাইনে আয় করা যায়। বাকিটা বুঝে নিয়েন। জরিপ পূরণ করার পাশাপাশি কুইজ খেলে 5 ডলার থেকে 50 ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব।

দুঃখের বিষয় এই যে, এই সাইটটি অস্ট্রেলিয়া, কানাডা এবং আমেরিকার মতো সার্ভারে ইনেবল রয়েছে। আমরা চাইলে বাংলাদেশের কোন একটা আইপি অ্যাড্রেস ব্যবহার করে এই সাইটে জয়েন করতে পারবো না। কিংবা সাইনআপ করতে পারব না।

এখানে ইনকাম করার উপায়ঃ

এখন প্রশ্ন হলো, এখানে আমরা কাজ করব কিভাবে? প্রথমত, একটি আইপি অ্যাড্রেস কিনে ফেলতে পারেন। এক বছরের জন্য। বেশি খরচ পড়বে না। যদি একবার সাইন আপ করে নিতে পারেন।

তাহলে আমি আপনাকে এতটুকু বলতে পারি, যে মাসিক 10000 টাকার মত ইনকাম করতে পারবেন। যেটা পরবর্তীতে আপনি ব্যাংকে ডিপোজিট করতে পারবেন।

আর যদি উপায় না থাকে, তবে আপনি কোন ভিপিএন কানেকশন দিয়ে দেখতে পারেন। সাইন আপ করা যায় কিনা। যদি যায়, তবে আপনি কাজ করতে পারবেন।

তবে হ্যাঁ, এই সাইটে মূলত বেশি ইনকাম করা যায় বলেই আমি প্রথমে রাখলাম। কেননা যারা নিশ্চয়তার সাথে আয় করতে চান, তাদের জন্য নাম্বার 1 ক্যাটাগরিতে থাকবে Survey Junkie।

পেমেন্ট মেথডঃ
১/ পেপাল
২/ গিফট কার্ড

2. Swagbucks (Top listed), সার্ভে, কুইজ খেলে আয়।

সোয়াগ বাক টপ লিস্টেড ওয়েবসাইট। এটি একটি অসাধারণ ওয়েবসাইট।

আমি সাজেস্ট করবো, এর অ্যাপ্লিকেশনটি ব্যবহার না করে ওয়েব সাইটে সাইন আপ করে নিতে। এখানে দৈনিক 5 ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। এখানে সর্বোচ্চ 100 ডলার পর্যন্ত দিনে ইনকাম করা যায়।

কোন একটি নির্দিষ্ট কুইজে বেশি পরিমানে ইনকাম করার রিওয়ার্ড দেওয়া থাকে। যদি জরিপ পূরণ করে আয় করতে চান, তবে এটি যথেষ্ট ভালো একটি ওয়েবসাইট।

তবে এর অ্যাপ্লিকেশনটি আপনি বাংলাদেশে ব্যবহার করতে পারবেন না। কিন্তু এর ওয়েবসাইট বাংলাদেশে ব্যবহার করা যায়।

আপনি গিয়ে সাইন আপ করে নিতে পারবেন। এছাড়াও এখানে অনলাইনে ইনকাম করা সম্ভব। পেপালের মাধ্যমে উইথড্র দিতে পারবেন। এবং পরবর্তীতে ব্যাংক ডিপোজিট করতে পারেন। অথবা অ্যামাজন কিংবা গুগোল গিফট কার্ড অনলাইনে রিডিম করে নিতে পারেন।

পেপাল একাউন্ট কিভাবে খুলতে হয়, তার সম্বন্ধের যদি না জানেন। তাহলে নিচের আর্টিকেলটি পড়ে নিতে পারেন। সেখানে লাইভ দেখিয়েছে পেপাল একাউন্ট খোলার সম্পুর্ণ প্রসেস।
 
