ডাটা এন্ট্রি জব বাংলাদেশ
আজকের ব্লগের ডাটা এন্ট্রি করার মাধ্যমে, কিভাবে আয় করবেন? এরকম 15 টি সাইট নিয়ে আলোচনা করব। এসব সাইটে আপনি মুক্তভাবে রেজিস্ট্রেশন করে আয় করতে পারেন। এছাড়া কিভাবে ক্যাপচা এন্ট্রি করে, কিংবা সুরকার ট্রানস্ক্রিপশন এর মাধ্যমে আয় করবেন। তার সম্বন্ধে ভালো ধারণা পাবেন।তাহলে চলুন দেখে নেই। অনলাইনে ডাটা এন্ট্রি করে আয় করার ১৫ টি দারুন সাইট!
ডাটা এন্ট্রি জব করার সাইট সমূহ:
এক নজরে সাইটগুলোর তালিকা দেখে নিই।১. AccuTran Global
২. Axion Data Services
৩. Quicktate or iDictate
৪. Scribie
৫. SigTrack
৬. Amazon Mechanical Turk
৭. Capital Typing
৮. Clickworker
৯. Tigerfish
১০. The Smart Crowd
১১. Speechpad
১২. SpeakWrite
১৩. DataPlus+
১৪. DionData Solutions
১৫. GorgeWarehouse
১৬. Working Solutions
১. AccuTran Global, ডাটা এন্ট্রি জব বাংলাদেশে করে আয় হবেই।
অন্যান্য ডাটা এন্ট্রি সাইটের মতো, এ সাইটটি কখনো আপনাকে শুধু শুধু কাজ করতে দিবে না। বরং আপনাকে ভাড়া করে নিবে। এবং ডাটা এন্ট্রি করার কাজে ব্যবহার করবে। বিভিন্ন ধরনের সিস্টেম অথবা ট্রানস্ক্রিপশন কাজে ডাটা এন্ট্রি প্রয়োজন পড়ে। সেখানে তারা মেম্বার ভাড়া করে নেয়।ডাটা এন্ট্রি করা যাবে বিশেষ অভিজ্ঞতা থাকলে। অথবা ম্যানেজমেন্ট করার বিষয়ে বিশেষ অভিজ্ঞতা থাকলে। অবশ্যই তারা আপনাকে ভাড়া করে নিবে। এবং আপনার কাজ করার সুবিধা দিবে।
এখানে কি কাজ করতে হবে?
- কাস্টমারদের বিভিন্ন ট্রানস্ক্রিপশন রিভিউ করা।
- এডিট করা
- আবার বিভিন্ন ডাটা কিংবা তথ্য-উপাত্ত সাজানো।
এসব ক্ষেত্রে এখানে কাজ দেয়া হয়।
AccuTran এটি একটি কানাডিয়ান সাইট। ইংরেজীতে দক্ষ যেকেউ গিয়ে ডাটা এন্ট্রি জব বাংলাদেশ করার জন্য আবেদন করতে পারেন। যদি ভাগ্য ভালো থাকে, তাহলে অবশ্যই সেখানে আয় করার সুযোগ পাবেন। এ আয় দিয়ে মোটামুটি মাসিক ভালো আয় করতে পারবেন।
AccuTran এটি একটি কানাডিয়ান সাইট। ইংরেজীতে দক্ষ যেকেউ গিয়ে ডাটা এন্ট্রি জব বাংলাদেশ করার জন্য আবেদন করতে পারেন। যদি ভাগ্য ভালো থাকে, তাহলে অবশ্যই সেখানে আয় করার সুযোগ পাবেন। এ আয় দিয়ে মোটামুটি মাসিক ভালো আয় করতে পারবেন।
২. Axion Data Services
