সোশ্যাল মিডিয়ায় ইনকাম করার ১৫টি ইউনিক উপায়

 

সোশ্যাল মিডিয়ায় ইনকাম করুন

সোশ্যাল মিডিয়ায় আয় করার 15 টি সহজ উপায়।

সোশ্যাল মিডিয়ায়  টাকা উপার্জন করার 15 টি উপায় আপনাদের মাঝে শেয়ার করা হলো। এর মধ্য দিয়ে সহজেই আয় করে নিতে পারেন।

বর্তমান প্রেক্ষাপটে টাকা উপার্জন করার জন্য সোশ্যাল মিডিয়াই সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এখানে সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সবকিছুকে বোঝানো হয়েছে। প্রতিটি সোশ্যাল প্লাটফর্ম তার ইউজারদের শখ অথবা কাজকর্মকে নিজ পেশনের দিকে নিয়ে যাওয়ার চেস্টা করে। সোশ্যাল মিডিয়ায় আয় করার অনেক উপায় আছে। সে উপায়গুলো খুজে বের করে, আপনাকে শুধু মনোনিবেশ করতে হবে। 

সোশ্যাল মিডিয়ায় আপনি ছোট ব্যবসা থেকে শুরু করে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান দাড়া করাতে পারবেন। আজকের ব্লগে এমন ১৫টি সহজ উপায় বলব। যার মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় আয় করার সিদ্ধান্ত নিতে পারেন। 

    1.Pinterest এ নিজের প্রোডাক্ট এডভার্টাইজিং করুনঃ

কাস্টমারদের কাছে প্রোডাক্ট রিভিউ করবার জন্য পিন্টারেস্ট বেস্ট। পিন্টারেস্ট বর্তমান দুনিয়ায় বড় একটি সোশ্যাল সাইটে পরিণত হতে যাচ্ছে। এখানে যে কোন কিছু শেয়ার করতে পারবেন। কোনরকম দ্বিধা ছাড়াই সেখানে নিজের প্রোডাক্ট সেল করাতে পারবেন। যদি পিন্টারেস্টে নিজের আপলোড করা ছবি অথবা বিজনেস স্পিনিং করে রাখতে পারেন, এবং কাস্টমারের কাছে এডভার্টাইজিং এর জন্য নিয়ে যেতে পারেন, তাহলে সেটি আপনার জন্য আয় করার সবচেয়ে বড় উপায় হবে। সেখানে ছোট ব্যবসা এডভার্টাইজিং থেকেও বড় রকমের প্রফিট আয় করে নিতে পারেন।

    2.ইনস্টাগ্রামে অনলাইন শপ চালু করুন

অনেকেই হয়তো ভাবেন, ফেসবুকে একটা অনলাইন শপ দিবেন। কিন্তু আমি বলি ইনস্টাগ্রামে অনলাইন শপ করা সবচাইতে ভালো হয়। ইন্সট্রাগ্রামে অনলাইন প্রডাক্ট গুলোর ভালো ফটো আপলোড করতে পারবেন।  ঠিক একইভাবে, ইনস্টাগ্রাম হলো 1 বিলিয়ন ইউজার নিয়ে সবচেয়ে বড় এবং পপুলার প্ল্যাটফর্ম। এখানে বড় বড় ইন্ডাস্ট্রি অথবা কোম্পানিগুলো নিজের পণ্য এডভারটাইজিং করার জন্য বড় রকমের বাজেট নেয়। যদি ইন্সট্রাগ্রামে একটি অনলাইন শপ খুলতে পারেন, তবে প্রোডাক্টগুলির ছবিও আপলোড হবে। পাশাপাশি নিজের অনলাইন প্রোডাক্ট গুলোর বড় রকমের এডভার্টাইজিংও  হয়ে যাবে। তো ইনস্টাগ্রামে হতে পারে সবচেয়ে বড় সুযোগ। 