বাংলাদেশে পেপাল বিজনেস একাউন্ট খোলার নিয়ম

3. LifePoints

সাইট বিবরণঃ

এই ওয়েবসাইটে সর্বমোট 50 লাখ ইউজার আছে। ভাবতেই কষ্ট হচ্ছে, এত ইউজার কোথা থেকে এলো? বিদেশের বেশিরভাগ মানুষ আয় করার জন্য এটিকে প্রেফার করে। আপনি এ সাইটের মাধ্যমে কিভাবে আয় করা যায় তা সম্বন্ধে জানবেন।

তাই আমি সাজেস্ট করবো, এই অ্যাপ্লিকেশনটিতে একবার সাইন আপ করে নিতে। যদি কুইজ খেলে ইনকাম করতে চান তবে তা এখানে সম্ভব। 

এখানে লাইফপয়েন্ট নামে একটি কারেন্সি ইনকাম করা যায়। সেটাও খুব সহজে। পরবর্তীতে সেগুলোকে রিডিম করে আপনি অনলাইনে আয় করে নিতে পারেন। প্রথমবার সাইন আপ করলে 10 লাইফপয়েন্ট দেয়া হবে।

এখানে প্রায় 10 লাখ মেম্বার প্রতিনিয়ত তাদের মতামত শেয়ার করার মাধ্যমে অনলাইন আয় করে। অর্থাৎ জরিপ পূরণ করে। এমনকি কুইজ খেলে এখানে দৈনিক 10 ডলার পর্যন্ত আয় করা যায়।

অন্যান্য সাইট থেকে একটু কম হলেও এখানে ইনকাম করার নিশ্চয়তা আছে। অন্যান্য সাইট গুলোতে ইনকাম করার নিশ্চয়তা খুবই কম।

তো এতক্ষণ, আমি আপনাকে দেখালাম কিছু ওয়েবসাইট। যেগুলো বাংলাদেশ থেকে ইউজ করা প্রায় কষ্টকর। এর আইপি অ্যাড্রেস অথবা ভিপিএন কানেকশন দরকার পড়ে।

কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো কতগুলো এপ্লিকেশন। যেগুলো ব্যবহারে বাংলাদেশ থেকে ইনকাম করা সম্ভব। তাহলে চলুন দেরী না করে কিছু অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানি। কিভাবে এগুলো ব্যবহার করা যায়, তাহলে চলুন দেখে নেই।


কুইজ খেলে টাকা ইনকাম করার অ্যাপ।



1. Perk Pop Quiz

অনলাইনে কুইজ খেলে ইনকাম করার জন্য এই অ্যাপটি যথেষ্ট জনপ্রিয়। এখানে আপনি কুইজ খেলে যে পয়েন্ট পাবেন। সেগুলো চাইলে গুগোল গিফট কার্ড এ রিডিম করে নিতে পারেন। কিংবা পরবর্তীতে আসল টাকা তে কনভার্ট করে নিতে পারবেন।

এখানে প্রতিনিয়ত পার্টিসিপেট করা যায়। প্রায় 10 ডলার ইনকাম করার চ্যালেঞ্জ আছে। আপনি এখান থেকে অনলাইনে আয় করতে পারবেন। যেকোনো চ্যালেঞ্জে পার্টিসিপেট করে নিমিষে 10 ডলার আয় করা যায়।

এখানে প্রতিনিয়ত ডলার আয় করতে পারবেন শুধুমাত্র রেগুলার কুইজ খেলে। পয়েন্টগুলো রিডিম করে আপনি গুগোল গিফট কার্ড নিতে পারেন। অথবা রিয়েল ক্যাশ এ কনভার্ট করতে পারেন।
Click to download

2. MindIT Trivia App কুইজ খেলে টাকা ইনকাম করার অ্যাপ।

MindIT Trivia App এই অ্যাপটি একটি অসাধারণ প্লাটফর্ম। যেখানে ব্যবহারকারীরা ছোট ছোট কুইজের উত্তর দিয়ে অনলাইনে ইনকাম করতে পারে। ছুটির দিনগুলোতে কুইজ খেলে অনলাইনে আয় করা যায়।

