সার্চ করে আয় ২০২১
প্রত্যেক নেটিজেনই নিত্যদিনে কোনো না কোনো কিছু গুগলে সার্চ করবেই। কারণ কোনো অনলাইন সমস্যার সম্মুখীন হলে অথবা জানার আগ্রহ জাগলেই গুগলে সার্চ করার জন্য চলি। এক্ষেত্রে গুগল বাবাজীবনই হলো আমাদের প্রথম পছন্দ। কিন্তু আপাতদৃষ্টিতে অন্য আরও একটি সাইট আছে, যেখানে প্রয়োজনে সার্চ করলে যেভাবে আপনি সার্চ করার ফলাফল পেয়ে উপকৃত হবেন। একই ভাবে প্রতিদিন অনলাইনে আয়ও হবে। তবে চলুন দেখে নিই কোন সাইটটি এটি, আর আয় করব কিভাবে?
সাইটের বিবরণ
এটু একটি সার্চ ইঞ্জিন। এ সাইটে গুগলের মতো সার্চ করার অপশন আছে। যেখানে সার্চ করলেই রেজাল্ট শো করবে। বলে রাখি, এটি তেমন কোনো ভালো সার্চ ইঞ্জিন না। আর শত হোক কোনো সার্চ ইঞ্জিনই গুগলের মতো দ্রুত সার্চ রেজাল্ট দিতে পারবে না। কিন্তু এ সার্চ ইঞ্জিনে সার্চ করে আয় করার মতো নানা উপায় আছে, যা অন্য কোথাও নেই। আর এজন্য অনেক ক্ষেত্রে সাইটটি অনেকের কাছেই জনপ্রিয়। কোনো কিছু সার্চ করলে, যেকোনো সার্চ রেজাল্ট আসতে কমপক্ষে ৩-৫ সেকেন্ড সময় নেবে। সার্চ করে আয়
সাইটের লিংক এখানে ক্লিক করুন।
রেজিষ্ট্রেশন করবেন কিভাবেঃ
সাইটে সাইন আপ করে নেয়া খুবই সহজ। রেজিঃ করতে চাইলে আপনি এখানে ক্লিক করুন। এখানে রেজিঃ করার নিয়ম
সাইটে রেজিষ্ট্রেশন করার লিংকে ক্লিক করলে একটি রেজিস্ট্রেশন ফরম আসবে।
সেখানে প্রথমে আপনার ইমেইল-এড্রেস দিন
তারপর যেকোনো একটি পাসওয়ার্ড সেট করুন। সাথে আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নিন।
এখানে সাইন আপ করতে শুধুমাত্র এতটুকুই সময় নেবে। সাইন আপ করেই সার্চ করে আয় করুন
আয় করার উপায়
এখানে সার্চ করে আয় করার ক্ষেত্রে দুটি ভালো উপায় আছে। এ দুটি উপায়ের মাধ্যম সহজেই দৈনিক ১ ডলার করে কামিয়ে নিতে পারবেন। যেমনঃ
১) প্রতিদিন সার্চ করে আয়।
২)রেফার করার মাধ্যমে আয়।
প্রতিদিন অনলাইন সার্চ করে আয়ঃ
এখানে নিয়মিত সার্চ করে অনলাইনে আয় করতে পারেন। আপনি চাইলে কিছু সময়ের জন্য গুগলের পরিবর্তে এই সার্চ-ইঞ্জিনটি ব্যবহার করে নিতে পারেন। এখানে সার্চ করার জন্য পয়েন্ট দেয়া হয়। এখানে আপনাকে যেকোনো সার্চের জন্য ০.২৫ পয়েন্ট করে দেওয়া হবে। যত বেশি সার্চ করবেন তত বেশি পয়েন্ট আয় করতে পারবেন। প্রতিদিন সর্বোচ্চ ৩২ পয়েন্ট পর্যন্ত চাইলে আয় করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এখানে কোনো কিছু ১০০ বার সার্চ করলেই পেয়ে যাবেন ২৫ পয়েন্ট।যদি কোনোকিছু মোট ৪,০০০ বার সার্চ করেন তাহলে পেয়ে যাবেন মোট ১০০০ পয়েন্ট, দারুন না। যদি ১ মাস রেগুলারলি নিজ প্রয়োজনে এখানে সার্চ করেন, তাহলেই আপনি এখান থেকে ৭০০ এর মতো পয়েন্ট নিতে পারবেন। আপনার ওয়েবপেজের হোমে এই সার্চ ইঞ্জিনের ইউ-আর-এল টি সেভ করে নিবেন। এখানে ১০০০ পয়েন্ট এর মূল্য ১০ ডলার।
মানে আপনি মাসে ৭-৮ ডলার আয় করে নিতে পারবেন শুধুমাত্র সার্চ করে, যেটি আমরা গুগলে করি।
রেফার করে আয় ঃ
এখানে রেফায়ার করে আয়ের অপশন আছে। আপনার যেকোনো রেফার কোড/লিংক ব্যবহার করার মাধ্যমে কেউ যদি সাইটে সাইন আপ করে, তাহলেআপনি পাবেন ২৫ পয়েন্ট। আর এখানে পয়েন্ট পাওয়ার কোনো লিমিট থাকে না। রেফার কোড ব্যবহার করে যদি ১০ জন সাইন আপ করে নেয়, তাহলে পেয়ে যাবেন মোট ২৫০ পয়েন্ট। এখানেই আপনার আয় ২.৫ ডলার। এভাবে যদি ১০০ জনকে রেফার করতে পারেন তাহলেই আপনার অনলাইনে আয় হয়ে যাবে মোট ২৫০০ পয়েন্ট। যার মূল্য প্রায় ২৫ ডলার। এটু শুধু রেফার করে আয় করতে পারবেন। আগে থেকেই বলে রাখি, এখানে কোনো রকম ফেক রেফার করা এলাও না, এতে আইডি সাসপেন্ডও হতে পারে
এখানে ক্যাশ তোলার উপায়
আপনি শুধুমাত্র পেপাল অথবা বিটকয়েনের টাকা উইথড্র দিতে পারেন। কেননা এটি একটি বিদেশী এবং ইন্টারন্যাশনাল সাইট। এখানে আপনার মিনিমাম পে আউট করার এমাউন্ট হলো ১০ ডলার বা ১০০০ পয়েন্ট।
বিকাশে পেমেন্ট নেয়ার উপায়ঃ
আপনি যদি কোনোভাবে কয়েনবেস একাউন্টের মাধ্যমে বিটকয়েনে উইথড্র নিয়ে নিতে পারেন। তবে পরবর্তীতে Bdcoinex.com সাইটে গিয়ে তা সরাসরি অটোমেটেড সফটওয়্যার দ্বারা বিকাশে নিতে পারবেন। তারা যেকোনো বিটকয়েন কারেন্সী এক্সচেঞ্জ করে দেয়। এটি বিশস্ত সাইট। এখানে দিন রাত ২৪ ঘন্টা কাস্টমার সার্ভিস পাওয়া যায়।
সার্চ করে আয় ২০২১