এরে ডাটা এন্ট্রি সাইটগুলোর মধ্যে সবচেয়ে লেজিট। এমনকি সাইটটি সবচেয়ে বিশ্বস্ত। এই সাইট অ্যাডভার্টাইজমেন্ট করার মাধ্যমে প্রচারণা চালায় না। বরং আপনাকে সাইডে নিজে গিয়ে জয়েন দিতে হবে। এবং সেখানে গিয়ে এপ্লাই করতে হবে। যদি আপনি যোগ্য হন, তাহলে অবশ্যই তারা আপনাকে কাজ করার সুবিধা দিবে। এখানে কয়েক ঘণ্টার জন্য কন্টাক্ট করে নিতে পারেন ডাটা সাজানোর জন্য।এখানে অবসর সময়ে গীগ জমা দেয়ার মাধ্যমে কাজ করতে পারেন। এমনকি 20 থেকে 30 ঘন্টা কাজ করার জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ সাপ্তাহিক 30 ঘন্টা। কিংবা মাসিক 30 ঘন্টা।
৩. Amazon Mechanical Turk
পার্টটাইম গিগ দেয়ার সুবিধার্থে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ডাটা এন্ট্রি করার জন্য এটাও পার্টটাইম টাস্ক সুবিধা প্রদান করে। নির্দিষ্ট মাধ্যমে অনলাইনে আয় করা যায়। সাধারণ যে ডাটা এন্ট্রি রিলেটেড চাকরি আছে সেগুলো আপনি এখানে পাবেন না। এখানে শুধুমাত্র কাজ পূরণ করতে পারবেন, কন্ট্রাক্ট করা সম্ভব। অন্যান্য সদস্যদের মতোই। ডাটা এন্ট্রি করার সুবিধা পাবেন। ডাটা এন্ট্রি জব বাংলাদেশ ২০২১।টাস্ক টাইপ করে পূরণ করতে হয়। এবং এর বিভিন্ন ক্যাটাগরি আছে। যে ক্যাটাগরিতে আপনি দক্ষ, সেদিকে আপনি নজর দিতে পারেন। এখানে খুব বেশি আয় করা যায় না। তবে ছোট ছোট কাজগুলো করে নিয়ে, আপনিও আয় করার সুযোগ পাবেন।
৪. Capital Typing
এটি একটি আমেরিকান অরগানাইজেশন। যেখানে ডাটা এন্ট্রি করার জব দেয়া হয়। বিভিন্ন অফিশিয়াল সার্ভিস সংবলিত কাজ এখানে পাবেন। যত অনলাইন অফিস আছে, অফিশিয়াল কাজ আছে। তাদের সকলেই ডাটা এন্ট্রি করানোর জন্য বিভিন্ন মেম্বার খোঁজে। এবং আপনিও চাইলে এখানে জয়েন দিয়ে কাজ করতে পারেন। কিন্তু এজন্য আপনার দক্ষতা যাচাই করতে হবে।ট্রানস্ক্রিপশন, ট্রানসলেশন এবং কাস্টমার সাপোর্ট। এছাড়া আরো সার্ভিস সহ বাড়িতে বসে ডাটা এন্ট্রি করে আয় করতে পারেন।
৫. Clickworker
এটিও বিশ্বব্যাপী আউটসোর্সিং কোম্পানি। স্বাধীনভাবে কাজ করার জন্য যারা যোগদান করতে চায় তাদেরকে সুবিধা দেয়। এখানে কন্ট্রাক্টরি হিসেবে কাজ করতে আপনাকে সাইন আপ করে নিতে হবে। প্রয়োজন অনুযায়ী ডাটা এন্ট্রি করে, যখন তখন আয় করতে পারেন।এছাড়া লেখালেখি, ট্রানসলেশন এবং রিসার্স প্রভৃতি কাজের সুবিধা দিবে। যার মধ্য দিয়ে ইনকাম করা সম্ভব।আপনাকে ভালো কাজ করার সুবিধা দিবে প্রতিটি মাইক্রো টাস্ক এর ভিত্তিতে। এভাবে এখানে এন্ট্রি করে আয় করা যায়।
৬. DataPlus+
বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করার মাধ্যমে সেটা টাইপিং করা। কিংবা ছোটখাটো উপাত্ত এন্ট্রি করা। এরকম নানা উপায়ে আয় করতে পারেন। যদি বাড়িতে একটি কম্পিউটার, ইন্টারনেট কানেকশন থাকে। তাহলে অনায়াসে আয় করা যায়।৭. DionData Solutions