আপনি এই অ্যাপটি প্লে স্টোর থেকে ইন্সটল করতে পারবেন। কিছু বিষয় সম্বন্ধে প্রতিনিয়ত কুইজ আছে, যার মধ্যে আছে।
১) ইতিহাস,
২) বিজ্ঞান,
 
৩) খেলাধুলা এবং
৪) কারেন্ট অ্যাফেয়ার্স।

এখানে প্রতিনিয়ত হাজার হাজার প্রশ্নের উত্তর দিয়ে অনলাইনে আয় করতে পারবেন। ফ্রান্স, জার্মানি, স্পেন, কুরিয়া জাপানের এরকম অনেক দেশ থেকে এখানে ইউজাররা আসে অনলাইনে আয় করার জন্য। মজার মজার প্রশ্নের উত্তর দিয়ে, কুইজ খেলে ইনকাম করা যায়।

Click to download.

কিভাবে ক্যাশ আউট নিবেনঃ

যদি ভারতীয় হয়ে থাকেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ কিংবা বাংলা প্রদেশের। তবে পেটিএম এর মাধ্যমে টাকা উইথড্র করতে পারেন।

আর যদি বাংলাদেশ কিংবা ভারতের হোন তাহলে পেপালের মাধ্যমে উইথড্র দেয়া যায়। যদি পেপাল নিয়ে দুশ্চিন্তায় থাকেন। তবে নিচের ব্লগ পড়ে একটি পেপাল বিজনেস একাউন্ট খুলে নেন।

3. 888Quiz , কুইজ খেলে অনলাইনে আয়।

যারা কুইজ খেলে টাকা উপার্জন করতে চান, তাদের জন্য এটি দারুন একটি অ্যাপ। আপনার মাথায় যদি সাধারণ জ্ঞানের সম্ভার থাকে, তাহলে এই অ্যাপ্লিকেশনে কুইজ খেলে প্রচুর ইনকাম করতে পারবেন।

এখানে অন্যান্য প্লেয়ারদের সাথে, অর্থাৎ অন্যান্য প্রতিযোগীদের সাথে অনলাইনে কুইজ খেলা যায়। চ্যালেঞ্জ দেয়া যায়। এবং এভাবে আয় করা যায়।

এখানে প্রতিযোগিতা করার জন্য কিংবা মজা পাওয়ার জন্য কুইজ খেলতে পারেন।

কেউ কেউ অবসর সময়ে এই অ্যাপে ক্যুইজ খেলতে পছন্দ করে। কেননা এটি কোনো একটি গেম থেকে কমও নাI যদি এখানে প্রতিযোগিতা করার ইচ্ছা থাকে, তবে ইনকাম করার সম্ভাবনা থাকবে।

কত ইনকাম করা যায়?

এখানে মাসিক 5 ইউরো থেকে 25 ইউরো পর্যন্ত ইনকাম করা যায়। সেগুলো গুগোল গিফট কার্ড কিংবা পেপালের মাধ্যমে উইথড্র দেয়া যায়।

যে কোনো কুইজ, গেম এ আপনাকে দশটি প্রশ্ন দেয়া হবে। এবং সেগুলোর উত্তর16 সেকেন্ডের মধ্যে দিতে হবে।

দ্রুতগতিতে উত্তর দেয়ার ক্ষমতা থাকলে এইসব প্রশ্নের উত্তর দেয়া কোন ব্যাপারই হবে না। তবে হ্যাঁ, দ্রুততার সাথে উত্তর দেওয়ার পাশাপাশি, ভালোভাবে বুঝে প্রশ্ন উত্তর দেয়ার চেষ্টা করবেন।

কেননা বেশি ভুল উত্তর হলে, আপনার অনেক ক্ষতি হবে। এখানে আপনার তিনটে লাইফ লাইন থাকবে। যেগুলো পরবর্তীতে কোন একটি ভুল উত্তর কে সঠিক করে নিতে ব্যবহার করতে পারবেন। আপনার উত্তর এবং উত্তরের পয়েন্টগুলো মাসিক চার্ট লিস্ট এ দেখানো হবে।