  1. Copywritting (কপিরাইটিং)

টুইটার এবং ফেসবুক আপনার গ্রামার স্কিল এবং কথা বলার ধরণ দেখানোর এক বড় মাধ্যম। যেকোনো কপিরাইটারকে গ্রামাটিক্যালি খুব ভালো হতে হয়। যেকোনো একটি অনুচ্ছেদ অথবা প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে দক্ষ হতে হয়। যদি সেটি ফেসবুক এবং টুইটারে প্রমান দেখিয়ে দিতে পারেন, তাহলেই সেটিই হবে আপনার কপিরাইটিং লেখার সুযোগ। এজন্য শুধু বড় বড় কোম্পানী পেজের সাথে যোগাযোগ রাখতে হবে।

      4.এডিটিং

যেকোনো এডিটর সোশ্যাল মিডিয়ায়  এডিটিং করার দক্ষতা দেখিয়ে বড় রকমের প্রফিট আয় করতে পারে। আপনার নিজস্ব ফেসবুক পেইজ থাকলে, সেখানে ভালো এডিটিং করার কথা বলে, ডেস্ক্রিপশন লিখে কাস্টমারের জন্য অপেক্ষা করুন। দেখবেন ঠিকই এডিটিং করার জন্য অনেকেই আপনার কাছে আসছে। এবং সেখান থেকে আয়ও হচ্ছে। 

social sites that shown in android

  1. সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা

এমন অনেক লোক আছে, যারা সোশ্যাল মিডিয়ায় সাইট ম্যানেজিং করার জন্য ভালো লোক খুঁজছে। তারা খুঁজছে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার। যাদেরকে তারা টাকার বিনিময়ে ম্যানেজিং করার সুবিধা দিবে। সে ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার অপরূপ দক্ষতা থাকলে, তাদের কন্টাক্ট এ নাম লিখিয়ে নিতে পারেন।


6. কমেডি লেখালেখি

বাংলাদেশের ম্যাগাজিনগুলোতে এখন কমেডি রাইটিং ব্যাপক জনপ্রিয় । যেকোনো একটি মজার ব্যাপার কে নিয়ে সুন্দর কমেডি লিখে টাকা উপার্জন করে নিতে পারেন। ম্যাগাজিন সাইট থেকে ভালো প্রফিটও নিতে পারেন। অথবা ইংরেজিতে গ্রামাটিকেলি যদি একটু ভালো হন, তাহলে কমিকের ইমেজ তৈরি করে ইন্টারন্যাশনালি আয় করতে পারেন। এবং সোশ্যাল মিডিয়ার সাইটগুলোতে আপনার ভালো দক্ষতা  শেয়ার করতে পারেন। তারপর দেখুন আপনার জন্য কত কন্ট্রাক রেডি হয়ে থাকে। তবে এর জন্য গ্রাফিক ডিজাইন জানা লাগবে।

     

 7. সৃজনশীল লেখালেখি

সৃজনশীলতা থাকলে সফলতা এমনিতে দৌড়ে আসে। সোশ্যাল মিডিয়ায় বড় বড় অনেক পেইজ আছে, যেখানে শুধুমাত্র সৃজনশীল লেখা লেখির জন্য বড় রকমের ফলোয়ার্স ও লাইক আছে। যদি লেখালেখিতে আপনার সৃজনশীলতা ফুটে উঠে, তাহলে কনটেন্ট রাইটার হতে সময় লাগবে না। ব্লগার হিসেবে আপনাকে কাজ করার সুযোগ দিবে যে কোন ব্লগ সাইট। কাজেই সৃজনশীলতা দেখিয়ে আপনিও সোশ্যাল মিডিয়ায় ইনকাম করতে পারেন হাজার হাজার টাকা। 

 

      

9. ইউটিউব চ্যানেল মনিটাইজ

 