এখানে মন চাইলে ডাটা এন্ট্রি করতে পারেন। এখানে ডাটা এন্ট্রি করার সুবিধা অনেক বেশি। চাইলে দিনে প্রায় ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত ডাটা এন্ট্রি কাজ করে নিতে পারেন। যত কাজ করবেন তত আয় করা সম্ভব।তবে এর জন্য আপনার কম্পিউটারে টাইপিং স্পীড ভালো হতে হবে। পাশাপাশি ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখানে আপনার যোগ্যতা অনুযায়ী নিজে আয় করতে পারবেন।
৮. GorgeWarehouse
ডাটা এন্ট্রি কর্মীদের জন্য এটাও ভালো সুযোগ করে দেয়। কোম্পানিটি অনেক আগে থেকেই চালু করা আছে। এবং যথেষ্ট বিশ্বস্ত সাইট। ডাটা এন্ট্রি জব বাংলাদেশ থেকে করুন।ভালো ইন্টারনেট এক্সেস এবং অন্তর্গত ডাটা ইন্টার্নাল প্রভৃতি সমস্যার সমাধানের মাধ্যমে এখানে ডাটা এন্ট্রি করা যায়।প্রতি মিনিটে 30 টি ওয়ার্ড লিখার টাইপিং স্কিল থাকলে আপনি অনায়াসে ভালো আয় করতে পারবেন। এমনকি এখানে প্রতি ঘন্টায় 10 ডলারের মত আয় করা সম্ভব।
৯. Quicktate or iDictate
হোম ভিত্তিক ট্রানস্ক্রিপট, ডাটা এন্ট্রি, কাস্টমারদের তথ্য পূরণ প্রতিটি কাজের মধ্য দিয়ে এখানে কাজ করা যায়। 0.25 সেন্ট করে দিবে প্রতি ওয়ার্ড ডাটা এন্ট্রি করার জন্য। অর্থাৎ এখানে ভালো পরিমাণে ডাটা এন্ট্রি করে, আয় করার সুযোগ বেশি। এ কোম্পানি আপনাকে মাসিক 500 ডলার পর্যন্ত আয় করার সুবিধা দিবে। ডাটা এন্ট্রি করার মাধ্যমে।শুধু ইংরেজিতে নয় বিভিন্ন ভাষায় দক্ষ হলে, যেমনঃ ইংরেজি, ফরাসি, চাইনিজ প্রভৃতি ভাষায় দক্ষ এখানে ডাটা এন্ট্রি করতে পারবেন।
১০. Scribie
যেকোনো সময় ডাটা এন্ট্রি করার জন্য এ সাইটটির সবচেয়ে উপযুক্ত। যখন ইচ্ছে তখনই আপনি কাজ করতে পারবেন। কোনো বাধা নেই।আপনার কাজ করার দ্রুততা যতই হোক। অর্থাৎ যতই স্পীডে আপনি কাজ করুন না কেন, টাইপিং যতই স্পীডে করুন না কেন। আপনি এখানে আয় করতে পারবেন। যদি ধীরেসুস্থে কাজ করতে চান, তাহলে এখানে ডাটা এন্ট্রি করে আয় করতে পারেন।
এখানকার বেশিরভাগ সাইট চার্জ ফ্রি। এখানকার বেশিরভাগ ফ্রিল্যান্সাররা 6 মিনিটের মধ্যে ভালো ডাটা এন্ট্রি পূরণ করে দিয়ে দেয়। যার কারণে প্রতিযোগীতা বেশি।
যেকোনো একটি গিগ অথবা ট্রানস্ক্রিপশন পূরণ করে দিলেই 10 ডলার পেয়ে যাবেন। এখানে পেপাল অথবা পেওনার প্রভৃতির মাধ্যমে উইথড্র দেয়া হয়
১১. SigTrack