4. Quizi, যত খুশি, ততো কুইজ খেলুন।

Quizi হলো আরেকটি দারুন এপ, যেটি আপনার জ্ঞান কে দ্রুত গতিতে বাড়াবে। ভালো কুইজ খেলার জন্য এ প্লাটফর্ম টি দারুন। এখানে কুইজ খেলে অনলাইনে আয় করুন।

সবচেয়ে অসাধারণ ফিচার হলো এখানে আপনি নিজেই কুইজ বানাতে পারবেন। বিভিন্ন প্রশ্ন লিখতে পারবেন, সেগুলো উত্তর অপশনাল করে দিয়ে রাখতে পারবেন।

পরবর্তীতে যদি সে প্রশ্ন আপনার কুইজ সেকশনে পড়ে যায়, তবে নিমিষেই উত্তর দিয়ে ভালো ইনকাম করতে পারবেন।

এখানে প্রতিনিয়ত উত্তরের সঙ্গে কুইজ লিখলে আপনার লেভেল এবং র‍্যাংক বাড়বে। এবং এর ভিত্তিতে আপনাকে অনলাইনে আয় হবে,

এখানে Quizi Points কিনে লেভেল ও র‍্যাংক বাড়ানো যায়।

5. Givling কুইজ খেলে টাকা ইনকাম।

Givling একটি অসাধারণ কুইজ খেলার প্লাটফর্ম। যেখানে আপনি ভালোভাবেই আয় করতে পারেন। এ নিয়ে পরবর্তীতে বিস্তারিত ব্লগ লিখবো ইনশা-আল্লাহ।

বিকাশ থেকে টাকা ইনকাম করর যেভাবে।

6. Quizbook

Quizbook এটি অনলাইন প্লাটফর্ম। যেখানে কুইজ খেলে ইনকাম করা যায়।

যে সকল বিষয়ের উপর কুইজ খেলা হয়ঃ

ইতিহাস-ভূগোল, খেলাধুলা, শিল্পকলা, মুভি , বিজ্ঞান ইত্যাদি
এছাড়াও এখানে অনলাইন সার্ভে পূরণ করার মাধ্যমে আয় করা যায়।

কিভাবে কুইজ খেলা হয়?

এখানে প্রতিটি কুইজে ২০টি প্রশ্ন দেয়া হয়। সেগুলোর উত্তর দিতে হয়। প্রতিটি প্রশ্নের উত্তর 10 সেকেন্ডের মধ্যে দিতে হয়। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 0.25 পয়েন্ট দেওয়া হয়। প্রতিটি 10 পয়েন্ট এর জন্য আপনাকে এক সেন্ট করে দেয়া হবে।

পড়ুনঃ

ক্যাশ-আউটঃ কুইজ খেলে টাকা ইনকাম

যখন আপনার একাউন্টে 3 ডলার চলে আসবে, তখন সেগুলো পে আউট করতে পারবেন। এখানে পেপাল এর মাধ্যমে উইথড্র দেয়া যায়।
এখানে বিশেষ সময়ে কুইজ কনটেস্ট আসে। সেখানে অংশগ্রহণ করে সর্বোচ্চ 25 ডলার পর্যন্ত ইনকাম করা যায়।

যদি এখানে কাউকে রেফার করেন, তবে যাকে রেফার করেছেন তার সম্পূর্ণ আয়ের 20 ভাগ আপনি প্রতিনিয়ত আয় করতে পারবেন।


7. SatoshiQuiz, কুইজ খেলে বিটকয়েন আয়

SatoshiQuiz একটি প্লাটফর্ম, যেখানে আপনাকে বিটকয়েনে পেমেন্ট দেয়া হবে। যখন আপনার কুইজের প্রশ্ন উত্তর সঠিক হবে তখন আপনি বিজয়ী হবেন।

এখানে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে যে পয়েন্ট অর্জন করবেন, সেগুলো দিয়ে কুইজে পার্টিসিপেট করা যায়।