একটি ইউটিউব চ্যানেল  ম্যানেজিং করা অথবা মনিটাইজেশনের মাধ্যমেও আপনি আয় করতে পারেন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া না, বড় বড় ইউটিউবার নিজেদের ইউটিউব চ্যানেলকে দেখাশুনা করার জন্য লোক খুঁজে।  সেখানে তাদের সাইট মনিটর করার জন্য মনিটাইজেশন করতে পারেন। যদি তাদের নিজস্ব পরামর্শদাতা হিসেবে কাজ করেন, তাহলে আপনার করতে পারেন ভালো রকমের ইনকাম। কিছু কিছু চ্যানেল এমনিতেই আছে যারা একটি টিম হিসেবে কাজ করে। এবং সেই চ্যানেলগুলোর টিমের মতো করেই আয় করে।যেমনঃ GetSetFly 

 

  1.  অ্যামাজনে অ্যাফিলিয়েট করে।

অ্যামাজন সাইটের কোন একটি এফিলিয়েট লিংক আপনি শেয়ার করার মাধ্যমে আয় করতে পারেন। এটি সোশ্যাল মিডিয়াও শেয়ার করতে পারেন। আবার নিজস্ব ব্লগসাইটে কোনো পণ্যের এডভার্টাইজিং বা এফিলিয়েট শেয়ারে হতে পারে ভালো রকমের ইনকাম। 

 

  1. প্রমোশন পোস্ট

অন্যের সাইট, ব্লগ প্রমোশন করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রমোশনের জন্য পোস্ট করেও আয় করা যায়। তবে এর জন্য ইন্সট্রাগ্রাম হবে সবচেয়ে বেস্ট। এর আপনারও ভালো রকমের ফলোয়ার থাকতে হবে।



  1.  নিজের আর্ট বিক্রি করুন।

Tumblr এবং ইন্সট্রাগ্রাম নিজের আকা শিল্পকলা পোস্ট করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম। Tumblr সাইটে নিজের একটি আর্ট শেয়ারে পাবেন প্রচুর রেসপন্স। আর যদি কোনো একটি আর্ট মানে আকা ছবি ভাইরাল হয়ে যায়, তাহলে এই জনপ্রিয়তাকে আপনি ইনকামে কনভার্ট করতে পারেন। ইনকাম করার জন্য আছে Etsy এবং Big Cartel এর মতো ভালো সাইট।

 

  1.  নিজের তোলা ফটোর কপিরাইট(Copyright) বিক্রয়

যদি আপনি ভালো ফটো তুলতে জানেন, তাহলে লোকজন ছবিটি ব্যবহার করার জন্য আপনাকে পেমেন্ট দিবে। Flickr হলো নিজস্ব ফটোগ্রাফিং দেখানোর জন্য সবচেয়ে ভালো সোশ্যাল মিডিয়া। আপনি চাইলে আপনার ফটোর Creative Common লাইসেন্স করিয়েও নিতে পারেন। এর জন্য আপনার কোনো আয় হবে না। তবে লোকজন উপকৃত হবে।


 14. গান গাওয়ার প্রতিভাকে SoundCloud এ তুলে ধরুন।

SoundCloud নিজের গান গাওয়ার প্রতিভা লোকসম্মুখে তুলে ধরার জন্য ভালো। আমি শুধু আপনার Rockstar বা ভালো র‍্যাপার( এক ধরনের গান) হওয়ার সম্ভাবনা কথা বললাম। আপনার নিজের করা একটি গান সেখানে আপলোড দিন।সেটি তারা কমার্সিয়ালি ব্যবহার করবেন। অথবা বড় বড় রেডিও স্টেশন এড হিসেবে পাব্লিস করবে। 

আপাতত ১৪টি উপায়ই তুলে ধরলাম। পরবতী অনলাইনে আয় করার ১০টি উপায় [সাথে টিউটোরিয়াল] দেখার জন্য এখানে ক্লিক করুন। ধন্যবাদ


আরও পড়ুনঃ

 

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post