এটি আরেকটি আমেরিকান ওয়েবসাইট যেখানে ডাটা এন্ট্রি করে আয় করা যায়। এখানে প্রতিটি টাস্ক ভালো পরিমাণে আয় করা সম্ভব। ডাটা এন্ট্রি এবং সার্ভিস পূরণের মাধ্যমে আয় করা যায়। এখানে আয় করার জন্য আপনাকে কেবলমাত্র একটি ইন্টারনেট কানেকশন। ও একটি কম্পিউটার প্রয়োজন পড়বে। এখানে দ্রুত টাকা উইথড্র নিতে পারেন।১২. Working Solutions
এটি আরেকটি আমেরিকান কোম্পানি, যেটি কল সেন্টারের বিভিন্ন অভিযোগ এবং কাস্টমারদের তথ্য নিয়ে ঘাটাঘাটি করে। এখানে ডাটা এন্ট্রি করার মধ্য দিয়ে আপনি আয় করতে পারেন। তবে তাদের তথ্য গোপন রাখা ও সংরক্ষণশীলতায় আপনাকে উদ্বুদ্ধ হতে হবে। না হলে আপনি ব্যান হয়ে যাবেন।এখানে কেবল আমেরিকান সিটিজেনদের জন্য আয় করার ব্যবস্থা আছে। এখানে ডাটা এন্ট্রি জব বাংলাদেশ এ থেকে করার সুবিধা আছে।
১৩. The Smart Crowd
এ সাইটে প্রচুর আয় করা সম্ভব ডাটা এন্ট্রি করার মধ্য দিয়ে। বিভিন্ন অডিও কিংবা ভিডিওর কথাগুলো ডাটা হিসেবে স্ক্রিপ্ট করে রাখা হয়। এবং এভাবেই আয় করা যায়।প্রতিটি 100 স্ট্রোকের জন্য আপনাকে 40 থেকে 50 সেন্ট করে দেয়া হবে। নিয়মিত 10 ডলার পর্যন্ত আয় করা সম্ভব।
১৪. Speechpad
যদি আপনি নতুন ডাটা এন্ট্রি করার জব করতে চাইছেন, তাহলে অবশ্যই আমজ এটি সাজেস্ট করছি। কেননা বিগিনারদের জন্য এটি বিশেষ সুবিধা হবে।স্ক্রিপ্ট রাইটিং এর মধ্য দিয়ে ডাটা এন্ট্রি করা যায়। এমন কি এখানে নরমাল অফিশিয়াল কাজের ডাটা এন্ট্রি করার সুবিধা দিবে। বিভিন্ন ফ্রিল্যান্সাররা এখানে ডাটা এন্ট্রি জব হিসেবে কাজ নিতে পারেন।
প্রতিটি অডিও মিনিট কমপ্লিট করলেই আপনি 40 থেকে 50 সেন্ট পর্যন্ত আয় করতে পারবেন। আপনি চাইলে পেপালের মাধ্যমে টাকা নিতে পারেন।
১৫. SpeakWrite
এখানে প্রায় 65 হাজার ক্লায়েন্ট আছে। যারা নিয়মিত কাজ করে ডাটা এন্ট্রি করার জন্য। যদি এখানে কাজ করার সুবিধা পান। তাহলে আপনি মাসিক আয় করার সুযোগ পাবেন। এবং এটি আপনার আয় করার মাধ্যম হয়ে উঠবে। এখানে ডাটা এন্ট্রি করার সুবিধা বাংলাদেশে থেকে পাবেন।আপনাদের ভালো রেসপন্স পেলে ১০টি বাংলাদেশি ডাটা এন্ট্রি সাইট নিয়ে ব্লগ নিয়ে আসবো। বেশি বেশি শেয়ার করুন। আর হ্যা, আপনার ইমেইল জমা দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। আবার আসার দাওয়াত রইলো।
বাংলাদেশি ১০ সাইট নিয়ে লিখুন
ReplyDeleteইনশাল্লাহ, শীঘ্রই লিখবো।🥰
Deleteআমি একেবারে নতুন কোন ধরনের ডাটা এন্ট্রির কাজ আমার জন্য প্রযোজ্য এবং কাজটি শুরু করতে গেলে ক্রমান্বয়ে ধাপগুলো বলুন দয়া করে
ReplyDeleteThanks. Bangladesh er data entry job nea likle valo hoi
ReplyDelete