এখানে বিটকয়েন অর্জন করার জন্য আপনাকে প্রতিদিন লগইন করতে হবে। এবং প্রথম তিনজন ব্যবহারকারীদের মধ্যে অবস্থান করতে হবে, যারা প্রতিনিয়ত এখানে পার্টিসিপেট করে এবং কুইজ খেলে ভালো পয়েন্ট অর্জন করে

কুইজ কন্টেস্ট

প্রতিটি কনটেস্টে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদেরকে মোট টাকার ৬০ ভাগ প্রথমজনকে। এবং 30 ভাগ দ্বিতীয় জনকে। এবং যে থার্ড হবে তাকে 10 বাদ দেয়া হবে। যেটা একটা বিশাল উপার্জন।

কনটেস্টে মোটামুটি ০.৫ বিটকয়েন ভাগ করে তিনজন বিজয়ীকে দেয়া হয়। কুইজ খেলে টাকা ইনকাম সম্পুর্ন গাইডলাইন

ক্যাশ আউটঃ

এখানে বিটকয়েনের পেমেন্ট গুলো প্রতি রবিবারে সম্পন্ন হয়। এখানে সর্বনিম্ন উইথড্র ১৫০০ সাতোশি। My Account নামক পেইজে ভিজিট করে সেখানে উইথড্র সাবমিট করতে পারবেন।

8. QUIZ REWARDS, কুইজ খেলে টাকা ইনকাম ২০২১।

QUIZ REWARDS এই অ্যাপে কুইজ খেলে গেম খেলে উপার্জন করা যায়। প্রায় 16 টি ভিন্ন ক্যাটাগরিতে কুইজ খেলা যায়। যার মধ্যে আছে
  • বিজ্ঞান।
  • ইতিহাস ।
  • মুভি ।
  • টিভি সিরিজ।
  • গাড়ি ।
  • সাধারণ জ্ঞান এবং
  • ভূগোল।
যদি আপনার পৃথিবীর বিভিন্ন জায়গা সম্বন্ধে ধারণা থাকে। ভালো সাধারণ জ্ঞানের নলেজ থাকে, তবে এখানে আপনি কুইজ খেলে ভালো ইনকাম করতে পারবেন।

এখানে আপনাকে বারোটি ট্রিভিয়া কোয়েশ্চেন দেয়া হবে। যেগুলো উত্তর দিয়ে আপনি ইনকাম করতে পারবেন।

যে কোনো কুইজ টুর্নামেন্ট শেষ হওয়ার পরবর্তীতে বিজয়ীদের মধ্যে থাকতে হলে আপনাকে যথেষ্ট পয়েন্ট অর্জন করা লাগবে।

যত ইনকাম করবেন সেগুলো গুগোল কিংবা আমাজন গিফট কার্ড এর মাধ্যমে রেডিম করে নেয়া যাবে। এখানে যত বেশি গেম খেলবেন কিংবা এখানে যত বেশি একটিভ থাকবেন, তত বেশি ক্যুইজ খেলতে পারবেন।


9. CASH QUIZ

CASH QUIZ এটি আরেকটি অ্যাপ্লিকেশন যেখানে কুইজ খেলে পুরষ্কার অর্জন করা যায়। এখানে দ্রুত উপার্জন করতে পারবেন না। এখানে ধীরে ধীরে উপার্জন করা যায়। এখানে কুইজ খেলার মধ্যে সঠিক উত্তর দেয়ার চেষ্টা করুন, তাহলে উপার্জন ভালো হবে

কন্টেস্ট

এখানে যত উপার্জন করবেন, তা পেপাল ক্যাশ অথবা গিফট কার্ড এর মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। প্রতিটি কুইজ কনটেস্ট এ উইনার কে 100 ডলার উইথড্র দেয়া হয়।

 সে 100 ডলারের 20 ভাগ পায় তৃতীয় উইনার। 30 ভাগ পায় দ্বিতীয় উইনার। এবং 50 ভাগ পায় প্রথম উইনার। কুইজ খেলে টাকা ইনকাম করুন ঘরে বসে।

প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় উইনারকে যথাক্রমে 50 ডলার, 30 ডলার এবং 20 ডলার করে দেয়া হয়।

10. KO Trivia

KO Trivia আরেকটি কুইজ প্লাটফর্ম। যেখানে গেম খেলে, এমনকি ক্যুইজ খেলো উপার্জন করা যায়। এখানে গেম খেলে উপার্জন করার জন্য আইফোন কিংবা এন্ড্রয়েড এপ্লিকেশন ইন্সটল করে নিতে হবে।

এখানে একটি নির্দিষ্ট টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। সেখানে ভালো প্রতিযোগিতা করতে পারবেন। এখানে উপার্জন করা ক্যাশ আপনারা পেপালের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন।

11. Cricket Quiz

এখানে গেম খেলার মাধ্যমে উপার্জন করতে পারবেন। কুইজ খেলেও উপার্জন করা যায়।

এখানে ক্রিকেট সম্বন্ধে যে কোনো কুইজ করে উপার্জন করা যায়। যদি আপনার মনে হয় ক্রিকেট সম্বন্ধে আপনার ভালো ধারনা আছে, বিভিন্ন ক্রিকেট খেলোয়াড়দের আপনি ভাল করে চিনেন, তাদের সম্বন্ধে জানেন। তবে এখানে কুইজ খেলে উপার্জন করতে পারেন।

এখানে ক্রিকেটের উপর বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। সেগুলোর উত্তর দেয়ার মাধ্যমে উপার্জন করা যায়।বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন করা হয়।

যেমনঃ আইপিএল, টি-টোয়েন্টি লিগ, ওডিআই ম্যাচ ইত্যাদি। এখানে ক্রিকেট সম্বন্ধে সঠিক উত্তর প্রদানের মাধ্যমে প্রতিনিয়ত উপার্জন করা সম্ভব।

আরো স্ট্যাটাসঃ 

যত বেশি গেম খেলবেন, যত বেশি সঠিক উত্তর দিবেন, তত সম্ভাবনা থাকে প্রথম তিনজন বিজয়ীদের মধ্যে আসার। যেগুলো মাসিক লিডার বোর্ডে দেয়া থাকে।

এখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য 0.05 ইউরো উপার্জন করা যায়।  প্রতিটি কুইজ কনটেস্ট এ অংশগ্রহণ করে সর্বোচ্চ 500 ইউরো পর্যন্ত উপার্জন করা যায়।


পরিশেষে,

উল্লেখিত এপ্লিকেশন গুলো গুগল প্লে স্টোরে সার্চ দিয়ে পেয়ে যাবেন। অনেকাংশে ভিপিএন ব্যবহার করা লাগতে পারে। কুইজ খেলে বাংলাদেশি ইনকাম সাইটগুলো ফ্যাক এবং স্প্যাম। তাই এসব বৈদেশিক এপ তুলে ধরলাম। 

এখান থেকে দৈনিক ৫০০-১০০০ টাকা আয় করা সম্ভব। তবে, কাজ করার জন্য বিদেশি সার্ভারের আইপি এড্রেস নেয়া সবচেয়ে ভালো হবে। যেমনটা জরিপ পূরণ করে আয় করার জন্য ক্রয় করা হয়।

এছাড়া কতগুলো এপ বাংলাদেশে থেকে ব্যবহার করা যায়।এপগুলোর নাম প্লে স্টোরে সার্চ করলেই আশা করি পেয়ে যাবেন।

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

2 Comments

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

  1. ভাইয়ার আমি টাকা কিভাবে বের করবো, mondit trivia app theke

    ReplyDelete
    Replies
    1. আপনি ভারতের হলে পেটিএম দিয়ে টাকা তুলতে পারেন। নইলে একটি পেপাল কিনে তারপর টাকা উইথড্র করুন। ধন্যবাদ।

      Delete
Previous Post Next Post